সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ২৬

“আমার কাছে ফিরিয়া আইস”

“আমার কাছে ফিরিয়া আইস”

“আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব।”—মালাখি ৩:৭.

গান সংখ্যা ৪২ ‘দুর্ব্বলদিগের সাহায্য কর’

সারাংশ *

১. যিহোবার একজন দাস যখন তাঁর কাছে ফিরে আসেন, তখন যিহোবা কেমন অনুভব করেন?

আগের প্রবন্ধে আমরা যেমন আলোচনা করেছি, যিহোবা নিজেকে এমন একজন উত্তম মেষপালকের সঙ্গে তুলনা করেছেন, যিনি কোমলভাবে তাঁর প্রতিটা মেষের যত্ন নেন। আর তিনি এমন যেকোনো ব্যক্তিকে খোঁজেন, যারা তাঁর কাছ থেকে দূরে সরে গিয়েছে। যে-ইস্রায়েলীয়রা যিহোবাকে ছেড়ে চলে গিয়েছিল, তাদের তিনি বলেছিলেন: “আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব।” আমরা জানি, তিনি এখনও একইরকম অনুভব করেন কারণ তিনি বলেন: “আমার পরিবর্ত্তন নাই।” (মালাখি ৩:৬, ৭) যিশু বলেছিলেন, যিহোবার যে-দাসেরা তাঁর কাছ থেকে দূরে সরে গিয়েছে, তাদের মধ্যে এমনকী একজনও যখন তাঁর কাছে ফিরে আসেন, তখন যিহোবা ও স্বর্গদূতেরা অনেক আনন্দিত হন।—লূক ১৫:১০, ৩২.

২. এই প্রবন্ধে আমরা কী নিয়ে বিবেচনা করব?

আসুন, আমরা যিশুর বলা তিনটে দৃষ্টান্ত নিয়ে বিবেচনা করি, যেগুলো এই বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে যে, কীভাবে আমরা যিহোবার কাছ থেকে দূরে সরে যাওয়া ব্যক্তিদের সাহায্য করতে পারি। আমরা নির্দিষ্ট কিছু গুণ নিয়ে আলোচনা করব, যে-গুণগুলো আমাদের সেইসময়ে দেখানোর প্রয়োজন হবে, যখন আমরা যিহোবার হারানো মেষদের তাঁর কাছে ফিরে আসতে সাহায্য করব। আর আমরা দেখব যে, কেন দুর্বল ব্যক্তিদের সাহায্য করার বিষয়ে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

হারানো সিকি খুঁজে বের করুন

৩-৪. লূক ১৫:৮-১০ পদে উল্লেখিত সেই মহিলা কেন সেই হারানো সিকিটা এত ভালোভাবে খুঁজেছিলেন?

যিহোবার কাছে যে-ব্যক্তিরা ফিরে আসতে চায়, তাদের খুঁজে বের করার জন্য আমাদের কঠোর প্রচেষ্টা করতে হবে। লূকের সুসমাচারে লিপিবদ্ধ একটা নীতিগল্পে যিশু ব্যাখ্যা করেছিলেন যে, একজন মহিলা কীভাবে একটা মূল্যবান হারানো সিকি খোঁজেন। এই নীতিগল্পের গুরুত্বপূর্ণ দিকটা হল সেই মহিলা হারানো সিকি খোঁজার জন্য কতটা কঠোর প্রচেষ্টা করেন।—পড়ুন, লূক ১৫:৮-১০.

যিশু সেই মহিলার অনুভূতি সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন, যিনি সেই মূল্যবান হারানো সিকি খুঁজে পেয়েছিলেন। যিশুর দিনে যিহুদি মেয়ের বিয়েতে কখনো কখনো মেয়ের মায়েরা তাদের একসঙ্গে দশটা সিকি দিতেন। হতে পারে, এই হারানো সিকিটা সেই দশটা সিকির মধ্যে একটা ছিল। সেই মহিলা ভেবেছিলেন, সেই সিকিটা মেঝেতে পড়ে গিয়েছে। তাই, তিনি প্রদীপ জ্বালান এবং চারিদিকে খোঁজেন। কিন্তু, সেটা দেখতে পান না। প্রদীপের টিমটিমে আলোয় তিনি সেই ছোট্ট সিকিটা খুঁজে পাচ্ছিলেন না। পরিশেষে, তিনি পুরো ঘর ভালোভাবে ঝাঁট দেন। এরপর, তিনি লক্ষ করেন, ধুলোর মধ্যে সেই মূল্যবান সিকিটা প্রদীপের আলোয় চকচক করছে আর এভাবে তিনি সেটা খুঁজে পান। কী এক স্বস্তি! তিনি এই ভালো খবরটা জানানোর জন্য উচ্চস্বরে তার বন্ধুবান্ধব ও তার প্রতিবেশীদের ডাকেন।

৫. মণ্ডলী থেকে দূরে সরে গিয়েছে, এমন ব্যক্তিদের খুঁজে বের করা কেন আমাদের জন্য হয়তো কঠিন হতে পারে?

