সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“বিশ্বাসে দাঁড়াইয়া থাক”

“বিশ্বাসে দাঁড়াইয়া থাক”

“বিশ্বাসে দাঁড়াইয়া থাক, . . . বলবান্‌ হও।”—১ করি. ১৬:১৩.

গান সংখ্যা: ২৩, ৩৪

১. (ক) গালীল সমুদ্রে এক ঝড়ের সময় পিতরের কোন অভিজ্ঞতা হয়েছিল? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।) (খ) কেন পিতর ডুবে যেতে শুরু করেছিলেন?

এক রাতে, প্রেরিত পিতর ও কয়েক জন শিষ্য ঝড়ের মধ্যে নৌকায় করে অনেক কষ্টে গালীল সমুদ্র পার হচ্ছিলেন। হঠাৎ তারা দেখতে পান, যিশু সমুদ্রের উপর দিয়ে হাঁটছেন। পিতর তখন যিশুকে ডেকে অনুরোধ করেন, যেন তিনিও জলের উপর দিয়ে হেঁটে তাঁর কাছে যেতে পারেন। যিশু যখন পিতরকে তাঁর কাছে আসতে বলেন, তখন পিতর নৌকা থেকে নেমে তাঁর দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই পিতর ডুবে যেতে শুরু করেন। কেন? কারণ তিনি বাতাস ও ঢেউ দেখে ভয় পেয়ে যান। পিতর তখন সাহায্যের জন্য চিৎকার করেন আর যিশু সঙ্গেসঙ্গে তার হাত ধরে বলেন: “হে অল্পবিশ্বাসি, কেন সন্দেহ করিলে?”—মথি ১৪:২৪-৩২.

২. আমরা এখন কী বিবেচনা করব?

আসুন আমরা এখন পিতরের অভিজ্ঞতা থেকে বিশ্বাস সম্বন্ধে তিনটে বিষয় বিবেচনা করি। এগুলো হল: (১) কীভাবে পিতর প্রথমে এই আস্থা দেখিয়েছিলেন, যিহোবা তাকে সাহায্য করতে পারেন, (২) কেন পিতর বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেছিলেন এবং (৩) কী পিতরের বিশ্বাস পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল। এই বিষয়গুলো পরীক্ষা করা আমাদের বুঝতে সাহায্য করতে পারে, কীভাবে আমরা ‘বিশ্বাসে দাঁড়াইয়া থাকিতে’ পারি।—১ করি. ১৬:১৩.

ঈশ্বর আমাদের সাহায্য করবেন এমন বিশ্বাস প্রকাশ করা

৩. কেন পিতর নৌকা থেকে নেমেছিলেন আর কীভাবে আমরাও একইরকম একটা পদক্ষেপ নিয়েছিলাম?

পিতরের বিশ্বাস অনেক দৃঢ় ছিল। কেন আমরা তা বলতে পারি? কারণ যিশু যখন পিতরকে ডেকেছিলেন, তখন তিনি নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটেছিলেন। পিতরের এই আস্থা ছিল, যিশু যেমন ঈশ্বরের শক্তিতে জলের উপর দিয়ে হাঁটতে পেরেছিলেন, তেমনই তিনিও পারবেন। একইভাবে, যিশু যখন তাঁকে অনুসরণ করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন আমরাও যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করেছিলাম এবং বাপ্তিস্ম নিয়েছিলাম। কেন? কারণ আমরা যিহোবা ও যিশুকে বিশ্বাস করেছিলাম এবং আমাদের এই আস্থা ছিল, তাঁরা আমাদের সাহায্য করবেন।—যোহন ১৪:১; পড়ুন, ১ পিতর ২:২১.

৪, ৫. কেন বিশ্বাস এক মূল্যবান ধনের মতো?

