সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“তুমি আপন হস্তকৃতের প্রতি আকুল আকাঙ্ক্ষা করিবে”

“তুমি আপন হস্তকৃতের প্রতি আকুল আকাঙ্ক্ষা করিবে”

ঈশ্বরের নিকটবর্তী হোন

“তুমি আপন হস্তকৃতের প্রতি আকুল আকাঙ্ক্ষা করিবে”

কোনো প্রিয়জনকে কষ্ট পেতে ও মারা যেতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। এইভাবে প্রিয়জনকে হারিয়ে আমরা স্বাভাবিকভাবেই খুবই দুঃখার্ত হই। কিন্তু এটা জানা সান্ত্বনাদায়ক যে, আমাদের সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর আমাদের দুঃখ বোঝেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ, তিনি মৃতদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর অসীম ক্ষমতাকে ব্যবহার করতে আকাঙ্ক্ষী। ইয়োব ১৪:১৩-১৫ পদে লিপিবদ্ধ ইয়োবের কথাগুলোতে দেওয়া আশা সম্বন্ধে লক্ষ করুন।

পটভূমিটা বিবেচনা করুন। ইয়োব, যিনি উল্লেখযোগ্য বিশ্বাস দেখান, তিনি অত্যন্ত কঠিন পরীক্ষাগুলো ভোগ করেন যেগুলোর অন্তর্ভুক্ত হল, তার বস্তুগত সম্পদ হারানো, তার সমস্ত প্রিয় সন্তানের মৃত্যু এবং এক যন্ত্রণাদায়ক রোগ। চরম দুর্দশাগুলোর মধ্যেও তিনি ঈশ্বরকে ডেকে বলেন: “হায়, তুমি আমাকে পাতালে [মানবজাতির সাধারণ কবরে] লুকাইয়া রাখিও।” (পদ ১৩) ইয়োব পাতালকে দুঃখকষ্টের শেষ হিসেবে দেখেন। সেখানে তিনি দুঃখকষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্ত হবেন, ঠিক যেন ঈশ্বরের দ্বারা লুকানো এক সম্পদ। *

পাতাল কি ইয়োবের স্থায়ী আশ্রয়স্থল হয়ে উঠবে? ইয়োব এর বিপরীতটাই বিশ্বাস করেন। তিনি তার প্রার্থনায় আরও বলেন: “হায়, তুমি . . . আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।” ইয়োব আস্থা সহকারে এই আশা করেন যে, তিনি সাময়িকভাবে পাতালে থাকবেন আর যিহোবা তাকে ভুলে যাবেন না। ইয়োব যে-সময়টা পাতালে কাটাবেন সেটাকে তিনি “সৈন্যবৃত্তির” অর্থাৎ অপেক্ষা করার এক বাধ্যতামূলক সময়কালের সঙ্গে তুলনা করেন। কতকাল ধরে? “যে পর্য্যন্ত আমার দশান্তর, [“মুক্তি,” ইজি-টু-রিড ভারসন] না হয়,” তিনি বলেন। (পদ ১৪) সেই মুক্তির অর্থ হবে পাতাল থেকে মুক্ত হওয়া—আরেক কথায় মৃত্যু থেকে পুনরুত্থান লাভ করা!

কেন ইয়োব এই বিষয়ে প্রত্যয়ী যে, তিনি মুক্তি লাভ করবেন? কারণ তিনি জানেন যে, আমাদের প্রেমময় সৃষ্টিকর্তা তাঁর সেই বিশ্বস্ত উপাসকদের বিষয়ে কেমন অনুভব করেন যারা মারা গিয়েছে। ইয়োব বলেন: “পরে তুমি আহ্বান করিবে, ও আমি উত্তর দিব। তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা [“আকুল আকাঙ্ক্ষা,” NW] করিবে।” (পদ ১৫) ইয়োব স্বীকার করেন যে, তিনি হলেন ঈশ্বরেরই হাতের কাজ। জীবনদাতা যিনি ইয়োবকে গর্ভে গঠন করেছিলেন, নিশ্চিতভাবেই তিনি ইয়োবের মৃত্যুর পর তার জীবন ফিরিয়ে দিতে পারেন।—ইয়োব ১০:৮, ৯; ৩১:১৫.

ইয়োবের কথাগুলো আমাদেরকে যিহোবা যে কতখানি প্রেমময় সেই বিষয়ে শিক্ষা দেয়: ইয়োবের মতো যারা তাঁর হাতে নিজেদেরকে সঁপে দেয়, তাঁর চোখে প্রীতিজনক এমন লোক হিসেবে গড়ে তোলার জন্য তাঁকে সুযোগ দেয়, তাদের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। (যিশাইয় ৬৪:৮) যিহোবা তাঁর বিশ্বস্ত উপাসকদের মূল্যবান বলে গণ্য করেন। যে-অনুগত ব্যক্তিরা মারা গিয়েছে, তাদের প্রতি তাঁর “আকুল আকাঙ্ক্ষা” রয়েছে। তাই, অনুবাদিত ইব্রীয় শব্দটি “তীব্র বাসনার অনুভূতিকে প্রকাশ করার জন্য প্রশ্নাতীতভাবে এক জোরালো শব্দ,” একজন পণ্ডিত ব্যক্তি বলেন। হ্যাঁ, যিহোবা শুধুমাত্র তাঁর লোকেদের স্মরণেই রাখেন তা নয় কিন্তু সেইসঙ্গে তিনি তাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যও আকাঙ্ক্ষী।

আনন্দের বিষয় যে, ইয়োব বইটিতে—বাইবেলের প্রথম লিখিত বইগুলোর মধ্যে একটিতে—যিহোবা মৃতদের পুনরুত্থিত করার ব্যাপারে তাঁর উদ্দেশ্যকে প্রকাশ করেছিলেন। * তিনি চান আপনি যেন আপনার সেই প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হতে পারেন যারা মারা গিয়েছে। এই চিন্তাধারা হারানোর ব্যথাকে সহ্য করতে আরও সহজ করে তোলে। এই প্রেমময় ঈশ্বর সম্বন্ধে ও সেইসঙ্গে কীভাবে আপনি নিজেকে, তাঁর উদ্দশ্যকে বাস্তবায়িত হতে দেখবে এমন এক ব্যক্তি হিসেবে গঠন করার জন্য তাঁকে সুযোগ দিতে পারেন, সেই সম্বন্ধে আরও বেশি শিখুন না কেন? (w১১-E ০৩/০১)

[পাদটীকাগুলো]

^ একটি তথ্যগ্রন্থ বলে যে, “আমাকে . . . লুকাইয়া রাখিও,” ইয়োবের এই কথাগুলোর অর্থ হতে পারে “এক মূল্যবান আমানতের মতো [আমাকে] সুরক্ষিত রাখো।” আরেকটি গ্রন্থ বলে যে, এই কথাগুলো “আমাকে এক সম্পদের মতো লুকিয়ে রাখো” এই ইঙ্গিত দেয়।

^ এক ধার্মিক নতুন জগতে পুনরুত্থিত জীবনের বিষয়ে বাইবেলের প্রতিজ্ঞা সম্বন্ধে আরও বেশি শেখার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৭ অধ্যায়টি দেখুন।