সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৪৭

লেবীয় পুস্তক থেকে আমরা যে-শিক্ষাগুলো লাভ করতে পারি

লেবীয় পুস্তক থেকে আমরা যে-শিক্ষাগুলো লাভ করতে পারি

“ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি . . . উপকারী।”—২ তীম. ৩:১৬.

গান সংখ্যা ৩৭ শাস্ত্রলিপি—ঈশ্বরের অনুপ্রাণিত

সারাংশ *

১-২. কেন বর্তমানে খ্রিস্টানদের লেবীয় পুস্তক সম্বন্ধে আগ্রহী হওয়া উচিত?

প্রেরিত পৌল তার যুবকবয়সি বন্ধু তীমথিয়কে স্মরণ করিয়ে দিয়েছিলেন, “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি . . . উপকারী।” (২ তীম. ৩:১৬) এর মধ্যে লেবীয় পুস্তকও রয়েছে। বাইবেলের এই বইটাকে আপনি কীভাবে দেখেন? কেউ কেউ হয়তো এটাকে এমন একটা বই হিসেবে দেখে থাকে, যেটাতে নিয়মের এক তালিকা রয়েছে, যা আমাদের দিনের জন্য প্রযোজ্য নয়। কিন্তু, সত্য খ্রিস্টানরা এই বইটাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে।

প্রায় ৩,৫০০ বছর আগে লেবীয় পুস্তক লেখা হলেও যিহোবা এটাকে “আমাদের শিক্ষার নিমিত্তে” সংরক্ষিত করে রেখেছেন। (রোমীয় ১৫:৪) যেহেতু লেবীয় পুস্তকে যিহোবার চিন্তাভাবনা সম্বন্ধে তুলে ধরা হয়েছে, তাই আমাদের আগ্রহের সঙ্গে এটাকে পরীক্ষা করে দেখা উচিত। সত্যি বলতে কী, আমরা এই অনুপ্রাণিত বইটা থেকে অনেক কিছু শিখতে পারি। আসুন, আমরা সেগুলোর মধ্যে থেকে চারটে শিক্ষা নিয়ে বিবেচনা করি।

যেভাবে আমরা যিহোবার অনুমোদন লাভ করি

৩. কেন প্রতি বছর প্রায়শ্চিত্তের দিনে বলি উৎসর্গ করা হতো?

প্রথম শিক্ষা: আমাদের বলিদান যাতে যিহোবা গ্রহণ করেন, সেইজন্য আমাদের তাঁর অনুমোদনের প্রয়োজন রয়েছে। প্রতি বছর প্রায়শ্চিত্তের দিনে ইস্রায়েল জাতি একত্রিত হতো এবং মহাযাজক পশুবলি উৎসর্গ করতেন। সেই বলি ইস্রায়েলীয়দের এটা স্মরণে রাখতে সাহায্য করত যে, তাদের পাপ থেকে শুচি হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু, ইস্রায়েলীয়দের পাপ থেকে শুচি করার জন্য বলিকৃত পশুর রক্ত অতি পবিত্র স্থানে নিয়ে যাওয়ার আগে মহাযাজককে আরও গুরুত্বপূর্ণ কিছু করতে হতো।

(৪ অনুচ্ছেদ দেখুন) *

৪. লেবীয় পুস্তক ১৬:১২, ১৩ পদে যেমন উল্লেখ করা হয়েছে, প্রায়শ্চিত্তের দিনে অতি পবিত্র স্থানে প্রথম বার প্রবেশ করার সময়ে মহাযাজক কী করতেন? (প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)