বিশ্বাস হচ্ছে এক মূল্যবান ধনের মতো। পিতরের বিশ্বাস তাকে জলের উপর দিয়ে হাঁটার ক্ষমতা প্রদান করেছিল, যা একজন মানুষের পক্ষে করা অসম্ভব বলে মনে হয়েছিল। বিশ্বাস আমাদেরও এমন পদক্ষেপ নেওয়ার জন্য সাহায্য করতে পারে, যা হয়তো অসম্ভব বলে মনে হয়। (মথি ২১:২১, ২২) আমাদের মধ্যে কেউ কেউ মনোভাব ও আচরণে অনেক পরিবর্তন করেছি আর এই কারণে আমাদের আগের পরিচিত ব্যক্তিরা এখন আর আমাদের চিনতেই পারে না। আমরা এসব পরিবর্তন করেছিলাম কারণ আমরা যিহোবাকে ভালোবাসি এবং তিনি আমাদের সেইসমস্ত পরিবর্তন করতে সাহায্য করেছেন। (পড়ুন, কলসীয় ৩:৫-১০.) বিশ্বাস আমাদের অনুপ্রাণিত করেছিল, যেন আমরা যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করি ও তাঁর বন্ধু হয়ে উঠি আর এটা এমন এক পদক্ষেপ, যা তাঁর সাহায্য ছাড়া আমরা করতে পারতাম না।—ইফি. ২:৮.

আমাদের বিশ্বাস আমাদের শক্তিশালী করে। উদাহরণ স্বরূপ, বিশ্বাস আমাদের শক্তিশালী শত্রু দিয়াবলের আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহায্য করতে পারে। (ইফি. ৬:১৬) এ ছাড়া, আমরা যেহেতু যিহোবার উপর নির্ভর করি, তাই সমস্যা দেখা দিলে আমাদের অতিরিক্ত উদ্‌বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যিহোবা প্রতিজ্ঞা করেছেন, আমরা যদি তাঁকে বিশ্বাস করি এবং তাঁর রাজ্যকে প্রথমে রাখি, তাহলে তিনি আমাদের প্রয়োজনীয় বিষয় জুগিয়ে দেবেন। (মথি ৬:৩০-৩৪) আর এর চেয়েও বড়ো বিষয়টা হল, আমাদের বিশ্বাসের জন্য যিহোবা উপহার হিসেবে আমাদের অনন্তজীবন দান করবেন।—যোহন ৩:১৬.

দৃষ্টি সরিয়ে ফেলার কারণে আমরা বিশ্বাস হারিয়ে ফেলতে পারি

৬, ৭. (ক) যে-বাতাস ও ঢেউয়ের কারণে পিতর ভয় পেয়েছিলেন, সেগুলোকে আমরা কীসের সঙ্গে তুলনা করতে পারি? (খ) কেন আমাদের এটা বুঝতে হবে, আমাদের বিশ্বাস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?

গালীল সমুদ্রে হাঁটার সময় পিতর ভয় পেয়ে গিয়েছিলেন। কেন? তিনি বাতাস ও ঢেউয়ের কারণে ভয় পেয়েছিলেন। এই বিষয়গুলোকে হয়তো বর্তমানে খ্রিস্টানরা যে-অসংখ্য পরীক্ষা ও প্রলোভনের মুখোমুখি হয়ে থাকে, সেগুলোর সঙ্গে তুলনা করা যেতে পারে। এই সমস্যাগুলো হয়তো অনেক কঠিন হতে পারে, কিন্তু যিহোবার সাহায্যে আমরা দৃঢ় থাকতে পারি। তবে পিতরের ক্ষেত্রে কী ঘটেছিল, তা মনে করে দেখুন। বাতাস ও ঢেউয়ের আঘাতের কারণে তিনি ডুবে যেতে শুরু করেননি। বরং বাইবেল বলে: “বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন।” (মথি ১৪:৩০) পিতর যিশুর উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বাতাসের ঝাপটার দিকে দৃষ্টি দিয়েছিলেন। আর তখন তার বিশ্বাস দুর্বল হতে শুরু করেছিল। একইভাবে, আমরা যদি আমাদের সমস্যার প্রতি দৃষ্টি দিই, তাহলে যিহোবা যে আমাদের সাহায্য করবেন, সেই ব্যাপারে আমরা সন্দেহ করা শুরু করতে পারি।

