সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৪৬

সাহসী হোন—যিহোবা আপনার সাহায্যকারী

সাহসী হোন—যিহোবা আপনার সাহায্যকারী

“আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না।”—ইব্রীয় ১৩:৫.

গান সংখ্যা ৩৩ তাদের ভয় কোরো না!

সারাংশ *

১. আমরা যখন একাকিত্ব বোধ করি অথবা সমস্যার কারণে ভারগ্রস্ত হয়ে পড়ি, তখন কী আমাদের সান্ত্বনা প্রদান করবে? (গীতসংহিতা ১১৮:৫-৭)

আপনি কি কখনো কোনো প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করার সময়ে একাকিত্ব বোধ করেছেন, এমন যেন সাহায্য করার জন্য আপনার চারপাশে কেউ নেই? অনেকে এইরকম অনুভব করেছে, যার মধ্যে যিহোবার বিশ্বস্ত দাসেরাও রয়েছে। (১ রাজা. ১৯:১৪) আপনি যদি কখনো এইরকম অনুভব করেন, তা হলে যিহোবার এই প্রতিজ্ঞা স্মরণ করুন: “আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না।” তাই, আমরা আস্থার সঙ্গে বলতে পারি, “যিহোবা আমার সাহায্যকারী; আমি ভয় করব না।” (ইব্রীয় ১৩:৫, ৬) প্রেরিত পৌল এই কথাগুলো প্রায় ৬১ খ্রিস্টাব্দে যিহূদিয়ায় থাকা তার সহবিশ্বাসীদের উদ্দেশে লিখেছিলেন। তার কথাগুলো আমাদের গীতসংহিতা ১১৮:৫-৭ পদে লেখা গীতরচকের কথাগুলো স্মরণ করিয়ে দেয়।—পড়ুন।

২. এই প্রবন্ধে আমরা কী নিয়ে বিবেচনা করব এবং কেন?

গীতরচকের মতো পৌল নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানতে পেরেছিলেন, যিহোবা হলেন তার সাহায্যকারী। উদাহরণ স্বরূপ, ইব্রীয়দের উদ্দেশে চিঠি লেখার দু-বছর আগে পৌল প্রচণ্ড ঝড়ের মধ্যে দিয়ে এক বিপদজনক সমুদ্রযাত্রা করেছিলেন। (প্রেরিত ২৭:৪, ১৫, ২০) এই সমগ্র যাত্রায় এবং যাত্রা শুরু করার আগের বছরগুলোতে যিহোবা বিভিন্ন উপায়ে নিজেকে পৌলের সাহায্যকারী হিসেবে প্রমাণিত করেছিলেন। আমরা সেই উপায়গুলোর মধ্যে তিনটে উপায় নিয়ে বিবেচনা করব। আমরা দেখব যে, যিহোবা কীভাবে যিশু ও স্বর্গদূতদের, কর্তৃত্বে থাকা ব্যক্তিদের এবং সহবিশ্বাসীদের ব্যবহার করে পৌলকে সাহায্য প্রদান করেছিলেন। পৌলের জীবনের এই ঘটনাগুলো পুনর্বিবেচনা করার মাধ্যমে ঈশ্বরের এই প্রতিজ্ঞার উপর আমাদের আস্থা বৃদ্ধি পাবে যে, আমরা যখন তাঁর কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করব, তখন তিনি আমাদেরও প্রার্থনার উত্তর দেবেন।

যিশু ও স্বর্গদূতদের কাছ থেকে আসা সাহায্য

৩. পৌল হয়তো কোন বিষয়ে উদ্‌বিগ্ন হয়েছিলেন এবং কেন?

পৌলের সাহায্যের প্রয়োজন ছিল। প্রায় ৫৬ খ্রিস্টাব্দে, এক দল জনতা তাকে জেরুসালেমের মন্দির থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক পরের দিন পৌলকে যখন মহাসভার সামনে নিয়ে আসা হয়, তখন তার শত্রুরা তাকে প্রায় মেরেই ফেলেছিল। (প্রেরিত ২১:৩০-৩২; ২২:৩০; ২৩:৬-১০) সেই সময়ে পৌল হয়তো এই ভেবে উদ্‌বিগ্ন হয়েছিলেন, ‘আর কত সময় ধরে আমি এই অত্যাচার সহ্য করতে পারব?’

