সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ২

মণ্ডলীতে যিহোবার প্রশংসা করুন

মণ্ডলীতে যিহোবার প্রশংসা করুন

“আমি . . . সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব।”—গীত. ২২:২২.

গান সংখ্যা ৯ আমাদের ঈশ্বর যিহোবার প্রশংসা করো!

সারাংশ *

১. দায়ূদ যিহোবা সম্বন্ধে কেমন অনুভব করেছিলেন আর এটা তাকে কী করতে অনুপ্রাণিত করেছিল?

রাজা দায়ূদ লিখেছিলেন: “সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়” বা প্রশংসনীয়। (গীত. ১৪৫:৩) তিনি যিহোবাকে ভালোবাসতেন আর এই ভালোবাসা তাকে “সমাজের মধ্যে [“মণ্ডলীতে,” NW]” ঈশ্বরের প্রশংসা করতে অনুপ্রাণিত করেছিল। (গীত. ২২:২২; ৪০:৫) এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আপনিও যিহোবাকে ভালোবাসেন এবং দায়ূদের এই কথাগুলোর সঙ্গে একমত হবেন: “হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত ধন্য।”—১ বংশা. ২৯:১০-১৩.

২. (ক) কীভাবে আমরা যিহোবার প্রশংসা করতে পারি? (খ) কেউ কেউ কোন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় এবং আমরা কী নিয়ে বিবেচনা করব?

বর্তমানে, একটা যে-উপায়ে আমরা যিহোবার প্রশংসা করি, সেটা হল খ্রিস্টীয় সভায় উত্তর দেওয়ার মাধ্যমে। তবে, আমাদের ভাই-বোনদের মধ্যে এমন অনেকে রয়েছে, যারা উত্তর দেওয়াকে এক প্রতিদ্বন্দ্বিতা বলে মনে করে। তারা সভায় উত্তর দিতে চাইলেও ভয়ের কারণে তা দিতে পারে না। কীভাবে তারা সেই ভয় কাটিয়ে উঠতে পারে? আর কোন ব্যাবহারিক পরামর্শগুলো আমাদের সবাইকে উৎসাহজনক উত্তর দেওয়ার জন্য সাহায্য করতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে, আসুন আমরা সভায় উত্তর দেওয়ার চারটে গুরুত্বপূর্ণ কারণ বিবেচনা করে দেখি।

কেন আমরা সভায় উত্তর দিই?

৩-৫. (ক) ইব্রীয় ১৩:১৫ পদে যেমন ব্যাখ্যা করা হয়েছে, কেন আমরা সভায় উত্তর দিই? (খ) আমাদের সবাইকে কি একই ধরনের উত্তর দিতে হবে? ব্যাখ্যা করুন।

যিহোবা আমাদের সবাইকে তাঁকে উপহার দেওয়ার বা তাঁর প্রশংসা করার বিশেষ সুযোগ দিয়েছেন। (গীত. ১১৯:১০৮) সভায় উত্তর দেওয়া হল “স্তব-বলি” উৎসর্গ করার একটা দিক আর অন্য কেউই আমাদের হয়ে এই বলি উৎসর্গ করতে পারে না। (পড়ুন, ইব্রীয় ১৩:১৫.) যিহোবা কি আমাদের সবার কাছ থেকে দাবি করেন যে, আমরা সবাই একই ধরনের বলি উৎসর্গ করি বা উত্তর দিই? না, তিনি এমনটা করেন না!

