সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

উপদেশক ৫:৮ পদে কি কেবল মানবশাসকদের বিষয়ে বর্ণনা করা হয়েছে, না কি যিহোবার বিষয়েও বর্ণনা করা হয়েছে?

▪ এই আগ্রহজনক শাস্ত্রপদে লেখা আছে: “তুমি দেশে দরিদ্রের পীড়ন, কিম্বা বিচারের ও ধার্ম্মিকতার খণ্ডন দেখিলে সেই ব্যাপারে চমৎকৃত হইও না, কেননা উচ্চপদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন; আবার যিনি উচ্চতম, তিনি উভয়ের কর্ত্তা।”—উপ. ৫:৮.

মানব দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে, এই শাস্ত্রপদে কেবল সরকারি উচ্চপদস্থ লোকেদের অর্থাৎ আধিকারিকদের বিষয়ে বর্ণনা করা হয়েছে। কিন্তু, এই শাস্ত্রপদে আসলে সরকারি আধিকারিকদের পাশাপাশি যিহোবার বিষয়েও বর্ণনা করা হয়েছে। এই বিষয়টা জানার মাধ্যমে আমরা সান্ত্বনা লাভ করতে পারি।

উপদেশক ৫:৮ পদে এমন আধিকারিকদের বিষয়ে বর্ণনা করা হয়েছে, যারা দরিদ্রদের উপর অত্যাচার করে এবং তাদের প্রতি অবিচার করে। উচ্চপদান্বিত লোক বা আধিকারিকের এটা স্মরণে রাখা উচিত, উচ্চতর পদান্বিত বা তার চেয়েও বড়ো একজন সরকারি আধিকারিক রয়েছেন, যিনি তার কার্যকলাপ লক্ষ করছেন। আর সেই উচ্চতর পদান্বিত আধিকারিকের উপরও এক জন উচ্চতম আধিকারিক রয়েছেন, যিনি তার চেয়েও বেশি ক্ষমতাশালী। দুঃখের বিষয়টা হল, বেশিরভাগ আধিকারিক কলুষিত হয়ে থাকেন আর এর ফলে সাধারণ লোকেদের অবিচার ভোগ করতে হয়।

আমরা যদি কখনো অবিচারের শিকার হই এবং আধিকারিকদের কাছ থেকে ন্যায়বিচার না পাই, তা হলে আমরা এই বিষয়টা থেকে সান্ত্বনা লাভ করতে পারি যে, যিহোবা সেই আধিকারিকদের লক্ষ করছেন। আমরা যিহোবার উপর নিজেদের ভার অর্পণ করতে এবং সাহায্য চেয়ে তাঁর কাছে বিনতি করতে পারি। (গীত. ৫৫:২২; ফিলি. ৪:৬, ৭) আমরা জানি যে, “সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাঁহার চক্ষু পৃথিবীর সর্ব্বত্র ভ্রমণ করে।”—২ বংশা. ১৬:৯.

তাই আমরা যেমন দেখলাম, উপদেশক ৫:৮ পদে সরকারি আধিকারিকদের বিষয়ে একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে আর সেটা হল, প্রত্যেক আধিকারিকের উপর আরেকজন আধিকারিক রয়েছেন, যিনি তার চেয়ে বেশি ক্ষমতাবান। এই শাস্ত্রপদ থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি আর সেটা হল যিহোবাই হলেন সবচেয়ে বেশি ক্ষমতাবান। বর্তমানে, তিনি তাঁর পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে রাজত্ব করছেন। যিহোবা হলেন সর্বশক্তিমান ঈশ্বর এবং তিনি সব কিছুই লক্ষ করছেন। আমরা এই আস্থা রাখতে পারি যে, তিনি এবং তাঁর পুত্র কোনোদিনও অবিচার করবেন না।