সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. ঈশ্বর কি সমস্ত প্রার্থনা শোনেন?

যিহোবা সমস্ত জাতির লোককে প্রার্থনার মাধ্যমে তাঁর নিকটবর্তী হতে আমন্ত্রণ জানান। (গীতসংহিতা ৬৫:২) কিন্তু তিনি সমস্ত প্রার্থনা শোনেন না। উদাহরণস্বরূপ, ইস্রায়েলীয়রা যখন খারাপ কাজ করেই চলেছিল, তখন ঈশ্বর তাদের প্রার্থনা শোনা প্রত্যাখ্যান করেছিলেন। (যিশাইয় ১:১৫) এ ছাড়া, যে-ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন, তার প্রার্থনাও রুদ্ধ হতে পারে। (১ পিতর ৩:৭) তবুও, যদি অনুতপ্ত হয়, তাহলে ঈশ্বর এমনকী গুরুতর পাপীদেরও প্রার্থনা শুনবেন।—পড়ুন, ২ বংশাবলি ৩৩:৯-১৩.

২. কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত?

প্রার্থনা হল একটা বিশেষ সুযোগ ও আমাদের উপাসনার এক অংশ, তাই আমাদের একমাত্র যিহোবার কাছেই প্রার্থনা করা উচিত। (মথি ৪:১০; ৬:৯) যেহেতু আমরা অসিদ্ধ, তাই আমাদের যিশুর নামে প্রার্থনা করা উচিত কারণ “পথ” হিসেবে তাঁকেই মনোনীত করা হয়েছে। (যোহন ১৪:৬) ঈশ্বর চান না যে, আমরা মুখস্থ করা অথবা লিখিত আকারে প্রার্থনাগুলো বার বার করি বরং তিনি চান আমরা যেন হৃদয় থেকে প্রার্থনা করি।—পড়ুন, মথি ৬:৭; ফিলিপীয় ৪:৬, ৭.

আমাদের সৃষ্টিকর্তা এমনকী নীরবে করা প্রার্থনাগুলোকেও শুনতে পারেন। (১ শমূয়েল ১:১২, ১৩) তিনি আমাদেরকে প্রতিটা উপলক্ষে প্রার্থনা করতে আমন্ত্রণ জানান, যেমন দিনের শুরুতে ও শেষে, খাবার খাওয়ার সময় এবং যখন আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই।—পড়ুন, গীতসংহিতা ৫৫:২২; মথি ১৫:৩৬.

৩. কেন খ্রিস্টানরা একত্রে মিলিত হয়?

ঈশ্বরের নিকটবর্তী হওয়া সহজ নয় কারণ আমরা এমন লোকেদের মাঝে বাস করি যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই এবং যারা পৃথিবীতে শান্তি সম্বন্ধীয় তাঁর প্রতিজ্ঞা নিয়ে উপহাস করে। (২ তীমথিয় ৩:১, ৪; ২ পিতর ৩:৩, ১৩) তাই সহবিশ্বাসীদের সঙ্গে আমাদের উৎসাহজনক মেলামেশার প্রয়োজন।—পড়ুন, ইব্রীয় ১০:২৪, ২৫.

যে-লোকেরা ঈশ্বরকে ভালোবাসে তাদের সঙ্গে আপনি যদি বন্ধুত্ব করেন, তাহলে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। যিহোবার সাক্ষিদের সভাগুলো অন্যদের বিশ্বাস থেকে উপকার লাভ করার সুযোগগুলো প্রদান করে।—পড়ুন, রোমীয় ১:১১, ১২.

৪. কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

তাঁর বাক্য থেকে আপনি যা শিখেছেন, সেটা নিয়ে ধ্যান করার মাধ্যমে আপনি যিহোবার নিকটবর্তী হতে পারেন। তাঁর কাজকর্ম, তাঁর নির্দেশাবলি এবং তাঁর প্রতিজ্ঞাগুলো নিয়ে গভীরভাবে ধ্যান করুন। প্রার্থনাপূর্বক ধ্যান করা ঈশ্বরের প্রেমের প্রতি প্রকৃত উপলব্ধি ও প্রজ্ঞাকে বৃদ্ধি করে।—পড়ুন, যিহোশূয়ের পুস্তক ১:৮; গীতসংহিতা ১:১-৩.

আপনি যদি ঈশ্বরের ওপর নির্ভর করেন, আপনার যদি তাঁর ওপর বিশ্বাস থাকে, একমাত্র তাহলেই আপনি তাঁর নিকটবর্তী হতে পারেন। বিশ্বাসকে মানবদেহের সঙ্গে তুলনা করা যেতে পারে। বেঁচে থাকার জন্য আমাদের নিজেদেরকে পরিপুষ্ট করতে হবে। একইভাবে, আমাদের বিশ্বাসের ভিত্তিকে পরীক্ষা করার দ্বারা আমাদেরকে আমাদের বিশ্বাসকে ক্রমাগত পরিপুষ্ট করতে হবে।—পড়ুন, ১ থিষলনীকীয় ৫:২১; ইব্রীয় ১১:১, .

৫. কীভাবে ঈশ্বরের নিকটবর্তী হওয়া আপনাকে উপকৃত করবে?

যিহোবাকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি চিন্তা করেন। তাদের বিশ্বাস এবং অনন্তজীবন সম্বন্ধীয় তাদের প্রত্যাশাকে নষ্ট করে দিতে পারে এমন যেকোনো কিছু থেকে তিনি তাদেরকে রক্ষা করেন। (গীতসংহিতা ৯১:১, ২, ৭-১০) তিনি আমাদেরকে সেই জীবনধারা সম্বন্ধে সাবধান করেন, যা আমাদের স্বাস্থ্য ও সুখের জন্য হুমকিস্বরূপ। যিহোবা আমাদেরকে জীবনের সর্বোত্তম পথের বিষয়ে শিক্ষা দেন।—পড়ুন, গীতসংহিতা ৭৩:২৭, ২৮; যাকোব ৪:৪, . (w১১-E ০৯/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১৭ অধ্যায় দেখুন।