যিহোবা জানেন যে, আমাদের প্রত্যেকের ক্ষমতা ও পরিস্থিতি ভিন্ন আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁকে যে-বলি উৎসর্গ করি, সেটাকে তিনি উচ্চমূল্য দিয়ে থাকেন। তিনি ইস্রায়েলীয়দের কাছ থেকে যে-ধরনের বলি গ্রহণ করেছিলেন, সেটা নিয়ে চিন্তা করুন। কোনো কোনো ইস্রায়েলীয়ের মেষ অথবা ছাগ উৎসর্গ করার সামর্থ্য ছিল। তবে, একজন দরিদ্র ইস্রায়েলীয় হয়তো “দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক” উৎসর্গ করতে পারতেন। কিন্তু, একজন ইস্রায়েলীয়ের যদি দুটো পাখি উৎসর্গ করার সামর্থ্য না থাকত, তা হলে যিহোবা তার কাছ থেকে “ঐফার দশমাংশ সূজি [“উত্তম ময়দা,” NW]” গ্রহণ করতেন। (লেবীয়. ৫:৭, ১১) অন্যান্য বলির তুলনায় ময়দা সস্তা ছিল কিন্তু তারপরও যিহোবা সেই বলি গ্রহণ করতেন, যদি সেটা “উত্তম ময়দা” হতো।

আমাদের দয়ালু ঈশ্বর আজও একইরকম অনুভব করেন। আমরা যখন উত্তর দিই, তখন তিনি আমাদের কাছ থেকে এমনটা দাবি করেন না যে, আমরা আপল্লোর মতো সুবক্তা হই অথবা পৌলের মতো অল্প কথায় অন্যদের দৃঢ়প্রত্যয়ী করে তুলি। (প্রেরিত ১৮:২৪; ২৬:২৮) যিহোবা কেবল চান যেন আমরা আমাদের সাধ্যমতো সর্বোত্তম উত্তর দিই। সেই বিধবার কথা মনে করুন, যিনি দুটো সিকি পয়সা দান দিয়েছিলেন। তিনি যিহোবার দৃষ্টিতে মূল্যবান ছিলেন কারণ তিনি তার সাধ্যমতো সর্বোত্তমটা দিয়েছিলেন।—লূক ২১:১-৪.

উত্তর দেওয়া আমাদের ও সেইসঙ্গে যারা শোনে, তাদের উপকৃত করে (৬-৭ অনুচ্ছেদ দেখুন) *

৬. (ক) ইব্রীয় ১০:২৪, ২৫ পদ অনুযায়ী কীভাবে আমরা অন্যদের উত্তরগুলো শোনার দ্বারা অনুপ্রাণিত হতে পারি? (খ) আপনি যে-উত্তরগুলোর দ্বারা উৎসাহিত হন, সেগুলোর জন্য কীভাবে কৃতজ্ঞতা দেখাতে পারেন?

আমরা আমাদের উত্তরের মাধ্যমে একে অন্যকে চেতনা বা উৎসাহ দিই। (পড়ুন, ইব্রীয় ১০:২৪, ২৫.) আমরা সবাই আমাদের সভায় বিভিন্ন ধরনের উত্তর শুনতে ভালোবাসি। আমরা একটি অল্পবয়সি সন্তানের সহজ ভাষায় ও মন থেকে দেওয়া উত্তর শুনে আনন্দিত হই। আমরা যখন একজন ব্যক্তির উৎসাহজনক কণ্ঠে তার সবেমাত্র শেখা কোনো সত্য সম্বন্ধে উত্তর দিতে শুনি, তখন আমরা অনুপ্রাণিত হই। আর লাজুক অথবা সবেমাত্র আমাদের ভাষা শিখতে শুরু করেছে, এমন ব্যক্তিরা যখন “সাহসী হইয়া” কোনো উত্তর দেয়, তখন আমাদের কতই-না ভালো লাগে! (১ থিষল. ২:২) তাদের প্রচেষ্টার জন্য কীভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি? তাদের উৎসাহজনক উত্তরের জন্য আমরা সভার পরে তাদের ধন্যবাদ জানাতে পারি। কৃতজ্ঞতা দেখানোর আরেকটা উপায় হল নিজে উত্তর দেওয়া। তা করার মাধ্যমে সভাগুলো থেকে কেবল আমরাই উৎসাহ লাভ করব না কিন্তু সেইসঙ্গে অন্যদেরও উৎসাহ দেব।—রোমীয় ১:১১, ১২.

৭. আমরা যখন উত্তর দিই, তখন আমরা কীভাবে উপকৃত হই?

