সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একজন ভালো ব্যক্তি হওয়া কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

একজন ভালো ব্যক্তি হওয়া কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

শত শত বছর ধরে, অনেকে মনে করে এসেছে যে, একজন ভালো ব্যক্তি হওয়ার মাধ্যমে এক উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়। যেমন, এশিয়ার অনেকে বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের (খ্রিস্টপূর্ব ৫৫১-৪৭৯ সাল) এই কথার সঙ্গে একমত: “নিজের প্রতি যা না করা হোক বলে আপনি চান, তা অন্যদের প্রতি করবেন না।”

অনেকে যা করে থাকে

অনেকে মনে করে, সঠিক আচরণ করার মাধ্যমে এক উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়। এই কারণে তারা অন্যদের প্রতি সম্মান দেখায়, ভালো অভ্যাস গড়ে তোলে, সমাজে নিজ নিজ ভূমিকা পালন করে এবং এক উত্তম বিবেক বজায় রাখে। লিন নামে ভিয়েতনামের একজন মহিলা বলেন, “আমি সবসময় মনে করতাম, আমি যদি সৎ ও আন্তরিক হই, তা হলে আমি ভবিষ্যতে এক উত্তম জীবন লাভ করব।”

কেউ কেউ তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে ভালো কাজ করে থাকে। তাইওয়ানে বসবাসরত শু-ইয়ুন নামে একজন ব্যক্তি বলেন, “আমাকে শেখানো হয়েছিল, একজন ব্যক্তি যদি ভালো কাজ করেন, তা হলে তিনি মারা যাওয়ার পর সুখী হবেন আর তিনি যদি খারাপ কাজ করেন, তা হলে কষ্ট ভোগ করবেন।”

একজন ভালো ব্যক্তি হওয়া কি আসলেই সাহায্য করে?

এটা ঠিক যে, অন্যদের প্রতি ভালো কাজ করলে অনেক উপকার পাওয়া যায়। তবে, অনেকে দেখেছে যে, অন্যদের প্রতি ভালো আচরণ করলেও তারা সবসময় ভালো আচরণ পায় না। হংকংয়ে বসবাসরত সিয়ু পিং নামে একজন মহিলা বলেন, “আমি নিজে দেখেছি, অন্যদের প্রতি ভালো আচরণ করলেও সবসময় ভালো ফল পাওয়া যায় না। আমি আমার পরিবারের যত্ন নেওয়ার এবং ভালো কাজ করার জন্য যথাসাধ্য করেছি, কিন্তু তারপরও আমার স্বামী আমাকে এবং আমার ছেলেকে ছেড়ে চলে যায়।”

অনেকে দেখেছে যে, ধর্মকর্ম করে থাকে এমন সকলেই যে ভালো লোক হয়, তা নয়। জাপানে বসবাসরত এৎসুকো নামে একজন মহিলা বলেন, “আমি একটা ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত হই এবং তারা তরুণ-তরুণীদের নিয়ে যে-কাজগুলো করে থাকে, সেগুলো দেখাশোনা করতে শুরু করি। আমি এটা দেখে অবাক হয়ে যাই যে, সেই ধর্মের কেউ কেউ অনৈতিক জীবনযাপন করে, ক্ষমতার জন্য লড়াই করে এবং গির্জার টাকা সঠিকভাবে ব্যবহার করে না।”

“আমি আমার পরিবারের যত্ন নেওয়ার এবং ভালো কাজ করার জন্য যথাসাধ্য করেছি, কিন্তু তারপরও আমার স্বামী আমাকে এবং আমার ছেলেকে ছেড়ে চলে যায়।”—সিয়ু পিং, হংকং

ধর্মকর্ম করে এবং অন্যদের প্রতি ভালো কাজ করার চেষ্টা করে এমন কেউ কেউ নিজেদের প্রতি খারাপ বিষয়গুলো ঘটে বলে হতাশ হয়ে পড়ে। ভেন নামে ভিয়েতনামের একজন মহিলার ক্ষেত্রে এমনটাই হয়েছিল। তিনি বলেন, “আমি প্রতিদিন ফুল, ফল-মূল ও খাবার এনে আমার মৃত পূর্বপুরুষদের বেদির সামনে রাখতাম। আমি মনে করতাম, এতে আমি ভবিষ্যতে প্রচুর আশীর্বাদ লাভ করব। অনেক বছর ধরে এই বিষয়গুলো করার পরও আমার স্বামীর এক মারাত্মক রোগ হয়। এরপর, আমার মেয়ে বিদেশে পড়াশোনা করার সময় অল্পবয়সেই মারা যায়।”

একজন ভালো ব্যক্তি হওয়াই যদি এক উত্তম ভবিষ্যৎ লাভ করার জন্য যথেষ্ট না হয়, তা হলে কীভাবে তা লাভ করা যেতে পারে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের এক নির্ভরযোগ্য নির্দেশনার প্রয়োজন, যেখান থেকে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর এবং এক উত্তম ভবিষ্যৎ লাভ করার উপায় সম্বন্ধে জানতে পারি। কোথায় আমরা সেই নির্দেশনা খুঁজে পেতে পারি?