আমাদের এটা বুঝতে হবে, আমাদের বিশ্বাস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? কারণ বাইবেল জানায়, বিশ্বাস হারিয়ে ফেলা হচ্ছে “সহজ বাধাজনক পাপ।” (ইব্রীয় ১২:১) পিতরের মতো আমরাও যদি ভুল বিষয়ের উপর দৃষ্টি দিই, তাহলে আমাদের বিশ্বাস দ্রুত দুর্বল হয়ে পড়তে পারে। তাহলে, আমাদের বিশ্বাস ঝুঁকির মুখে রয়েছে কি না, তা আমরা কীভাবে জানতে পারি? নীচের প্রশ্নগুলো আমাদের আত্মপরীক্ষা করতে সাহায্য করবে।

৮. কীভাবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আমাদের কাছে আগের মতো বাস্তব না-ও থাকতে পারে?

ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো কি আমার কাছে আগের মতোই বাস্তব? উদাহরণ হিসেবে বলা যায়, ঈশ্বর শয়তানের জগৎকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন। কিন্তু, আমরা কি শয়তানের জগতের বিভিন্ন ধরনের আমোদপ্রমোদের কারণে বিক্ষিপ্ত হয়ে গিয়েছি? যদি হয়ে থাকি, তাহলে আমরা হয়তো শেষ যে শীঘ্র আসবে, এই বিষয়ে সন্দেহ করা শুরু করতে পারি। (হবক্‌ ২:৩) আরেকটা উদাহরণ চিন্তা করুন। যিহোবা মুক্তির মূল্যের ব্যবস্থা করেছেন আর তিনি আমাদের ভুল ক্ষমা করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। কিন্তু, আমরা যদি সবসময় আমাদের অতীতের ভুলগুলোর উপর দৃষ্টি দিই, তাহলে আমরা হয়তো যিহোবা যে সত্যিই আমাদের ক্ষমা করেছেন, এই বিষয়ে সন্দেহ করা শুরু করতে পারি। (প্রেরিত ৩:১৯) ফলে, আমরা যিহোবার সেবায় আনন্দ হারিয়ে ফেলতে পারি আর অন্যদের কাছে প্রচার করা বন্ধ করে দিতে পারি।

৯. আমরা যদি ব্যক্তিগত বিষয়ের প্রতি দৃষ্টি দিতে শুরু করি, তাহলে কী ঘটতে পারে?

আমি কি এখনও যিহোবাকে আমার সর্বোত্তমটা দিচ্ছি? আমরা যখন যিহোবার জন্য কঠোর পরিশ্রম করি, তখন তা আমাদেরকে ভবিষ্যতের আশার প্রতি দৃষ্টি দিতে সাহায্য করে। কিন্তু, আমরা যদি ব্যক্তিগত বিষয়ের প্রতি আরও বেশি দৃষ্টি দিতে শুরু করি, তাহলে? উদাহরণ স্বরূপ, আমরা হয়তো এমন একটা চাকরি গ্রহণ করতে পারি, যেটার বেতন ভালো, তবে সেই চাকরির কারণে যিহোবার সেবার জন্য আমাদের হাতে সময় কমে যেতে পারে। এটা আমাদের বিশ্বাস দুর্বল করে দিতে পারে আর আমরা ‘শিথিল হইয়া’ পড়তে পারি অর্থাৎ যিহোবার সেবায় আমাদের আসলে যতটুকু দেওয়ার সামর্থ্য রয়েছে, সেটার চেয়েও কম দিতে পারি।—ইব্রীয় ৬:১০-১২.

১০. আমরা যখন অন্যদের ক্ষমা করি, তখন আমরা কীভাবে যিহোবার প্রতি বিশ্বাস দেখাই?