আমরা যখন উত্তর দিই, তখন আমরা নিজেরাই উপকৃত হই। (যিশা. ৪৮:১৭) কীভাবে? প্রথমত, আমরা যদি উত্তর দেওয়ার জন্য পরিকল্পনা করি, তা হলে আমরা সভার উদ্দেশে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত হব। যখন আমরা ভালোভাবে প্রস্তুতি নিই, তখন আমরা ঈশ্বরের বাক্য সম্বন্ধে আরও গভীর বোধগম্যতা লাভ করি। আর আমাদের বোধগম্যতা যতবেশি গভীর হয়, ততবেশি আমরা আমাদের শেখা বিষয়গুলো কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত, আমরা যখন আলোচনায় অংশ নিই, তখন আমরা সভা থেকে আরও বেশি আনন্দ লাভ করি। তৃতীয়ত, উত্তর দেওয়ার জন্য যেহেতু প্রচেষ্টা করতে হয়, তাই সভা শেষ হয়ে যাওয়ার অনেক সময় পরও সেই উত্তরগুলো আমাদের মনে থাকে।

৮-৯. (ক) আমরা যখন সভায় উত্তর দিই, তখন মালাখি ৩:১৬ পদ অনুযায়ী যিহোবা কেমন অনুভব করেন বলে আপনি মনে করেন? (খ) কেউ কেউ হয়তো তারপরও কোন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়?

আমরা যখন সভায় আমাদের বিশ্বাস সম্বন্ধে বলি, তখন আমরা যিহোবাকে খুশি করি। আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা আমাদের উত্তর শোনেন এবং সভায় উত্তর দেওয়ার জন্য আমরা যে-প্রচেষ্টা করি, সেটাকে উচ্চমূল্য দেন। (পড়ুন, মালাখি ৩:১৬.) আর আমরা যখন তাঁকে খুশি করার জন্য কঠোর প্রচেষ্টা করি, তখন তিনি আমাদের আশীর্বাদ করার মাধ্যমে তাঁর উপলব্ধি প্রকাশ করেন।—মালাখি ৩:১০.

স্পষ্টতই, সভায় উত্তর দেওয়ার পিছনে উত্তম কারণগুলো রয়েছে। তারপরও, কেউ কেউ হয়তো উত্তর দেওয়ার জন্য হাত তুলতে ভয় পায়। আপনি যদি এইরকম অনুভব করেন, তা হলে নিরুৎসাহিত হবেন না। আসুন, আমরা বাইবেলের কিছু নীতি, কয়েকটা উদাহরণ আর সেইসঙ্গে কিছু ব্যাবহারিক পরামর্শ বিবেচনা করি, যেগুলো আমাদের সবাইকে সভায় আরও বেশি করে উত্তর দেওয়ার জন্য সাহায্য করতে পারে।

কীভাবে ভয় কাটিয়ে উঠতে পারি?

১০. (ক) কেন অনেকে উত্তর দিতে ভয় পায়? (খ) কেন উত্তর দিতে ভয় পাওয়া একটা ভালো লক্ষণ হতে পারে?

১০ আপনি কি উত্তর দেওয়ার জন্য হাত তোলার কথা ভাবলেই ঘাবড়ে যান ও ভয় পান? যদি তা-ই হয়, তা হলে আপনি এই ক্ষেত্রে একা নন। সত্য বিষয়টা হল উত্তর দেওয়ার সময়ে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই কিছুটা হলেও ভয় পায়। এই ধরনের ভয় কাটিয়ে ওঠার আগে আপনাকে এটা শনাক্ত করতে হবে যে, কেন আপনি ভয় পান। আপনি কি এই ভেবে ভয় পান যে, আপনি যা বলতে চান, তা ভুলে যাবেন অথবা আপনি ভুল বিষয় বলে ফেলবেন? আপনি কি এই ভেবে দুশ্চিন্তা করেন যে, আপনার মন্তব্য অন্যদের মতো ভালো হবে না? সত্যি বলতে কী, এই ধরনের ভয় থাকা হল এক ভালো লক্ষণ। এগুলো দেখায় যে, আপনি একজন নম্র ব্যক্তি এবং অন্যদের শ্রেষ্ঠ জ্ঞান করেন। যিহোবা এই গুণটাকে ভালোবাসেন। (গীত. ১৩৮:৬; ফিলি. ২:৩) কিন্তু, যিহোবা এও চান যেন আপনি তাঁর প্রশংসা করেন এবং সভায় আপনার ভাই-বোনদের আশ্বাস বা উৎসাহ প্রদান করেন। (১ থিষল. ৫:১১) তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনাকে প্রয়োজনীয় সাহস প্রদান করবেন।

১১. বাইবেলে দেওয়া কোন পদগুলো আমাদের সাহায্য করতে পারে?

