সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“দয়া করে আমাদের ঘরে ফিরে আসতে দাও”

“দয়া করে আমাদের ঘরে ফিরে আসতে দাও”

ঈশ্বরের নিকটবর্তী হোন

“দয়া করে আমাদের ঘরে ফিরে আসতে দাও”

আপনি কি এক সময়ে যিহোবাকে সেবা করতেন? আপনি কি আবারও তাঁকে সেবা করার কথা চিন্তা করেছেন কিন্তু ভেবেছেন যে, তিনি আপনার ফিরে আসাকে স্বাগত জানাবেন কি না? দয়া করে এই প্রবন্ধটি এবং এর পরের প্রবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। সেগুলো বিশেষভাবে আপনার কথা মনে রেখেই প্রস্তুত করা হয়েছে।

“আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম, যেন তিনি দয়া করে আমাকে ঘরে ফিরে আসতে দেন আর তাঁকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করেন।” একজন মহিলা এ কথা বলেছিলেন, যিনি তার খ্রিস্টীয় শিক্ষা থেকে সরে গিয়েছিলেন। আপনি কি তার জন্য সমবেদনা বোধ করেন? আপনি কি এমনটা চিন্তা করেন: ‘একবার যারা ঈশ্বরকে সেবা করেছে তাদের সম্বন্ধে তিনি কেমন বোধ করেন? তিনি কি তাদের মনে রেখেছেন? তিনি কি চান যে, তারা ‘ঘরে ফিরে আসুক’?’ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, আসুন আমরা যিরমিয়ের দ্বারা লিপিবদ্ধ কথাগুলো পরীক্ষা করি। নিঃসন্দেহে উত্তরগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে।—পড়ুন, যিরমিয় ৩১:১৮-২০.

যিরমিয়ের কথাগুলোর পটভূমি বিবেচনা করুন। যিরমিয়ের দিনের অনেক অনেক দশক আগে, খ্রিস্টপূর্ব ৭৪০ সালে যিহোবা ইস্রায়েলের দশ বংশের রাজ্যকে অশূরীয়দের দ্বারা বন্দিত্বে নিয়ে যাওয়া অনুমোদন করেছিলেন। * ঈশ্বর অনুশাসন হিসেবে এই দুর্দশাকে অনুমোদন করেছিলেন কারণ তাঁর লোকেরা গুরুতর পাপ করা শুরু করেছিল ও তাঁর ভাববাদীদের বার বার দেওয়া সতর্কবাণীগুলোকেও উপেক্ষা করেছিল। (২ রাজাবলি ১৭:৫-১৮) বন্দিত্বে থাকাকালীন তারা যখন তাদের ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং তাদের নিজ দেশ থেকে দূরে ছিল, তখন সেই লোকেরা যে-দুঃখকষ্ট ভোগ করেছিল, সেটার ফলে তাদের মনোভাব কি পরিবর্তিত হয়েছিল? যিহোবা কি তাদের একেবারে ভুলে গিয়েছিলেন? তিনি কি তাদের ঘরে ফিরে আসাকে স্বাগত জানাবেন?

‘আমি অনুতাপ করিয়াছিলাম’

বন্দিত্বে থাকাকালীন লোকেরা চেতনা ফিরে পেয়েছিল এবং অনুতাপ করার জন্য অনুপ্রাণিত হয়েছিল। তাদের আন্তরিক অনুশোচনা যিহোবার অলক্ষে থাকেনি। সমষ্টিগতভাবে ইফ্রয়িম সম্বন্ধে বলার সময় যিহোবা বন্দিত্বে থাকাকালীন ইস্রায়েলীয়দের মনোভাব ও অনুভূতিকে যেভাবে বর্ণনা করেন, তা শুনুন।

যিহোবা বলেন, ‘আমি ইফ্রয়িমের স্বর স্পষ্ট শুনিতে পাইয়াছি; সে খেদোক্তি করিয়াছে।’ (পদ ১৮) তাদের পাপপূর্ণ পথের ফল ভোগ করার জন্য ইস্রায়েলীয়রা যখন বিলাপ করেছিল, তখন তিনি তাদের কথা শুনেছিলেন। একজন পণ্ডিত বলেন, ‘খেদোক্তি করা’ বাক্যাংশটি ‘এদিক ওদিক ঝাঁকানো বা নাড়ানোকে’ বোঝাতে পারে। তারা এমন একজন বিপথগামী ছেলের মতো ছিল, যে নিজের ওপর নিয়ে আসা দুঃখকষ্ট সম্বন্ধে গভীরভাবে চিন্তা করার সময় অনুতপ্ত হয়ে তার মাথা ঝাঁকায় এবং ঘরে তার যে-জীবন ছিল, তা পাওয়ার জন্য আকুল আকাঙ্ক্ষা করে। (লূক ১৫:১১-১৭) লোকেরা কী বলছিল?