লেবীয় পুস্তক ১৬:১২, ১৩ পদ পড়ুন। প্রায়শ্চিত্তের দিনে কী ঘটত, তা কল্পনা করুন: মহাযাজক আবাসে প্রবেশ করেন। সেই দিনে মহাযাজককে অতি পবিত্র স্থানে যে-তিন বার প্রবেশ করতে হবে, সেগুলোর মধ্যে এটাই হল প্রথম বার। তিনি এক হাতে সুগন্ধি ধূপে পূর্ণ একটা পাত্র নেন এবং অন্য হাতে জ্বলন্ত অঙ্গারে পূর্ণ সোনার অঙ্গারধানী বা বেলচা নেন। তিনি তিরস্করিণীর সামনে গিয়ে দাঁড়ান, যেটা অতি পবিত্র স্থানের প্রবেশদ্বারকে ঢেকে রেখেছে। গভীর সম্মানের সঙ্গে তিনি অতি পবিত্র স্থানে প্রবেশ করেন এবং নিয়ম সিন্দুকের সামনে দাঁড়ান। রূপক অর্থে এটা এমন ছিল যেন তিনি যিহোবা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন! এবার যাজক সতর্কতার সঙ্গে জ্বলন্ত অঙ্গারের উপর পবিত্র ধূপ ঢালেন এবং সেই ঘরটা সুগন্ধে পূর্ণ হয়ে যায়। * পরে, তিনি পাপার্থক বলির রক্ত নিয়ে আবারও অতি পবিত্র স্থানে প্রবেশ করবেন। লক্ষ করুন, তিনি পাপার্থক বলির রক্ত উৎসর্গ করার আগে ধূপ জ্বালাতেন।

৫. প্রায়শ্চিত্তের দিনে ধূপের ব্যবহার থেকে আমরা কী শিখতে পারি?

প্রায়শ্চিত্তের দিনে ধূপের ব্যবহার থেকে আমরা কী শিখতে পারি? বাইবেল ইঙ্গিত দেয়, যিহোবার বিশ্বস্ত উপাসকদের করা প্রার্থনাগুলো হল সুগন্ধি ধূপের মতো। (গীত. ১৪১:২; প্রকা. ৫:৮) মনে করে দেখুন, মহাযাজক অনেক সম্মানের সঙ্গে অতি পবিত্র স্থানে অর্থাৎ যিহোবার সামনে ধূপ নিয়ে যেতেন। একইভাবে, আমরা যখন যিহোবার কাছে প্রার্থনা করি, তখন আমরা যেন গভীর সম্মানের সঙ্গে তা করি। আমরা তাঁকে সশ্রদ্ধ ভয় করি। ঠিক যেমন একজন বাবা তার সন্তানের প্রতি আচরণ করেন, একইভাবে নিখিলবিশ্বের সৃষ্টিকর্তা আমাদের তাঁর সঙ্গে কথা বলার এবং তাঁর নিকটবর্তী হওয়ার সুযোগ দেন আর এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ! (যাকোব ৪:৮) তিনি আমাদের তাঁর বন্ধু হিসেবে গ্রহণ করেন! (গীত. ২৫:১৪) আমরা এই বিশেষ সুযোগকে এতটাই উপলব্ধি করি যে, আমরা কখনো তাঁকে হতাশ করতে চাইব না।

৬. বলি উৎসর্গ করার আগে মহাযাজককে ধূপ জ্বালাতে হতো, সেখান থেকে আমরা যিশু সম্বন্ধে কী শিখতে পারি?

মনে করে দেখুন, বলি উৎসর্গ করার আগে মহাযাজককে ধূপ জ্বালাতে হতো। এভাবে তিনি এটা নিশ্চিত করতেন যে, বলি উৎসর্গ করার সময়ে তিনি ঈশ্বরের অনুমোদন লাভ করবেন। এখান থেকে আমরা কী শিখতে পারি? পৃথিবীতে থাকার সময়ে বলিদান হিসেবে তাঁর জীবন উৎসর্গ করার আগে যিশুকেও গুরুত্বপূর্ণ কিছু করতে হতো, যা মানবজাতির পরিত্রাণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেটা কী ছিল? যিহোবা যাতে তাঁর বলিদান গ্রহণ করেন, সেইজন্য পৃথিবীতে থাকাকালীন তাঁর সমগ্র জীবনধারায় তাঁকে যিহোবার প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকতে হতো। এভাবে যিশু এটা প্রমাণ করতেন, জীবনযাপন করার বিষয়ে যিহোবার পদ্ধতিই সঠিক। যিশু এও প্রমাণ করতেন, তাঁর পিতার শাসন করার অধিকার রয়েছে এবং তাঁর শাসন করার পদ্ধতি ন্যায্য।

৭. কেন যিশুর সমগ্র পার্থিব জীবন তাঁর পিতাকে খুশি করেছিল?

