সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• কেন ঈশ্বর সোনার বাছুর নির্মাণ করার জন্য হারোণকে শাস্তি দেননি?

হারোণ প্রতিমাপূজা সম্বন্ধীয় ঈশ্বরের আইন লঙ্ঘন করেছিলেন। (যাত্রা. ২০:৩-৫) কিন্তু, মোশি হারোণের জন্য প্রার্থনা করেছিলেন এবং তার প্রার্থনা “মহাশক্তিযুক্ত” হয়েছিল। (যাকোব ৫:১৬) হারোণের বিশ্বস্ততা সম্বন্ধীয় নথি ছিল। যদিও লোকেরা তাদের জন্য একটা প্রতিমা নির্মাণ করে দেওয়ার ক্ষেত্রে হারোণকে বাধ্য করেছিল কিন্তু, তিনি পরে দেখিয়েছিলেন যে, তিনি আসলে এই প্রতিমাপূজাকে অনুমোদন করেননি, কারণ তিনি যিহোবার পক্ষ নেওয়ার ক্ষেত্রে লেবির সন্তানদের সঙ্গে যোগ দিয়েছিলেন। (যাত্রা. ৩২:২৫-২৯)—৫/১৫, পৃষ্ঠা ২১.

• কী একজন খ্রিস্টানকে হয়তো সাথির ব্যভিচারের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে?

নির্দোষ সাথি যদি বাইবেলের নীতি অনুসারে জীবনযাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন চলেন, তাহলে পারদারিক ব্যক্তির বিশ্বাসঘাতকতার কারণে নির্দোষ ব্যক্তির নিজেকে দোষী মনে করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, ঈশ্বর জানেন যে, আপনার সান্ত্বনা ও উৎসাহের প্রয়োজন রয়েছে। তিনি হয়তো সহখ্রিস্টানদের মাধ্যমে সান্ত্বনা প্রদান করতে পারেন।—৬/১৫, পৃষ্ঠা ৩০-৩১.

• কীভাবে আপনি আপনার সন্তানদের হৃদয়ে পাঠের প্রতি ভালোবাসা গেঁথে দিতে পারেন?

এক প্রেমময় পরিবেশ এবং বাবা-মায়ের উদাহরণ পাঠের প্রতি ভালোবাসা গেঁথে দিতে সাহায্য করে। এ ছাড়া, হাতে বই দিন। জোরে জোরে পাঠ করুন। অংশ নিতে উৎসাহিত করুন এবং যা পাঠ করেন তা নিয়ে আলোচনা করুন। আপনার সন্তানদেরকে আপনার সামনে পড়তে বলুন এবং প্রশ্ন জিজ্ঞেস করতে উৎসাহিত করুন।—৭/১৫, পৃষ্ঠা ২৬.