সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“এই কার্য্য অতি মহৎ”

“এই কার্য্য অতি মহৎ”

যিরূশালেমে একটা গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে। রাজা দায়ূদ সমস্ত বংশাধ্যক্ষ, রাজকর্মচারী ও বলবান বীরকে ডেকে পাঠিয়েছেন। তারা একটা বিশেষ ঘোষণা শুনে রোমাঞ্চিত হয়। যিহোবা দায়ূদের ছেলে শলোমনকে এক বিশেষ ভবন নির্মাণ করার জন্য দায়িত্ব দিয়েছেন, যে-ভবনটা সত্য ঈশ্বরের উপাসনা করার জন্য উৎসর্গ করা হবে। ইস্রায়েলের বৃদ্ধ রাজা ঐশিক অনুপ্রেরণায় সেই ভবনের এক আদর্শ বা নকশা পেয়েছেন আর তিনি এই নকশা শলোমনকে দিয়েছেন। “এই কার্য্য অতি মহৎ, কেননা এই প্রাসাদ মনুষ্যের নিমিত্ত নয়, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত।”—১ বংশা. ২৮:১, ২, ৬, ১১, ১২; ২৯:১.

এরপর দায়ূদ এই প্রশ্ন জিজ্ঞেস করেন: “ভাল, অদ্য কে সদাপ্রভুর উদ্দেশে আপনার হস্তপূরণ জন্য ইচ্ছাপূর্ব্বক দান করে?” (১ বংশা. ২৯:৫) আপনি যদি সেখানে থাকতেন, তা হলে আপনি কীভাবে সাড়া দিতেন? আপনি কি এই মহৎ কাজে সমর্থন করার জন্য অনুপ্রাণিত হতেন? ইস্রায়েলীয়রা সঙ্গেসঙ্গে পদক্ষেপ নিয়েছিল। আসলে, তারা “ইচ্ছাপূর্ব্বক দান করা হেতু আনন্দ করিল, কেননা তাহারা একাগ্রচিত্তে সদাপ্রভুর উদ্দেশে ইচ্ছাপূর্ব্বক দান করিল।”—১ বংশা. ২৯:৯.

শত শত বছর পর, যিহোবা এমন কিছু প্রতিষ্ঠা করেছিলেন, যা সেই মন্দিরের চেয়েও মহৎ ছিল। তিনি মহান আধ্যাত্মিক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটা হল সেই ব্যবস্থা, যেটার মাধ্যমে মানবজাতি যিশুর বলিদানের ভিত্তিতে যিহোবার উপাসনা করার জন্য তাঁর কাছে আসতে পারে। (ইব্রীয় ৯:১১, ১২) বর্তমানে যিহোবা কীভাবে তাঁর সঙ্গে সম্মিলিত হওয়ার জন্য লোকেদের সাহায্য করছেন? আমরা শিষ্য তৈরি করার যে-কাজ করি, সেই কাজের মাধ্যমে। (মথি ২৮:১৯, ২০) এই কাজের ফলে, প্রতি বছর লক্ষ লক্ষ বাইবেল অধ্যয়ন পরিচালিত হয়, হাজার হাজার শিষ্য বাপ্তাইজিত হয় এবং শত শত মণ্ডলী গঠিত হয়।

এই বৃদ্ধির ফল স্বরূপ, আরও বেশি বাইবেল সাহিত্যাদি ছাপানোর, কিংডম হল নির্মাণ ও রক্ষণাবেক্ষণের এবং সম্মেলন হল তৈরি করার ও ভাড়া নেওয়ার প্রয়োজন হয়। সুসমাচার ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই কাজ যে মহৎ ও আনন্দদায়ক, সেই বিষয়ে আপনি কি একমত নন?—মথি ২৪:১৪.

ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম এবং রাজ্যের প্রচার কাজের গুরুত্ব ঈশ্বরের লোকেদেরকে “সদাপ্রভুর উদ্দেশে . . . হস্তপূরণ জন্য ইচ্ছাপূর্ব্বক দান” করতে অনুপ্রাণিত করে। ‘আপনার ধন’ দিয়ে ‘সদাপ্রভুর সম্মান করা’ এবং এই ধরনের সম্পদকে মানব ইতিহাসের সর্বমহৎ কাজ সম্পাদন করার জন্য বিশ্বস্তভাবে ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহৃত হতে দেখা কতই-না রোমাঞ্চকর!—হিতো. ৩:৯.

^ অনু. 9 ভারতে এটা “ভারতের যিহোবার সাক্ষিদের” প্রতি প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত।

^ অনু. 11 যে-সমস্ত ব্যক্তিদের ভারতীয় পাসপোর্ট রয়েছে, তারা www.jwindiagift.org এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

^ অনু. 13 চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, দয়া করে স্থানীয় শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন।

^ অনু. 20 ভারতে, “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে” নামক নথিটা ইংরেজি, হিন্দি, কান্নাড়া, মালায়ালাম, তামিল এবং তেলুগু ভাষায় পাওয়া যাচ্ছে।