সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

একজন পুরুষ ও একজন মহিলা, যারা একে অন্যের বিবাহিত সাথি নন, তারা যদি যুক্তিসংগত কারণগুলো ছাড়াই একসঙ্গে রাত কাটান, তা হলে এটা কি এই বিষয়ের প্রমাণ যে, তারা পাপ করেছেন আর তাই, একটা বিচার সংক্রান্ত কমিটি গঠন করা উচিত?

হ্যাঁ, যুক্তিসংগত কারণগুলো ছাড়াই একা একসঙ্গে রাত কাটানো এই বিষয়টার জোরালো প্রমাণ যে, তারা ‘ব্যভিচারে [‘যৌন অনৈতিকতায়,’ NW]’ লিপ্ত হয়েছেন। তাই, যুক্তিসংগত কারণগুলো না থাকলে একটা বিচার সংক্রান্ত কমিটি গঠন করা উচিত।—১ করি. ৬:১৮.

প্রাচীনগোষ্ঠী এটা নির্ধারণ করার জন্য খুবই সতর্কতার সঙ্গে প্রতিটা পরিস্থিতি নিয়ে বিবেচনা করে যে, বিচার সংক্রান্ত কমিটি গঠন করার প্রয়োজন আছে কি না। উদাহরণ স্বরূপ: তারা কি ডেটিং করছিলেন? তারা একে অপরের সঙ্গে যেভাবে আচরণ করেন, সেই বিষয়ে প্রাচীনরা কি অতীতে তাদের পরামর্শ দিয়েছেন? কেন তারা একসঙ্গে রাত কাটিয়েছেন? তারা কি এমনটা করার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন? তাদের কাছে কি অন্য কোনো পথ ছিল, না কি এমন কিছু ঘটেছিল, যেটা তাদের নিয়ন্ত্রণে ছিল না, যেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা কিংবা কোনো জরুরি অবস্থা, যেটার ফলে একসঙ্গে রাত কাটানো ছাড়া তাদের কাছে আর কোনো পথ ছিল না? (উপ. ৯:১১) তারা কোথায় ঘুমিয়েছিলেন? প্রতিটা পরিস্থিতিই ভিন্ন আর তাই, এমন অন্যান্য তথ্য হয়তো থাকতে পারে, যেগুলো প্রাচীনদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে।

প্রাচীনগোষ্ঠী সমস্ত তথ্য নিয়ে বিবেচনা করার পর এটা নির্ধারণ করবে যে, বিচার সংক্রান্ত কমিটি গঠন করা উচিত কি না।