সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘এটা ছিল সবচেয়ে উত্তম বার্তা’

‘এটা ছিল সবচেয়ে উত্তম বার্তা’

আমাদের আর্কাইভ থেকে

‘এটা ছিল সবচেয়ে উত্তম বার্তা’

“এগুলো কীসের জন্য?” এই কথাগুলো জর্জ নেশ কানাডার সাসকাচেয়ানের সাস্কাটুনের অস্ত্রাগারে রাখা ১৮ মিটার (৬০ ফুট) উঁচু কাঠের স্তুপ দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন। তাকে বলা হয়েছিল যে, এই কাঠগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় সিগন্যাল টাওয়ার তৈরি করার জন্য ব্যবহার করা হতো। “আমার এইরকমটা মনে হয়েছিল যে, রেডিও টাওয়ার তৈরি করার জন্য আমরা এই কাঠগুলো ব্যবহার করতে পারি,” ভাই নেশ পরবর্তী সময়ে বলেছিলেন, “আর এভাবেই ঈশতান্ত্রিক রেডিও স্টেশনের ধারণা মাথায় এসেছিল।” মাত্র এক বছর পর—১৯২৪ সালে—সিএইচইউসি সম্প্রচার করা শুরু করে। কানাডায় যে-রেডিও স্টেশনগুলো প্রথম ধর্মীয় বিষয় সম্প্রচার করা শুরু করেছিল, সেগুলোর মধ্যে এটা ছিল একটা।

আয়তনে প্রায় ইউরোপের মতো হওয়ায়, রেডিওর মাধ্যমে সাক্ষ্য প্রদান করার জন্য কানাডা ছিল এক আদর্শ স্থান। “আমাদের রেডিও সম্প্রচারের ফলে সত্য এমন অনেক ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছিল, যাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারতাম না,” ফ্লোরেন্স জনসন বলেছিলেন, যিনি সাস্কাটুন স্টেশনে কাজ করতেন। “আর যেহেতু রেডিও সেই সময়ে এক অভিনব বস্তু ছিল, তাই সেখানে সম্প্রচারিত যেকোনো বিষয়ই শোনার জন্য লোকেরা উৎসুক ছিল।” ১৯২৬ সালের মধ্যে বাইবেল ছাত্ররা (যিহোবার সাক্ষিদের তখন এই নামে ডাকা হতো) কানাডার চারটে শহরে তাদের নিজেদের রেডিও স্টেশন পরিচালনা করতে শুরু করেছিল। *

এই সম্প্রচারগুলোর মধ্যে আপনি যদি কোনো একটা সম্প্রচার খুলে দেখতেন, তাহলে আপনি কী শুনতে পেতেন? স্থানীয় মণ্ডলীর গায়করা প্রায়ই বাদক দল এবং এমনকী ছোটো অর্কেস্ট্রা দলের সঙ্গে গান পরিবেশন করত। অবশ্য, এর পাশাপাশি ভাইয়েরা বিভিন্ন বক্তৃতা দিত এবং বাইবেল আলোচনা পরিচালনা করত। এমি জোন্স, যিনি আলোচনায় অংশগ্রহণ করতেন, তিনি স্মরণ করে বলেন, “ক্ষেত্রের পরিচর্যার সময় আমি যখন নিজের পরিচয় দিতাম, তখন মাঝে মাঝে গৃহকর্তারা বলত, ‘ওহ হ্যাঁ, রেডিওতে আমি আপনার কথা শুনেছি।’”

নোভা স্কোসার হ্যালিফাক্সের বাইবেল ছাত্ররা সেই সময়ে নতুন উদ্ভাবিত এক রেডিও অনুষ্ঠান ব্যবহার করেছিল আর সেটা ছিল এমন এক টক-শো, যেখানে শ্রোতারা ফোন করে বাইবেলভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করতে পারত। “এই ধরনের কার্যক্রমের ফলে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল,” একজন ভাই লিখেছিলেন। “এত এত ফোনকল আসার কারণে রেডিও স্টেশনের পক্ষে কাজ করাই অসম্ভব হয়ে উঠেছিল।”

