সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাবা-মায়েরা​—⁠আপনাদের সন্তানদের “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” হতে সাহায্য করুন

বাবা-মায়েরা​—⁠আপনাদের সন্তানদের “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” হতে সাহায্য করুন

“তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল . . . তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌ করিতে পারে।”—২ তীম. ৩:১৫.

গান সংখ্যা: ১, ৩১

১, ২. কেন কোনো কোনো বাবা-মা হয়তো সেইসময় দুশ্চিন্তা করে থাকে, যখন তাদের সন্তানরা নিজেদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করতে চায় ও বাপ্তিস্ম নিতে চায়?

প্রতি বছর, হাজার হাজার বাইবেল ছাত্র নিজেদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করে এবং বাপ্তিস্ম নেয়। তাদের মধ্যে অনেকেই হল এমন অল্পবয়সিরা, যারা সত্যে বড়ো হয়ে উঠেছে এবং সর্বোত্তম জীবনধারাকে বেছে নিয়েছে। (গীত. ১:১-৩) আপনি যদি একজন খ্রিস্টান বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনি সম্ভবত সেই দিনের জন্য অপেক্ষা করে রয়েছেন, যখন আপনার ছেলে কিংবা মেয়ে বাপ্তিস্ম নেবে।—তুলনা করুন, ৩ যোহন ৪.

তারপরও, আপনি হয়তো কিছুটা দুশ্চিন্তা করেন। আপনি হয়তো এমন অল্পবয়সিদের দেখেছেন, যারা বাপ্তিস্ম নিয়েছে ঠিকই কিন্তু পরে এই বিষয়ে সন্দেহ করতে শুরু করেছে যে, ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন করা তাদের জন্য সত্যিই উত্তম কি না। কেউ কেউ এমনকী সত্য ছেড়ে চলে গিয়েছে। তাই, আপনি হয়তো এইরকমটা ভেবে দুশ্চিন্তা করেন যে, আপনার সন্তান যিহোবার সেবা করতে শুরু করলেও পরবর্তী সময় সত্যের প্রতি তার প্রেম হারিয়ে ফেলবে। আপনার সন্তান হয়তো প্রথম শতাব্দীর ইফিষের কয়েক জন খ্রিস্টানের মতো হয়ে উঠবে, যাদের বিষয়ে যিশু বলেছিলেন: “তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ।” (প্রকা. ২:৪) কীভাবে আপনি আপনার সন্তানকে তার প্রেম দৃঢ় রাখতে ও সেইসঙ্গে তাকে ‘পরিত্রাণের জন্য বৃদ্ধি পাইতে’ সাহায্য করতে পারেন? (১ পিতর ২:২) এক্ষেত্রে, আমরা তীমথিয়ের উদাহরণ থেকে শিক্ষা লাভ করতে পারি।

“তুমি . . . পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ”

৩. (ক) কীভাবে তীমথিয় একজন খ্রিস্টান হয়ে উঠেছিলেন এবং তিনি যা-কিছু শিখেছিলেন, সেগুলো নিয়ে কী করেছিলেন? (খ) শিক্ষা গ্রহণ করার কোন তিনটে দিক সম্বন্ধে পৌল তীমথিয়ের কাছে উল্লেখ করেছিলেন?

প্রেরিত পৌল ৪৭ খ্রিস্টাব্দে প্রথম বার লুস্ত্রায় পরিদর্শনের কাজে গিয়েছিলেন। সম্ভবত সেই সময়ই তীমথিয় খ্রিস্টের শিক্ষার বিষয়ে শিখেছিলেন। তিনি হয়তো সেইসময় কিশোরবয়সি ছিলেন। তিনি যা-কিছু শিখেছিলেন, সেগুলো কাজে লাগিয়েছিলেন এবং দু-বছর পর পৌলের সঙ্গে ভ্রমণের কাজ করতে শুরু করেছিলেন। এর প্রায় ১৬ বছর পর, পৌল তীমথিয়কে লিখেছিলেন: “তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক; তুমি ত জান যে, কাহাদের কাছে শিখিয়াছ। আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ [ইব্রীয় শাস্ত্র] জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌ করিতে পারে।” (২ তীম. ৩:১৪, ১৫) লক্ষ করুন পৌল বলেছিলেন যে, তীমথিয় (১) পবিত্র শাস্ত্রকলাপ সম্বন্ধে জানতেন, (২) যা-কিছু শিখেছিলেন, সেগুলোর প্রমাণ লাভ করেছিলেন এবং (৩) খ্রিস্ট যিশুর উপর বিশ্বাস স্থাপন করার মাধ্যমে পরিত্রাণের জন্য জ্ঞানবান হয়ে উঠেছিলেন।