“তুমি আমাকে শাস্তি দিয়াছ . . . যাহাকে বশ করা হয় নাই, এমন গোবৎসের ন্যায়।” (পদ ১৮) লোকেরা স্বীকার করেছিল যে, তারা শাসন পাওয়ার যোগ্য ছিল। বস্তুতপক্ষে, তারা অপ্রশিক্ষিত গোবৎসের মতো ছিল। এই তুলনাটা হয়তো বোঝাতে পারে যে, তারা এমন এক গোবৎসের মতো ছিল, যে কখনোই ‘শাস্তি’ পেত না, ‘একমাত্র যদি না সে যোঁয়ালিতে আবদ্ধ না হতে চাইত,’ একটি তথ্যগ্রন্থ বলে।

“আমাকে ফিরাও, তাহাতে আমি ফিরিব, কেননা তুমিই আমার ঈশ্বর সদাপ্রভু।” (পদ ১৮) তারা নত হয়েছিল, লোকেরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছিল। তারা এক পাপপূর্ণ পথে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তারা তাদের পথ পুনরায় খুঁজে পেতে সাহায্য করার জন্য বিনতি করেছিল, যা তাদেরকে তাঁর অনুগ্রহ লাভ করার দিকে পরিচালিত করেছিল। একটি অনুবাদ বলে: “তুমিই আমাদের ঈশ্বর—দয়া করে আমাদের ঘরে ফিরে আসতে দাও।”—কনটেমপোরারি ইংলিশ ভারসন।

“আমি . . . অনুতাপ করিলাম, . . . আমি লজ্জিত ও নিতান্ত বিষণ্ণ হইলাম।” (পদ ১৯) যেহেতু লোকেরা পাপ করেছিল, তাই তারা দুঃখ বোধ করেছিল। তারা তাদের দোষ স্বীকার করেছিল। তারা যেন বুক চাপড়াচ্ছিল, এ ছাড়া তারা অবনত ও পরিত্যক্তও বোধ করেছিল।—লূক ১৫:১৮, ১৯, ২১.

ইস্রায়েলীয়রা অনুতপ্ত হয়েছিল। তারা খুবই দুঃখিত হয়েছিল, ঈশ্বরের কাছে তাদের পাপ স্বীকার করেছিল এবং তাদের মন্দ পথ থেকে ফিরে এসেছিল। তাদের অনুতাপ কি ঈশ্বরের হৃদয়কে প্রশমিত করবে? তিনি কি তাদেরকে ঘরে ফিরে আসতে দেবেন?

“অবশ্য আমি তাহার প্রতি করুণা করিব”

ইস্রায়েলীয়দের সঙ্গে যিহোবার এক বিশেষ সম্পর্ক ছিল। তিনি বলেছিলেন: “আমি ইস্রায়েলের পিতা, এবং ইফ্রয়িম আমার প্রথমজাত পুত্ত্র।” (যিরমিয় ৩১:৯) কীভাবে একজন প্রেমময় বাবা সত্যিকারের অনুতপ্ত একজন পুত্রের ফিরে আসাকে স্বাগত জানাতে প্রত্যাখ্যান করতে পারেন? যিহোবা যেভাবে তাঁর লোকেদের প্রতি তাঁর পিতৃসুলভ অনুভূতি প্রকাশ করেছিলেন, তা লক্ষ করুন।

“ইফ্রয়িম কি আমার প্রিয় পুত্ত্র? সে কি আনন্দদায়ী বালক? হাঁ, যতবার আমি তাহার বিরুদ্ধে কথা কহি, ততবার পুনরায় তাহাকে সাগ্রহে স্মরণ করি।” (পদ ২০) সেই কথাগুলো কতই না আন্তরিক! একজন দৃঢ় অথচ প্রেমময় বাবার মতোই, ঈশ্বর তাঁর সন্তানদের “বিরুদ্ধে” কথা বলতে, তাদের পাপপূর্ণ পথের বিষয়ে বার বার তাদেরকে সাবধান করতে বাধ্য ছিলেন। তারা যখন একগুঁয়েভাবে তাঁর কথা শুনতে প্রত্যাখ্যান করেছিল, তখন তিনি তাদেরকে বন্দিত্বে যেতে দিয়েছিলেন, রূপকভাবে বললে, তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু, যদিও তাঁকে তাদেরকে শাস্তি দিতে হয়েছিল, তবুও তিনি তাদের ভুলে যাননি। তিনি কখনোই তা করতে পারতেন না। একজন প্রেমময় বাবা কখনোই তার সন্তানদের ভুলে যান না। কিন্তু, যিহোবা যখন তাঁর সন্তানদেরকে প্রকৃত অনুতপ্ত হতে দেখেছিলেন, তখন তিনি কেমন বোধ করেছিলেন?