৪. কীভাবে যিহোবা যিশুকে ব্যবহার করে পৌলকে সাহায্য করেছিলেন?

কে পৌলকে সাহায্য করেছিলেন? পৌলকে যে-দিন গ্রেপ্তার করা হয়েছিল, সে-দিন রাতে “প্রভু” যিশু তাঁর কাছে দাঁড়িয়ে বলেছিলেন: “সাহস করো! কারণ জেরুসালেমে যেমন তুমি আমার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিয়েছ, তেমনই রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হবে।” (প্রেরিত ২৩:১১) এই উৎসাহ কতই-না সময় উপযোগী ছিল! পৌল জেরুসালেমে যে-সাক্ষ্য দিয়েছিলেন, সেটার জন্য যিশু তার প্রশংসা করেছিলেন। আর যিশু তার কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি কোনো বিপদ ছাড়াই রোমে পৌঁছাবেন এবং সেখানকার লোকেদের কাছে সাক্ষ্যও দেবেন। এই আশ্বাস লাভ করার পর পৌল নিশ্চয়ই সুরক্ষিত বোধ করেছিলেন, ঠিক যেমন একটি সন্তান তার বাবার কোলে অনুভব করে।

সমুদ্রে এক প্রচণ্ড ঝড় উঠেছে এবং একজন স্বর্গদূত পৌলকে আশ্বস্ত করছেন যে, জাহাজের প্রত্যেক ব্যক্তি রক্ষা পাবে (অনুচ্ছেদ ৫ দেখুন)

৫. কীভাবে যিহোবা একজন স্বর্গদূতকে ব্যবহার করে পৌলকে সাহায্য করেছিলেন?(প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)

পৌল অন্য কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিলেন? জেরুসালেমের সেই ঘটনার প্রায় দু-বছর পর, পৌল জাহাজে করে ইতালিতে যাওয়ার সময়ে সমুদ্রে এক প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হয়েছিলেন। সেই ঝড় এতটাই ভয়াবহ ছিল যে, যাত্রীদের পাশাপাশি নাবিকরাও ধরে নিয়েছিল, তারা মারা যাবে। তারপরও, পৌল ভয় পেয়ে যাননি। কেন? জাহাজের প্রত্যেক ব্যক্তিকে তিনি বলেছিলেন: “আমি যে-ঈশ্বরের উপাসনা করি এবং যাঁকে পবিত্র সেবা প্রদান করি, তাঁর একজন স্বর্গদূত গত রাতে আমার পাশে দাঁড়ালেন এবং বললেন: ‘পৌল, ভয় কোরো না। তোমাকে কৈসরের সামনে দাঁড়াতে হবে, আর দেখো! ঈশ্বর তোমাকে এবং যারা তোমার সঙ্গে জাহাজে রয়েছে, তাদের সবাইকে রক্ষা করবেন।’” যিহোবা একজন স্বর্গদূতকে ব্যবহার করে পৌলকে আশ্বস্ত করেছিলেন, ঠিক যেভাবে তিনি অতীতে যিশুকে ব্যবহার করে পৌলকে আশ্বস্ত করেছিলেন। আর যিহোবার প্রতিজ্ঞা অনুযায়ী, পৌল রোমে গিয়ে পৌঁছেছিলেন।—প্রেরিত ২৭:২০-২৫; ২৮:১৬.

৬. যিশুর কোন প্রতিজ্ঞা আমাদের শক্তিশালী করে তুলতে পারে আর কেন?

