সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক অপূর্ব ভবিষ্যৎ

এক অপূর্ব ভবিষ্যৎ

এক অপূর্ব ভবিষ্যৎ

“আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই . . . কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১.

আপনি কি চান, এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হোক? নিশ্চয়ই আপনি চান! আমরা নিশ্চিত থাকতে পারি, বাইবেলের এই কথাগুলো খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হবেই।

এখনও পর্যন্ত আমরা যে-ভবিষ্যদ্‌বাণীগুলো দেখেছি, সেগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে, আমরা এই দুষ্ট জগতের “শেষকালে” বাস করছি। (২ তীমথিয় ৩:১-৫) ঈশ্বর বাইবেলে এই ভবিষ্যদ্‌বাণীগুলো লিখিয়েছেন, যাতে আমরা এগুলো থেকে প্রত্যাশা লাভ করতে পারি। (রোমীয় ১৫:৪) এই ভবিষ্যদ্‌বাণীগুলো বর্তমানে পরিপূর্ণ হচ্ছে, যার অর্থ হল আমরা যে-সমস্যাগুলো ভোগ করছি, সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।

শেষকালের পর কী হবে? ঈশ্বরের রাজ্য পুরো পৃথিবীর উপর শাসন করবে। (মথি ৬:৯) আসুন দেখি তখন পরিস্থিতি কেমন হবে।

কেউ খাবার না খেয়ে থাকবে না। “দেশমধ্যে পর্ব্বত-শিখরে প্রচুর শস্য হইবে।”—গীতসংহিতা ৭২:১৬.

কেউ অসুস্থ হবে না। “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।”—যিশাইয় ৩৩:২৪.

পৃথিবী আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। “প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।”—যিশাইয় ৩৫:১.

এই ভবিষ্যদ্‌বাণীগুলো ছাড়াও বাইবেলে আরও অনেক ভবিষ্যদ্‌বাণী রয়েছে, যেগুলো খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হতে যাচ্ছে। কিন্তু কেন আমরা নিশ্চিত থাকতে পারি যে, এই ভবিষ্যদ্‌বাণীগুলোও পরিপূর্ণ হবে? যিহোবার সাক্ষিরা আপনাকে এই বিষয়গুলো জানাতে পেরে অনেক খুশি হবে।