সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

খ্রিস্টানদের জন্য শবদাহ করা কি উপযুক্ত?

শবদাহ করা হবে কি হবে না, সেটা একটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। যদিও বাইবেল এই বিষয়ে সরাসরি কিছু জানায় না, তবে এটা লক্ষণীয় যে, রাজা শৌল ও তার পুত্র যোনাথনের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল আর তারপর মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। (১ শমূ. ৩১:২, ৮-১৩)—৬/১৫, পৃষ্ঠা ৭.

কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর মন্দ বিষয়গুলো ঘটান না?

ঈশ্বর তাঁর সমস্ত পথে ধর্মশীল। তিনি ন্যায্য, বিশ্বাস্য এবং সরল। এ ছাড়া, যিহোবা হলেন স্নেহপূর্ণ ও দয়াময়। (দ্বিতীয়. ৩২:৪; গীত. ১৪৫:১৭; যাকোব ৫:১১)—১০/১, পৃষ্ঠা ৪.

যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করার জন্য একজন ব্যক্তি যখন বিদেশে যান, তখন তিনি হয়তো কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হন?

তিনটে প্রতিদ্বন্দ্বিতা হল: (১) নতুন জীবনযাপনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, (২) বাড়ির জন্য মন খারাপ হওয়ার বিষয়টা কাটিয়ে ওঠা এবং (৩) স্থানীয় ভাই-বোনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। অনেকে এই প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে ওঠার মাধ্যমে প্রচুর আশীর্বাদ লাভ করেছে।—৭/১৫, পৃষ্ঠা ৪-৫.

ধূমপান কতটা মারাত্মক?

বিগত শতাব্দীতে এটা ১০,০০,০০,০০০ ব্যক্তির জীবন কেড়ে নিয়েছে। বর্তমানে এটা প্রায় ৬০,০০,০০০ ব্যক্তির জীবন কেড়ে নিচ্ছে।—৭/১, পৃষ্ঠা ৩

কেন নতুন ট্র্যাক্টগুলো অনেক কার্যকরী এবং সহজে ব্যবহার করা যায়?

প্রতিটা ট্র্যাক্ট একইভাবে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটা ট্র্যাক্ট আমাদেরকে বাইবেলের একটা পদ পড়ার এবং গৃহকর্তার কাছে একটা প্রশ্ন তুলে ধরার জন্য উৎসাহিত করে। উত্তরে তিনি যা-ই বলুন না কেন, আমরা ট্র্যাক্টের ভিতরের পৃষ্ঠায় চলে যেতে পারি এবং বাইবেল যা বলে, তাকে সেটা দেখাতে পারি। এ ছাড়া, পুনর্সাক্ষাতের সময় আলোচনা করার জন্য একটা প্রশ্ন তুলে ধরতে পারি।—৮/১৫, পৃষ্ঠা ১৩-১৪.

কীভাবে আমরা পর্নোগ্রাফি দেখার প্রলোভন প্রতিরোধ করতে পারি?

তিনটে সাহায্যকারী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা তা করতে পারি, যেমন (১) আমাদের সামনে যদি কোনো যৌনউদ্দীপক ছবি চলে আসে, তাহলে সঙ্গেসঙ্গে চোখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে, (২) ইতিবাচক বিষয়গুলোর দিকে মনোযোগ দিয়ে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের চিন্তাভাবনাকে রক্ষা করার মাধ্যমে, (৩) পর্নোগ্রাফি রয়েছে এমন সিনেমা এবং ওয়েবসাইট দেখা এড়িয়ে চলে আমাদের পদক্ষেপ রক্ষা করার মাধ্যমে।—৭/১, পৃষ্ঠা ১০-১২.

খ্রিস্টীয় বাবা-মায়েরা তাদের সন্তানদের উত্তমরূপে পালন করার জন্য কী করতে পারে?

সন্তানদের জানার জন্য তাদের কথা শোনা গুরুত্বপূর্ণ। তাদের আধ্যাত্মিক খাদ্য দেওয়ার জন্য প্রচেষ্টা করুন। আর প্রেমের সঙ্গে তাদের নির্দেশনা দিন, বিশেষভাবে সেই সময়, যখন তারা আধ্যাত্মিক বিষয়ে সন্দেহ কাটিয়ে ওঠার চেষ্টা করে।—৯/১৫, পৃষ্ঠা ১৮-২১.

বাইবেলের কোন চুক্তি অন্যদেরকে খ্রিস্টের সঙ্গে শাসন করার সুযোগ করে দেয়?

শেষ বারের মতো প্রেরিতদের সঙ্গে নিস্তারপর্ব উদ্‌যাপন করার পর যিশু তাঁর বিশ্বস্ত শিষ্যদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, যেটাকে রাজ্য চুক্তি বলা যেতে পারে। (লূক ২২:২৮-৩০) এটা তাদের এই আশ্বাস দিয়েছিল যে, তারা যিশুর সঙ্গে স্বর্গে শাসন করবে।—১০/১৫, পৃষ্ঠা ১৬-১৭.

“আকাঙ্ক্ষী” হওয়ার অর্থ কী?

বাইবেলে ‘আকাঙ্ক্ষী হওয়া’ হিসেবে অনুবাদিত শব্দগুলো একটা গ্রিক ক্রিয়াপদ থেকে অনুবাদ করা হয়েছে, যেটা আন্তরিক ইচ্ছাপোষণ করার, হাত বাড়িয়ে দেওয়ার ধারণা প্রকাশ করে। এই বিষয়টা আপনাকে হয়তো এমন একজন ব্যক্তির কথা মনে করিয়ে দিতে পারে, যিনি গাছে ঝুলছে এমন একটা আকর্ষণীয় ফল আঁকড়ে ধরার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা প্রাচীন হিসেবে সেবা করার জন্য আন্তরিকভাবে আগ্রহী, তাদের লক্ষ্য হবে “উত্তম কার্য্য” করা, কোনো পদ লাভ করা নয়। (১ তীম. ৩:১)—৯/১৫, পৃষ্ঠা ৩.

প্রেরিত ১৫:১৪ পদে যাকোবের বলা কথা অনুযায়ী ‘ঈশ্বরের আপন নামের জন্য প্রজা’ কারা?

তারা হল যিহুদি এবং ন-যিহুদি বিশ্বাসীরা, যাদেরকে ঈশ্বর মনোনীত বংশ হওয়ার জন্য বাছাই করেছেন, যাতে তারা সেই ব্যক্তির “গুণকীর্ত্তণ” করতে পারে, যিনি তাদের আহ্বান করেছেন। (১ পিতর ২:৯, ১০)—১১/১৫, পৃষ্ঠা ২৪-২৫.

প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে উল্লেখিত দুই সাক্ষি কে?

প্রকাশিত বাক্য বইয়ের ১১ অধ্যায়ের পরিপূর্ণতা স্বরূপ, ১৯১৪ সালে স্বর্গে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা হওয়ার সময়ে যে-অভিষিক্ত ভাইয়েরা প্রচার কাজে নেতৃত্ব নিয়েছিল, তারা “চটপরিহিত হইয়া” সাড়ে তিন বছর প্রচার করেছিল। (প্রকা ১১:৮-১০)—১১/১৫, পৃষ্ঠা ৩০.