যিশু তাঁর সমগ্র পার্থিব জীবনে নিখুঁতভাবে যিহোবার প্রতি বাধ্যতা দেখিয়েছিলেন। যদিও তিনি প্রলোভন ও কঠিন পরিস্থিতি ভোগ করেছিলেন এবং তিনি জানতেন, তাঁকে অত্যন্ত কষ্টকর এক মৃত্যু ভোগ করতে হবে, তারপরও তিনি এটা প্রমাণ করার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন যে, তাঁর পিতার শাসন পদ্ধতিই সর্বোত্তম। (ফিলি. ২:৮) যিশু যখন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি “প্রবল আর্ত্তনাদ ও অশ্রুপাত সহকারে” প্রার্থনা করেছিলেন। (ইব্রীয় ৫:৭) তাঁর আন্তরিক প্রার্থনাগুলো দেখায় যে, তিনি যিহোবার প্রতি অনুগত ছিলেন এবং সেগুলো তাঁকে যিহোবার বাধ্য হওয়ার বিষয়ে আরও বেশি দৃঢ়সংকল্পবদ্ধ করে তুলেছিল। যিশুর প্রার্থনাগুলো যিহোবার কাছে সুগন্ধি ধূপের মতো ছিল। যিশুর সমগ্র জীবনধারা দেখে যিহোবা অনেক খুশি হয়েছিলেন এবং তাঁর সমগ্র জীবনধারা যিহোবার শাসন করার অধিকারকে প্রমাণিত করেছিল।

৮. কীভাবে আমরা যিশুর জীবনধারাকে অনুকরণ করতে পারি?

আমরা যিহোবার বাধ্য হওয়ার এবং তাঁর প্রতি অনুগত থাকার জন্য আমাদের সর্বোত্তমটা করার মাধ্যমে যিশুকে অনুকরণ করতে পারি। আমরা যখন পরীক্ষার মুখোমুখি হই, তখন আমরা যিহোবার কাছে সাহায্য চেয়ে আন্তরিকভাবে প্রার্থনা করি কারণ আমরা তাঁকে খুশি করতে চাই। এভাবে আমরা যিহোবার শাসন করার পদ্ধতির প্রতি আমাদের সমর্থন দেখাই। আমরা এটা উপলব্ধি করি যে, আমরা যদি যিহোবার ঘৃণিত কাজগুলোতে জড়িত হই, তা হলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন না। কিন্তু, আমরা যদি যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করি, তা হলে আমরা এই আস্থা রাখতে পারি, আমাদের আন্তরিক প্রার্থনা যিহোবার কাছে সুগন্ধি ধূপের মতো হবে। আর আমরা নিশ্চিত থাকতে পারি, আমাদের বিশ্বস্ততা এবং অনুগত বাধ্যতা আমাদের স্বর্গীয় পিতাকে খুশি করবে।—হিতো. ২৭:১১.

আমরা যিহোবার সেবা করি কারণ আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ এবং তাঁকে ভালোবাসি

(৯ অনুচ্ছেদ দেখুন) *

৯. কেন মঙ্গলার্থক বলি উৎসর্গ করা হতো?

দ্বিতীয় শিক্ষা: আমরা যিহোবার সেবা করি কারণ আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। এটা বোঝার জন্য আসুন আমরা প্রাচীন ইস্রায়েলে সত্য উপাসনার জন্য ব্যবহৃত আরেকটা গুরুত্বপূর্ণ দিক, মঙ্গলার্থক বলি নিয়ে বিবেচনা করি। * লেবীয় পুস্তক থেকে আমরা শিখি যে, একজন ইস্রায়েলীয় ‘স্তব’ বা গুণকীর্তনের জন্য মঙ্গলার্থক বলি উৎসর্গ করতে পারতেন। (লেবীয়. ৭:১১-১৩, ১৬-১৮) তিনি কর্তব্যের খাতিরে নয় বরং ইচ্ছুক মনে এই বলি উৎসর্গ করতেন। তাই, এটা একটা স্বেচ্ছাকৃত উপহার বা বলি ছিল, যেটা একজন ব্যক্তি যিহোবার প্রতি ভালোবাসার কারণে উৎসর্গ করতেন। যে-ব্যক্তি এই বলি উৎসর্গ করতেন, তাকে ও তার পরিবারের সদস্য এবং যাজককে সেই বলিকৃত পশুর মাংস খেতে হতো। কিন্তু, বলিকৃত পশুর নির্দিষ্ট কিছু অংশ একমাত্র যিহোবার জন্যই উৎসর্গ করা হতো। কোন অংশগুলো?