কে আমাদের সাহায্য করেন? যিশু পৌলকে যেভাবে সাহায্য করেছিলেন, একইভাবে তিনি আমাদেরও সাহায্য করবেন। উদাহরণ স্বরূপ, যিশু তাঁর সমস্ত অনুসারীর কাছে প্রতিজ্ঞা করেছেন: “এই বিধিব্যবস্থার শেষ সময় পর্যন্ত আমি সবসময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” (মথি ২৮:২০) যিশুর এই কথাগুলো আমাদের শক্তিশালী করে তুলতে পারে। কেন? কারণ কখনো কখনো আমাদের জন্য ধৈর্য ধরা কঠিন হয়ে পড়ে। উদাহরণ স্বরূপ, আমরা যখন মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারাই, তখন আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়। অন্যদের আবার বার্ধক্যের কারণে আসা প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে লড়াই করতে হয়। কোনো কোনো ব্যক্তিকে আবার অবসাদের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তারপরও, আমরা হাল ছেড়ে না দিয়ে ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য শক্তি লাভ করি কারণ আমরা জানি, যিশু “সবসময়” আমাদের সঙ্গে সঙ্গে আছেন আর তা এমনকী আমাদের জীবনের অন্ধকারময় দিনগুলোতেও।—মথি ১১:২৮-৩০.

আমরা যখন প্রচার কাজে অংশ নিই, তখন স্বর্গদূতেরা আমাদের সাহায্য ও নির্দেশনা প্রদান করে (৭ অনুচ্ছেদ দেখুন)

৭. প্রকাশিত বাক্য ১৪:৬ পদ অনুযায়ী বর্তমানে যিহোবা কীভাবে আমাদের সাহায্য প্রদান করেন?

ঈশ্বরের বাক্য আমাদের আশ্বাস দেয় যে, যিহোবা তাঁর স্বর্গদূতদের মাধ্যমে আমাদের সাহায্য করেন। (ইব্রীয় ১:৭, ১৪) উদাহরণ স্বরূপ, আমরা যখন ‘প্রত্যেক জাতি ও বংশ ও ভাষার’ লোকেদের কাছে “রাজ্যের সুসমাচার” প্রচার করি, তখন স্বর্গদূতেরা আমাদের সাহায্য ও নির্দেশনা প্রদান করে।—মথি ২৪:১৩, ১৪; পড়ুন, প্রকাশিত বাক্য ১৪:৬.

কর্তৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আসা সাহায্য

৮. কীভাবে যিহোবা একজন সেনাপতিকে ব্যবহার করে পৌলকে সাহায্য করেছিলেন?

কে পৌলকে সাহায্য করেছিলেন? ৫৬ খ্রিস্টাব্দে যিশু পৌলকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি রোমে পৌঁছাবেন। কিন্তু, জেরুসালেমে কোনো কোনো যিহুদি পৌলকে আক্রমণ করার এবং মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। রোমীয় সেনাপতি ক্লৌদিয় লুষিয় যখন সেই ষড়যন্ত্র সম্বন্ধে জানতে পেরেছিলেন, তখন তিনি পৌলকে সাহায্য করেছিলেন। ক্লৌদিয় সঙ্গেসঙ্গে পৌলকে সৈন্যদের সুরক্ষায় জেরুসালেম থেকে প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দূরে কৈসরিয়ায় পাঠান। কৈসরিয়ায় রাজ্যপাল ফীলিক্স পৌলকে “হেরোদের প্রাসাদে পাহারা দিয়ে রাখার” আদেশ দিয়েছিলেন। পৌল এখানে সেই যিহুদিদের নাগালের বাইরে ছিলেন, যারা তাকে মেরে ফেলতে চেয়েছিল।—প্রেরিত ২৩:১২-৩৫.

৯. কীভাবে রাজ্যপাল ফীষ্ট পৌলকে সাহায্য করেছিলেন?

দু-বছর পার হয়ে গিয়েছে, পৌল এখনও কৈসরিয়ায় কারাগারে বন্দি রয়েছেন। ফীলিক্সের জায়গায় ফীষ্টকে নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। যিহুদিরা পৌলের বিচার করার উদ্দেশে তাকে জেরুসালেমে নিয়ে আসার জন্য ফীষ্টের কাছে অনুরোধ করে কিন্তু ফীষ্ট তা প্রত্যাখ্যান করেন। হতে পারে, তিনি এই বিষয়ে অবগত ছিলেন যে, যিহুদিরা “আসলে পথের মধ্যে পৌলকে হঠাৎ আক্রমণ করার এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র” করছে।—প্রেরিত ২৪:২৭–২৫:৫.

