সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক উপলব্ধিপরায়ণ মনোভাব বজায় রাখুন

এক উপলব্ধিপরায়ণ মনোভাব বজায় রাখুন

তৃতীয় রহস্য

এক উপলব্ধিপরায়ণ মনোভাব বজায় রাখুন

বাইবেল কী শিক্ষা দেয়? “সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর।”—১ থিষলনীকীয় ৫:১৮.

কোন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? আমরা অহংকারী ও অকৃতজ্ঞ লোকেদের দ্বারা পরিবেষ্টিত, এমন মনোভাব যা আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারে। (২ তীমথিয় ৩:১, ২) অধিকন্তু, আমরা হয়তো ইতিমধ্যেই আমাদের ব্যস্ত জীবনে আরও কাজকর্ম অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা বোধ করতে পারি। আমরা বিভিন্ন সমস্যার দ্বারা এতটাই ভারগ্রস্ত অথবা আমাদের ব্যক্তিগত বিষয়গুলোকে অনুধাবন করার ক্ষেত্রে এতটাই আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে, ইতিমধ্যেই আমাদের যা রয়েছে, সেটাকে উপলব্ধি করার অথবা অন্যেরা আমাদের জন্য যা করে, সেটার প্রতি আমাদের উপলব্ধি প্রকাশ করার সময় থাকে না।

আপনি কী করতে পারেন? আপনি এখনই যে-উত্তম বিষয়গুলো উপভোগ করছেন, সেগুলো নিয়ে ধ্যান করার জন্য সময় করে নিন। এটা ঠিক যে, আপনি হয়তো বিভিন্ন সমস্যার দ্বারা ভারগ্রস্ত বোধ করতে পারেন। কিন্তু রাজা দায়ূদের উদাহরণ বিবেচনা করুন। কখনো কখনো তিনি পরীক্ষাগুলোর দ্বারা চূর্ণমনা হয়ে পড়েছিলেন ও তার হৃদয় অসাড় হয়ে গিয়েছিল। এমনকী তার পরও, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন: “আমি . . . তোমার সমস্ত কর্ম্ম ধ্যান করিতেছি, তোমার হস্তের কার্য্য আলোচনা করিতেছি।” (গীতসংহিতা ১৪৩:৩-৫) পরীক্ষাগুলো সত্ত্বেও, দায়ূদ এক উপলব্ধিপরায়ণ মনোভাব বজায় রেখেছিলেন ও সন্তুষ্ট থেকেছিলেন।

আপনাকে সাহায্য করার জন্য অন্যেরা যা করেছে, সেই সম্বন্ধে চিন্তা করুন আর তাদের প্রচেষ্টার জন্য উপলব্ধি প্রকাশ করুন। এই ব্যাপারে যিশু এক উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছেন। উদাহরণস্বরূপ, তাঁর বান্ধবী মরিয়ম যখন যিশুর মাথায় ও পায়ে বহুমূল্য তেল ঢেলে দিয়েছিলেন, তখন কেউ কেউ জিজ্ঞেস করেছিল: “তৈলের এরূপ অপব্যয় হইল কেন?” * সেই সমালোচকরা মনে করেছিল যে, সেই তেল বিক্রি করে সেটার অর্থ দরিদ্রদের দান করা উচিত ছিল। যিশু উত্তর দিয়েছিলেন: “ইহাকে থাকিতে দেও, কেন ইহাকে দুঃখ দিতেছ?” এরপর তিনি আরও বলেছিলেন: “এ যাহা করিতে পারিত, তাহাই করিল।” (মার্ক ১৪:৩-৮; যোহন ১২:৩) মরিয়ম কী করেননি সেটার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার পরিবর্তে, যিশু মরিয়ম যা করেছিলেন সেটার প্রতি উপলব্ধি প্রকাশ করেছিলেন।

কেউ কেউ পরিবার, বন্ধুবান্ধব অথবা অন্য যে-বিশেষ সুযোগগুলো তাদের রয়েছে, সেগুলো হারানোর পরই তারা সেগুলোকে উপলব্ধি করে। এখনই আপনি যে-উত্তম বিষয়গুলো উপভোগ করছেন, সেগুলো নিয়ে চিন্তা করার দ্বারা আপনি সেই দুঃখজনক পরিণতিকে এড়াতে পারেন! যে-বিষয়গুলোর জন্য আপনি কৃতজ্ঞ, সেগুলো সম্বন্ধে চিন্তা করুন না কেন অথবা লিখে রাখুন না কেন?

যেহেতু “সমস্ত উত্তম দান” মূলত ঈশ্বরের কাছ থেকেই আসে, তাই প্রার্থনায় তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। (যাকোব ১:১৭) নিয়মিতভাবে তা করা আমাদেরকে এক উপলব্ধিপরায়ণ মনোভাব বজায় রাখতে ও সন্তুষ্ট থাকতে সাহায্য করতে পারে।—ফিলিপীয় ৪:৬, ৭. (w১০-E ১১/০১)

[পাদটীকা]

^ প্রথম শতাব্দীতে, একজন অতিথির মাথায় তেল ঢালা ছিল আতিথেয়তা দেখানোর এক ইঙ্গিত; পায়ে তেল ঢালা ছিল নম্রতার এক কাজ।

[৬ পৃষ্ঠার চিত্র]

অন্যেরা আপনার জন্য যা করে, আপনি কি সেটার প্রতি উপলব্ধি প্রকাশ করেন?