(১০ অনুচ্ছেদ দেখুন) *

১০. যিহোবার প্রতি যিশুর সেবার সঙ্গে কীভাবে লেবীয় পুস্তক ৩:৬, ১২, ১৪-১৬ পদে বর্ণিত মঙ্গলার্থক বলির মিল রয়েছে?

১০ তৃতীয় শিক্ষা: আমরা যিহোবাকে আমাদের সর্বোত্তমটা দিই কারণ আমরা তাঁকে ভালোবাসি। যিহোবা মেদ বা চর্বিকে পশুর সর্বোত্তম অংশ হিসেবে দেখতেন। তিনি এও বলেন যে, পশুর দেহের কোনো কোনো অংশের বিশেষ মূল্য রয়েছে, যেমন বৃক্ক ও যকৃত। (পড়ুন, লেবীয় পুস্তক ৩:৬, ১২, ১৪-১৬.) তাই, একজন ইস্রায়েলীয় যখন স্বেচ্ছায় পশুর দেহের সেই অংশগুলো আর সেইসঙ্গে চর্বি যিহোবার উদ্দেশে উৎসর্গ করতেন, তখন যিহোবা বিশেষভাবে আনন্দিত হতেন। যে-ইস্রায়েলীয় এইরকম এক বলি উৎসর্গ করতেন, তিনি দেখাতেন যে, তিনি ঈশ্বরকে সর্বোত্তমটা দিতে চান। একইভাবে, যিশু যিহোবার প্রতি ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বান্তঃকরণে তাঁর সেবা করার মাধ্যমে স্বেচ্ছায় যিহোবার কাছে তাঁর সর্বোত্তমটা উৎসর্গ করেছিলেন। (যোহন ১৪:৩১) যিশু যিহোবার ইচ্ছানুযায়ী কাজ করতে ভালোবাসতেন; ঈশ্বরের ব্যবস্থা বা আইনের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। (গীত. ৪০:৮) যিশুকে ইচ্ছুক মনে তাঁর সেবা করতে দেখে, যিহোবা কতই-না খুশি হয়েছিলেন!

আমরা যিহোবাকে ভালোবাসি বলে তাঁকে আমাদের সর্বোত্তমটা দিই (১১-১২ অনুচ্ছেদ দেখুন) *

১১. কীভাবে আমাদের সেবা সেই মঙ্গলার্থক বলির মতো এবং কীভাবে এটা আমাদের জন্য সান্ত্বনাদায়ক হতে পারে?

১১ যিহোবার প্রতি আমাদের সেবা হল মঙ্গলার্থক বলির মতোই কারণ এভাবে আমরা দেখাই, আমরা তাঁর সম্বন্ধে কেমন অনুভব করি। আমরা যিহোবাকে আমাদের সর্বোত্তমটা দিই। আমরা এমনটা করি কারণ আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তাঁকে ভালোবাসি। যিহোবা যখন লক্ষ লক্ষ উপাসককে প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইচ্ছুক মনে তাঁর সেবা করতে দেখেন, তখন তিনি কতই-না খুশি হন! আমরা এটা স্মরণ করে সান্ত্বনা লাভ করতে পারি যে, যিহোবা শুধুমাত্র আমাদের কাজগুলোই নয় কিন্তু সেইসঙ্গে আমাদের মনোভাবকেও লক্ষ করেন এবং সেগুলোকে মূল্যবান হিসেবে দেখেন। উদাহরণ স্বরূপ, আপনি যিহোবার সেবায় যতটা করতে চান, বার্ধক্যের কারণে ততটা যদি করতে না পারেন, তা হলে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার পরিস্থিতি বোঝেন। আপনি হয়তো ভাবতে পারেন, আপনি যিহোবার সেবায় অনেক কিছু করতে পারছেন না কিন্তু আপনি যে-গভীর প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাঁর সেবায় যথাসাধ্য করেন, সেই প্রেমকে তিনি লক্ষ করেন। আপনি যখন তাঁকে আপনার সর্বোত্তমটা দেন, তখন তিনি আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন।

১২. মঙ্গলার্থক বলি সম্বন্ধে যিহোবা কেমন অনুভব করেন এবং কীভাবে সেটা আমাদের উৎসাহিত করে?

