সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একক মায়েদের প্রতি বিবেচনা দেখান

একক মায়েদের প্রতি বিবেচনা দেখান

একক মায়েদের প্রতি বিবেচনা দেখান

তাদের সন্তানদেরকে একাই বড়ো করে তোলার জন্য একক মায়েদেরকে সময় ও শক্তির জন্য যতটা লড়াই করতে হয়, খুব কম লোককেই তা করতে হয়। * তারা অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে থাকে। একটা পরিবারকে প্রতিপালন করার জন্য তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। চাকরি করা ছাড়াও, তাদেরকে কেনাকাটা করার, রান্না করার, পরিষ্কার-পরিচ্ছন্ন করার, সন্তানের যত্ন নেওয়ার কাজও করতে হয়। এরপর, সন্তানদের জন্য চিকিৎসার ব্যবস্থা করার, বিনোদনের আয়োজন করার এবং আবেগগত সমর্থন জোগানোর আর যদি সম্ভব হয়, তাহলে নিজের জন্য কিছুটা মূল্যবান সময় খুঁজে নেওয়ার প্রয়োজনও রয়েছে।

যদিও একক মায়েদের পরিবারগুলো ক্রমাগতভাবে বেড়ে চলেছে এবং তা আজকের সমাজে আরও বেশি সাধারণ হয়ে উঠছে কিন্তু তাদেরকে সহজেই উপেক্ষা করা যেতে পারে। একজন মা যেমন অকপটে স্বীকার করেছিলেন, “আমি নিজে একজন একক মা না হওয়া পর্যন্ত, প্রকৃতপক্ষে তাদের সম্বন্ধে আমি অবগত ছিলাম না।” একক মায়েদের প্রতি বিবেচনা দেখানোর জন্য আপনি কী করতে পারেন? তাদের বিষয়ে কি আপনার চিন্তা করা উচিত? আসুন আমরা তাদের প্রয়োজনগুলোর প্রতি মনোযোগ দেওয়ার তিনটে কারণ বিবেচনা করি।

বিবেচনা দেখানোর কারণগুলো

অনেক একক মা সাহায্য চায়। ৪১ বছর বয়সি একজন বিধবা, যার দুটো সন্তান রয়েছে তিনি বলেছিলেন, “এমন সময় আসে, যখন কী করতে হবে তা আমি বুঝে উঠতে পারি না আর আমার অনেক দায়িত্বের কারণে আমি কিছুটা ভারগ্রস্ত বোধ করি।” বৈধব্য, পরিত্যক্ততা অথবা অন্যান্য প্রতিকূল পরিস্থিতির কারণে একজন মা যেমনটা অনুভব করেছিলেন, অনেক একক মা সেরকমই অনুভব করেছে। তিনি বলেছিলেন, “আমরা স্বস্তি লাভের জন্য বিনতি করছি আর আমাদের তা খুবই প্রয়োজন!”

এটা আপনার সুখকে বৃদ্ধি করে। আপনি কি কখনো একজন ব্যক্তির পক্ষে বহন করা খুবই কঠিন এমন একটা বোঝা বহন করতে কাউকে সাহায্য করেছেন? যদি করে থাকেন, তাহলে খুব সম্ভবত আপনি সন্তুষ্টির এক অনুভূতি অনুভব করেছিলেন এটা জেনে যে, আপনি কাউকে ব্যবহারিক উপায়ে সাহায্য করেছেন। একইভাবে, একক মায়েরা এমন এক বোঝা বহন করে, যা কখনো কখনো একজন ব্যক্তির পক্ষে বহন করা খুবই কঠিন হতে পারে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দ্বারা আপনি যখন তাদের প্রয়োজনগুলোর প্রতি সাড়া দেবেন, তখন আপনি গীতসংহিতা ৪১:১ পদে বলা এই কথাগুলোর সত্যতা সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করবেন: “ধন্য সেই জন, যে দীনহীনের পক্ষে চিন্তাশীল [“প্রতি বিবেচনাপূর্বক কাজ করে,” NW]।”