১১ বাইবেলের কিছু পদের প্রতি মনোযোগ দিন। বাইবেল বলে যে, আমরা সবাই যা বলি এবং যেভাবে তা বলি, তাতে ভুল করি। (যাকোব ৩:২) যিহোবা আমাদের কাছ থেকে সিদ্ধতা আশা করেন না আর আমাদের ভাই-বোনেরাও এমনটা আশা করে না। (গীত. ১০৩:১২-১৪) আমরা একই পরিবারের সদস্য আর আমাদের ভাই-বোনেরা আমাদের ভালোবাসে। (মার্ক ১০:২৯, ৩০; যোহন ১৩:৩৫) তারা এটা বোঝে যে, কখনো কখনো আমরা যা বলতে চাই, তা সঠিকভাবে বলতে পারি না।

১২-১৩. নহিমিয় ও যোনার উদাহরণ থেকে আমরা কী শিখি?

১২ বাইবেলের কিছু উদাহরণ নিয়ে চিন্তা করুন, যেগুলো আপনাকে আপনার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। নহিমিয়ের কথা চিন্তা করুন। তিনি এক ক্ষমতাশালী রাজার রাজসভায় সেবা করতেন। তিনি যিরূশালেমের প্রাচীর ও দরজাগুলো ভগ্ন অবস্থায় রয়েছে শুনে বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। (নহি. ১:১-৪) একটু কল্পনা করুন, রাজা যখন তাকে তার বিষণ্ণতার কারণ সম্বন্ধে বলতে বলেছিলেন, তখন তিনি কতটা ঘাবড়ে গিয়েছিলেন ও ভয় পেয়ে গিয়েছিলেন! নহিমিয় তৎক্ষণাৎ প্রার্থনা করেছিলেন আর তারপর উত্তর দিয়েছিলেন। এর ফলে, রাজা ঈশ্বরের লোকেদের অনেক সাহায্য করেছিলেন। (নহি. ২:১-৮) এবার যোনার বিষয়ে চিন্তা করুন। যিহোবা যখন যোনাকে নীনবীর লোকেদের কাছে প্রচার করতে বলেছিলেন, তখন তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে, তিনি নীনবীর বিপরীত দিকে পালিয়ে গিয়েছিলেন। (যোনা ১:১-৩) কিন্তু, যিহোবার সাহায্যে যোনা নীনবীতে গিয়েছিলেন এবং সেখানে প্রচার করেছিলেন। এর ফলে, সেখানকার লোকেদের মঙ্গল হয়েছিল। (যোনা ৩:৫-১০) নহিমিয় ও যোনার কাছ থেকে আমরা কী শিখি? নহিমিয়ের কাছ থেকে আমরা শিখি যে, উত্তর দেওয়ার আগে প্রার্থনা করা কতটা গুরুত্বপূর্ণ। আর যোনার কাছ থেকে আমরা শিখি যে, আমরা যত ভয়ই পাই না কেন, যিহোবার সাহায্যে আমরা তাঁর সেবা করতে পারি। বাস্তবে, মণ্ডলীতে উত্তর দেওয়া নিশ্চয়ই নীনবীতে গিয়ে বিচারের বার্তা প্রচার করার মতো কঠিন নয়, তাই না?

১৩ কোন ব্যাবহারিক পরামর্শগুলো আপনাকে সভায় উৎসাহজনক উত্তর দেওয়ার জন্য সাহায্য করতে পারে? আসুন, আমরা কয়েকটা পরামর্শ বিবেচনা করি।

১৪. কেন আমাদের সভার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং কখন হয়তো আমরা তা করতে পারি?