১০. কৈসরের দ্বারা বিচার লাভ করার বিষয়ে পৌলের আপিলের প্রতি রাজ্যপাল ফীষ্ট কীভাবে সাড়া দিয়েছিলেন?

১০ পরবর্তী সময়ে, কৈসরিয়ায় পৌলের বিচার করা হয়েছিল। যেহেতু ফীষ্ট ‘যিহুদিদের খুশি করতে’ চেয়েছিলেন, তাই তিনি পৌলকে জিজ্ঞেস করেছিলেন: “তুমি কি জেরুসালেমে গিয়ে আমার উপস্থিতিতে এইসমস্ত বিষয়ে বিচার করা হোক বলে চাও?” পৌল জানতেন, তিনি যদি জেরুসালেমে যান, তা হলে সেখানকার যিহুদিরা সম্ভবত তাকে মেরে ফেলবে আর তিনি এও জানতেন, তাকে নিজের জীবন রক্ষা করার এবং প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য রোমে যেতে হবে। তিনি বলেছিলেন: “আমি কৈসরের কাছে আপিল করছি!” ফীষ্ট তার পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করার পর পৌলকে বলেছিলেন: “তুমি কৈসরের কাছে আপিল করেছ; তুমি কৈসরের কাছেই যাবে।” ফীষ্ট পৌলকে রোমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর এই কারণে পৌল তার শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। শীঘ্রই পৌলের জন্য রোমে যাওয়ার পথ খুলে গিয়েছিল, যেখানে যিহুদিরা তাকে মেরে ফেলতে পারত না।—প্রেরিত ২৫:৬-১২.

১১. পৌল হয়তো যিশাইয়ের কোন আশ্বাসদায়ক কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন?

১১ ইতালির উদ্দেশে সমুদ্রযাত্রা শুরু করার আগে পৌল হয়তো ভাববাদী যিশাইয়ের সতর্কবাণী নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন, যেটা যিশাইয় যিহোবার বিরোধীদের উদ্দেশে বলেছিলেন। তিনি বলেছিলেন: “একসঙ্গে মন্ত্রণা কর, কিন্তু তাহা নিষ্ফল হইবে; কথা কহ, কিন্তু তাহা স্থির থাকিবে না, কেননা ‘ঈশ্বর আমাদের সহিত’।” (যিশা. ৮:১০) পৌল জানতেন যে, ঈশ্বর তাকে সাহায্য করবেন আর এটা তাকে অবশ্যই আসন্ন পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তিশালী করে তুলেছিল।

অতীতের মতো বর্তমানেও যিহোবা কর্তৃত্বে থাকা ব্যক্তিদের ব্যবহার করে তাঁর দাসদের সুরক্ষা জোগাতে পারেন (১২ অনুচ্ছেদ দেখুন)

১২. যুলিয় পৌলের সঙ্গে কীভাবে আচরণ করেছিলেন আর এর ফলে পৌল হয়তো কী উপলব্ধি করেছিলেন?

১২ পৌল ৫৮ খ্রিস্টাব্দে ইতালির উদ্দেশে সমুদ্রযাত্রা শুরু করেছিলেন। তিনি একজন বন্দি ছিলেন আর তাকে যুলিয় নামে একজন রোমীয় সেনাপতির কর্তৃত্বের অধীনে রাখা হয়েছিল। সেই সময়ের পর থেকে যুলিয় চাইলে পৌলের সঙ্গে ভালোভাবে আচরণ করতে পারতেন অথবা খারাপভাবেও আচরণ করতে পারতেন। তিনি কীভাবে তার কর্তৃত্ব ব্যবহার করেছিলেন? ঠিক পরের দিন, জাহাজ যখন প্রথম বন্দরে পৌঁছেছিল, তখন ‘যুলিয় পৌলের সঙ্গে সদয় ব্যবহার করেছিলেন এবং তাকে তার বন্ধুদের কাছে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।’ পরবর্তী সময়ে যুলিয় এমনকী পৌলের জীবন রক্ষা করেছিলেন। কীভাবে? সৈন্যরা যখন জাহাজের সমস্ত বন্দিদের মেরে ফেলতে চেয়েছিল, তখন যুলিয় তাদের তা করতে দেননি। কেন? তিনি “পৌলকে রক্ষা করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন।” পৌল সম্ভবত উপলব্ধি করেছিলেন যে, যিহোবা যুলিয়োর মতো একজন সদয় সেনাপতিকে ব্যবহার করে তাকে সাহায্য ও সুরক্ষা প্রদান করছেন।—প্রেরিত ২৭:১-৩, ৪২-৪৪.