এটা ঈশ্বরকে সন্তুষ্ট করে। যাকোব ১:২৭ পদ বলে: “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, . . . পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম।” এর অন্তর্ভুক্ত হল একক মায়েদের দেখাশোনা করা। * ইব্রীয় ১৩:১৬ পদ বলে: “উপকার ও সহভাগিতার কার্য্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।”

একক মায়েদের প্রতি বিবেচনা দেখানোর এই তিনটে কারণের কথা মনে রেখে, আসুন এখন আমরা দেখি যে, সাহায্য করার জন্য আপনি কী করতে পারেন এবং কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, আপনি যে-সাহায্য প্রদান করবেন, তা ব্যবহারিক হবে।

তাদের প্রয়োজনগুলোকে বোঝা

এমনটা মনে হতে পারে যে, স্পষ্টতই যে-বিষয়টা করা উচিত তা হল, একজন একক মাকে জিজ্ঞেস করা যে, “আমি কীভাবে সাহায্য করতে পারি?” কিন্তু বাস্তবিকভাবে, এর ফল স্বরূপ খুব কম ক্ষেত্রেই কেউ আপনাকে বলবে তার আসল প্রয়োজনগুলো কী। আগে যেমন উল্লেখ করা হয়েছে, গীতসংহিতা ৪১:১ পদ ‘বিবেচনাপূর্বক কাজ করার’ বিষয়ে সুপারিশ করে। একটি তথ্যগ্রন্থ ব্যাখ্যা করে যে, এখানে ব্যবহৃত ইব্রীয় অভিব্যক্তিটি “চিন্তাভাবনা সম্বন্ধীয় এক জটিল প্রক্রিয়ার মধ্যে চিন্তা করার ফল স্বরূপ বিজ্ঞতাপূর্বক আচরণ”-কে বোঝাতে পারে।

তাই, সাহায্য করার সর্বোত্তম উপায়টা খুঁজে বের করার জন্য আপনাকে একক মা যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হন, সেই বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে। পরিস্থিতিকে শুধুমাত্র ওপর ওপর না দেখে, পর্যবেক্ষণ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যদি সেই পরিস্থিতিতে থাকতাম, তাহলে আমি কী সাহায্য চাইতাম?’ অবশ্য, অনেক একক মা আপনাকে বলবে যে, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি নিজে একজন একক মা না হওয়া পর্যন্ত, আপনি কখনোই পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবেন না যে, একজন একক মা হওয়া আসলে কেমন। তবুও, তাদের পরিস্থিতিগুলোর প্রতি সহমর্মিতা দেখানোর জন্য আপনার সর্বোত্তম করা আপনাকে একক মায়েদের প্রতি ‘বিবেচনাপূর্বক কাজ করার’ ক্ষেত্রে আরও ভালো এক অবস্থানে রাখবে।

ঈশ্বরের নিখুঁত উদাহরণকে অনুকরণ করুন

যখন একক মায়েদের জন্য চিন্তা দেখানোর বিষয়টা আসে, তখন যিহোবা ঈশ্বরের চেয়ে আর কেউ-ই আরও বেশি প্রেমময় ও কার্যকারীভাবে তা করেনি। যিহোবা ঈশ্বর বিধবা, পিতৃহীন আর এর ফলে একক মায়েদের প্রতি যে-বিবেচনা ও চিন্তা দেখান, অনেক শাস্ত্রপদ সেই বিষয়টা তুলে ধরে। ঈশ্বর যেভাবে এই ধরনের দীনহীনদের প্রয়োজনগুলো জুগিয়েছেন তা পরীক্ষা করার দ্বারা আমরা প্রকৃতই সাহায্যকারী এবং ব্যবহারিক সাহায্য প্রদান করার বিষয়ে অনেক কিছু শিখতে পারি। বিবেচনা করার মতো চারটে মূল বিষয় রয়েছে।