১২ মঙ্গলার্থক বলি থেকে আমরা কী শিখতে পারি? পশুর দেহের সবচেয়ে ভালো অংশগুলো যখন আগুনে পুড়ত এবং উপরের দিকে ধোঁয়া উঠত, তখন যিহোবা খুশি হতেন। তাই আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যখন ইচ্ছুক মনে প্রভু যিহোবার সেবায় সর্বোত্তমটা করেন, তখন তিনি খুশি হন। (কল. ৩:২৩) তিনি আপনার প্রতি যে কতটা খুশি, তা নিয়ে কল্পনা করুন। আপনি যিহোবার সেবায় অনেক বেশি কিছু করছেন, না সামান্যই করছেন, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হল আপনি তাঁর সেবায় যা-ই করুন না কেন, তিনি সেটাকে মূল্যবান হিসেবে দেখেন এবং চিরকাল স্মরণে রাখবেন।—মথি ৬:২০; ইব্রীয় ৬:১০.

যিহোবা তাঁর সংগঠনকে আশীর্বাদ করেন

১৩. লেবীয় পুস্তক ৯:২৩, ২৪ পদ অনুযায়ী কীভাবে যিহোবা দেখিয়েছিলেন যে, নিযুক্ত যাজকদের উপর তাঁর অনুমোদন রয়েছে?

১৩ চতুর্থ শিক্ষা: যিহোবা তাঁর সংগঠনের পার্থিব অংশকে আশীর্বাদ করছেন। খ্রিস্টপূর্ব ১৫১২ সালে যখন সীনয় পর্বতের পাদদেশে আবাস স্থাপিত হয়েছিল, তখন কী হয়েছিল, তা বিবেচনা করুন। (যাত্রা. ৪০:১৭) মোশি একটা অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, যেখানে হারোণ ও তার ছেলেদের যাজক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ইস্রায়েল জাতি যাজকদের দ্বারা তাদের প্রথম পশু বলি উৎসর্গ করতে দেখার জন্য একত্রিত হয়েছিল। (লেবীয়. ৯:১-৫) কীভাবে যিহোবা দেখিয়েছিলেন যে, সদ্যনিযুক্ত যাজকদের উপর তাঁর অনুমোদন রয়েছে? মোশি ও হারোণ যখন লোকেদের আশীর্বাদ করেছিলেন, তখন যিহোবা স্বর্গ থেকে অগ্নি নিক্ষেপ করে বেদির উপরে থাকা বলির অবশিষ্টাংশকে ভস্ম করেছিলেন।—পড়ুন, লেবীয় পুস্তক ৯:২৩, ২৪.

১৪. হারোণ ও তার ছেলেদের উপর যিহোবার অনুমোদন কেন বর্তমানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ?

১৪ স্বর্গ থেকে যে আগুন নেমে এসেছিল, সেটা কী দেখিয়েছিল? হারোণ ও তার ছেলেদের উপর যিহোবার অনুমোদন ও সমর্থন রয়েছে, যাদের যিহোবা যাজক হওয়ার জন্য বেছে নিয়েছিলেন। যাজকদের যে যিহোবা সমর্থন করছেন, ইস্রায়েলীয়রা যখন এই বিষয়ে স্পষ্ট প্রমাণ দেখেছিল, তখন তারা এটা বুঝতে পেরেছিল যে, তাদেরও যাজকদের সমর্থন করার প্রয়োজন রয়েছে। এটা কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ! ইস্রায়েলের এই যাজকত্ব ভবিষ্যতে আরও মহান এক যাজকত্বের ছায়া স্বরূপ ছিল। খ্রিস্ট হলেন মহান মহাযাজক, যাঁর সঙ্গে ১,৪৪,০০০ জন রাজকীয় যাজকবর্গ রয়েছে, যারা স্বর্গে তাঁর সঙ্গে সেবা করবেন।—ইব্রীয় ৪:১৪; ৮:৩-৫; ১০:১.