৪. আপনি আপনার অল্পবয়সি সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য কোন প্রকাশনাগুলো ব্যবহার করেছেন? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

একজন খ্রিস্টান বাবা অথবা মা হিসেবে আপনি চান যে, আপনার সন্তান পবিত্র শাস্ত্রকলাপ সম্বন্ধে জানুক। বর্তমানে, এটির অন্তর্ভুক্ত হল ইব্রীয় শাস্ত্র ও সেইসঙ্গে খ্রিস্টান গ্রিক শাস্ত্র। এমনকী একেবারে ছোটো সন্তানরাও বাইবেলে উল্লেখিত বিভিন্ন ব্যক্তি ও ঘটনা সম্বন্ধে শিখতে পারে। যিহোবার সংগঠন এমন অনেক বই, ব্রোশার ও ভিডিও জুগিয়েছে, যেগুলো ব্যবহার করে বাবা-মায়েরা তাদের সন্তানদের সাহায্য করতে পারেন। এগুলোর মধ্যে কোন প্রকাশনাগুলো আপনার ভাষায় পাওয়া যায়? মনে রাখবেন, আপনার সন্তান যাতে যিহোবার সঙ্গে এক দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে, সেইজন্য তাকে জানতে হবে যে, বাইবেলে কী রয়েছে।

“প্রমাণ জ্ঞাত হইয়াছ”

৫. (ক) ‘প্রমাণ জ্ঞাত হইবার’ অর্থ কী? (খ) কীভাবে আমরা জানি যে, তীমথিয় যিশুর বিষয়ে সুসমাচারে বিশ্বাস করার জন্য প্রমাণ লাভ করেছিলেন?

সন্তানদের কেবল বাইবেলে উল্লেখিত বিভিন্ন ব্যক্তি ও ঘটনা সম্বন্ধে শিক্ষা দেওয়াই যথেষ্ট নয়। মনে রাখবেন, এগুলো জানার পাশাপাশি তীমথিয় ‘প্রমাণ জ্ঞাত হইয়াছিলেন’ বা প্রমাণ লাভ করেছিলেন। পৌল এখানে যে-গ্রিক অভিব্যক্তিটা ব্যবহার করেছিলেন, সেটার অর্থ হল “কোনো বিষয়ে আশ্বস্ত হওয়া” অথবা “কোনো কিছুর সত্যতা সম্বন্ধে দৃঢ়প্রত্যয়ী ও নিশ্চিত হওয়া।” তীমথিয় “শিশুকাল অবধি” অর্থাৎ একেবারে ছোটো বয়স থেকে ইব্রীয় শাস্ত্র সম্বন্ধে জানতেন। আর পরবর্তী সময় তিনি এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হয়েছিলেন যে, যিশুই হলেন মশীহ। তীমথিয়ের বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে, তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন এবং পৌলের সঙ্গে মিশনারি হিসেবে সেবা করেছিলেন।

৬. কীভাবে আপনি আপনার সন্তানদের ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস গড়ে তোলার জন্য সাহায্য করতে পারেন?

কীভাবে আপনি আপনার সন্তানদের তীমথিয়ের মতো বিশ্বাস গড়ে তোলার জন্য সাহায্য করতে পারেন, যাতে তারাও ‘প্রমাণ জ্ঞাত হইতে’ পারে? প্রথমে, ধৈর্য ধরুন। দৃঢ়বিশ্বাস গড়ে তোলার জন্য সময়ের প্রয়োজন হয়। আর আপনি যে কোনো কিছুতে বিশ্বাস করেন, তার মানে এই নয় যে, আপনার সন্তানও এমনি এমনি সেটাতে বিশ্বাস করবে। প্রত্যেক সন্তানকে বাইবেলের উপর বিশ্বাস গড়ে তোলার জন্য ‘সর্ব্ববিষয়ের পরীক্ষা করিতে’ হবে। (পড়ুন, ১ থিষলনীকীয় ৫:২১.) বাবা-মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য অনেক কিছু করতে পারেন, বিশেষভাবে যখন তারা প্রশ্ন জিজ্ঞেস করে। আসুন আমরা দেখি, একজন বাবার উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি।

৭, ৮. (ক) কীভাবে একজন খ্রিস্টান বাবা তার মেয়েকে শিক্ষা দেওয়ার সময় ধৈর্য ধরেন? (খ) কখন আপনাকে আপনার সন্তানের প্রতি ধৈর্য ধরতে হয়েছে?