যিশুর দৃষ্টান্ত থেকে আমরা শিখি যে, যখন কোনো কিছু হারিয়ে যায়, তখন সেটা খুঁজে বের করার জন্য কঠোর প্রচেষ্টা করতে হয়। একইভাবে, সেই ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আমাদেরও হয়তো কঠোর প্রচেষ্টা করতে হবে, যারা মণ্ডলী থেকে দূরে সরে গিয়েছে। তারা আমাদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দেওয়ার পর হয়তো বহু বছর পেরিয়ে গিয়েছে। তারা হয়তো এমনকী এমন কোনো জায়গায় গিয়ে বাস করতে শুরু করেছে, যেখানকার স্থানীয় ভাইয়েরা তাদের চেনে না। তবে, আমরা নিশ্চিত থাকতে পারি, সেই নিষ্ক্রিয় ব্যক্তিদের মধ্যে কেউ কেউ হয়তো বর্তমানে সত্যিই যিহোবার কাছে ফিরে আসতে চায়। তারা যিহোবার সত্য উপাসকদের পরিবারের সঙ্গে তাঁর সেবা করতে চায়। তবে, তাদের আমাদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন রয়েছে।

৬. কীভাবে মণ্ডলীর সবাই নিষ্ক্রিয় ব্যক্তিদের খোঁজার কাজে অংশ নিতে পারে?

নিষ্ক্রিয় ব্যক্তিদের খুঁজে বের করার কাজে কারা অংশ নিতে পারে? আমরা সবাই তাদের খোঁজার কাজে অংশ নিতে পারি, তা আমরা প্রাচীন, অগ্রগামী, পরিবারের সদস্য অথবা মণ্ডলীর প্রকাশক, যে-ই হই না কেন। আপনার কি এমন কোনো বন্ধু অথবা আত্মীয় রয়েছে, যিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন? ঘরে ঘরে অথবা জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময়ে আপনার কি কোনো নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে? এমনটা হলে তার কাছে ব্যাখ্যা করুন, যদি তিনি চান যে, কেউ তার সঙ্গে দেখা করুক, তা হলে আপনি তার ফোন নম্বর ও ঠিকানা স্থানীয় প্রাচীনদের দিতে পেরে আনন্দিত হবেন।

৭. টমাস নামে একজন প্রাচীন ভাইয়ের মন্তব্য থেকে আপনি কী শিখেছেন?

যে-ব্যক্তিরা যিহোবার কাছে ফিরে আসতে চায়, তাদের খুঁজে বের করার জন্য প্রাচীনরা কোন ব্যাবহারিক পদক্ষেপগুলো নিতে পারেন? টমাস * নামে স্পেনের একজন প্রাচীন ভাইয়ের মন্তব্য লক্ষ করুন। তিনি ৪০ জনেরও বেশি সাক্ষিকে মণ্ডলীতে ফিরে আসতে সাহায্য করেছেন। ভাই টমাস বলেন: “প্রথমে আমি বিভিন্ন ভাই-বোনকে জিজ্ঞেস করি যে, বর্তমানে নিষ্ক্রিয় ব্যক্তিরা কোথায় কোথায় বাস করে। অথবা আমি প্রকাশকদের জিজ্ঞেস করি যে, তারা এমন কোনো ব্যক্তি সম্বন্ধে জানে কি না, যিনি সভায় আসা বন্ধ করে দিয়েছেন। মণ্ডলীর বেশিরভাগ ব্যক্তি উদ্যমের সঙ্গে সাড়া দেয় কারণ তারা এই খোঁজার কাজে অংশ নিতে চায়। পরবর্তী সময়ে, আমি যখন নিষ্ক্রিয় ভাই-বোনদের সঙ্গে দেখা করি, তখন আমি তাদের সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের সম্বন্ধে জিজ্ঞেস করি। কোনো কোনো নিষ্ক্রিয় ব্যক্তি, এক সময়ে তাদের সন্তানদের সভায় নিয়ে আসত এবং তাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রকাশক হিসেবেও সেবা করত। যিহোবার কাছে ফিরে আসার জন্য তাদেরকেও সাহায্য করা যেতে পারে।”

