সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অব্রাহাম—একজন প্রেমময় ব্যক্তি

অব্রাহাম—একজন প্রেমময় ব্যক্তি

অব্রাহাম—একজন প্রেমময় ব্যক্তি

অব্রাহামের পক্ষে সেই দুঃখ সহ্য করা কঠিন ছিল। তার প্রিয়তমা স্ত্রী সারা মারা গিয়েছেন। যখন তিনি তাকে শেষ বারের মতো বিদায় জানিয়েছিলেন, তখন এই বৃদ্ধ ব্যক্তির মনে আনন্দজনক অনেক স্মৃতি ভাসছিল। তার দুঃখ যতই বাড়তে থাকে, ততই তার চোখ থেকে জল পড়তে থাকে। (আদিপুস্তক ২৩:১, ২) এই অশ্রুজল দুর্বলতার চিহ্ন নয়, যেটার কারণে তিনি লজ্জা পাবেন, বরং তা অব্রাহামের এক অপূর্ব গুণ—প্রেমের প্রমাণ দেয়।

প্রেম কী? প্রেম হল কারো প্রতি গভীর অনুরাগ বা স্নেহ থাকা। একজন প্রেমময় ব্যক্তি তার কাজের দ্বারা দেখান যে, তিনি যাদের ভালোবাসেন, তাদের সম্বন্ধে তিনি কেমন অনুভব করেন, এমনকী তা করতে গিয়ে যদি তাকে ত্যাগস্বীকারও করতে হয়।

কীভাবে অব্রাহাম প্রেম প্রদর্শন করেছিলেন? অব্রাহাম দেখিয়েছিলেন যে, তিনি তার পরিবারকে ভালোবাসেন। নিঃসন্দেহে, অব্রাহাম একজন ব্যস্ত মানুষ ছিলেন। কিন্তু তাই বলে তিনি কখনো তার পরিবারের আবেগগত অথবা আধ্যাত্মিক প্রয়োজনগুলোকে উপেক্ষা করেননি। বস্তুতপক্ষে, যিহোবা স্বয়ং লক্ষ করেছিলেন যে, পরিবারের মস্তক হিসেবে অব্রাহাম উপাসনার ব্যাপারে নেতৃত্ব দিয়েছিলেন। (আদিপুস্তক ১৮:১৯) এ ছাড়া, যিহোবা স্পষ্টভাবে অব্রাহামের প্রেমের বিষয়ে উল্লেখ করেছিলেন। অব্রাহামের সঙ্গে কথা বলতে গিয়ে, তিনি ইস্‌হাকের বিষয়ে বলেছিলেন ‘তোমার পুত্ত্র, যাহাকে তুমি ভাল বাস।’—আদিপুস্তক ২২:২.

তার প্রিয়তমা স্ত্রী সারার মৃত্যুতে তিনি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা থেকেও আমরা অব্রাহামের প্রেম সম্বন্ধে বুঝতে পারি। অব্রাহাম তার জন্য কেঁদেছিলেন। যদিও তিনি দৃঢ় ও পুরুষোচিত ছিলেন কিন্তু তিনি তার দুঃখ প্রকাশ করতে ভীত ছিলেন না। অব্রাহাম সুন্দরভাবে শক্তি ও কোমলতাকে প্রতিফলিত করেছিলেন।

অব্রাহাম দেখিয়েছিলেন যে, তিনি তার ঈশ্বরকে ভালোবাসেন। তার সমগ্র জীবনধারায় সেই প্রেম প্রকাশ পেয়েছিল। কীভাবে? ১ যোহন ৫:৩ পদে বাইবেল যা বলে, আমরা হয়তো তা স্মরণ করতে পারি: “ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি।” এই সংজ্ঞা অনুসারে, অব্রাহাম ঈশ্বরের প্রতি প্রেমের এক উল্লেখযোগ্য উদাহরণ ছিলেন।

বার বার, যিহোবা যখন অব্রাহামকে কোনো আদেশ দিতেন, তখন অব্রাহাম সঙ্গেসঙ্গে তা পালন করতেন। (আদিপুস্তক ১২:৪; ১৭:২২, ২৩; ২১:১২-১৪; ২২:১-৩) আদেশটা পালন করা সহজ অথবা কঠিন যাই হোক না কেন, তাতে কিছু এসে যেত না; কিংবা কেন যিহোবা তাকে তা পালন করতে বলেছেন, তা অব্রাহাম জানুন বা না জানুন, তাতেও কিছু এসে যেত না। অব্রাহামের কাছে এই বিষয়গুলো খুবই নগণ্য ছিল। তার ঈশ্বর যদি তার কাছ থেকে তিনি কিছু করুন বলে আশা করতেন, তিনি তা করতে ইচ্ছুক ছিলেন। অব্রাহাম প্রতিটা আদেশকে যিহোবার প্রতি তার প্রেম প্রদর্শন করার এক সুযোগ হিসেবে দেখেছিলেন।

আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা কী? অন্যদের, বিশেষ করে আমাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক স্নেহ দেখানোর দ্বারা আমরা অব্রাহামকে অনুকরণ করতে পারি। আমরা কখনোই জীবনের চাপগুলোকে যাদেরকে আমরা ভালোবাসি, তাদের থেকে সময় কেড়ে নিতে সুযোগ দেব না।

এ ছাড়া, যিহোবার প্রতিও আমাদের আন্তরিক ভালোবাসা গড়ে তোলা উচিত। এই ভালোবাসা আমাদের জীবনে এক জোরালো শক্তি হতে পারে। উদাহরণস্বরূপ, এটা আমাদেরকে আমাদের মনোভাব, কথাবার্তা ও আচারব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনগুলো করতে প্রণোদিত করতে পারে, যাতে আমরা ঈশ্বরকে খুশি করতে পারি।—১ পিতর ১:১৪-১৬.

এটা ঠিক যে, যিহোবার আদেশগুলোকে পালন করা সবসময় সহজ নয়। কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিনি অব্রাহামকে সাহায্য করেছিলেন—যিনি তাকে “আমার বন্ধু” বলে সম্বোধন করেছিলেন—তিনি আমাদেরকেও সাহায্য করবেন। (যিশাইয় ৪১:৮) তাঁর বাক্য, বাইবেল প্রতিজ্ঞা করে: ‘তিনি তোমাদিগকে সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন।’ (১ পিতর ৫:১০, ১১) অব্রাহামের সেই নির্ভরযোগ্য বন্ধুর কাছ থেকে কী হৃদয়গ্রাহী এক প্রতিজ্ঞা! (w১২-E ০১/০১)

[১৩ পৃষ্ঠার বাক্স]

কাঁদা কি পুরুষের জন্য অনুপযুক্ত?

অনেকেই উত্তর দেবে, হ্যাঁ। তারা হয়তো এটা জেনে অবাক হবে যে, অব্রাহাম সেই অনেক সক্রিয় ও বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, যাদের সম্বন্ধে বাইবেল বর্ণনা করে যে, তারা কষ্টের সময়ে কেঁদেছিল। এই ব্যক্তিদের মধ্যে ছিল যোষেফ, দায়ূদ, প্রেরিত পিতর, ইফিষ মণ্ডলীর প্রাচীনবর্গ আর এমনকী যিশুও। (আদিপুস্তক ৫০:১; ২ শমূয়েল ১৮:৩৩; লূক ২২:৬১, ৬২; যোহন ১১:৩৫; প্রেরিত ২০:৩৬-৩৮) স্পষ্টতই, বাইবেল এমনটা শিক্ষা দেয় না যে, কাঁদা পুরুষের জন্য অনুপযুক্ত।