তাদের কথা শোনার জন্য সময় করে নিন

প্রাচীন ইস্রায়েল জাতিকে যিহোবা যে-ব্যবস্থা দিয়েছিলেন সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি “অবশ্য” অবহেলিত ব্যক্তির ‘ক্রন্দন শুনিবেন।’ (যাত্রাপুস্তক ২২:২২, ২৩) কীভাবে আপনি এই উত্তম উদাহরণ অনুকরণ করতে পারেন? কথা বলার জন্য অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি না থাকায়, একক মায়েরা প্রায়ই একাকিত্বের প্রবল অনুভূতি বোধ করে থাকে। “সন্তানরা যখন ঘুমাতে যায়, তখন কখনো কখনো আমি আমার কান্না থামাতে পারি না,” একজন একক মা দুঃখ করে বলেছিলেন। “কখনো কখনো এতটা একাকিত্ব বোধ হয় যে, তা সহ্য করা যায় না।” আপনি কি এমন একজন একক মায়ের, যার হয়তো তার অনুভূতিগুলোকে ব্যক্ত করার প্রয়োজন হতে পারে, তার ‘ক্রন্দন শুনিবার’ জন্য নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন? উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে তা করা, সেই ব্যক্তিকে একক মাতৃত্বের প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করার জন্য অনেক কিছু করতে পারে।

উৎসাহজনক কথাবার্তা বলুন

যিহোবা সেই পবিত্র গানগুলো অথবা গীতগুলো লিখতে অনুপ্রাণিত করেছিলেন, যেগুলো ইস্রায়েলীয়রা উপাসনার উপলক্ষগুলোতে গাইত। ইস্রায়েলীয় বিধবা এবং পিতৃহীনরা সেই ঐশিক অনুপ্রাণিত কথাগুলো গাওয়ার সময় যে-উৎসাহ লাভ করেছিল তা কল্পনা করুন যেগুলো তাদেরকে মনে করিয়ে দিয়েছিল যে, তাদের জন্য যিহোবা হলেন “পিতা” ও “বিচারকর্ত্তা” এবং তিনি তাদের সুস্থির রাখবেন বা স্বস্তি জোগাবেন। (গীতসংহিতা ৬৮:৫; ১৪৬:৯) আমরাও উৎসাহজনক এমন কথাবার্তা বলতে পারি যা একজন একক মা অনেকদিন পরেও মনে রাখবেন। যদিও ২০ বছর পার হয়ে গিয়েছে, রূথ নামে একজন একক মা এখনও আনন্দের সঙ্গে সেই ঘটনার কথা মনে করেন যখন একজন অভিজ্ঞ বাবা তাকে বলেছিলেন: “আপনার দুই ছেলেকে প্রতিপালন করার ক্ষেত্রে আপনি সত্যই ভালো কাজ করছেন। তা করে চলুন।” রূথ বর্ণনা করেন: “তার কাছ থেকে সেই কথাগুলো শোনা সত্যই আমার ওপর ছাপ ফেলেছিল।” বস্তুতপক্ষে, “উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে” এবং তা একজন একক মাকে আমরা হয়তো যতটা জানি, তার চেয়েও বেশি উৎসাহ প্রদান করতে পারে। (হিতোপদেশ ১২:২৫) আপনি কি একজন মাকে প্রদান করার মতো নির্দিষ্ট, অকৃত্রিম প্রশংসা করার বিষয়ে চিন্তা করতে পারেন?

প্রয়োজনে বস্তুগত সাহায্য প্রদান করুন

প্রাচীন ইস্রায়েলকে দেওয়া যিহোবার ব্যবস্থা বিধবা এবং পিতৃহীনদের জন্য মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করার জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছিল। এই ধরনের বিষয়গুলোর কারণে এই দীনহীন লোকেদের কাছে ‘ভোজন করিয়া তৃপ্ত হইবার’ জন্য যথেষ্ট খাবার থাকত। (দ্বিতীয় বিবরণ ২৪:১৯-২১; ২৬:১২, ১৩) আমরাও প্রয়োজন রয়েছে এমন এক একক মায়ের পরিবারকে বিচক্ষণতার সঙ্গে এবং মর্যাদাজনক উপায়ে বস্তুগত সাহায্য প্রদান করতে পারি। আপনি কি কিছু খাবার অথবা মুদির দোকানের জিনিসপত্রে ভরা একটা থলি তাদের বাড়িতে ছেড়ে আসতে পারেন? আপনার কি এমন কাপড়-চোপড় রয়েছে, যা একজন একক মা অথবা সন্তানরা ব্যবহার করতে পারে? অথবা আপনি কি কিছু আর্থিক সাহায্য প্রদান করতে পারেন, যাতে একজন একক মা তার পরিবারের নির্দিষ্ট প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন?