১৩ অনুচ্ছেদ দেখুন

১৩. যিহোবা কর্তৃত্বে থাকা ব্যক্তিদের হয়তো কীভাবে ব্যবহার করতে পারেন?

১৩ কে আমাদের সাহায্য করে? কোনো বিষয় যখন যিহোবার উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হয়, তখন তিনি হয়তো তাঁর শক্তিশালী পবিত্র শক্তি ব্যবহার করে কর্তৃত্বে থাকা ব্যক্তিদের দিয়ে তাঁর কাজ করাতে পারেন। রাজা শলোমন লিখেছিলেন: “সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়; তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তাহা ফিরান।” (হিতো. ২১:১) এই প্রবাদবাক্যের অর্থ কী? মানুষেরা খাল কেটে জলের গতিপথকে পরিবর্তন করে নিজেদের ইচ্ছামতো দিকে প্রবাহিত করতে পারে। একইভাবে, যিহোবা তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য তাঁর পবিত্র শক্তিকে ব্যবহার করে শাসকদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারেন। আর যিহোবা যখন তা করেন, তখন কর্তৃত্বে থাকা ব্যক্তিরা এমন সিদ্ধান্তগুলো নিতে অনুপ্রাণিত হন, যেগুলো ঈশ্বরের লোকেদের উপকৃত করে।—তুলনা করুন, ইষ্রা ৭:২১, ২৫, ২৬.

১৪. প্রেরিত ১২:৫ পদ অনুযায়ী আমরা কাদের জন্য প্রার্থনা করতে পারি?

১৪ আমরা কী করতে পারি? আমরা সেইসময়ে “রাজাদের এবং কর্তৃত্বে থাকা ব্যক্তিদের জন্যও” প্রার্থনা করতে পারি, যখন ব্যক্তি-বিশেষ হিসেবে তাদের এমন সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য নিযুক্ত করা হয়, যেগুলো আমাদের খ্রিস্টীয় জীবনযাপন ও পরিচর্যাকে প্রভাবিত করে। (১ তীম. ২:১, ২; নহি. ১:১১) প্রথম শতাব্দীর খ্রিস্টানদের মতো আমরাও সেই ভাই-বোনদের জন্য ঐকান্তিকভাবে প্রার্থনা করি, যারা কারাগারে রয়েছে। (পড়ুন, প্রেরিত ১২:৫; ইব্রীয় ১৩:৩) এ ছাড়া, আমরা সেই কারারক্ষকদের জন্যও প্রার্থনা করতে পারি, যাদের উপর কারাগারে থাকা আমাদের ভাই-বোনদের দেখাশোনা করার দায়িত্ব রয়েছে। আমরা এই ধরনের ব্যক্তিদের চিন্তাভাবনাকে প্রভাবিত করার জন্য যিহোবার কাছে সাহায্যভিক্ষা করতে পারি, যাতে তারা হয়তো যুলিয়োর মতো কাজ করতে অনুপ্রাণিত হয় এবং কারাগারে থাকা আমাদের সহবিশ্বাসীদের ‘সঙ্গে সদয় ব্যবহার করে।’—প্রেরিত ২৭:৩.

সহবিশ্বাসীদের কাছ থেকে আসা সাহায্য

১৫-১৬. আরিষ্টার্খ ও লূককে ব্যবহার করে যিহোবা কীভাবে পৌলকে সাহায্য করেছিলেন?