যিহোবার হারানো পুত্র ও কন্যাদের মণ্ডলীতে ফিরিয়ে নিয়ে আসুন

৮. লূক ১৫:১৭-২৪ পদে পাওয়া হারিয়ে যাওয়া পুত্রের দৃষ্টান্তের পিতা কীভাবে তার অনুতপ্ত পুত্রের সঙ্গে আচরণ করেছিলেন?

যে-ব্যক্তিরা যিহোবার কাছে ফিরে আসতে চায়, তাদের সাহায্য করার জন্য আমাদের অবশ্যই কোন গুণগুলোর প্রয়োজন হবে? যিশুর বলা অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত থেকে আমরা যে-শিক্ষাগুলো লাভ করতে পারি, সেগুলোর কয়েকটা লক্ষ করুন। (পড়ুন, লূক ১৫:১৭-২৪.) যিশু ব্যাখ্যা করেছিলেন, কীভাবে সেই পুত্র পরিশেষে নিজের চেতনা ফিরে পেয়েছিলেন এবং ঘরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পিতা দৌড়ে তার কাছে এসেছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন আর এভাবে নিজের ভালোবাসা প্রকাশ করেছিলেন। সেই পুত্র বিবেকের দংশন বোধ করেছিলেন এবং নিজেকে পুত্র নামের অযোগ্য বলে মনে করেছিলেন। সেই পুত্র যখন হৃদয় উজাড় করে নিজের অনুভূতির কথা প্রকাশ করছিলেন, তখন পিতা তার প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন। তারপর, সেই পিতা যে তাকে একজন দাস হিসেবে নয় বরং নিজের পুত্র হিসেবে ঘরে স্বাগত জানাচ্ছেন, সেই বিষয়ে তাকে আশ্বস্ত করার জন্য পিতা নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি তার অনুতপ্ত পুত্রের জন্য এক ভোজের ব্যবস্থা করেছিলেন এবং তাকে উত্তম পোশাক দিয়েছিলেন।

৯. নিষ্ক্রিয় ব্যক্তিদের যিহোবার কাছে ফিরে আসতে সাহায্য করার জন্য আমাদের অবশ্যই কোন গুণগুলোর প্রয়োজন হবে? (“ কীভাবে আমরা সেই ব্যক্তিদের সাহায্য করতে পারি, যারা যিহোবার কাছে ফিরে আসতে চায়?” শিরোনামের বাক্সটা দেখুন।)

যিহোবা হলেন সেই দৃষ্টান্তে উল্লেখিত পিতার মতো। তিনি আমাদের নিষ্ক্রিয় ভাই-বোনদের ভালোবাসেন এবং চান যেন তারা তাঁর কাছে ফিরে আসে। যিহোবাকে অনুকরণ করে আমরা তাদের ফিরে আসার জন্য সাহায্য করতে পারি। এমনটা করার জন্য আমাদের ধৈর্য, সহমর্মিতা ও প্রেম দেখাতে হবে। কেন আমাদের এই নির্দিষ্ট গুণগুলো দেখানো উচিত এবং কীভাবে আমরা সেগুলো দেখাতে পারি?

১০. কোনো ব্যক্তিকে আবারও যিহোবার সেবা শুরু করার জন্য সাহায্য করার সময়ে কেন আমাদের ধৈর্য ধরতে হবে?

১০ যিহোবার কাছে ফিরে আসার জন্য একজন ব্যক্তির যেহেতু সময় লাগতে পারে, তাই আমাদের ধৈর্য ধরতে হবে। একসময়ে যারা নিষ্ক্রিয় ছিল, তাদের মধ্যে অনেকে এটা বলেছে যে, প্রাচীনরা এবং মণ্ডলীর অন্য ভাই-বোনেরা বার বার তাদের সঙ্গে দেখা করেছেন বলেই তারা আবারও যিহোবার সেবা শুরু করতে পেরেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসরত ন্যান্সি নামে একজন বোন লিখেছিলেন: “মণ্ডলীতে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল, যিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি আমাকে নিজের বোনের মতো ভালোবাসতেন। অতীতে আমরা একসঙ্গে যে-ভালো সময়গুলো কাটিয়ে ছিলাম, তিনি আমাকে সেগুলো স্মরণ করিয়ে দেন। আর আমি যখন নিজের অনুভূতির কথা খুলে বলতাম, তখন তিনি ধৈর্য ধরে তা শুনতেন আর তিনি কখনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করতেন না। তিনি একজন প্রকৃত বন্ধু হিসেবে প্রমাণিত হয়েছিলেন এবং আমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন।”

