সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

কেউ যখন তোমাকে উত্ত্যক্ত করে, তখন যিহোবার উপর আস্থা রাখো

কেউ যখন তোমাকে উত্ত্যক্ত করে, তখন যিহোবার উপর আস্থা রাখো

লোকেরা বিভিন্ন উপায়ে উত্ত্যক্ত করতে পারে। তারা আমাদের আঘাত দিতে পারে কিংবা যিহোবার উপাসনার করার ক্ষেত্রে বাধা দিতে পারে। এইরকম সময়ে আমরা হতাশ হয়ে পড়তে পারি। আমরা যদি বিরোধীদের ভয় পেয়ে যাই, তা হলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এইরকম লোকদের থেকে নিজেদের রক্ষা করার জন্য আমরা কী করতে পারি?

যিহোবার অনেক উপাসককে যখন উত্ত্যক্ত করা হয়েছিল, তখন তারা তাঁর উপর আস্থা রেখেছিল। এই কারণে তারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পেরেছিল। (গীত ১৮:১৭) তাদের মধ্যে একজন ছিলেন ইষ্টের। তিনি সাহসের সঙ্গে দুষ্ট হামনের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছিলেন। (ইষ্টের ৭:১-৬) কিন্তু, এই সব কিছু করার আগে তিনি উপবাস করেছিলেন। এভাবে তিনি দেখিয়েছিলেন, যিহোবার উপর তার আস্থা রয়েছে। (ইষ্টের ৪:১৪-১৬) যিহোবা ইষ্টেরকে আশীর্বাদ করেছিলেন আর তাকে এবং তাঁর লোকদের রক্ষা করেছিলেন।

অল্পবয়সিরা, কেউ যদি তোমাকেও উত্ত্যক্ত করে, তা হলে যিহোবার কাছ থেকে সাহায্য চাও। তোমার বাবা-মা কিংবা কোনো পরিপক্ব ভাই-বোনের সঙ্গে কথা বলো। তুমি নিশ্চিত থাকতে পার, যিহোবা তোমাকে সাহায্য করবেন, ঠিক যেমনটা তিনি ইষ্টেরকে সাহায্য করেছিলেন। এ ছাড়া, তুমি আর কী করতে পার?

আমার কিশোরকাল—উত্ত্যক্তকারীদের মোকাবিলা করার উপায় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • চার্লি ও ফেরিনের কাছ থেকে অল্পবয়সিরা কী শিখতে পারে?

  • চার্লি ও ফেরিনের কথা থেকে বাবা-মায়েরা তাদের সন্তানদের সাহায্য করার বিষয়ে কী শিখতে পারে?