সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম​—⁠যেভাবে তা গড়ে তোলা যায়

ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম​—⁠যেভাবে তা গড়ে তোলা যায়

খ্রিস্টানরা যদিও এখন মোশির ব্যবস্থার অধীনে নেই, কিন্তু এখনও সেই ব্যবস্থার সর্বমহৎ দুই আজ্ঞা—ঈশ্বর ও আমাদের প্রতিবেশীদের প্রতি প্রেম দেখানো—যিহোবা আমাদের কাছ থেকে যা যা চান, সেগুলোর সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে। (মথি ২২:৩৭-৩৯) এই ধরনের প্রেম উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, বরং তা গড়ে তুলতে হয়। কীভাবে? একটা গুরুত্বপূর্ণ উপায় হল, প্রতিদিন বাইবেল পড়া। আমরা যখন শাস্ত্রে প্রকাশিত ঈশ্বরের ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে বিবেচনা করি, তখন আমরা “সদাপ্রভুর সৌন্দর্য্য” লক্ষ করতে পারি। (গীত ২৭:৪) এর ফলে, তাঁর প্রতি আমাদের প্রেম বৃদ্ধি পায় এবং আমরা আরও বেশি তাঁর মতো করে চিন্তা করতে পারি। এটা আমাদের ঈশ্বরের আজ্ঞা পালন করতে অনুপ্রেরণা দেয় আর অন্যদের প্রতি আত্মত্যাগমূলক প্রেম দেখানোর আজ্ঞাও এর অন্তর্ভুক্ত। (যোহন ১৩:৩৪, ৩৫; ১যোহন ৫:৩) বাইবেল পাঠকে উপভোগ্য করে তোলার জন্য এখানে তিনটে পরামর্শ তুলে ধরা হল:

  • কল্পনাশক্তি ব্যবহার করুন ও বিভিন্ন ইন্দ্রিয়কে কাজে লাগান। কল্পনা করুন, আপনি সেখানে আছেন। আপনি কী দেখতে পান, কেমন আওয়াজ শুনতে পান আর কীসের গন্ধ পান? ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনুভূতি কেমন?

  • বিভিন্ন উপায় অবলম্বন করুন। এখানে কিছু উপায় তুলে ধরা হল: জোরে জোরে পড়ুন অথবা আপনার ভাষায় যদি অডিও রেকর্ডিং পাওয়া যায়, তা হলে সেটা শোনার সময় বাইবেল থেকে মিলিয়ে দেখুন। বাইবেলের অধ্যায়গুলো ধারাবাহিকভাবে পড়ার পরিবর্তে বাইবেলের কোনো নির্দিষ্ট চরিত্র কিংবা বিষয় সম্বন্ধে পড়ুন। উদাহরণ স্বরূপ, ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা পুস্তিকার ৪ অথবা ১৬ নং বিভাগ ব্যবহার করে যিশু সম্বন্ধে পড়ুন। প্রতিদিনের শাস্ত্রপদ বাইবেলের যে-অধ্যায় থেকে নেওয়া হয়েছে, সেই অধ্যায় পুরোটা পড়ুন। বাইবেলের বইগুলো যখন যেটা লেখা হয়েছিল, সেই সময়ের ক্রমানুসারে সেগুলো পড়ুন।

  • বোঝার উদ্দেশ্য নিয়ে পড়ুন। বিষয়বস্তু পড়ে শেষ করার জন্য বেশ কয়েকটা অধ্যায় একসঙ্গে পড়ার চেয়ে, বোঝার উদ্দেশ্য নিয়ে প্রতিদিন একটা অধ্যায় পড়া ও সেটা নিয়ে ধ্যান করা আরও ভালো। পটভূমি বিবেচনা করুন। বিস্তারিত বিষয় পরীক্ষা করে দেখুন। মানচিত্র ও নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলের মার্জিনাল রেফারেন্সের সদ্‌ব্যবহার করুন। আপনি বুঝতে পারেননি এমন বিষয়গুলোর মধ্যে অন্ততপক্ষে একটা বিষয় নিয়ে গবেষণা করুন। যদি সম্ভব হয়, তা হলে যতটা সময় নিয়ে পড়েছেন সেই একই পরিমাণ সময় ধ্যান করার জন্য ব্যবহার করুন।