সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

যিহুদি মন্দিরের রক্ষীবাহিনীতে কারা সেবা করত? তাদের কাজ কী ছিল?

লেবীয়দের মধ্যে যারা যাজক হিসেবে সেবা করত না, তাদের অন্যান্য কাজ ছিল যেমন, রক্ষীবাহিনীতে সেবা করা। তারা মন্দিরের সেনাপতির আদেশ অনুযায়ী কাজ করত। যিহুদি লেখক ফাইলো এই রক্ষীবাহিনী বা পদাতিকদের কাজ সম্বন্ধে ব্যাখ্যা করেন: “এই লেবীয়দের মধ্যে কেউ কেউ মন্দিরের প্রবেশ দ্বারের সামনে পাহারা দিত। অন্যেরা আবার পবিত্র স্থানের সামনে পাহারা দিত। তারা এই বিষয়ে খেয়াল রাখত যেন কোনো অনুপযুক্ত ব্যক্তি এমনকী ভুল করেও সেখানে প্রবেশ না করে। সেই লেবীয়দের কেউ কেউ আবার এক জায়গায় দাঁড়িয়ে না থেকে মন্দিরের এলাকার চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিত। তারা পালা পালা করে রাত-দিন কাজ করত।”

মহাসভা এই পদাতিকদের সাহায্য নিতে পারত। রোমীয় সরকার কেবলমাত্র এই যিহুদি দলকেই অস্ত্র বহন করার অনুমতি দিয়েছিল।

বাইবেল পণ্ডিত ইয়োয়াচিম ইয়েরেমিয়াস বলেন, পদাতিকেরা যখন যিশুকে গ্রেপ্তার করেছিল, তখন যিশু তাদের জিজ্ঞেস করেছিলেন যে, ধর্মধাম বা মন্দিরে উপদেশ দেওয়ার সময়ে কেন তারা তাঁকে গ্রেপ্তার করেনি। (মথি ২৬:৫৫) এই পদাতিকেরা যদি মন্দিরের রক্ষীবাহিনীতে সেবা না করত, তা হলে যিশু এই প্রশ্ন জিজ্ঞেস করতেন না। সেই একই পণ্ডিত বিশ্বাস করেন, এর আগে যিশুকে গ্রেপ্তার করার জন্য যে-পদাতিকদের পাঠানো হয়েছিল, তারাও মন্দিরের রক্ষীবাহিনীতে সেবা করত। (যোহন ৭:৩২, ৪৫, ৪৬) পরবর্তী সময়ে, যিশুর শিষ্যদের মহাসভার সামনে নিয়ে আসার জন্য সেনাপতির সঙ্গে পদাতিকদের পাঠানো হয়েছিল। এই পদাতিকেরাই সম্ভবত প্রেরিত পৌলকে ধর্মধাম থেকে টানতে টানতে বাইরে নিয়ে গিয়েছিল।—প্রেরিত ৪:১-৩; ৫:১৭-২৭; ২১:২৭-৩০.