১৫ কে পৌলকে সাহায্য করেছিল? রোমের উদ্দেশে যাত্রা করার সময়ে পৌল একাধিক বার সাহায্য লাভ করেছিলেন, যেগুলো যিহোবা সহবিশ্বাসীদের মাধ্যমে তাকে জুগিয়েছিলেন। আসুন, আমরা কয়েকটা উদাহরণ নিয়ে বিবেচনা করি।

১৬ আরিষ্টার্খ ও লূক নামে পৌলের দু-জন বিশ্বস্ত বন্ধু তার সঙ্গে রোমের উদ্দেশে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। * যদিও বাইবেল জানায় না যে, যিশু ব্যক্তিগতভাবে আরিষ্টার্খ ও লূকের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তারা অক্ষত অবস্থায় রোমে গিয়ে পৌঁছাবেন, তারপরও তারা ইচ্ছুক মনে জীবনের ঝুঁকি নিয়ে পৌলের সঙ্গে এক বিপদজনক যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একমাত্র যাত্রা শুরু করার পরই তারা জানতে পেরেছিলেন যে, তাদের জীবন রক্ষা পাবে। তাই, আরিষ্টার্খ ও লূক যখন কৈসরিয়ায় জাহাজে চড়ে ছিলেন, তখন পৌল নিশ্চয়ই হৃদয় থেকে যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন এবং এই দু-জন সাহসী সহবিশ্বাসীদের ব্যবহার করে সাহায্য জোগানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন।—প্রেরিত ২৭:১, ২, ২০-২৫.

১৭. কীভাবে যিহোবা সহবিশ্বাসীদের ব্যবহার করে পৌলকে সাহায্য করেছিলেন?

১৭ পৌল যখন যাত্রা করছিলেন, তখন তার সহবিশ্বাসীরা তাকে একাধিক বার সাহায্য করেছিল। উদাহরণ স্বরূপ, সীদোন নগরে যুলিয় পৌলকে ‘তার বন্ধুদের কাছে যাওয়ার এবং তাদের যত্ন নেওয়ার’ অনুমতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে, পূতিয়লী নগরে পৌল ও তার সঙ্গীরা ‘ভাইদের দেখা পেয়েছিলেন আর তারা তাদের সঙ্গে সাত দিন থাকার জন্য তাদের অনুরোধ করেছিলেন।’ সেখানকার খ্রিস্টানরা যখন পৌল ও তার সঙ্গীদের প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন নিয়েছিলেন, তখন পৌল নিশ্চয়ই তাদের উৎসাহজনক অভিজ্ঞতাগুলো বলার মাধ্যমে সেই খ্রিস্টানদের আনন্দিত করে তুলেছিলেন। (তুলনা করুন, প্রেরিত ১৫:২, ৩.) সতেজতা লাভ করার পর পৌল ও তার সঙ্গীরা আবারও তাদের যাত্রা শুরু করেছিলেন।—প্রেরিত ২৭:৩; ২৮:১৩, ১৪.

যিহোবা সহবিশ্বাসীদের ব্যবহার করে আমাদের সাহায্য করেন, ঠিক যেমনটা তিনি পৌলকে করেছিলেন (১৮ অনুচ্ছেদ দেখুন)

১৮. ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এবং সাহসী হওয়ার জন্য কোন বিষয়টা পৌলকে অনুপ্রাণিত করেছিল?

১৮ পৌল যখন পূতিয়লী থেকে হেঁটে রোমে যাচ্ছিলেন, তখন তিনি নিশ্চয়ই তিন বছর আগে রোমের মণ্ডলীর উদ্দেশে লেখা তার চিঠির এই কথাগুলো নিয়ে চিন্তা করছিলেন: “বহু বছর ধরে আমি তোমাদের কাছে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে আছি।” (রোমীয় ১৫:২৩) তবে, তিনি এমনটা আশা করেননি যে, তিনি একজন বন্দি হিসেবে সেখানে পৌঁছাবেন। পৌল যখন দেখেছিলেন যে, রোমের ভাইয়েরা তাকে স্বাগত জানানোর জন্য পথে অপেক্ষা করে রয়েছে, তখন তিনি নিশ্চয়ই কতই-না উৎসাহিত হয়েছিলেন! “তাদের দেখতে পেয়ে পৌল ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং উৎসাহ [“সাহস,” পবিত্র বাইবেল] লাভ করলেন।” (প্রেরিত ২৮:১৫) লক্ষ করুন, পৌল তার ভাইদের সেখানে দেখতে পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। কেন? কারণ তিনি আবারও দেখতে পেয়েছিলেন যে, যিহোবা সহবিশ্বাসীদের ব্যবহার করে তাকে সাহায্য করছিলেন।

১৯ অনুচ্ছেদ দেখুন

১৯. প্রথম পিতর ৪:১০ পদে যেমন বলা হয়েছে, ভাই-বোনদের প্রয়োজনের সময়ে তাদের সাহায্য করার জন্য যিহোবা কীভাবে আমাদের ব্যবহার করতে পারেন?