১০ অন্যদের ক্ষমা করা কি আমার পক্ষে কঠিন? আমরা যখন অন্যদের কারণে বিরক্ত হই অথবা আঘাত পাই, তখন আমরা কি তাদের সঙ্গে রাগান্বিত হওয়ার অথবা কথা বলা বন্ধ করার জন্য প্রলোভিত হই? যদি প্রলোভিত হই, তাহলে আমরা হয়তো নিজেদের অনুভূতির প্রতি অতিরিক্ত দৃষ্টি দিচ্ছি। আমরা যখন অন্যদের ক্ষমা করি, তখন আমরা যিহোবার প্রতি বিশ্বাস দেখাই। কীভাবে? কেউ যখন আমাদের বিরুদ্ধে অপরাধ বা পাপ করে, তখন তারা আমাদের কাছে ঋণী হয়ে যায়। আমরা যখন যিহোবার বিরুদ্ধে পাপ করি, তখন আমরা তাঁর কাছে ঋণী হয়ে যাই। (মথি ৬:১২, পাদটীকা) আমরা যখন অন্যদের ক্ষমা করি, তখন আমাদের এই আস্থা রাখতে হবে, তারা আমাদের কাছে যে-ঋণ করেছে, তা পরিশোধ করার জন্য তাদের চাপ দেওয়ার চেয়ে, যিহোবার অনুগ্রহ লাভ করা আমাদের কাছে আরও বেশি মূল্যবান। অন্যদের ক্ষমা করার জন্য যে বিশ্বাস প্রয়োজন, তা যিশুর শিষ্যরা বুঝতে পেরেছিলেন। যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, যেন তারা সেই ব্যক্তিদেরও ক্ষমা করেন, যারা তাদের বিরুদ্ধে বার বার পাপ করেছে। সেই সময়ে তাঁর শিষ্যরা তাঁর কাছে এই অনুরোধ করেছিলেন: “আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন।”—লূক ১৭:১-৫.

১১. কেন আমরা পরামর্শ থেকে শিক্ষা গ্রহণ করার ব্যাপারে ব্যর্থ হতে পারি?

১১ আমাকে পরামর্শ দেওয়া হলে আমি কি বিরক্ত হই? যে-পরামর্শ দেওয়া হয়েছে, তাতে কোনো ভুল আছে কি না অথবা পরামর্শদাতার কোনো দুর্বলতা আছে কি না, সেটা খোঁজার পরিবর্তে, সেই পরামর্শ থেকে শিক্ষা গ্রহণ করার উপায় খুঁজুন। (হিতো. ১৯:২০) আমরা যদি তা করি, তাহলে আমরা যিহোবার মতো করে চিন্তা করতে শেখার একটা সুযোগও হাতছাড়া করব না!

১২. যারা নেতৃত্ব নেন, তাদের সম্বন্ধে একজন ব্যক্তি যদি সবসময় অভিযোগ করেন, তাহলে সেটা হয়তো কী প্রকাশ করতে পারে?

১২ মণ্ডলীতে যারা নেতৃত্ব নেন, তাদের সম্বন্ধে আমি কি অভিযোগ করি? ইস্রায়েলীয়রা যখন দশ জন গুপ্তচরের কাছ থেকে প্রাপ্ত খারাপ খবরের প্রতি মনোযোগ দিয়েছিল, তখন তারা মোশি ও হারোণ সম্বন্ধে অভিযোগ করেছিল। সেই সময়ে যিহোবা মোশিকে জিজ্ঞেস করেছিলেন: “ইহারা কত কাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে?” (গণনা. ১৪:২-৪, ১১) হ্যাঁ, যিহোবার প্রতি যে ইস্রায়েলীয়দের আস্থা নেই, তা যিহোবা বুঝতে পেরেছিলেন কারণ তাঁর নিযুক্ত ব্যক্তি মোশি ও হারোণের বিরুদ্ধে তারা অভিযোগ করেছিল। একইভাবে, বর্তমানে যিহোবা তাঁর লোকেদের নেতৃত্ব দেওয়ার জন্য যাদের ব্যবহার করছেন, তাদের সম্বন্ধে আমরা যদি সবসময় অভিযোগ করি, তাহলে এটা হয়তো প্রকাশ করতে পারে, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে।

১৩. আমরা যদি বুঝতে পারি, আমাদের বিশ্বাসের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, তাহলে কেন আমাদের হতাশ হওয়া উচিত নয়?