১১. দুঃখের ক্ষতকে সারিয়ে তোলার জন্য কেন সহমর্মিতা দেখানোর প্রয়োজন রয়েছে?

১১ সহমর্মিতা হল উপশমকারী মলমের মতো, যেটা দুঃখের ক্ষতকে সারিয়ে তোলার জন্য সাহায্য করতে পারে। কোনো কোনো নিষ্ক্রিয় ব্যক্তি বছরের পর বছর ধরে মণ্ডলীর কোনো ভাই অথবা বোনের প্রতি তিক্ততার অনুভূতির বিরুদ্ধে লড়াই করে আসছে। আর এই কারণে তারা যিহোবার কাছে ফিরে আসতে চায় না। কেউ কেউ হয়তো মনে করতে পারে, তাদের প্রতি অবিচার করা হয়েছে। তাদের এমন কোনো ব্যক্তির প্রয়োজন রয়েছে, যিনি তাদের কথা মন দিয়ে শুনবেন এবং তাদের অনুভূতি বুঝবেন। (যাকোব ১:১৯) মারিয়া নামে একজন বোন, যিনি একসময়ে নিষ্ক্রিয় ছিলেন, বলেন, “আমার এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি আমার কথা মন দিয়ে শুনবেন, আমাকে সান্ত্বনা প্রদান করবেন আর সেইসঙ্গে উত্তম পরামর্শ ও সাহায্য প্রদান করবেন।”

১২. কীভাবে যিহোবার ভালোবাসা একটা দড়ির মতো?

১২ বাইবেল বলে লোকেদের প্রতি যিহোবার ভালোবাসা হল একটা দড়ির মতো। কোন অর্থে ঈশ্বরের প্রেম একটা দড়ির মতো? এই দৃষ্টান্তটা নিয়ে বিবেচনা করুন। কল্পনা করুন, আপনি একটা উত্তাল সমুদ্রে ডুবে যাচ্ছেন এবং একজন ব্যক্তি আপনার দিকে একটা লাইফ জ্যাকেট ছুড়ে ফেলেছেন। নিশ্চিতভাবেই আপনি এই সাহায্যের জন্য কৃতজ্ঞ হবেন কারণ এর ফলে আপনার জন্য ভেসে থাকা সহজ হয়ে যাবে। কিন্তু, আপনার জীবন রক্ষা করার জন্য শুধুমাত্র এই লাইফ জ্যাকেটটাই পর্যাপ্ত নয়। জল খুবই ঠাণ্ডা আর তাই আপনি যদি নৌকায় গিয়ে না ওঠেন, তা হলে আপনি বেঁচে থাকতে পারবেন না। আপনার এমন একজন ব্যক্তির কাছ থেকে সাহায্যের প্রয়োজন হবে, যিনি সেই নৌকা থেকে আপনার দিকে দড়ি ছুড়বেন এবং সেই দড়ি টেনে আপনাকে নৌকায় তুলবেন। যিহোবা সেই ইস্রায়েলীয়দের সম্বন্ধে বলেছিলেন, যারা তাঁর কাছ থেকে দূরে সরে গিয়েছিল: “আমি . . . তাহাদিগকে আকর্ষণ করিতাম, প্রেমরজ্জু দ্বারাই করিতাম।” (হোশেয় ১১:৪) ঈশ্বর আজও সেই ব্যক্তিদের সম্বন্ধে একইরকম অনুভব করেন, যারা তাঁর সেবা করা বন্ধ করে দিয়েছে এবং সমস্যা ও উদ্‌বিগ্নতায় জর্জরিত হয়ে গিয়েছে। ঈশ্বর চান যেন তারা এটা বুঝতে পারে যে, তিনি তাদের ভালোবাসেন এবং তারা যেন তাঁর কাছে ফিরে যায়। আর যিহোবা তাদের প্রতি তাঁর ভালোবাসাকে প্রকাশ করার জন্য আপনাকে ব্যবহার করতে পারেন।

১৩. কীভাবে ভাই পিটারের অভিজ্ঞতা দেখায় যে, আমাদের ভালোবাসা একজন ব্যক্তিকে যিহোবার কাছে ফিরে আসার জন্য সাহায্য করতে পারে?