থমাস নামে একজন ভাইয়ের ১১ বছর বয়সি একটি মেয়ে রয়েছে। তিনি বলেন, কখনো কখনো তার মেয়ে তাকে এইরকম প্রশ্ন জিজ্ঞেস করে: “এমনটা কি হতে পারে, যিহোবা বিবর্তনের সাহায্যে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটিয়েছেন?” অথবা “বিভিন্ন বিষয়কে উন্নত করার জন্য সমাজের কাজগুলোতে, যেমন ভোট দেওয়ার কাজে অংশ নিলে কি ভালো হয় না?” কখনো কখনো ভাই থমাসকে তার মেয়ের কী বিশ্বাস করা উচিত, তা সরাসরি বলার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে হয়। ভাই জানেন, সত্যের বিষয়ে একজন ব্যক্তিকে দৃঢ়প্রত্যয়ী হতে সাহায্য করার জন্য একটা বড়ো বক্তৃতার পরিবর্তে ছোটো ছোটো অনেক প্রমাণ সাহায্যকারী হয়ে থাকে।

ভাই এই বিষয়টাও জানেন যে, তার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য তাকে ধৈর্য ধরতে হবে। আসলে, সমস্ত খ্রিস্টানকেই সহিষ্ণুতা দেখাতে বা ধৈর্য ধরতে হবে। (কল. ৩:১২) ভাই উপলব্ধি করেন যে, তার মেয়েকে আরও বেশি দৃঢ়প্রত্যয়ী হতে সাহায্য করার জন্য অনেক সময় ও কথোপকথনের প্রয়োজন হবে। তার মেয়ে বাইবেল থেকে যা-কিছু শেখে, সেগুলো নিয়ে ভাইকে তার সঙ্গে যুক্তি করতে হবে। ভাই বলেন: “বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে আমি ও আমার স্ত্রী এই বিষয়টা জানতে চাই যে, আমাদের মেয়ে যা শিখছে, সেটা সে সত্যিই বিশ্বাস করে কি না এবং সেটা তার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় কি না। সে যদি প্রশ্ন জিজ্ঞেস করে, তা হলে সেটা একটা ভালো বিষয়। সত্যি বলতে কী, সে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস না করেই কোনো কিছুকে মেনে নেয়, তা হলে আমি উদ্‌বিগ্ন হয়ে যাব।”

৯. কীভাবে আপনারা আপনাদের সন্তানদের ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস গড়ে তোলার জন্য সাহায্য করতে পারেন?

বাবা-মায়েরা যখন ধৈর্যের সঙ্গে তাদের সন্তানদের শিক্ষা দেন, তখন সময়ের সঙ্গে সঙ্গে সন্তানরা বিশ্বাসের “প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা” বুঝতে শুরু করে। (ইফি. ৩:১৮) আমরা তাদের বয়স ও বোঝার ক্ষমতা অনুযায়ী শিক্ষা দিতে পারি। তারা যা শেখে, সেটার উপর তাদের বিশ্বাস যখন ধীরে ধীরে দৃঢ় হবে, তখন অন্যদের সামনে তাদের বিশ্বাসের পক্ষসমর্থন করা আরও সহজ হয়ে উঠবে, যাদের মধ্যে তাদের সহপাঠীরাও রয়েছে। (১ পিতর ৩:১৫) উদাহরণ স্বরূপ, আপনাদের সন্তানরা কি বাইবেল থেকে ব্যাখ্যা করতে পারে যে, আমরা মারা গেলে আমাদের কী হয়? বাইবেলের ব্যাখ্যাগুলো কি তাদের কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়? * মনে রাখবেন, আপনাদের সন্তানকে ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে, এই প্রচেষ্টা সার্থক হবে।—দ্বিতীয়. ৬:৬, ৭.

১০. আপনাদের শিক্ষাদানের একটা গুরুত্বপূর্ণ অংশ কী হওয়া উচিত?