১৪ প্রতিটা সভার জন্য প্রস্তুতি নিন। আপনি যখন আগে থেকে চিন্তা বা পরিকল্পনা করেন এবং ভালোভাবে প্রস্তুতি নেন, তখন আপনি আরও বেশি আস্থার সঙ্গে উত্তর দিতে পারেন। (হিতো. ২১:৫) অবশ্য, সভার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সবার তালিকা এক নয়। আলাউইজ নামে একজন বিধবা, যার বয়স ৮০-র কোঠায়, সপ্তাহের শুরু থেকে প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি বলেন, “আমি এটা দেখেছি, আগে থেকে প্রস্তুতি নিলে আমি সভা থেকে বেশি উপকার লাভ করি।” জই নামে একজন বোন চাকরি করেন আর তিনি সভার এক দিন আগে প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য প্রস্তুতি নেন। তিনি বলেন, “এভাবে প্রস্তুতি নিলে আমি বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে পারি।” আইক নামে একজন প্রাচীন, যিনি মণ্ডলীর কাজে ব্যস্ত থাকেন আর একজন অগ্রগামী, বলেন, “আমি এক বারে অধ্যয়ন করার চেয়ে সারা সপ্তাহ ধরে অল্প অল্প করে অধ্যয়ন করি, এতে আমি বেশি উপকার লাভ করি।”

১৫. কীভাবে আপনি সভার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন?

১৫ সভার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সঙ্গে কী জড়িত রয়েছে? প্রতি বার অধ্যয়ন শুরু করার আগে যিহোবার কাছে পবিত্র আত্মা চেয়ে প্রার্থনা করুন। (লূক ১১:১৩; ১ যোহন ৫:১৪) এরপর, সমগ্র প্রবন্ধটা এক নজরে দেখুন। শিরোনাম, উপশিরোনাম, ছবি ও শিক্ষাদানের বাক্সগুলো ভালোভাবে লক্ষ করুন। তারপর, প্রতিটা অনুচ্ছেদ অধ্যয়ন করার সময়ে সম্ভব হলে প্রতিটা উল্লেখিত শাস্ত্রপদ পড়ুন। আপনি যে-তথ্য লাভ করেছেন, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন এবং সেই বিষয়গুলোর উপর বিশেষ মনোযোগ দিন, যেগুলোর বিষয়ে আপনি উত্তর দিতে চান। আপনি যত ভালোভাবে প্রস্তুতি নেবেন, ততবেশি উপকার লাভ করবেন এবং আপনার পক্ষে সভায় উত্তর দেওয়াও সহজ হবে।—২ করি. ৯:৬.

১৬. আপনার কাছে কোন হাতিয়ারগুলো রয়েছে এবং কীভাবে আপনি সেগুলো ব্যবহার করেন?

১৬ আপনার পক্ষে সম্ভব হলে, আপনার জানা ভাষায় যে-ডিজিটাল হাতিয়ারগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করুন। যিহোবা আমাদের সাহায্য করার জন্য তাঁর সংগঠনের মাধ্যমে ডিজিটাল হাতিয়ারগুলো দিয়েছেন, যাতে আমরা সভার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। JW লাইব্রেরি অ্যাপের সাহায্যে আমরা আমাদের ফোনে অধ্যয়ন প্রকাশনাগুলো ডাউনলোড করতে পারি। এর ফলে, আমরা যেকোনো সময়ে ও স্থানে সেই প্রকাশনাগুলো অধ্যয়ন করতে পারি অথবা অন্ততপক্ষে সেগুলো পড়তে কিংবা শুনতে পারি। কেউ কেউ কাজের জায়গায় অথবা স্কুলে দুপুরের খাবারের বিরতি সময়ে কিংবা ভ্রমণের সময়ে এই অ্যাপ ব্যবহার করে অধ্যয়ন করে থাকে। এ ছাড়া, যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত গবেষণা করতে হয়, তা হলে আমরা ওয়াচটাওয়ার লাইব্রেরি ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি ব্যবহার করে সহজেই তা করতে পারি।

আপনি কখন সভার জন্য প্রস্তুতি নেন? (১৪-১৬ অনুচ্ছেদ দেখুন) *

১৭. (ক) কেন একাধিক উত্তর প্রস্তুত করা ভালো? (খ) যিহোবার বন্ধু হও—তোমার উত্তর প্রস্তুত করো শিরোনামের ভিডিওটা থেকে আপনি কী শিখেছেন?

