সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি আপনার ভবিষ্যৎ বেছে নিতে পারেন

আপনি আপনার ভবিষ্যৎ বেছে নিতে পারেন

প্রায় ৩,৫০০ বছর আগে, যিহোবা ঈশ্বর তাঁর উপাসকদের বলেছিলেন, এক উত্তম ভবিষ্যৎ লাভ করার জন্য তাদের কী করতে হবে: “আমি . . . তোমার সামনে জীবন ও মৃত্যু এবং আশীর্বাদ ও অভিশাপ রাখছি। তুমি এবং তোমার বংশধরেরা, সবাই যেন জীবনই বেছে নেয়, যাতে তুমি বেঁচে থাক।”—দ্বিতীয় বিবরণ ৩০:১৯, NW.

এক উত্তম ভবিষ্যৎ লাভ করার জন্য সেই লোকদের সঠিক বাছাই করতে হয়েছিল। বর্তমানে আমাদের একই বাছাই করতে হবে। বাইবেল আমাদের জানায় যে, কীভাবে আমরা এক উত্তম ভবিষ্যৎ বাছাই করতে পারি: “তুমি যেন তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাস, তাঁর কথা শোন।”দ্বিতীয় বিবরণ ৩০:২০, NW.

কীভাবে আমরা যিহোবাকে ভালোবাসতে এবং তাঁর কথা শুনতে পারি?

বাইবেল থেকে শিখুন: যিহোবাকে ভালোবাসতে হলে প্রথমে আমাদের বাইবেল থেকে তাঁর সম্বন্ধে শিখতে হবে। আপনি যদি তাঁর সম্বন্ধে শেখেন, তা হলে আপনি দেখবেন যে, তিনি একজন প্রেমময় ঈশ্বর, যিনি সবসময় আমাদের জন্য সবচেয়ে ভালোটা চান। তিনি চান যেন আপনি তাঁর কাছে প্রার্থনা করেন ‘কারণ তিনি আপনার জন্য চিন্তা করেন।’ (১ পিতর ৫:৭) বাইবেল প্রতিজ্ঞা করে, আপনি যদি তাঁর নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন, তা হলে ‘তিনিও আপনার নিকটবর্তী হবেন।’—যাকোব ৪:৮.

আপনি যা শেখেন, তা কাজে লাগান: ঈশ্বরের কথা শোনার অর্থ হল, বাইবেলে যে-বিজ্ঞ পরামর্শ পাওয়া যায়, তা মেনে চলা। আপনি যদি তা মেনে চলেন, তা হলে ‘আপনি সফল হবেন আর বিজ্ঞতার সঙ্গে চলতে পারবেন।’—যিহোশূয়ের পুস্তক ১:৮, NW.