১০ অবশ্য, আপনাদের সন্তানদের বিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করার জন্য আপনাদের উদাহরণও গুরুত্বপূর্ণ। স্টেফানি, যার তিনটে মেয়ে রয়েছে, বলেন: “আমার সন্তানরা যখন অনেক ছোটো ছিল, তখন থেকেই নিজেকে জিজ্ঞেস করতে হয়েছে, ‘আমি কি আমার সন্তানদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলি যে, কেন আমি যিহোবার অস্তিত্ব, তাঁর প্রেম ও তাঁর পথের ন্যায্যতার বিষয়ে দৃঢ়প্রত্যয়ী? আমার সন্তানরা কি স্পষ্টভাবে দেখতে পায় যে, আমি যিহোবাকে সত্যিই ভালোবাসি?’ আমি যদি সত্যের বিষয়ে দৃঢ়প্রত্যয়ী না হই, তা হলে আমি আশা করতে পারি না যে, আমার সন্তানরা সেই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হবে।”

“পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌”

১১, ১২. প্রজ্ঞা কী এবং কীভাবে আমরা জানি যে, সেটা কেবল একজন ব্যক্তির বয়সের উপর নির্ভর করে না?

১১ আমরা জেনেছি যে, তীমথিয়ের (১) শাস্ত্রের বিষয়ে জ্ঞান ছিল এবং (২) বিশ্বাসের বিষয়ে দৃঢ়প্রত্যয় ছিল। কিন্তু পৌল যখন বলেছিলেন যে, পবিত্র শাস্ত্রকলাপ তীমথিয়কে “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” করতে পারে, তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন?

১২ শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি, খণ্ড ২ (ইংরেজি) ব্যাখ্যা করে যে, বাইবেলে ব্যবহৃত প্রজ্ঞা শব্দটার অন্তর্ভুক্ত হল, “সমস্যার সমাধান করার, বিপদ এড়ানোর, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর অথবা এই সমস্ত বিষয়ে অন্যদের পরামর্শ দেওয়ার জন্য সফলভাবে জ্ঞান ও বোধগম্যতা ব্যবহার করার ক্ষমতা। এটা মূর্খতার বিপরীত।” বাইবেল বলে যে, “বালকের হৃদয়ে অজ্ঞানতা” বা মূর্খতা “বাঁধা থাকে।” (হিতো. ২২:১৫) যেহেতু প্রজ্ঞা মূর্খতার বিপরীত, তাই প্রজ্ঞা হল পরিপক্বতার একটা লক্ষণ। একজন ব্যক্তি কেবল বয়সের কারণেই নয় কিন্তু যিহোবাকে ভয় করার ও তাঁর বাধ্য হতে চাওয়ার কারণে আধ্যাত্মিকভাবে পরিপক্ব হয়ে ওঠেন।—পড়ুন, গীতসংহিতা ১১১:১০.

১৩. কীভাবে অল্পবয়সিরা দেখাতে পারে যে, তারা পরিত্রাণের জন্য জ্ঞানবান?

১৩ যে-অল্পবয়সিরা আধ্যাত্মিকভাবে বেশ পরিপক্ব, তারা তাদের আকাঙ্ক্ষার দ্বারা অথবা অন্যান্য অল্পবয়সিদের প্রভাবের দ্বারা “তরঙ্গাহত এবং . . . ইতস্ততঃ পরিচালিত” হয় না। (ইফি. ৪:১৪) এর পরিবর্তে, তাদের “জ্ঞানেন্দ্রিয় সকল . . . সদসৎ বিষয়ের বিচারণে পটু” হয়ে ওঠে। (ইব্রীয় ৫:১৪) তাই, তারা বিজ্ঞ সিদ্ধান্ত নেয় আর তা এমনকী সেইসময়ও, যখন তাদের বাবা-মায়েরা অথবা অন্যান্য প্রাপ্তবয়স্করা তাদের সঙ্গে থাকেন না। (ফিলি. ২:১২) এই ধরনের প্রজ্ঞা পরিত্রাণ লাভ করার জন্য অপরিহার্য। (পড়ুন, হিতোপদেশ ২৪:১৪.) কীভাবে আপনারা আপনাদের সন্তানদের এই ধরনের প্রজ্ঞা বৃদ্ধি করার জন্য সাহায্য করতে পারেন? আপনাদের এই বিষয়ে নিশ্চিত হতে হবে যেন তারা আপনাদের সমস্ত মূল্যবোধ সম্বন্ধে জানে। আপনাদের কথা ও কাজের মাধ্যমে তারা যেন দেখতে পায় যে, আপনারা বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করছেন।—রোমীয় ২:২১-২৩.