১৭ সম্ভব হলে প্রতিটা পাঠের জন্য একাধিক উত্তর প্রস্তুত করুন। কেন? কারণ আপনি উত্তর দেওয়ার জন্য হাত তুললে সবসময় সুযোগ নাও পেতে পারেন। অন্যেরাও একইসময়ে হাত তুলতে পারে এবং পরিচালক হয়তো তাদের মধ্যে একজনকে সুযোগ দিতে পারেন। সভা যাতে সঠিক সময়ে শেষ হয়, সেইজন্য পরিচালক হয়তো কোনো একটা বিষয়ের উপর সীমিত কিছু উত্তর নিতে পারেন। তাই, অধ্যয়নের শুরুর দিকে যদি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া না হয়, তা হলে অসন্তুষ্ট হবেন না অথবা নিরুৎসাহিত হবেন না। আপনি যদি একাধিক উত্তর প্রস্তুত করেন, তা হলে আপনার কাছে উত্তর দেওয়ার আরও বেশি সুযোগ থাকবে। আপনি যে-উত্তরগুলো প্রস্তুত করেন, সেগুলোর মধ্যে একটা হতে পারে শাস্ত্রপদ পড়া। কিন্তু, আপনার পক্ষে সম্ভব হলে আপনি নিজের ভাষায় উত্তর প্রস্তুত করতে পারেন। *

১৮. কেন সংক্ষিপ্ত উত্তর দেবেন?

১৮ সংক্ষিপ্ত উত্তর দিন। প্রায়ই দেখা যায়, ছোটো ও সহজ ভাষায় দেওয়া উত্তর সবচেয়ে বেশি উৎসাহজনক হয়ে থাকে। তাই, সংক্ষিপ্ত উত্তর দেওয়ার লক্ষ্য রাখুন। চেষ্টা করুন যেন আপনার উত্তর প্রায় ৩০ সেকেন্ডের ভিতরে হয়। (হিতো. ১০:১৯; ১৫:২৩) আপনি যদি অনেক বছর ধরে সভায় উত্তর দিয়ে আসছেন, তা হলে এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আপনি আপনার উত্তরকে সংক্ষিপ্ত রাখার মাধ্যমে এক উত্তম উদাহরণ স্থাপন করেন। আপনি যদি কয়েক মিনিট ধরে অনেক বিষয় নিয়ে উত্তর দেন, তা হলে অন্যেরা হয়তো এমনটা চিন্তা করে ভয় পেয়ে যেতে পারে যে, তারা আপনার মতো ভালো উত্তর দিতে পারবে না। এ ছাড়া, সংক্ষিপ্ত উত্তর দেওয়ার ফলে অনেকে সভায় অংশ নেওয়ার সুযোগ পায়। বিশেষভাবে, আপনাকে যদি প্রথমে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়, তা হলে সহজ ভাষায় ও সরাসরি প্রশ্নের উত্তর দিন। উত্তরে অনুচ্ছেদের সমস্ত বিষয় বলার চেষ্টা করবেন না। অনুচ্ছেদের মূল ধারণাটা নিয়ে আলোচনা হয়ে যাওয়ার পর আপনি হয়তো অন্য কোনো বিষয়ে উত্তর দিতে পারেন।—“ উত্তরে আমি কী বলতে পারি?” শিরোনামের বাক্সটা দেখুন।

১৯. কীভাবে পরিচালক আপনাকে সাহায্য করতে পারেন কিন্তু আপনাকে কী করতে হবে?