১৩ এই প্রশ্নগুলো বিবেচনা করার পর, আপনি যদি বুঝতে পারেন, আপনার বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, এমনকী প্রেরিত পিতরও ভয় পেয়েছিলেন এবং সন্দেহ করতে শুরু করেছিলেন। আর কখনো কখনো, যিশু তাঁর সমস্ত প্রেরিতকে তাদের ‘অল্পবিশ্বাসের’ কারণে পরামর্শ দিয়েছিলেন। (মথি ১৬:৮) কিন্তু, পিতরের অভিজ্ঞতা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। পিতর সন্দেহ করে ডুবে যেতে শুরু করার পর কী করেছিলেন, তা লক্ষ করুন।

আপনার বিশ্বাস দৃঢ় করার জন্য যিশুর প্রতি দৃষ্টি দিন

১৪, ১৫. (ক) পিতর যখন ডুবে যেতে শুরু করেছিলেন, তখন তিনি কী করেছিলেন? (খ) কীভাবে আমরা যিশুর প্রতি ‘দৃষ্টি রাখিতে’ পারি?

১৪ পিতর যখন ডুবে যেতে শুরু করেছিলেন, তখন তিনি কী করেছিলেন? পিতর একজন ভালো সাঁতারু ছিলেন, তাই তিনি সাঁতার কেটে নৌকার দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন। (যোহন ২১:৭) কিন্তু কেন তিনি সেটা করেননি? কারণ তিনি সাহায্যের জন্য নিজের উপর নির্ভর করেননি। তিনি আবারও যিশুর প্রতি দৃষ্টি দিয়েছিলেন এবং তাঁর কাছ থেকে সাহায্য গ্রহণ করেছিলেন। আমরা যদি বুঝতে পারি, আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে, তাহলে আমাদেরও পিতরকে অনুকরণ করা উচিত। কীভাবে আমরা তা করতে পারি?

১৫ পিতর যেমন সাহায্যের জন্য আবারও যিশুর প্রতি দৃষ্টি দিয়েছিলেন, তেমনই আমাদেরও যিশুর প্রতি ‘দৃষ্টি রাখিতে’ হবে। (পড়ুন, ইব্রীয় ১২:২, ৩.) কিন্তু, আমরা পিতরের মতো সরাসরি তাঁকে দেখতে পারি না। তাহলে, কীভাবে আমরা যিশুর প্রতি ‘দৃষ্টি রাখিতে’ পারি? আমরা তাঁর বিভিন্ন শিক্ষা ও কাজ নিয়ে অধ্যয়ন করতে পারি আর এরপর তাঁকে অনুকরণ করার জন্য যথাসাধ্য করতে পারি। আমরা যখন তা করব, তখন আমরা নিজেদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সাহায্য লাভ করতে পারব। আসুন আমরা এখন বিবেচনা করি, কীভাবে আমরা যিশুকে অনুকরণ করতে পারি।

আমরা যখন যিশুর উদাহরণের প্রতি দৃষ্টি রাখি এবং তাঁকে অনুকরণ করার জন্য যথাসাধ্য করি, তখন আমরা দৃঢ়বিশ্বাস বজায় রাখতে পারি (১৫ অনুচ্ছেদ দেখুন)

১৬. কীভাবে বাইবেল আমাদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য সাহায্য করতে পারে?

