সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জ্ঞানবান হোন “সুমন্ত্রণা” অন্বেষণ করুন

জ্ঞানবান হোন “সুমন্ত্রণা” অন্বেষণ করুন

জ্ঞানবান হোন “সুমন্ত্রণা” অন্বেষণ করুন

জীবনকে এক সমুদ্রযাত্রার সঙ্গে তুলনা করা হয়েছে। তবে, জীবনকে সফলভাবে পরিচালনা করার জন্য লোকেদের সাহায্য করতে মানবপ্রজ্ঞার মূল্য প্রায়ই সীমিত বলে প্রমাণিত হয়েছে। অনেকে জীবনসমুদ্রের ঝড়ে জাহাজ ভগ্ন হওয়ার বা সর্বনাশের অভিজ্ঞতা লাভ করেছে। (গীত. ১০৭:২৩, ২৭) কেন এই বাক্যালঙ্কার উপযুক্ত?

প্রাচীনকালে, সমুদ্রে ভ্রমণ করা ছিল এমন এক প্রতিদ্বন্দ্বিতা, যেটার মোকাবিলা করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন ছিল। এটা ছিল এমন এক বিদ্যা, যা সাধারণত একজন অভিজ্ঞ নাবিক, হতে পারে একজন কাণ্ডারির কাছ থেকে শিখতে হতো। (প্রেরিত ২৭:৯-১১) প্রাচীন অনেক চিত্রকর্মে একজন কাণ্ডারিকে অন্যদের চেয়ে আরও বড়ো করে আঁকার মাধ্যমে কাণ্ডারির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে। খোলা সমুদ্রে যাত্রা করার ঝুঁকি নেওয়ার জন্য নাবিকদের গ্রহ-নক্ষত্র, বাতাসের গতিবিধি ও অন্যান্য সম্পর্কযুক্ত বিষয়গুলো সম্বন্ধে শিখতে হতো। বাইবেল এইরকম নাবিকদের ‘জ্ঞানবান’ বলে বর্ণনা করে।—যিহি. ২৭:৮.

বর্তমানে জীবনের সমস্যাগুলোর মোকাবিলা করাকে প্রাচীনকালে সমুদ্রে যাত্রা করার মতোই দুঃসাধ্য বলে মনে করা হয়। কোন বিষয়টা আমাদেরকে সাহায্য করতে পারে?

কীভাবে আমরা “সুমন্ত্রণা” লাভ করতে পারি?

জীবন হচ্ছে এক সুমদ্রযাত্রার মতো এই বাক্যালঙ্কার মনে রেখে, বাইবেলের এই সত্যটি বিবেচনা করুন: “জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে।” (হিতো. ১:৫, ৬) “সুমন্ত্রণা” হিসেবে অনুবাদিত ইব্রীয় শব্দটি একটা প্রাচীন জাহাজের দলপতির বিভিন্ন পদক্ষেপকে বর্ণনা করতে পারে। এটি দক্ষতার সঙ্গে পরিচালনা করার ও নির্দেশনা দেওয়ার ক্ষমতাকে ইঙ্গিত করে।

যদিও এর জন্য অনেক প্রচেষ্টা প্রয়োজন, কিন্তু আমরা “সুমন্ত্রণা” লাভ করতে এবং জীবনসমুদ্রে সফলভাবে “যাত্রা” করা শিখতে পারি। হিতোপদেশ যেমনটা ইঙ্গিত দেয়, আমাদের “প্রজ্ঞা,” ‘বুদ্ধি’ ও ‘বিজ্ঞতা’ বা অন্তর্দৃষ্টিকে একসঙ্গে কাজ করতে দিতে হবে। (হিতো. ১:২-৬; ২:১-৯) আর আমরা ঐশিক নির্দেশনা অন্বেষণ করার বিষয়টাকে উপেক্ষা করতে পারি না কারণ এমনকী দুষ্টরাও হয়তো জানে যে, কীভাবে অন্যায্য উদ্দেশ্যের জন্য “মন্ত্রণা” বা নির্দেশনা দিতে হয়।—হিতো. ১২:৫.