১৩ নিষ্ক্রিয় ব্যক্তিদের এই বিষয়ে আশ্বাস দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ যে, যিহোবা তাদের ভালোবাসেন এবং আমরাও তাদের ভালোবাসি। আগের প্রবন্ধে উল্লেখিত ভাই পিটার ৩০ বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় ছিলেন। তিনি বলেন: “একদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময়ে একজন সদয় বয়স্ক বোন আমার সঙ্গে দেখা করেন এবং প্রেমের সঙ্গে কথা বলেন। আমি বাচ্চাদের মতো কাঁদতে শুরু করি। আমি তাকে বলি যে, মনে হয় যিহোবাই আপনাকে আমার সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছেন। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিই, আমি যিহোবার কাছে ফিরে আসব।”

প্রেমের সঙ্গে দুর্বলদের সাহায্য করুন

১৪. লূক ১৫:৪, ৫ পদে লিপিবদ্ধ দৃষ্টান্ত অনুযায়ী হারানো মেষ খুঁজে পাওয়ার পর মেষপালক কী করেছিলেন?

১৪ নিষ্ক্রিয় ব্যক্তিদের ক্রমাগত আমাদের সমর্থনের প্রয়োজন রয়েছে। যিশুর দৃষ্টান্তে বলা সেই হারানো পুত্রের মতো তারাও হয়তো আবেগগতভাবে প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে এবং এই কষ্ট থেকে মুক্তি লাভ করার জন্য অনেক সময় লাগবে। আর তারা যেহেতু শয়তানের জগতে রয়েছে, তাই তারা সম্ভবত আগের মতো যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করে না। যিহোবার প্রতি তাদের বিশ্বাস পুনরায় গড়ে তোলার জন্য আমাদের হয়তো তাদের সাহায্য করতে হবে। হারানো মেষের দৃষ্টান্তে যিশু ব্যাখ্যা করেছিলেন যে, কীভাবে মেষপালক মেষকে নিজের কাঁধে তুলে পালে ফিরিয়ে নিয়ে আসেন। সেই মেষপালক হারানো মেষকে খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই সময় ও শক্তি ব্যয় করেছেন। কিন্তু, মেষপালক এটা উপলব্ধি করেন যে, সেই মেষকে বহন করে নিয়ে আসতে হবে কারণ নিজের পায়ে হেঁটে পালে ফিরে আসার ক্ষমতা সেই মেষের নেই।—পড়ুন, লূক ১৫:৪, ৫.

১৫. কীভাবে আমরা সেই দুর্বল ব্যক্তিদের সমর্থন করতে পারি, যারা যিহোবার কাছে ফিরে আসতে চায়? (“ এক অমূল্য হাতিয়ার” শিরোনামের বাক্সটা দেখুন।)

১৫ একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে তার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য আমাদের হয়তো সময় ও শক্তি ব্যয় করতে হবে। কিন্তু, যিহোবার আত্মা, তাঁর বাক্য এবং মণ্ডলী থেকে পাওয়া প্রকাশনাদির মাধ্যমে আমরা যিহোবার সঙ্গে তাদের সম্পর্ককে শক্তিশালী করার জন্য সাহায্য করতে পারি। (রোমীয় ১৫:১) কীভাবে আমরা তা করতে পারি? একজন অভিজ্ঞ প্রাচীন বলেন, “যে-নিষ্ক্রিয় ব্যক্তিরা যিহোবার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাদের মধ্যে বেশিরভাগের সঙ্গেই বাইবেল অধ্যয়ন করার প্রয়োজন হয়।” * তাই, আপনাকে যদি একজন নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে অধ্যয়ন করার প্রস্তাব দেওয়া হয়, তা হলে সেই বিশেষ সুযোগকে গ্রহণ করুন না কেন? সেই প্রাচীন ভাই আরও বলেন, “যে-প্রকাশক সেই নিষ্ক্রিয় ব্যক্তিকে অধ্যয়ন করাবেন, তাকে একজন ভালো বন্ধু হতে হবে, যাতে নিষ্ক্রিয় ব্যক্তি তার উপর আস্থা রাখতে পারেন এবং মন খুলে কথা বলতে পারেন।”

স্বর্গ ও পৃথিবীতে আনন্দ

১৬. কীভাবে আমরা জানি যে, স্বর্গদূতেরা আমাদের সাহায্য করবে?