১৬ বাইবেলের প্রতি আপনার আস্থা দৃঢ় করুন। যিশু এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, বাইবেল হল ঈশ্বরের বাক্য আর এই বাক্য আমাদের সর্বোত্তম উপদেশ প্রদান করে। (যোহন ১৭:১৭) যিশুকে অনুকরণ করার জন্য, আমাদের প্রতিদিন বাইবেল পড়তে হবে, এটা অধ্যয়ন করতে হবে এবং সেখান থেকে যে-শিক্ষা লাভ করি, তা নিয়ে ধ্যান করতে হবে। এ ছাড়া, আমাদের মনে যে-প্রশ্নগুলো আসতে পারে, সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। উদাহরণ স্বরূপ, আমরা যে শেষকালে বাস করছি, তা কি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন? তা হলে, বাইবেলের এমন ভবিষ্যদ্‌বাণীগুলো নিয়ে অধ্যয়ন করুন, যেগুলো প্রমাণ দেয়, আমরা শেষকালে বাস করছি। এভাবে অধ্যয়ন করার মাধ্যমে শেষ যে নিকটে, সেই বিষয়ে আপনার বিশ্বাসকে দৃঢ় করুন। আপনি কি ভবিষ্যতের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর প্রতি আপনার বিশ্বাস দৃঢ় করতে চান? তা হলে, বাইবেলের সেই ভবিষ্যদ্‌বাণীগুলো নিয়ে ধ্যান করুন, যেগুলো ইতিমধ্যেই পরিপূর্ণ হয়েছে। আপনি কি সত্যিই এটা বিশ্বাস করেন, বাইবেল বর্তমান সময়ের জন্যও ব্যাবহারিক এক বই? তা হলে, সেইসমস্ত ভাই-বোনের অভিজ্ঞতা পড়ুন, যারা বাইবেলের সাহায্য নিয়ে তাদের জীবনকে পরিবর্তন করে আরও উন্নত করেছেন। *১ থিষল. ২:১৩.

১৭. কেন যিশু চরম পরীক্ষা সহ্য করতে পেরেছিলেন আর কীভাবে আপনি তাঁকে অনুকরণ করতে পারেন?

১৭ যিহোবা যে-সমস্ত আশীর্বাদের বিষয়ে প্রতিজ্ঞা করেছেন, সেগুলোর উপর দৃষ্টি রাখুন। যিশু তাঁর ভবিষ্যৎ আশীর্বাদের প্রতি দৃষ্টি রেখেছিলেন আর এটা তাঁকে চরম পরীক্ষা সহ্য করতে সাহায্য করেছিল। (ইব্রীয় ১২:২) এই জগৎ যা দিতে পারে, সেগুলোর দ্বারা তিনি কখনো বিক্ষিপ্ত হননি। (মথি ৪:৮-১০) কীভাবে আমরা যিশুর উদাহরণ অনুকরণ করতে পারি? যিহোবা যে-অপূর্ব প্রতিজ্ঞাগুলো করেছেন, সেগুলো নিয়ে ধ্যান করুন। নিজেকে নতুন জগতে কল্পনা করুন। পরমদেশে আপনি কী করতে চান, সেই বিষয়ে লিখুন অথবা ছবি আঁকুন। কিংবা সেই পুনরুত্থিত ব্যক্তিদের এক তালিকা তৈরি করুন, যাদের সঙ্গে আপনি কথা বলতে চান আর সেইসঙ্গে তাদের কী জিজ্ঞেস করতে চান, সেগুলোও লিখে রাখুন। ঈশ্বরের এই প্রতিজ্ঞাগুলোকে কেবল সকল মানুষের জন্য প্রতিজ্ঞা হিসেবে না দেখে এমনভাবে দেখুন, যেন সেগুলো ব্যক্তিগতভাবে আপনার জন্য করা হয়েছে।

১৮. কীভাবে প্রার্থনা আপনাকে বিশ্বাস শক্তিশালী করার ক্ষেত্রে সাহায্য করতে পারে?

১৮ আরও বেশি বিশ্বাসের জন্য প্রার্থনা করুন। যিশু তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, যেন তারা যিহোবার কাছে পবিত্র আত্মা চান। (লূক ১১:৯, ১৩) পবিত্র আত্মা চাওয়ার সময়, আরও বেশি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রার্থনা করুন। বিশ্বাস হচ্ছে পবিত্র আত্মার ফলের একটা দিক। আপনি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে প্রার্থনা করতে পারেন। উদাহরণ স্বরূপ, আপনি যদি বুঝতে পারেন, আপনার পক্ষে অন্যদের ক্ষমা করা কঠিন, তাহলে আপনার বিশ্বাসকে দৃঢ় করার জন্য এবং ক্ষমা করার ব্যাপারে আপনাকে সাহায্য করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন।

১৯. কীভাবে আমরা উত্তম বন্ধুবান্ধব বাছাই করতে পারি?