তাদের সঙ্গে মেলামেশা করুন

যিহোবা আদেশ দিয়েছিলেন যে, বিধবা ও পিতৃহীনদের যেন ইস্রায়েল জাতির বার্ষিক উৎসবগুলোতে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে তারা সহইস্রায়েলীয়দের সঙ্গে মেলামেশা করা উপভোগ করতে পারে। বস্তুতপক্ষে, তাদেরকে বলা হয়েছিল: “তুমি [তোমরা] . . . আনন্দ করিবে।” (দ্বিতীয় বিবরণ ১৬:১০-১৫) একইভাবে আজকে, খ্রিস্টানদের ‘পরস্পর অতিথি সেবা করিবার’ পরামর্শ দেওয়া হয়েছে, যা আনন্দপূর্ণ মেলামেশা করার জন্য উপলক্ষগুলো প্রদান করে। (১ পিতর ৪:৯) তাই, কোনো একক মায়ের পরিবারকে খাবার খাওয়ার জন্য আপনার বাড়িতে আমন্ত্রণ করুন না কেন? অনেক কিছু করার প্রয়োজন নেই। যিশু যখন বন্ধুদের বাড়িতে মেলামেশা করা উপভোগ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, “অল্প কএকটী বিষয়, বরং একটী মাত্র বিষয় আবশ্যক।”—লূক ১০:৪২.

আপনার বিবেচনা দেখানোকে উপলব্ধি করা হবে

ক্যাথলিন নামে একজন একক মা যিনি তিনটে সন্তানকে বড়ো করে তুলেছিলেন, তিনি বলেন যে, এই বিজ্ঞ পরামর্শকে তিনি কখনোই ভুলে যাবেন না যেটা হল, “কোনো কিছুর আশা করবেন না; সমস্ত কিছুর জন্য উপলব্ধি প্রকাশ করুন।” ক্যাথলিনের মতো, অনেক একক মা তাদের সন্তানদের বড়ো করে তোলার ব্যাপারে তাদের ব্যক্তিগত দায়িত্বকে স্বীকার করে। তাই, তারা আশা করে না যে, তাদের নিজেদের জন্য তাদেরকে যা করতে হবে, অন্যেরা তাদের জন্য তা করে দেবে। কিন্তু নিঃসন্দেহে যে-কোনো সাহায্যই তারা লাভ করে সেটার জন্য তারা কৃতজ্ঞ। “তুমি যা করেছ সেটার জন্য” যিহোবা ঈশ্বর “তোমাকে পুরস্কৃত করবেন” এই আস্থা রেখে একক মায়েদের প্রতি বিবেচনা দেখানোর দ্বারা আপনি তাদের মঙ্গলের এবং আপনার নিজের সুখের ক্ষেত্রে অবদান রাখতে পারেন।—হিতোপদেশ ১৯:১৭, নিউ সেঞ্চুরি ভারসন। (w১০-E ১২/০১)

[পাদটীকাগুলো]

^ যদিও আমরা প্রধানত মায়েদেরই নির্দেশ করব কিন্তু আলোচিত নীতিগুলো বাবা এবং মা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

^ যদিও “একক মা” অভিব্যক্তিটি বাইবেলে পাওয়া যায় না কিন্তু ‘বিধবা’ এবং ‘পিতৃহীন লোক’ অভিব্যক্তিগুলো প্রায়ই ব্যবহৃত হয়েছে। এটা ইঙ্গিত করে যে, এমনকী বাইবেলের সময়েও একক মা থাকা সাধারণ বিষয় ছিল।—যিশাইয় ১:১৭.

[৩২ পৃষ্ঠার চিত্র]

শেষ কখন আপনি কোনো একক মায়ের পরিবারকে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? শীঘ্র তা করুন না কেন?