১৯ পরিচালককে জানান যে, আপনি নির্দিষ্ট কোন অনুচ্ছেদ থেকে উত্তর দিতে চান। আপনি যদি এমনটা করতে চান, তা হলে সভা শুরু হওয়ার অনেক আগে আপনার তা পরিচালককে জানানো উচিত। এরপর, যখন সেই অনুচ্ছেদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তখন দ্রুত হাত তুলুন আর এতটা উপরে তুলুন যেন পরিচালক তা দেখতে পান।

২০. কীভাবে মণ্ডলীর একটা সভা বন্ধুদের সঙ্গে খাবার খাওয়ার মতো?

২০ মণ্ডলীর সভাগুলোকে ভালো বন্ধুদের সঙ্গে খাবার খাওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। কল্পনা করুন, মণ্ডলীতে কয়েক জন বন্ধু একসঙ্গে খাবার খাওয়ার পরিকল্পনা করেছে। আর আপনাকেও কিছু তৈরি করে আনতে বলা হয়েছে। এইরকম পরিস্থিতিতে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন? আপনি হয়তো কিছুটা উদ্‌বিগ্ন হবেন কিন্তু সকলে যাতে সেই খাবার উপভোগ করতে পারে, সেইজন্য আপনি সম্ভবত আপনার সর্বোত্তমটা করার চেষ্টা করবেন। আমাদের নিমন্ত্রণকর্তা যিহোবা আমাদের সভার মাধ্যমে উত্তম উত্তম খাবারে পরিপূর্ণ একটা মেজ বা টেবিল জুগিয়েছেন। (গীত. ২৩:৫; মথি ২৪:৪৫) আর আমরা যখন কোনো ছোটো উপহার নিয়ে আসি অর্থাৎ উত্তর দেওয়ার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করি, তখন তিনি খুশি হন। তাই, সভার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন এবং যতবেশি সম্ভব উত্তর দেওয়ার মাধ্যমে এতে অংশ নেওয়ার চেষ্টা করুন। এভাবে আপনি যিহোবার টেবিল থেকে কেবল খাবার খাবেন না কিন্তু সেইসঙ্গে মণ্ডলীর জন্য সঙ্গে করে উপহারও নিয়ে আসবেন।

গান সংখ্যা ১ যিহোবার গুণাবলি

^ অনু. 5 গীতরচক দায়ূদের মতো আমরা সবাই যিহোবাকে ভালোবাসি এবং তাঁর প্রশংসা করে আনন্দ পাই। আমরা যখন তাঁকে উপাসনা করার জন্য মণ্ডলীতে একত্রিত হই, তখন আমরা সভায় উত্তর দেওয়ার মাধ্যমে তাঁর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করার বিশেষ সুযোগ পাই। তবে, আমাদের মধ্যে কেউ কেউ আমাদের সভাগুলোতে উত্তর দেওয়াকে কঠিন বলে মনে করে। আপনি যদি এই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে থাকেন, তা হলে এই প্রবন্ধ আপনাকে বুঝতে সাহায্য করবে যে, কেন আপনি উত্তর দিতে ভয় পান আর কীভাবে আপনি তা কাটিয়ে উঠতে পারেন।

^ অনু. 17 jw.org-এ যিহোবার বন্ধু হও—তোমার উত্তর প্রস্তুত করো শিরোনামের ভিডিওটা দেখুন। প্রকাশনাদি > ভিডিও > সন্তান-এর অধীনে দেখুন।

^ অনু. 63 ছবি সম্বন্ধে: মণ্ডলীর সদস্যরা আনন্দের সঙ্গে প্রহরীদুর্গ অধ্যয়নে অংশ নিচ্ছে।

^ অনু. 65 ছবি সম্বন্ধে: আগের ছবিতে দেখানো মণ্ডলীর সেই সদস্যরা, যারা প্রহরীদুর্গ অধ্যয়নে অংশ নিচ্ছিলেন। যদিও তাদের প্রত্যেকের পরিস্থিতিই ভিন্ন, তা সত্ত্বেও তারা সবাই অধ্যয়নের প্রস্তুতি নেওয়ার জন্য সময় আলাদা করে রেখেছেন।