কেন বাবা-মায়েদের ক্রমাগত প্রচেষ্টা করা গুরুত্বপূর্ণ? (১৪-১৮ অনুচ্ছেদ দেখুন)

১৪, ১৫. (ক) একজন অল্পবয়সি যদি বাপ্তিস্ম নিতে চায়, তা হলে তার কী নিয়ে চিন্তা করা উচিত? (খ) কীভাবে আপনারা আপনাদের সন্তানদের ঈশ্বরের আইনের বাধ্য হওয়ার ফলে আসা আশীর্বাদগুলো নিয়ে চিন্তা করার জন্য সাহায্য করতে পারেন?

১৪ তবে, আপনাদের সন্তানদের বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করার জন্য কেবল এতটুকু বলাই পর্যাপ্ত নয় যে, কোনটা ঠিক ও কোনটা ভুল। আপনাদের এই ধরনের প্রশ্ন নিয়েও তাদের যুক্তি করার জন্য সাহায্য করতে হবে যেমন: ‘কেন বাইবেল এমন কিছু বিষয়কে নিষেধ করে, যেগুলোকে আকর্ষণীয় বলে মনে হয়? কীভাবে আমি নিশ্চিত হতে পারি যে, বাইবেলের মানগুলো অনুসরণ করা সবসময়ই আমার জন্য মঙ্গলজনক?’—যিশা. ৪৮:১৭, ১৮.

১৫ আপনাদের সন্তান যদি বাপ্তিস্ম নিতে চায়, তা হলে তাকে বাপ্তিস্মের সঙ্গে আসা দায়িত্বগুলো নিয়েও গুরুত্বের সঙ্গে চিন্তা করতে সাহায্য করুন। সেই দায়িত্বগুলোর বিষয়ে সে কেমন অনুভব করে? বাপ্তিস্ম নেওয়ার কিছু উপকারিতা কী? এর কারণে কোন কোন সমস্যা আসতে পারে? কেন বলা যায় যে, সমস্যাগুলোর চেয়ে উপকারিতা আরও বেশি? (মার্ক ১০:২৯, ৩০) বাপ্তিস্মের আগে এই বিষয়গুলো নিয়ে সতর্কতার সঙ্গে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তানকে বাধ্যতার ফলে আসা আশীর্বাদগুলো নিয়ে ও সেইসঙ্গে অবাধ্যতার ফলে আসা মন্দ পরিণতিগুলো নিয়ে চিন্তা করতে সাহায্য করুন। তা হলে, সে আরও সহজে এই বিষয়টা বিশ্বাস করবে যে, বাইবেলের মানগুলো অনুসরণ করা তার জন্য সবসময় উত্তম হবে।—দ্বিতীয়. ৩০:১৯, ২০.

যখন একজন বাপ্তাইজিত অল্পবয়সি তার বিশ্বাস বজায় রাখাকে কঠিন বলে মনে করে

১৬. কোনো বাপ্তাইজিত সন্তান যদি বিশ্বাসে দুর্বল হয়ে পড়তে শুরু করে, তা হলে বাবা-মায়েদের কী করা উচিত?

১৬ আপনাদের সন্তান যদি বাপ্তিস্ম নেওয়ার পর সত্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে, তা হলে আপনারা কী করতে পারেন? উদাহরণ স্বরূপ, আপনাদের ছেলে অথবা মেয়ে হয়তো জগতের বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হতে পারে। অথবা আপনাদের সন্তান হয়তো এই বিষয়ে সন্দেহ করা শুরু করতে পারে যে, বাইবেলের নীতিগুলো অনুসরণ করে জীবনযাপন করা সত্যিই সর্বোত্তম কি না। (গীত. ৭৩:১-৩, ১২, ১৩) আপনাদের প্রতিক্রিয়া এই বিষয়টার উপর প্রভাব ফেলতে পারে যে, সে যিহোবার সেবা করা চালিয়ে যাবে কি না। আপনাদের সন্তানের সঙ্গে এই বিষয় নিয়ে তর্ক করা এড়িয়ে চলার চেষ্টা করুন, তা সে অনেক ছোটো হোক অথবা কিশোরবয়সি হোক। এর বিপরীতে, তাকে এই বিষয়টা বুঝতে দিন যে, আপনি তাকে ভালোবাসেন এবং তাকে সাহায্য করতে চান।

১৭, ১৮. একজন অল্পবয়সি যদি সত্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করে, তা হলে তার বাবা-মা কীভাবে তাকে সাহায্য করতে পারেন?

