সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

শেষ কখন আসবে? যিশু যা বলেছিলেন

শেষ কখন আসবে? যিশু যা বলেছিলেন

আমরা যেমন আগের প্রবন্ধে শিখেছি, বাইবেল যখন এই জগতের শেষ সম্বন্ধে বলে, এটি আসলে এই পৃথিবী কিংবা মানবজাতির শেষকে বোঝায় না। এর পরিবর্তে, এটি বর্তমান সময়ের মন্দ লোক আর তাদের মন্দ কাজের শেষকে বোঝায়। কিন্তু মন্দতার শেষ কবে আসবে, সেই বিষয়ে বাইবেল কী জানায়?

শেষ সম্বন্ধে যিশুর এই দুই উক্তি লক্ষ করুন:

“তাই, জেগে থেকো, কারণ তোমরা সেই দিন এবং সেই সময় জান না।”—মথি ২৫:১৩.

“তোমরা সতর্ক থেকো, সজাগ থেকো, কারণ নিরূপিত সময় কখন আসবে, তা তোমরা জান না।”—মার্ক ১৩:৩৩.

এই বর্তমান জগতের শেষ কবে হবে, তা আমরা কেউই জানি না। কিন্তু, ঈশ্বর তা জানেন। তাঁর একটা “নিরূপিত সময়” রয়েছে আর সেই নির্দিষ্ট ‘দিন এবং সেই সময়ে’ তিনি শেষ আনবেন। (মথি ২৪:৩৬) তার মানে কি এই যে, জগতের শেষ কবে আসবে, সেই বিষয়ে আমরা কিছুই জানতে পারব না? একেবারেই নয়! কারণ যিশু তাঁর শিষ্যদের এমন কিছু ঘটনা ঘটবে বলে জানিয়েছিলেন, যেগুলো দেখে তারা বুঝতে পারবে যে, শেষ খুব কাছেই।

শেষ সময়ের চিহ্ন

যিশুর বলা ঘটনাগুলোই “এই বিধিব্যবস্থার শেষ সময়ের” চিহ্ন। তিনি বলেছিলেন: “এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে আর একের-পর-এক স্থানে খাদ্যের অভাব দেখা দেবে এবং ভূমিকম্প হবে।” (মথি ২৪:৩, ৭) তিনি এও বলেছিলেন যে, “মহামারি” দেখা দেবে। (লূক ২১:১১) আপনার কী মনে হয়, বর্তমানে কি এগুলো ঘটছে?

বর্তমানে সারা পৃথিবীর লোক যুদ্ধ, খাবারের অভাব, ভূমিকম্প এবং একের-পর-এক রোগের কারণে কষ্ট ভোগ করছে। যেমন, ২০০৪ সালে, ভারত মহাসাগর থেকে আসা এক বিরাট সুনামির কারণে প্রায় ২,২৫,০০০ লোক মারা যায়। এ ছাড়া, গত তিন বছরে কোভিড-১৯ অতিমারির কারণে পৃথিবীব্যাপী প্রায় ৬৯ লক্ষ লোক মারা গিয়েছে। এই ধরনের ঘটনাগুলোর বিষয়েই যিশু বলেছিলেন, যেগুলো দেখে আমরা বুঝতে পারব যে, শেষ একেবারেই কাছে।

‘শেষকাল’

বাইবেল বর্তমান জগতের শেষ হওয়ার আগের সময়টাকে ‘শেষকাল’ বলে। (২ পিতর ৩:৩, ৪) দ্বিতীয় তীমথিয় ৩:১-৫ পদ বলে যে, শেষকালে লোকেরা নৈতিক দিক দিয়ে একেবারে নীচে নেমে যাবে। (“ এই জগৎ শেষ হওয়ার ঠিক আগে যা ঘটবে,” শিরোনামের বাক্সটা দেখুন।) আপনি কি লক্ষ করেছেন, বর্তমানে লোকেরা আরও বেশি স্বার্থপর, লোভী, হিংস্র এবং ভালোবাসাহীন হয়ে পড়েছে? এটাও হল একটা প্রমাণ যে, আমরা বর্তমান জগতের একদম শেষের দিকে বাস করছি।

শেষকাল কি অনেক লম্বা এক সময়? না। বাইবেল বলে, শেষকাল হচ্ছে “অল্প” সময়। এরপর, “যারা পৃথিবীকে ধ্বংস করছে,” ঈশ্বর তাদের ধ্বংস করে দেবেন।—প্রকাশিত বাক্য ১১:১৫-১৮; ১২:১২.

এক পরমদেশ পৃথিবী একেবারেই কাছে!

এই বর্তমান জগতের মন্দ বিষয়গুলো শেষ করার জন্য ঈশ্বর ইতিমধ্যেই একটা নির্দিষ্ট দিন ও সময় স্থির করে রেখেছেন। (মথি ২৪:৩৬) কিন্তু তিনি “চান না, কেউ ধ্বংস হয়ে যাক।” (২ পিতর ৩:৯) কেন? কারণ তিনি চান, আমরা যেন জগতের শেষ থেকে রক্ষা পাই আর তিনি যে-পরমদেশ জগৎ আনতে চলেছেন, সেখানে বেঁচে থাকতে পারি। তাই, তিনি আমাদের তাঁর ইচ্ছা সম্বন্ধে শেখার এবং সেই অনুযায়ী চলার সুযোগ দিয়েছেন।

যিশু বলেছিলেন যে, এই জগতের শেষ আসার আগে “পুরো পৃথিবীতে” এক শিক্ষাদানের কাজ করা হবে। (মথি ২৪:১৪) বর্তমানে যিহোবার সাক্ষিরা সারা পৃথিবীতে লোকদের এই সুসমাচার প্রচার করছে যে, খুব শীঘ্রই নতুন জগৎ আসতে চলেছে, যখন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীর উপর শাসন করবে। তারা পুরো পৃথিবীতে লোকদের রাজ্যের সুসমাচার শোনানোর জন্য আর ঈশ্বর সম্বন্ধে শেখানোর জন্য কোটি কোটি ঘণ্টা ব্যয় করেছে।

খুব শীঘ্রই ঈশ্বর মন্দ জগৎকে ধ্বংস করে দেবেন। কিন্তু, এই ধ্বংস থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং ঈশ্বর যে-পরমদেশ পৃথিবীর প্রতিজ্ঞা করেছেন, সেখানে আপনি বাস করতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে, তা পরবর্তী প্রবন্ধে আলোচনা করা হবে।

‘শেষকাল’ সম্বন্ধে যিশুর করা ভবিষ্যদ্বাণী আমাদের আশা জোগায়