সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের রাজ্য কী?

ঈশ্বরের রাজ্য কী?

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

ঈশ্বরের রাজ্য কী?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. ঈশ্বরের রাজ্য কী?

ঈশ্বরের রাজ্য হল এক স্বর্গীয় সরকার। এটা অন্য সমস্ত সরকারকে সরিয়ে দেবে এবং স্বর্গে ও পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করবে। তাই, ঈশ্বরের রাজ্য হল আমাদের উত্তম সরকারের প্রয়োজনের এক সমাধান।—পড়ুন, দানিয়েল ২:৪৪; মথি ৬:৯, ১০.

একটা রাজ্যের একজন রাজা থাকা আবশ্যক। যিহোবা তাঁর পুত্র যিশুকে তাঁর রাজ্যের রাজা হওয়ার জন্য নিযুক্ত করেছেন।—পড়ুন, লূক ১:৩০-৩৩.

২. কেন যিশু হলেন আদর্শ শাসক?

ঈশ্বরের পুত্র হলেন আদর্শ শাসক কারণ তিনি হলেন সদয়, যা সঠিক তা করার জন্য অটল এবং লোকেদের সাহায্য করার জন্য যথেষ্ট ক্ষমতাশালী। (মথি ১১:২৮-৩০) পুনরুত্থিত হওয়ার পর, যিশু স্বর্গারোহণ করেছিলেন এবং যিহোবার দক্ষিণে বসে অপেক্ষা করতে শুরু করেছিলেন। (ইব্রীয় ১০:১২, ১৩) পরিশেষে, স্বর্গ থেকে শাসন করার জন্য ঈশ্বর তাঁকে ক্ষমতা দিয়েছিলেন।—পড়ুন, দানিয়েল ৭:১৩, ১৪.

৩. যিশুর সঙ্গে আর কারা শাসন করবে?

এক দল যাদেরকে ‘পবিত্র প্রজা’ বলা হয় তাদেরকে ঈশ্বর স্বর্গে যিশুর সঙ্গে শাসন করার জন্য মনোনীত করেছেন। (দানিয়েল ৭:২৭) পবিত্র প্রজা হওয়ার জন্য প্রথমে যাদেরকে মনোনীত করা হয়েছিল তারা ছিল যিশুর বিশ্বস্ত প্রেরিতরা। এখন পর্যন্ত যিহোবা পবিত্র প্রজা হিসেবে বিশ্বস্ত পুরুষ ও নারীদের মনোনয়ন করে চলেছেন। যিশুর মতো, তারাও এক আত্মিক দেহ নিয়ে পুনরুত্থিত হয়।—পড়ুন, যোহন ১৪:১-৩; ১ করিন্থীয় ১৫:৪২-৪৫.

কতজন ব্যক্তি স্বর্গে যায়? যিশু তাদেরকে “ক্ষুদ্র মেষপাল” বলে সম্বোধন করেছিলেন। (লূক ১২:৩২) পরিশেষে, তাদের সংখ্যা হবে ১,৪৪,০০০ জন এবং তারা যিশুর সঙ্গে পৃথিবীর ওপর শাসন করবে।—পড়ুন, প্রকাশিত বাক্য ৫:৯, ১০; ১৪:১.

৪. কখন থেকে ঈশ্বরের রাজ্য শাসন করা শুরু করেছে?

যিশু ১৯১৪ সালে রাজা হয়েছেন। * এর অল্প কিছু সময় পরেই, তিনি শয়তান ও তার মন্দ দূতদের পৃথিবীতে নিক্ষেপ করেছেন। (প্রকাশিত বাক্য ১২:৭-১০, ১২) সেই সময় থেকে, মানবজাতির সমস্যাগুলো প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী এবং অধার্মিকতা হল সেই চিহ্নের অংশ যেটা দেখায় যে, বর্তমান বিধিব্যবস্থা এটার শেষকালে রয়েছে। (২ তীমথিয় ৩:১-৫) যারা ঈশ্বরের রাজ্য থেকে উপকার লাভ করতে চায় তাদের সকলের শেখা উচিত যে, কীভাবে রাজা যিশুর অনুসারী হওয়া যায়।—পড়ুন, লূক ২১:৭, ১০, ১১, ৩১, ৩৪, ৩৫.

৫. ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করে?

বিশ্বব্যাপী প্রচার কাজের দ্বারা ঈশ্বরের রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন জাতি থেকে আসা লক্ষ লক্ষ লোককে ঈশ্বরের পথ সম্বন্ধে শেখার জন্য সাহায্য করছে। (মথি ২৪:১৪) রাজ্য যখন পৃথিবীতে বর্তমান দুষ্ট বিধিব্যবস্থাকে ধ্বংস করবে, তখন এটা যিশুর অনুগত প্রজাদের নিয়ে গঠিত “বিস্তর লোক”-কে রক্ষা করবে।—পড়ুন, প্রকাশিত বাক্য ৭:৯, ১০, ১৩-১৭.

১,০০০ বছরের সময়কালে, রাজ্য ক্রমান্বয়ে পৃথিবীকে এক পরমদেশে পরিণত করবে। পরিশেষে, যিশু সেই রাজ্য তাঁর পিতাকে ফিরিয়ে দেবেন। (১ করিন্থীয় ১৫:২৪-২৬) আপনি কি এমন কাউকে জানেন যাকে আপনি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে বলতে চাইবেন?—পড়ুন, গীতসংহিতা ৩৭:১০, ১১, ২৯. (w১১-E ০৭/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ৮ ও ৯ অধ্যায় দেখুন।

[পাদটীকা]

^ বাইবেলের ভবিষ্যদ্‌বাণী কীভাবে ১৯১৪ সালকে নির্দেশ করে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ২১৫-২১৮ পৃষ্ঠা দেখুন।