১৬ অনেক অভিজ্ঞতা দেখায় যে, সেই নিষ্ক্রিয় ব্যক্তিদের খুঁজে বের করার কাজে স্বর্গদূতেরা আমাদের সাহায্য করে, যারা যিহোবার কাছে ফিরে আসার জন্য আকুল আকাঙ্ক্ষী। (প্রকা. ১৪:৬) উদাহরণ স্বরূপ, সন্তোষ নামে ইকুয়েডরে বসবাসরত একজন নিষ্ক্রিয় ভাই মণ্ডলীতে ফিরে আসার জন্য সাহায্য চেয়ে যিহোবার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। তার প্রার্থনা শেষ হওয়ার আগেই তার বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। দুই জন প্রাচীন দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় থেকে প্রাচীনরা তাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে পেরে আনন্দিত হয়েছিলেন।

১৭. আমরা যদি নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করি, তা হলে আমরা কেমন অনুভব করব?

১৭ নিষ্ক্রিয় ব্যক্তিদের যিহোবার কাছে ফিরে আসার জন্য সাহায্য করতে পেরে আমরা অনেক আনন্দিত হব। সুশান্ত নামে একজন অগ্রগামী ভাইয়ের কথা বিবেচনা করুন, যিনি নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করার জন্য বিশেষ প্রচেষ্টা করেছিলেন, তিনি বলেন: “কখনো কখনো আমি আনন্দে কেঁদে ফেলি। যিহোবার একজন মূল্যবান দাসকে শয়তানের জগৎ থেকে বের হয়ে মণ্ডলীতে ফিরে আসার জন্য সাহায্য করার কাজে যিহোবার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।”—প্রেরিত ২০:৩৫.

১৮. আপনি যদি নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকেন, তারপরও আপনি কোন বিষয়ে নিশ্চিত হতে পারেন?

১৮ আপনি যদি যিহোবার লোকেদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়ে থাকেন, তারপরও আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা এখনও আপনাকে ভালোবাসেন। তিনি চান যেন আপনি তাঁর কাছে ফিরে আসেন। তাঁর কাছে ফিরে আসার জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। যিশুর দৃষ্টান্তের সেই পিতার মতো যিহোবা আপনার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন এবং আপনাকে তাঁর ঘরে স্বাগত জানাতে পেরে খুশি হবেন।

গান সংখ্যা ৬ ঈশ্বরের দাসের প্রার্থনা

^ অনু. 5 যিহোবা চান যেন সেই ব্যক্তিরা তাঁর কাছে ফিরে আসে, যারা মণ্ডলীর সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছে বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আমরা সেই নিষ্ক্রিয় ব্যক্তিদের উৎসাহিত করার জন্য অনেক কিছু করতে পারি, যারা যিহোবার এই আমন্ত্রণে সাড়া দিতে চায়: “আমার কাছে ফিরিয়া আইস।” এই প্রবন্ধে আমরা বিবেচনা করব যে, কীভাবে আমরা তাদের এই ক্ষেত্রে সাহায্য করতে পারি।

^ অনু. 7 কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

^ অনু. 15 কোনো কোনো নিষ্ক্রিয় ব্যক্তিকে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর শিরোনামের বইয়ের কিছু অংশ থেকে অধ্যয়ন করানোর মাধ্যমে সাহায্য করা যেতে পারে। অন্যদের আবার যিহোবার নিকটবর্তী হোন শিরোনামের বইয়ের অধ্যায়গুলো নিয়ে পুনরালোচনা করার মাধ্যমে সাহায্য করা যেতে পারে। মণ্ডলীর পরিচর্যা কমিটি এটা নির্ধারণ করবে যে, এই ধরনের অধ্যয়ন পরিচালনা করার জন্য কে সবচেয়ে বেশি যোগ্য।

^ অনু. 68 ছবি সম্বন্ধে: তিন জন ভাই মিলে এমন একজন ভাইকে সাহায্য করেন, যিনি যিহোবার কাছে ফিরে আসতে চান। তারা তার সঙ্গে যোগাযোগ রাখার, তার প্রতি ভালোবাসা প্রকাশ করার এবং তার কথা মন দিয়ে শোনার মাধ্যমে তাকে সাহায্য করেন।