সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

কেন যিরূশালেম মন্দিরে পোদ্দারেরা ছিল?

তাঁর মৃত্যুর কিছু দিন আগে, যিশু মন্দিরের মধ্যে ঘটে চলা এক গুরুতর অন্যায় সম্বন্ধে তুলে ধরেছিলেন। বাইবেল জানায়: “যীশু . . . যত লোক ধর্ম্মধামে ক্রয়বিক্রয় করিতেছিল, সেই সকলকে বাহির করিয়া দিলেন, এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপোত বিক্রয় করিতেছিল, তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন, আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, ‘আমার গৃহ প্রার্থনাগৃহ বলিয়া আখ্যাত হইবে,’ কিন্তু তোমরা ইহা ‘দস্যুগণের গহ্বর’ করিতেছ।”—মথি ২১:১২, ১৩.

প্রথম শতাব্দীর যিহুদি এবং ধর্মান্তরিত যিহুদিরা বিভিন্ন দেশ এবং নগর থেকে যিরূশালেম মন্দিরে আসত এবং সঙ্গে করে তাদের স্থানীয় এলাকার মুদ্রা নিয়ে আসত। কিন্তু, মন্দিরে বাৎসরিক কর প্রদানের, বলিদানের জন্য পশু কেনার এবং অন্যান্য স্বেচ্ছাকৃত বলিদানের জন্য তাদেরকে অনুমোদিত মুদ্রা ব্যবহার করতে হতো। সেই কারণে পোদ্দারেরা বিভিন্ন এলাকা ও ভিন্ন ভিন্ন মূল্যের মুদ্রা অনুমোদিত মুদ্রায় ভাঙিয়ে দেওয়ার জন্য মূল্য নিত। যিহুদি উৎসবগুলো যখন এগিয়ে আসত, তখন এই পোদ্দারেরা মন্দিরের পরজাতীয়দের প্রাঙ্গণে দোকান বসাত।

যিশু সমালোচনা করে বলেছিলেন যে, পোদ্দারেরা মন্দিরকে “দস্যুগণের গহ্বর” করে তুলছে আর এটা স্পষ্টতই ইঙ্গিত দিয়েছিল যে, তাদের সেবার জন্য তারা যে-মূল্য আদায় করত, তা অনেক বেশি ছিল। (wp১১-E ১০/০১)