১৯ এমন বন্ধুবান্ধব বাছাই করুন, যাদের বিশ্বাস দৃঢ়। যিশু সতর্কতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের বাছাই করেছিলেন। তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা অর্থাৎ প্রেরিতরা বিশ্বস্ত, অনুগত এবং তাঁর প্রতি বাধ্য ছিলেন। (পড়ুন, যোহন ১৫:১৪, ১৫.) যিশুকে অনুকরণ করুন এবং সতর্কতার সঙ্গে আপনার বন্ধুবান্ধব বাছাই করুন। তারা যেন এমন ব্যক্তি হয়, যাদের দৃঢ়বিশ্বাস রয়েছে এবং যারা যিশুর প্রতি বাধ্য। প্রকৃত বন্ধুরা সেই সময়েও পরস্পরের প্রতি সৎ হয়ে থাকে, যখন তাদের পরামর্শ দেওয়ার অথবা গ্রহণ করার প্রয়োজন হয়।—হিতো. ২৭:৯.

২০. আমরা যখন অন্যদের বিশ্বাস শক্তিশালী করার জন্য সাহায্য করি, তখন কী হতে পারে?

২০ অন্যদের বিশ্বাস গড়ে তোলার জন্য সাহায্য করুন। যিশু তাঁর কথা ও কাজের মাধ্যমে তাঁর শিষ্যদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য সাহায্য করেছিলেন। (মার্ক ১১:২০-২৪) আমাদেরও যিশুর উদাহরণ অনুকরণ করা উচিত। আমরা যখন তা করব, তখন আমাদের নিজেদের বিশ্বাস ও সেইসঙ্গে অন্যদের বিশ্বাস দৃঢ় হবে। (হিতো. ১১:২৫) কীভাবে আপনি আপনার এলাকার লোকেদের সাহায্য করতে পারেন? আপনি যখন বাইবেল থেকে অন্যদের শিক্ষা দেন, তখন এই প্রমাণগুলোর উপর জোর দিন, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, তিনি আমাদের জন্য চিন্তা করেন এবং বাইবেল হল ঈশ্বরের বাক্য। কীভাবে আপনি আপনার ভাই-বোনদেরকে বিশ্বাসে দৃঢ় থাকার জন্য সাহায্য করতে পারেন? আপনি যদি এমন কাউকে লক্ষ করেন, যিনি নেতৃত্বদানকারী ভাইদের সম্বন্ধে সবসময় অভিযোগ করেন, তাহলে সঙ্গেসঙ্গেই তাকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেবেন না। বরং তার বিশ্বাস পুনরুদ্ধার করার জন্য তাকে কৌশলতার সঙ্গে সাহায্য করুন। (যিহূদা ২২, ২৩) তুমি যদি এখনও স্কুলের ছাত্র হয়ে থাকো আর তোমার শিক্ষক যদি বিবর্তনবাদ সম্বন্ধে শিক্ষা দেয়, তাহলে সাহসী হও এবং তুমি যে সৃষ্টিতে বিশ্বাস করো, সেটা জানাও। তা হলে, তোমার শিক্ষক ও সহপাঠীদের প্রতিক্রিয়া দেখে তুমি হয়তো অবাক হয়ে যাবে।

২১. যিহোবা আমাদের প্রত্যেকের কাছে কী প্রতিজ্ঞা করেছেন?

২১ যিহোবা এবং যিশু, পিতরকে তার সন্দেহ ও ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন। পরবর্তী সময়ে, পিতর অন্যদের জন্য দৃঢ়বিশ্বাসের এক উদাহরণ হয়ে উঠেছিলেন। একইভাবে, যিহোবা আমাদের প্রত্যেককে বিশ্বাসে অটল থাকতে সাহায্য করবেন। (পড়ুন, ১ পিতর ৫:৯, ১০.) দৃঢ়বিশ্বাস গড়ে তোলার জন্য প্রচেষ্টা প্রয়োজন, তবে আমরা যদি সেই প্রচেষ্টা করি, তাহলে যিহোবা আমাদের পুরস্কার দেবেন।

^ অনু. 16 প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণ থেকে “বাইবেল জীবনকে পরিবর্তন করে” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধগুলো দেখুন।