যিহোবা তাঁর সংগঠনকে আশীর্বাদ করছেন এবং পরিচালনা দিচ্ছেন। আমরা এই সংগঠনকে সমস্ত হৃদয় দিয়ে সমর্থন করি (১৫-১৭ অনুচ্ছেদ দেখুন) *

১৫-১৬. কীভাবে যিহোবা দেখিয়েছেন যে, ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ উপর তাঁর অনুমোদন রয়েছে?

১৫ উনিশ-শো উনিশ সালে যিশু অভিষিক্ত ভাইদের একটা ছোটো দলকে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” হিসেবে নিযুক্ত করেছিলেন। সেই দাস প্রচার কাজে নেতৃত্ব নেয় এবং খ্রিস্টের অনুসারীদের “উপযুক্ত সময়ে খাদ্য” দেয়। (মথি ২৪:৪৫) আমরা কি বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের উপর যিহোবার অনুমোদনের স্পষ্ট প্রমাণ দেখতে পাই?

১৬ শয়তান ও তার সমর্থনকারীরা বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের কাজ বন্ধ করার চেষ্টা করছে। যিহোবার সাহায্য ছাড়া এই দাসের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে যেত। দুটো বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ঈশ্বরের লোকেদের উপর অবিচার ও তাড়না সত্ত্বেও বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস খ্রিস্টের পার্থিব অনুসারীদের ক্রমাগত আধ্যাত্মিক খাদ্য জুগিয়ে যাচ্ছে। বর্তমানে ৯০০-রও বেশি ভাষায় বিনা মূল্যে প্রচুর মাত্রায় যে-আধ্যাত্মিক খাদ্য পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে চিন্তা করুন! স্পষ্টতই এটা প্রমাণ করে যে, যিহোবা এই দাসকে সাহায্য করছেন। যিহোবার আশীর্বাদের আরেকটা প্রমাণ হল প্রচার কাজ। সত্যিই, “সমুদয় জগতে” সুসমাচার প্রচার করা হচ্ছে। (মথি ২৪:১৪) কোনো সন্দেহ নেই, যিহোবা বর্তমানে তাঁর সংগঠনকে পরিচালনা দিচ্ছেন এবং উদারভাবে আশীর্বাদ করছেন।

১৭. কীভাবে আমরা যিহোবার সংগঠনকে সমর্থন করতে পারি?

১৭ আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি, ‘যিহোবার সংগঠনের সঙ্গে মেলামেশা করতে পেরে আমি কি কৃতজ্ঞ?’ মোশির দিনে যিহোবা স্বর্গ থেকে অগ্নি নিক্ষেপ করার মাধ্যমে দেখিয়েছিলেন যে, তাঁর নিযুক্ত ব্যক্তিদের উপর তাঁর অনুমোদন রয়েছে। একইভাবে, যিহোবা আমাদের এই বিষয়ে স্পষ্ট প্রমাণ দিয়েছেন, তিনি বর্তমানে তাঁর সংগঠনকে ব্যবহার করছেন। ধন্যবাদ জানানোর জন্য আমাদের কাছে অনেক কারণ রয়েছে। (১ থিষল. ৫:১৮, ১৯) কীভাবে আমরা যিহোবার সংগঠনকে সমর্থন করতে পারি? আমাদের প্রকাশনা, সভা ও সম্মেলনের মাধ্যমে পাওয়া বাইবেলভিত্তিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে। এ ছাড়া, আমরা প্রচার ও শিক্ষা দানের কাজে যথাসম্ভব সর্বোত্তমটা করার মাধ্যমে আমাদের এই সংগঠনকে সমর্থন করতে পারি।—১ করি. ১৫:৫৮.

১৮. আপনি কী করার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ?

