সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৭

মণ্ডলীতে মস্তকপদের ভূমিকা কী?

মণ্ডলীতে মস্তকপদের ভূমিকা কী?

‘খ্রিস্ট মণ্ডলীর অর্থাৎ দেহের মস্তক। তিনিই সেই দেহের ত্রাণকর্তা।’—ইফি. ৫:২৩.

গান সংখ্যা ৩ “ঈশ্বর প্রেম”

সারাংশ *

১. একটা কোন কারণে যিহোবার পরিবার একতাবদ্ধ?

আমরা যিহোবার পরিবারের অংশ হতে পেরে আনন্দিত। কেন আমাদের পরিবারে এত শান্তি ও একতা রয়েছে? এর একটা কারণ হল মস্তকপদের ব্যবস্থার প্রতি সম্মান দেখানোর জন্য আমরা আমাদের যথাসাধ্য করে থাকি। যিহোবাই এই মস্তকপদের ব্যবস্থা করেছেন। মস্তকপদের ব্যবস্থা সম্বন্ধে আমরা যত বেশি ভালোভাবে বুঝতে পারব, আমরা তত বেশি একতাবদ্ধ হব।

২. এই প্রবন্ধে আমরা কোন প্রশ্নগুলোর উত্তর নিয়ে বিবেচনা করব?

এই প্রবন্ধে আমরা বিবেচনা করব, মণ্ডলীতে মস্তকপদের ভূমিকা কী? অন্যান্য বিষয়ের পাশাপাশি আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়েও বিবেচনা করব: বোনদের ভূমিকা কী? প্রত্যেক ভাই কি প্রত্যেক বোনের মস্তক? স্ত্রী ও সন্তানদের উপর পরিবারের একজন মস্তকের যে-কর্তৃত্ব রয়েছে, ভাই-বোনদের উপর মণ্ডলীর প্রাচীনদের কি সেই একই কর্তৃত্ব রয়েছে? প্রথমে আসুন আমরা বিবেচনা করি, বোনদের কীভাবে দেখা উচিত?

বোনদের কীভাবে দেখা উচিত?

৩. আমাদের বোনেরা যে-কাজগুলো করে থাকে, সেগুলোর প্রতি কীভাবে আমরা আমাদের উপলব্ধি গভীর করতে পারি?

আমরা আমাদের বোনদের প্রতি উপলব্ধি দেখাই কারণ তারা তাদের পরিবারের যত্ন নেওয়ার, প্রচার কাজ করার এবং মণ্ডলীকে সমর্থন করার জন্য কঠোর প্রচেষ্টা করে থাকে। যিহোবা ও যিশু তাদের কীভাবে দেখেন, আমরা যদি তা বিবেচনা করি, তা হলে তাদের প্রতি আমরা আমাদের উপলব্ধি গভীর করতে পারব। এ ছাড়া, প্রেরিত পৌল নারীদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন, সেটা বিবেচনা করেও আমরা উপকার লাভ করব।

৪. বাইবেল কীভাবে দেখায় যে, যিহোবা নারী ও সেইসঙ্গে পুরুষদের মূল্যবান হিসেবে দেখেন?

বাইবেল দেখায়, যিহোবা নারী ও সেইসঙ্গে পুরুষদের মূল্যবান হিসেবে দেখেন। উদাহরণ স্বরূপ, বাইবেল জানায়, প্রথম শতাব্দীতে যিহোবা নারী ও পুরুষ উভয়কেই পবিত্র শক্তি দিয়েছিলেন, যাতে তারা বিভিন্ন অলৌকিক কাজ করতে, যেমন ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে পারে। (প্রেরিত ২:১-৪, ১৫-১৮) নারী ও পুরুষ উভয়কেই পবিত্র শক্তির দ্বারা অভিষিক্ত করা হয়েছে এবং উভয়েই স্বর্গে খ্রিস্টের সঙ্গে শাসন করবে। (গালা. ৩:২৬-২৯) নারী ও পুরুষ উভয়কেই পৃথিবীতে অনন্তজীবন প্রদান করা হবে। (প্রকা. ৭:৯, ১০, ১৩-১৫) আর পুরুষ ও নারী উভয়কেই সুসমাচার প্রচার করার কাজ দেওয়া হয়েছে। (মথি ২৮:১৯, ২০) উদাহরণ স্বরূপ, প্রেরিত বইয়ে প্রিষ্কিল্লা নামে একজন বোনের বিষয়ে বলা আছে। তিনি এবং তার স্বামী আক্বিলা একসঙ্গে আপল্লো নামে একজন শিক্ষিত ব্যক্তির কাছে সত্য সম্বন্ধে আরও সঠিকভাবে ব্যাখ্যা করেছিলেন।—প্রেরিত ১৮:২৪-২৬.

৫. লূক ১০:৩৮, ৩৯, ৪২ পদ নারীদের প্রতি যিশুর মনোভাব সম্বন্ধে কী জানায়?

যিশু নারীদের প্রতি সম্মান দেখিয়েছিলেন। তিনি তাঁর সময়কার ফরীশীদের অনুসরণ করেননি, যারা নারীদের নীচু চোখে দেখত। তারা জনসমক্ষে নারীদের সঙ্গে কথা বলত না এবং কখনো তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করত না। এর বিপরীতে, যিশু নারী ও পুরুষ উভয়ের সঙ্গে গভীর সত্য নিয়ে আলোচনা করেছিলেন। * (পড়ুন, লূক ১০:৩৮, ৩৯, ৪২.) যিশু যখন প্রচার করেছিলেন, তখন তাঁর সঙ্গে পুরুষদের পাশাপাশি নারীরাও ছিল। (লূক ৮:১-৩) আর নারীদের তিনি প্রেরিতদের কাছে গিয়ে তাঁর পুনরুত্থানের বিষয়ে জানানোর বিশেষ সুযোগ দিয়েছিলেন।—যোহন ২০:১৬-১৮.