১৭ একজন অল্পবয়সি বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করে। এই উৎসর্গীকরণ হল সমস্ত কিছুর ঊর্ধ্বে যিহোবাকে ভালোবাসার ও তাঁর সেবা করার এক প্রতিজ্ঞা। (পড়ুন, মার্ক ১২:৩০.) যিহোবা এটাকে এক গুরুগম্ভীর প্রতিজ্ঞা হিসেবে দেখেন আর আমাদেরও এটাকে একইভাবে দেখা উচিত। (উপ. ৫:৪, ৫) আপনাদের সন্তানকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিন। কিন্তু প্রথমে, যিহোবার সংগঠন বাবা-মায়েদের জন্য যে-সমস্ত প্রকাশনা জুগিয়েছে, সেগুলো পড়ুন ও অধ্যয়ন করুন। তারপর, সদয়ভাবে ও উপযুক্ত সময়ে সন্তানের কাছে এই বিষয়টা স্পষ্ট করুন যে, সে নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করার ও বাপ্তিস্ম নেওয়ার যে-সিদ্ধান্ত নিয়েছিল, সেটা খুবই গুরুগম্ভীর এক সিদ্ধান্ত কিন্তু একইসঙ্গে সেটা তার জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসবে।

১৮ উদাহরণ হিসেবে বলা যায়, আপনি ২০১২ সালের জুলাই-সেপ্টেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকার ২২ থেকে ২৫ পৃষ্ঠায় দেওয়া “আপনার কিশোরবয়সি সন্তান যখন আপনার ধর্মীয় বিশ্বাস নিয়ে সন্দেহ করে” শিরোনামের প্রবন্ধে উত্তম পরামর্শ খুঁজে পেতে পারেন। একজন কিশোরবয়সি সন্তান যখন সন্দেহ প্রকাশ করে, তখন বাবা-মায়েদের দ্রুত এই উপসংহারে আসা উচিত নয় যে, তাদের সন্তান সত্যকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু, প্রবন্ধে যেমন পরামর্শ দেওয়া হয়েছে, তাদের খুঁজে বের করতে হবে যে, প্রধান সমস্যাটা কী। হতে পারে, আপনাদের সন্তান সঙ্গীসাথিদের চাপের বিরুদ্ধে অথবা একাকিত্বের বিরুদ্ধে লড়াই করছে। অথবা সে হয়তো মনে করে যে, তার তুলনায় অন্যান্য অল্পবয়সিরা যিহোবার সেবায় আরও বেশি কাজ করছে। এই সমস্যাগুলোর অর্থ এই নয় যে, আপনার সন্তান আপনার বিশ্বাসের সঙ্গে দ্বিমত পোষণ করে। সাধারণত, এগুলো অন্য কোনো সমস্যার কারণে হয়ে থাকে, যেটার বিরুদ্ধে সে লড়াই করছে। সেই প্রবন্ধে পরে এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে, কীভাবে বাবা-মা এমন সন্তানকে সাহায্য করতে পারেন, যে সত্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করে।

১৯. কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” হয়ে ওঠার জন্য সাহায্য করতে পারেন?

১৯ বাবা-মা হিসেবে সন্তানদের “প্রভুর [ঈশ্বরের] শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব ও বিশেষ সুযোগ আপনাদের রয়েছে। (ইফি. ৬:৪) আমরা যেমন শিখেছি, এর অর্থ হল আপনাদের নিজেদের সন্তানদের বাইবেলের শিক্ষা প্রদান করতে হবে এবং তারা যা-কিছু শেখে, সেগুলোর বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হতে সাহায্য করতে হবে। তাদের বিশ্বাস যখন দৃঢ় হবে, তখন তারা যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করতে এবং তাঁকে নিজেদের সর্বোত্তমটা দিতে অনুপ্রাণিত হবে। যিহোবার বাক্য, তাঁর পবিত্র আত্মা ও আপনাদের প্রচেষ্টা যেন আপনাদের সন্তানদের “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” হয়ে উঠতে সাহায্য করে।

^ অনু. 9বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?” শিরোনামের বইয়ের জন্য তৈরি করা অধ্যয়ন সহায়কগুলো হল এক চমৎকার হাতিয়ার, যেগুলো অল্পবয়সি ও সেইসঙ্গে প্রাপ্তবয়স্কদের বাইবেলের সত্য সম্বন্ধে বুঝতে ও ব্যাখ্যা করতে সাহায্য করে। আপনি jw.org-এ অনেক ভাষায় এগুলো খুঁজে পেতে পারেন। BIBLE TEACHINGS > BIBLE STUDY TOOLS দেখুন।