১৮ আসুন, আমরা যেন লেবীয় পুস্তক থেকে পাওয়া শিক্ষাগুলো প্রয়োগ করার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ হই। আমরা চাই যেন যিহোবা আমাদের বলিদান গ্রহণ করেন। আমরা যেন যিহোবার সেবা করি কারণ আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা যেন ক্রমাগত যিহোবাকে আমাদের সর্বোত্তমটা দিই কারণ আমরা সমস্ত হৃদয় দিয়ে তাঁকে ভালোবাসি। আর আমরা যেন সমস্ত হৃদয় দিয়ে তাঁর সংগঠনকে সমর্থন করি। এই সমস্ত উপায়ে আমরা যিহোবাকে দেখাতে পারি যে, তাঁর সাক্ষি হিসেবে তাঁর সেবা করার বিশেষ সুযোগকে আমরা মূল্যবান হিসেবে দেখি!

গান সংখ্যা ৩৪ নামের যোগ্যরূপে চলা

^ অনু. 5 লেবীয় পুস্তকে সেই আইনগুলো লিপিবদ্ধ রয়েছে, যেগুলো যিহোবা প্রাচীন ইস্রায়েলীয়দের দিয়েছিলেন। খ্রিস্টান হিসেবে আমরা সেই আইনগুলোর অধীনে নেই কিন্তু আমরা সেগুলো থেকে উপকার লাভ করতে পারি। এই প্রবন্ধে, আমরা লেবীয় পুস্তক থেকে পাওয়া মূল্যবান শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব।

^ অনু. 4 আবাসে ধূপ জ্বালানোকে পবিত্র হিসেবে বিবেচনা করা হতো এবং প্রাচীন ইস্রায়েলে একমাত্র যিহোবার উপাসনা করার জন্যই এটা ব্যবহার করা হতো। (যাত্রা. ৩০:৩৪-৩৮) প্রথম শতাব্দীর খ্রিস্টানরা যে উপাসনার জন্য ধূপ জ্বালাতো, সেই বিষয়ে কোনো নথি পাওয়া যায় না।

^ অনু. 9 মঙ্গলার্থক বলি সম্বন্ধে আরও তথ্যের জন্য শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি, খণ্ড ২ (ইংরেজি) বইয়ের ৫২৬ পৃষ্ঠা এবং ২০১২ সালের ১৫ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৮ পৃষ্ঠার ১১ অনুচ্ছেদ দেখুন।

^ অনু. 54 ছবি সম্বন্ধে: প্রায়শ্চিত্তের দিনে ইস্রায়েলীয় মহাযাজক সুগন্ধি ধূপ এবং জ্বলন্ত অঙ্গার নিয়ে অতি পবিত্র স্থানে প্রবেশ করেছেন। পরে, তিনি পাপার্থক বলি উৎসর্গ করার জন্য রক্ত নিয়ে পুনরায় অতি পবিত্র স্থানে প্রবেশ করেছেন।

^ অনু. 56 ছবি সম্বন্ধে: একজন ইস্রায়েলীয় যিহোবার প্রতি তার পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যাজকের হাতে মঙ্গলার্থক বলি হিসেবে একটা মেষ তুলে দিচ্ছেন।

^ অনু. 58 ছবি সম্বন্ধে: পৃথিবীতে তাঁর পরিচর্যার সময়ে যিশু ক্রমাগত ঈশ্বরের আজ্ঞা পালন করার এবং তাঁর অনুসারীদেরও তা পালন করতে সাহায্য করার মাধ্যমে যিহোবার প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছিলেন।

^ অনু. 60 ছবি সম্বন্ধে: একজন বয়স্কা বোন অসুস্থ হওয়া সত্ত্বেও চিঠি লিখে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যিহোবাকে সর্বোত্তমটা দিচ্ছেন।

^ অনু. 62 ছবি সম্বন্ধে: ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে, পরিচালক গোষ্ঠীর সদস্য ভাই গ্যারিট লোশ কৃতজ্ঞপূর্ণ ও উদ্যোমী শ্রোতাদের কাছে জার্মান ভাষায় পরিমার্জিত নতুন জগৎ অনুবাদ প্রকাশ করেছিলেন। বর্তমানে, জার্মানির প্রকাশকরা এই দুই জন বোনের মতোই পরিচর্যায় আনন্দের সঙ্গে নতুন প্রকাশিত বাইবেল ব্যবহার করছে।