তাই, এটা অতীব গুরুত্বপূর্ণ যে, আমরা যেন ঈশ্বরের বাক্যের অধ্যবসায়ী ছাত্র হই। এভাবে অধ্যয়ন করার মাধ্যমে, আমরা যিহোবা সম্বন্ধে এবং যে-ব্যক্তি তাঁকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করেছেন অর্থাৎ যিশু খ্রিস্ট সম্বন্ধে মূল্যবান তথ্য লাভ করতে পারি। (যোহন ১৪:৯) আমরা খ্রিস্টীয় সভাগুলোতে বিজ্ঞ পরামর্শ লাভ করে থাকি। এ ছাড়া, আমরা অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে পারি, যাদের মধ্যে আমাদের বাবা-মাও রয়েছে।—হিতো. ২৩:২২.

আগে থেকে চিন্তা করুন এবং পরিকল্পনা করুন

“সুমন্ত্রণা” বিশেষভাবে সেই সময়ে গুরুত্বপূর্ণ, যখন আমরা নিজেদেরকে রূপকভাবে উত্তাল সমুদ্রে খুঁজে পাই। একটা জটিল পরিস্থিতিতে কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই ব্যাপারে সন্দেহ থাকা, আমাদেরকে অসাড় করে দিতে পারে ও সেইসঙ্গে এর ফলাফল মারাত্মক হতে পারে।—যাকোব ১:৫, ৬.

আগ্রহজনক বিষয়টা হল, “সুমন্ত্রণা” হিসেবে অনুবাদিত শব্দটি যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়েও ব্যবহার করা হয়েছে। আমরা পড়ি: “সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করিবে, আর মন্ত্রিবাহুল্যে জয়ী হয়।”—হিতো. ২০:১৮; ২৪:৬.

একজন যুদ্ধ পরিকল্পনাকারী যেমন একটা যুদ্ধকে সংগঠিত করেন, তেমনই আমাদেরও নিজেদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে সম্ভাব্য বিপদগুলো সম্বন্ধে আগে থেকে চিন্তা করা উচিত। (হিতো. ২২:৩) উদাহরণস্বরূপ, আপনাকে হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে যে, আপনি একটা নতুন চাকরি অথবা কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি গ্রহণ করবেন কি না। যুক্তিসংগতভাবেই আপনি বেতন, কর্মক্ষেত্রে যাওয়া-আসার সময় ও অন্যান্য খুঁটিনাটি বিষয় বিবেচনা করবেন। কিন্তু, মনে রাখার মতো আরও বিষয় রয়েছে: এই কাজটা কি বাইবেলের বিভিন্ন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে? কাজের ঘন্টা, যেমন নির্ধারিত পালা অনুসারে কাজ করা, কীভাবে আমার খ্রিস্টীয় কাজকর্মকে প্রভাবিত করতে পারে?—লূক ১৪:২৮-৩০.