“তাহার জন্য আমার অন্তর ব্যাকুল হয়; অবশ্য আমি তাহার প্রতি করুণা করিব।” (পদ ২০) যিহোবা তাঁর সন্তানদের জন্য আকুল আকাঙ্ক্ষা বোধ করেছিলেন। তাদের আন্তরিক অনুতাপ তাঁর হৃদয় স্পর্শ করেছিল এবং তাঁর কাছে তাদের ফিরে আসার জন্য তিনি আকুল আকাঙ্ক্ষী। অপব্যয়ী পুত্র সম্বন্ধীয় যিশুর নীতিগল্পের পিতার মতোই, যিহোবাও ‘করুণাবিষ্ট হইয়াছিলেন’ এবং তাঁর সন্তানদের ঘরে ফিরে আসাকে স্বাগত জানাতে ইচ্ছুক ছিলেন।—লূক ১৫:২০.

“যিহোবা আমাকে ঘরে ফিরে আসতে দিয়েছেন!”

যিরমিয় ৩১:১৮-২০ পদের কথাগুলো আমাদেরকে যিহোবার কোমল সমবেদনা ও করুণা সম্বন্ধে অন্তর্দৃষ্টি প্রদান করে। যারা এক সময় ঈশ্বরকে সেবা করেছে, তিনি তাদেরকে ভুলে যান না। এই ধরনের ব্যক্তিরা যদি তাঁর কাছে ফিরে আসতে চায়, তাহলে কী? ঈশ্বর “ক্ষমাবান্‌” বা ক্ষমা করতে প্রস্তুত। (গীতসংহিতা ৮৬:৫) যারা অনুতপ্ত হৃদয়ে তাঁর কাছে আসে, তিনি তাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না। (গীতসংহিতা ৫১:১৭) এর বিপরীতে, তিনি তাদেরকে ঘরে ফিরে আসার জন্য স্বাগত জানাতে পেরে আনন্দিত হবেন।—লূক ১৫:২২-২৪.

শুরুতে উল্লেখিত মহিলা যিহোবার কাছে ফিরে আসার জন্য পদক্ষেপ নিয়েছিলেন এবং যিহোবার সাক্ষিদের স্থানীয় এক মণ্ডলীতে গিয়েছিলেন। প্রথমে তাকে তার নিজের নেতিবাচক অনুভূতিগুলোকে কাটিয়ে উঠতে হয়েছিল। তিনি স্মরণ করে বলেন, “আমি খুবই অযোগ্য মনে করেছিলাম।” কিন্তু মণ্ডলীর প্রাচীনরা তাকে উৎসাহ প্রদান করেছিল এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য তাকে সাহায্য করেছিল। এক উপলব্ধিপূর্ণ হৃদয়ে তিনি বলেন, “এটা সত্যিই অপূর্ব যে, যিহোবা আমাকে ঘরে ফিরে আসতে দিয়েছেন!”

আপনি যদি এক সময়ে যিহোবাকে সেবা করতেন এবং আবারও তাঁকে সেবা করার কথা চিন্তা করেছেন, তাহলে আমরা আপনাকে যিহোবার সাক্ষিদের স্থানীয় মণ্ডলীতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মনে রাখুন যে, অনুতপ্ত ব্যক্তিরা যখন তাঁর কাছে সাহায্য চেয়ে বলে, “দয়া করে আমাদের ঘরে ফিরে আসতে দাও,” তখন যিহোবা সমবেদনা ও করুণার সঙ্গে সাড়া দেন। (w১২-E ০৪/০১)

[পাদটীকা]

^ কয়েক শতাব্দী আগে, খ্রিস্টপূর্ব ৯৯৭ সালে ইস্রায়েলীয়রা দুটো রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা ছিল দক্ষিণের যিহূদার দুই বংশের রাজ্য। অন্যটা ছিল উত্তরের ইস্রায়েলের দশ বংশের রাজ্য, যেটাকে এর সবচেয়ে প্রভাবশালী জাতির কারণে ইফ্রয়িমও বলা হতো।