১৯ আমরা কী করতে পারি? আপনি কী এমন ভাই অথবা বোনদের বিষয়ে জানেন, যারা অসুস্থতা অথবা অন্যান্য কঠিন পরিস্থিতির কারণে কষ্টের মধ্যে রয়েছে? অথবা তারা হয়তো মৃত্যুতে তাদের কোনো প্রিয়জনকে হারিয়েছে। আমরা যদি জানতে পারি, কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন রয়েছে, তা হলে আমরা যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করতে পারি, যাতে আমরা সদয়ভাবে এবং প্রেমের সঙ্গে কিছু বলতে পারি অথবা কিছু করতে পারি। আর আমাদের ভাই অথবা বোনের হয়তো এইরকমই উৎসাহের প্রয়োজন রয়েছে। (পড়ুন, ১ পিতর ৪:১০.) * আমরা যদি তাদের সাহায্য করি, তা হলে তারা হয়তো আবারও যিহোবার এই প্রতিজ্ঞার উপর পূর্ণ আস্থা গড়ে তুলবে, “আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না।” এতে কি আপনি আনন্দিত হবেন না?

২০. কেন আমরা আস্থার সঙ্গে বলতে পারি: “যিহোবা আমার সাহায্যকারী”?

২০ পৌল ও তার সঙ্গীদের মতো আমরাও হয়তো জীবনের পথে চলার সময়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। তবে, আমরা জানি যে, আমরা সেই সময়গুলোতে সাহস দেখাতে পারি কারণ যিহোবা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যিশু ও স্বর্গদূতদের ব্যবহার করে আমাদের সাহায্য প্রদান করেন। এ ছাড়া, যিহোবার উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হলে তিনি কর্তৃত্বে থাকা ব্যক্তিদের ব্যবহার করেও আমাদের সাহায্য করতে পারেন। আর যিহোবা আমাদের সাহায্য করার জন্য তাঁর পবিত্র শক্তি ব্যবহার করে আমাদের ভাই-বোনদের যে অনুপ্রাণিত করেন, সেই বিষয়ে ব্যক্তিগতভাবে আমরা অনেকেই অভিজ্ঞতা লাভ করেছি। তাই, পৌলের মতো আমরাও আস্থার সঙ্গে বলতে পারি: “যিহোবা আমার সাহায্যকারী; আমি ভয় করব না। মানুষ আমার কীই-বা করতে পারে?”—ইব্রীয় ১৩:৬.

গান সংখ্যা ৬০ তিনি তোমায় সবল করবেন

^ অনু. 5 এই প্রবন্ধে তিনটে উপায় নিয়ে বিবেচনা করা হয়েছে, যেগুলোর মাধ্যমে যিহোবা প্রেরিত পৌলকে চরম প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করেছিলেন। অতীতে যিহোবা যেভাবে একজন সাহায্যকারী হিসেবে প্রমাণিত হয়েছিলেন, তা নিয়ে পুনর্বিবেচনা করার মাধ্যমে এই বিষয়ে আমাদের আস্থা আরও বৃদ্ধি পাবে যে, যিহোবা বর্তমানেও আমাদের প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবেন।

^ অনু. 16 আরিষ্টার্খ ও লূক এর আগেও পৌলের সঙ্গে যাত্রা করেছিলেন। এই অনুগত পুরুষরা সেই সময়েও পৌলের সঙ্গে ছিলেন, যখন তিনি রোমের কারাগারে বন্দি ছিলেন।—প্রেরিত ১৬:১০-১২; ২০:৪; কল. ৪:১০, ১৪.