লরেটা নামে একজন যিহোবার সাক্ষি, একটা খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে ভালো চাকরি করতেন। সেই প্রতিষ্ঠানকে যখন অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তখন লরেটাকে নতুন জায়গায় এক গুরুত্বপূর্ণ পদ লাভের প্রস্তাব দেওয়া হয়েছিল: “এমন সুযোগ জীবনে আর পাবেন না,” পরিচালকবর্গ তাকে বলেছিল। “আমরা ইতিমধ্যেই সেখানে একটা কিংডম হল দেখতে পেয়েছি।” কিন্তু, লরেটা সৃষ্টিকর্তাকে আরও পূর্ণরূপে সেবা করার জন্য তার জীবনকে সাদাসিধে করতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, সেই নতুন পদ গ্রহণ করলে খ্রিস্টীয় কার্যকলাপের জন্য তার হাতে বেশি সময় থাকবে না। তাই, লরেটা ইস্তফা দিয়েছিলেন, যদিও একজন পরিচালক গোপনে তাকে বলেছিলেন যে, লরেটাই হচ্ছেন একমাত্র কর্মী, যাকে তারা প্রকৃতপক্ষেই চাকরিতে রাখতে চান। লরেটা, যিনি এখন প্রায় ২০ বছর ধরে একজন নিয়মিত অগ্রগামী, তিনি এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী যে, তিনি যে-উত্তম ফলাফল লাভ করেছেন, সেগুলো “সুমন্ত্রণা” সহকারে অর্থাৎ ঈশ্বরের বাক্যে প্রাপ্ত উপদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ছিল। তিনি যিহোবার সঙ্গে তার সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন এবং একাধিক ব্যক্তিকে বাইবেলের সত্য গ্রহণ করে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করার বিশেষ সুযোগ লাভ করেছেন।

পরিবারের মধ্যে নিশ্চিতভাবেই “সুমন্ত্রণা” প্রয়োজন। সন্তান মানুষ করা হল এক দীর্ঘমেয়াদী কাজ আর আধ্যাত্মিক অথবা বস্তুগত বিষয়ে বাবা-মা যে-বাছাইগুলো করে থাকে, সেগুলো পরিবারের সকলের ভবিষ্যৎকে প্রভাবিত করে। (হিতো. ২২:৬) উদাহরণস্বরূপ, খ্রিস্টান বাবা-মায়েরা হয়তো নিজেদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস পারে: ‘আমরা কি আমাদের কথাবার্তা ও উদাহরণের মাধ্যমে আমাদের সন্তানদের এমন আধ্যাত্মিক মূল্যবোধ শিক্ষা দিচ্ছি, যেগুলো তাদেরকে প্রাপ্তবয়স্ক জীবনের সঙ্গে বিজ্ঞতা সহকারে মোকাবিলা করতে সাহায্য করবে? আমাদের জীবনধারা কি তাদের বুঝতে সাহায্য করে যে, কীভাবে এক সাদাসিধে জীবনযাপন করে সন্তুষ্ট থাকা যায় এবং খ্রিস্টীয় পরিচর্যায় তাদের মনোযোগকে কেন্দ্রীভূত রাখা যায়?’—১ তীম. ৬:৬-১০, ১৮, ১৯.

প্রকৃত সফলতা সেই বস্তুগত অথবা সামাজিক লক্ষ্যগুলো দ্বারা নির্ধারিত হয় না, যে-লক্ষ্যগুলোর অনুধাবন জগতের লোকেরা প্রায়ই করে থাকে। রাজা শলোমন এই বিষয়টা বুঝতে পেরেছিলেন। তিনি এই কথা লেখার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন: “ঈশ্বর-ভীত লোকদের, যাহারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয়, তাহাদের মঙ্গল হইবে।” (উপ. ৮:১২) এটা নিশ্চিতভাবেই সেই “সুমন্ত্রণা” অন্বেষণ করার প্রজ্ঞা সম্বন্ধে প্রমাণ দেয়, যা ঈশ্বরের বাক্যের ওপর ভিত্তি করে এবং সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।—২ তীম. ৩:১৬, ১৭.

[৩০ পৃষ্ঠার চিত্র]

কাণ্ডারির ভূমিকার ওপর জোর দেওয়ার জন্য একজন কাণ্ডারিকে প্রায়ই অন্য নাবিকদের চেয়ে আরও বড়ো করে আঁকা হতো

[সৌজন্যে]

Su concessione del Ministero per i Beni e le Attivita Culturali. এই ছবি কোনোভাবেই অথবা কোনো উপায়েই পুনরুৎপাদন বা প্রতিলিপি করা নিষিদ্ধ।