সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কীভাবে ঈশ্বরের আইনগুলো আমাদের উপকৃত করে?

কীভাবে ঈশ্বরের আইনগুলো আমাদের উপকৃত করে?

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

কীভাবে ঈশ্বরের আইনগুলো আমাদের উপকৃত করে?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. কেন আমাদের ঈশ্বরের বাধ্য হওয়া উচিত?

ঈশ্বরের বাধ্য হওয়া উপযুক্ত কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। এমনকী যিশুও সবসময় ঈশ্বরের বাধ্য থেকেছেন। (যোহন ৬:৩৮; প্রকাশিত বাক্য ৪:১১) আমরা যে তাঁকে প্রেম করি, ঈশ্বরের আইনগুলো আমাদেরকে তা প্রমাণ করার এক উপায় প্রদান করে।—পড়ুন, ১ যোহন ৫:৩.

যিহোবার সমস্ত আইনই আমাদের মঙ্গলের জন্য। সেগুলো এখনই আমাদের জীবনের সর্বোত্তম পথের বিষয়ে শিক্ষা দেয় এবং দেখায় যে, কীভাবে আমরা ভবিষ্যতে অনন্তকালীন পুরস্কারগুলো লাভ করতে পারি।—পড়ুন, গীতসংহিতা ১৯:৭, ১১; যিশাইয় ৪৮:১৭, ১৮.

২. কীভাবে ঈশ্বরের আইনগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারজনক?

মাতাল হওয়ার বিরুদ্ধে ঈশ্বরের আইন আমাদেরকে মারাত্মক রোগ ও দুর্ঘটনাগুলো থেকে রক্ষা করে। অতিরিক্ত মদ্যপান করা হল এক আসক্তি আর এটা মূর্খতাপূর্ণ কাজ করতে পরিচালিত করে। (হিতোপদেশ ২৩:২০, ২৯, ৩০) যিহোবা আমাদের মদ্যপান করাকে অনুমোদন করেন, তবে তা পরিমিত মাত্রায়।—পড়ুন, গীতসংহিতা ১০৪:১৫; ১ করিন্থীয় ৬:১০.

এ ছাড়া, যিহোবা আমাদেরকে ঈর্ষা, অনিয়ন্ত্রিত ক্রোধ এবং অন্যান্য ধ্বংসাত্মক মনোভাবের বিরুদ্ধেও সাবধান করেন। তাঁর পরামর্শকে আমরা যতখানি প্রয়োগ করব, আমাদের স্বাস্থ্যও ততখানি উপকৃত হবে।—পড়ুন, হিতোপদেশ ১৪:৩০; ২২:২৪, ২৫.

৩. কীভাবে ঈশ্বরের আইন আমাদের রক্ষা করতে পারে?

ঈশ্বরের আইন বিয়ের বাইরে যৌনসম্পর্ক করাকে নিষেধ করে। (ইব্রীয় ১৩:৪) যে-দম্পতিরা এই আইনের বাধ্য হয়, তারা আরও বেশি সুরক্ষিত বোধ করে এবং তাদের সন্তানদের জন্য আরও ভালো এক পরিবেশ সৃষ্টি করে। অন্যদিকে, বিয়ের বাইরে যৌনসম্পর্কের ফলে বিভিন্ন রোগ, বিবাহবিচ্ছেদ, দৌরাত্ম্য, আবেগগত যন্ত্রণা ভোগ করতে হয় আর একক বাবা অথবা মায়ের পরিবারগুলোর সৃষ্টি হয়।—পড়ুন, হিতোপদেশ ৫:১-৯.

যে-পরিস্থিতিগুলো আমাদেরকে বিয়ের বাইরে যৌনসম্পর্ক করতে প্রলোভিত করে, সেগুলোকে এড়িয়ে চলার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধুত্বকে রক্ষা করি। এ ছাড়া, আমরা অন্যদের ক্ষতি করাও এড়িয়ে চলি।—পড়ুন, ১ থিষলনীকীয় ৪:৩-৬.

৪. কীভাবে জীবনের প্রতি সম্মান আমাদের উপকৃত করে?

যে-লোকেরা ঈশ্বরের কাছ থেকে পাওয়া জীবনের উপহারকে সম্মান করে, তারা তখনই স্বাস্থ্যগত উপকারগুলো উপভোগ করে যখন তারা ধূমপান করার মতো অভ্যাসগুলো এবং জীবনের হুমকি স্বরূপ অন্যান্য আসক্তিকে পরিত্যাগ করে। (২ করিন্থীয় ৭:১) এমনকী গর্ভে বাড়তে থাকা একটা শিশুর জীবনকেও ঈশ্বর মূল্যবান বলে মনে করেন। (যাত্রাপুস্তক ২১:২২, ২৩) তাই আমাদের ইচ্ছাকৃতভাবে কোনো অজাত শিশুকে হত্যা করা উচিত নয়। এ ছাড়া, যারা জীবন সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে উপলব্ধি করে তারা কর্মক্ষেত্রে, বাড়িতে অথবা গাড়ি চালানোর ক্ষেত্রে সুরক্ষামূলক সাবধানতাগুলো অবলম্বন করে থাকে। (দ্বিতীয় বিবরণ ২২:৮) অধিকন্তু, খেলাধূলার জন্য তারা তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে না, কারণ জীবন হল ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক উপহার।—পড়ুন, গীতসংহিতা ৩৬:৯.

৫. কীভাবে রক্তকে পবিত্র হিসেবে দেখা আমাদের উপকৃত করে?

রক্ত হল পবিত্র, কারণ ঈশ্বর বলেন যে, এটা কোনো প্রাণীর জীবন বা প্রাণকে প্রতিনিধিত্ব করে। (আদিপুস্তক ৯:৩, ৪) ঈশ্বরের আইন, যেটি রক্তের মূল্যকে জীবনের মূল্যের সমরূপ হিসেবে তুলে ধরে, তা আমাদের উপকৃত করে। কীভাবে? এটা পাপের ক্ষমা লাভ করা সম্ভবপর করে।—পড়ুন, লেবীয় পুস্তক ১৭:১১-১৩; ইব্রীয় ৯:২২.

যিশুর রক্ত বিশেষভাবে মূল্যবান ছিল, কারণ তিনি ছিলেন সিদ্ধ ব্যক্তি। যিশু ঈশ্বরের কাছে এমন কিছু উপস্থাপন করেছিলেন যা তাঁর জীবনকে প্রতিনিধিত্ব করে—তাঁর রক্ত। (ইব্রীয় ৯:১২) তাঁর পাতিত রক্ত আমাদের জন্য অনন্তজীবন লাভ করা সম্ভবপর করে।—পড়ুন, মথি ২৬:২৮; যোহন ৩:১৬. (w১১-E ১১/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১২ ও ১৩ অধ্যায় দেখুন।