প্রেরিত পৌলের মতো বাইবেল ছাত্ররাও বার্তার প্রতি এক মিশ্র সাড়া পেয়েছিল। (প্রেরিত ১৭:১-৫) কিছু কিছু শ্রোতা এই বার্তা পছন্দ করত। উদাহরণস্বরূপ, হেক্টর মার্শেল যখন রেডিওতে বাইবেল ছাত্রদেরকে শাস্ত্রের ওপর অধ্যয়ন (ইংরেজি) নামক প্রকাশনা সম্বন্ধে উল্লেখ করতে শুনেছিলেন, তখন তিনি ছয়টা খণ্ড অর্ডার দিয়েছিলেন। “আমি মনে করেছিলাম যে, সেই বইগুলো আমাকে সানডে স্কুলে শিক্ষা দেওয়ার জন্য সাহায্য করবে,” তিনি পরবর্তী সময়ে লিখেছিলেন। কিন্তু, প্রথম খণ্ডটা পড়ার পর, হেক্টর তার গির্জা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একজন উদ্যোগী সুসমাচার প্রচারক হয়ে উঠেছিলেন এবং ১৯৯৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে গিয়েছিলেন। পূর্ব নোভা স্কোসায় “রাজ্য, জগতের আশা” নামক বক্তৃতা সম্প্রচার করার পরের দিন কর্নেল জে. এ. ম্যাকডোনাল্ড একজন স্থানীয় ভাইকে বলেছিলেন: “কেপ ব্রিটন দ্বীপের লোকেরা গতকাল যে-বার্তা শুনেছিল, তা ছিল পৃথিবীর এই অংশে শোনা সবচেয়ে উত্তম বার্তা।”

অন্যদিকে, পাদরিরা অনেক রেগে গিয়েছিল। হ্যালিফাক্সের কয়েক জন ক্যাথলিক সেই স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, যেখান থেকে বাইবেল ছাত্রদের কার্যক্রম সম্প্রচার করা হতো। ধর্মীয় নেতাদের প্ররোচনায়, ১৯২৮ সালে সরকার অপ্রত্যাশিতভাবে ঘোষণা করেছিল যে, বাইবেল ছাত্রদের অধিকারভুক্ত স্টেশনগুলোর সম্প্রচারের লাইসেন্স নবায়ন করা যাবে না। এর উত্তরে, ভাইবোনেরা কে বাক্‌শক্তির মালিক? নামক একটি ছাপানো বার্তা বিলি করেছিল, যেটি সেই অন্যায়ের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। তা সত্ত্বেও, সরকারি কর্মকর্তারা বাইবেল ছাত্রদের সম্প্রচারের লাইসেন্স নবায়ন করতে প্রত্যাখ্যান করেছিল।

এটা কি কানাডার যিহোবার সাক্ষিদের সেই ছোটো দলের উদ্যোগ কমিয়ে দিয়েছিল? “প্রথমে মনে হয়েছিল যে, শত্রুদেরই বুঝি এক বিরাট জয় হয়েছে,” ইজাবেল ওয়েনরাইট স্বীকার করেন। “কিন্তু, আমি জানতাম যে, যিহোবার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে, তিনি এটা রোধ করতে দিতেন না। তাই, নিশ্চিতভাবেই এর অর্থ ছিল, রাজ্যের সুসমাচার প্রকাশ করার জন্য আমাদের অন্য একটা এবং আরও ভালো কোনো উপায় ব্যবহার করা উচিত।” সাক্ষ্য দেওয়ার জন্য রেডিওর ওপর অত্যধিক নির্ভরশীল হওয়ার পরিবর্তে, কানাডার বাইবেল ছাত্ররা লোকেদের ঘরে ঘরে গিয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে শুরু করেছিল। যাই হোক, সেই সময়ে রেডিও নিশ্চিতভাবেই “সবচেয়ে উত্তম বার্তা” সম্প্রচার করায় এক বিরাট ভূমিকা পালন করেছিল।—কানাডায়, আমাদের আর্কাইভ থেকে।

[পাদটীকা]

^ বেতারের মাধ্যমে সাক্ষ্য প্রদান করার জন্য কানাডার ভাইয়েরা বাণিজ্যিক রেডিও স্টেশনগুলোকেও অর্থ প্রদান করেছিল।

[৩২ পৃষ্ঠার ব্লার্ব]

“এত এত ফোনকল আসার কারণে রেডিও স্টেশনের পক্ষে কাজ করাই অসম্ভব হয়ে উঠেছিল”

[৩২ পৃষ্ঠার চিত্রগুলো]

(১) অ্যালবার্টার এডমনটনে অবস্থিত স্টেশন, (২) অন্টারিওর টরোন্টোতে একজন ভাই প্রেরক যন্ত্ররে বৈদ্যুতিক নল দিয়ে কাজ করছেন (৩) সাসকাচেয়ানের সাস্কাটুনে অবস্থিত সিএইচইউসি স্টুডিও