সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

বিব্লিওমেনসি কী এবং খ্রিস্টানদের এটাকে কীভাবে দেখা উচিত?

বিব্লিওমেনসি হল বাইবেলের যেকোনো একটা পাতা খোলার প্রথা, এই বিশ্বাস নিয়ে যে, প্রথমেই যে-শাস্ত্রপদটি চোখে পড়বে, সেটি একজন ব্যক্তির জন্য প্রয়োজনীয় সাহায্য জোগাবে। সত্য খ্রিস্টানরা শুভ বা অশুভ কিছুর লক্ষণ জানার চেষ্টা করে না। এর পরিবর্তে, তারা সঠিক জ্ঞান এবং ঐশিক পরিচালনা লাভ করার জন্য বাইবেল অধ্যয়ন করে।—১২/১৫, পৃষ্ঠা ৩.

উত্তম অধ্যক্ষ হিসেবে কোন নীতিগুলো সমস্ত খ্রিস্টানের মনে রাখা উচিত? (১ পিতর ৪:১০)

খ্রিস্টান হিসেবে আমরা ঈশ্বরের এবং আমাদেরকে তাঁর কাছে নিকাশ দিতে হবে। আমরা সকলেই একাই মৌলিক মান অনুসরণ করি এবং আমাদের অবশ্যই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হতে হবে।—১২/১৫, পৃষ্ঠা ১০-১২.

সেই “জগৎ” কী, যা শেষ হয়ে যাবে?

যে-‘জগৎ’ শেষ হয়ে যাবে, সেটা হল মানবজাতির জগৎ, যাদের জীবনযাপন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। (১ যোহন ২:১৭) পৃথিবী এবং বিশ্বস্ত মানুষেরা রক্ষা পাবে।—১/১, পৃষ্ঠা ৫-৭.

মৃত হওয়া সত্ত্বেও, কীভাবে হেবল এখনও আমাদের সঙ্গে কথা বলেন? (ইব্রীয় ১১:৪)

বিশ্বাসের মাধ্যমে তিনি তা করে থাকেন। আমরা তার বিশ্বাস থেকে শিক্ষা লাভ করতে এবং তা অনুকরণ করার চেষ্টা করতে পারি। তার উদাহরণ এখনও জীবন্ত।—১/১, পৃষ্ঠা ১২.

কোন ক্ষেত্রগুলোতে আমাদের সতর্ক থাকা উচিত, যাতে সেগুলো আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে না যায়?

কিছু ক্ষেত্র হল: আমাদের চাকরি অথবা কেরিয়ার, সেই বিনোদন এবং আমোদপ্রমোদ, যা আমরা বাছাই করি, একজন সমাজচ্যুত আত্মীয়ের সঙ্গে মেলামেশা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আমাদের স্বাস্থ্য নিয়ে উদ্‌বিগ্নতা, টাকাপয়সার প্রতি ভুল দৃষ্টিভঙ্গি এবং নিজেদের দৃষ্টিভঙ্গি অথবা পদমর্যাদার প্রতি অতিরিক্ত মূল্য দেওয়া।—১/১৫, পৃষ্ঠা ১২-২১.

মোশির নম্রতা থেকে আমরা কী শিখতে পারি?

কর্তৃত্ব পেয়ে মোশি অহংকারে অন্ধ হয়ে যাননি। এর পরিবর্তে মোশি যিহোবার ওপর নির্ভর করেছিলেন, নিজের ওপর নয়। আমরা কখনোই ক্ষমতা, কর্তৃত্ব অথবা সহজাত গুণের কারণে অহংকারে অন্ধ হয়ে যেতে চাই না; বরং, আমরা যিহোবার ওপর নির্ভর করতে চাই। (হিতো. ৩:৫, ৬)—৪/১, পৃষ্ঠা ৫.

ইস্রায়েলীয়রা “হৃদয়ে অচ্ছিন্নত্বক্‌” ছিল বলতে কী বোঝায়? (যির. ৯:২৬)

তাদের হৃদয় অবাধ্য ও প্রতিকূলাচারী বা বিদ্রোহী ছিল আর যে-বিষয়গুলো—ঈশ্বরের সঙ্গে সংঘাত সৃষ্টি করে এমন চিন্তাভাবনা, আসক্তি অথবা মনোভাব—তাদের হৃদয়কে অসংবেদনশীল করে তুলেছিল, সেগুলো দূর করার প্রয়োজন ছিল। (যির. ৫:২৩, ২৪)—৩/১৫, পৃষ্ঠা ৯-১০.

ঈশ্বরের সংগঠনের পার্থিব অংশের অন্তর্ভুক্ত কী?

এর অন্তর্ভুক্ত হল পরিচালকগোষ্ঠী, শাখা কমিটির সদস্যরা, ভ্রমণ অধ্যক্ষ, প্রাচীনবর্গ, মণ্ডলী এবং প্রত্যেক প্রকাশক।—৪/১৫, পৃষ্ঠা ২৯.

ইস্রায়েলীয়রা কি অপরাধীদের দণ্ডে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিত?

না। অন্যান্য প্রাচীন জাতি সেটা করত কিন্তু ইস্রায়েলীয়রা নয়। অন্ততপক্ষে, ইব্রীয় শাস্ত্র লেখার সময়কালে অপরাধীদের প্রথমে বধ করা হতো, যেমন প্রস্তরাঘাতের মাধ্যমে। (লেবীয়. ২০:২, ২৭) আর এরপর অন্যদের জন্য এক সাবধানবাণী হিসেবে সেই মৃতদেহ একটা দণ্ডে ঝুলিয়ে রাখা হতো।—৫/১৫, পৃষ্ঠা ১৩.