৬. কীভাবে প্রেরিত পৌল দেখিয়েছিলেন যে, তিনি নারীদের সম্মান করেন?

প্রেরিত পৌল তীমথিয়কে মনে করিয়ে দিয়েছিলেন যেন তিনি নারীদের সম্মান করেন। তিনি তীমথিয়কে বলেছিলেন যেন তিনি “বয়স্ক নারীদের” সঙ্গে মায়ের মতো আচরণ করেন এবং “যুবতীদের নিজের বোনের মতো” দেখেন। (১ তীম. ৫:১, ২) যদিও প্রেরিত পৌল তীমথিয়কে একজন পরিপক্ব খ্রিস্টান হয়ে উঠতে সাহায্য করেছিলেন, তবে তিনি এটা স্বীকার করেছিলেন যে, তীমথিয়ের মা ও দিদিমাই প্রথম তাকে পবিত্র শাস্ত্র সম্বন্ধে শিখতে সাহায্য করেছেন। (২ তীম. ১:৫; ৩:১৪, ১৫) রোমীয়দের উদ্দেশে চিঠি লেখার সময়ে পৌল নির্দিষ্টভাবে বোনদের নাম উল্লেখ করে তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি তাদের কাজ লক্ষ করেছিলেন এবং সেইসঙ্গে তাদের কাজের জন্য তাদের প্রতি উপলব্ধি প্রকাশ করেছিলেন।—রোমীয় ১৬:১-৪, ৬, ১২; ফিলি. ৪:৩.

৭. আমরা এখন কোন প্রশ্নগুলো নিয়ে বিবেচনা করব?

আগের অনুচ্ছেদগুলোতে আমরা যেমন দেখলাম, বাইবেলে কোথাও বলা নেই, বোনেরা ভাইদের চেয়ে নীচু। আমাদের প্রেমময় ও উদার বোনেরা খুবই মূল্যবান। আর প্রাচীনেরা জানেন যে, মণ্ডলীর শান্তি ও একতা বৃদ্ধি করার জন্য বোনেরা সাহায্য করে থাকে। কিন্তু, কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন: কেন যিহোবা চান যেন একজন বোন কখনো কখনো মাথা আবৃত রাখেন? যেহেতু মণ্ডলীতে কেবল ভাইদের প্রাচীন ও পরিচারক দাস হিসেবে নিযুক্ত করা হয়, তাই এর অর্থ কি এই যে, প্রত্যেক ভাই প্রত্যেক বোনের মস্তক?

প্রত্যেক ভাই কি প্রত্যেক বোনের মস্তক?

৮. ইফিষীয় ৫:২৩ পদ অনুযায়ী প্রত্যেক ভাই কি প্রত্যেক বোনের মস্তক? ব্যাখ্যা করুন।

মণ্ডলীতে প্রত্যেক ভাই কি প্রত্যেক বোনের মস্তক? এর উত্তর হল না! খ্রিস্ট হলেন মস্তক। (পড়ুন, ইফিষীয় ৫:২৩.) একটা পরিবারে স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব রয়েছে। একজন বাপ্তাইজিত ছেলে তার মায়ের মস্তক নয়। (ইফি. ৬:১, ২) আর মণ্ডলীতে ভাই-বোনদের উপর প্রাচীনদের কেবল কিছুটা কর্তৃত্ব রয়েছে। (১ থিষল. ৫:১২; ইব্রীয় ১৩:১৭) একজন অবিবাহিত বোন সম্বন্ধে কী বলা যায়, যিনি তার বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকেন না? যদিও তখনও তিনি তার বাবা-মায়ের প্রতি সম্মান দেখান, কিন্তু তিনি আর তার বাবার মস্তকপদের অধীনে থাকেন না। আর তিনি প্রাচীনদের প্রতিও সম্মান দেখান, তবে মণ্ডলীর অন্যান্য ভাইয়ের মতো তার মস্তকও হলেন কেবল যিশু।

অবিবাহিত যে-ব্যক্তিরা আর তাদের বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে না, তারা যিশুর মস্তকপদের অধীনে রয়েছে (৮ অনুচ্ছেদ দেখুন)

৯. কেন বোনদের কখনো কখনো মাথা আবৃত রাখতে হয়?

কিন্তু এটা ঠিক যে, যিহোবা মণ্ডলীতে শিক্ষা দেওয়ার এবং উপাসনার ক্ষেত্রে নেতৃত্ব নেওয়ার জন্য পুরুষদের নিযুক্ত করেছেন। তিনি নারীদের এই কর্তৃত্ব দেননি। (১ তীম. ২:১২) কেন? কারণ তিনি চান যেন মণ্ডলীতে শৃঙ্খলা বজায় থাকে, ঠিক যেমন তিনি তার পরিবারে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুরুষদের মস্তক হিসেবে যিশুকে নিযুক্ত করেছেন। তবে, বিভিন্ন পরিস্থিতির কারণে একজন বোনকে হয়তো সেই ভূমিকা পালন করতে হতে পারে, যা সাধারণত একজন ভাই করে থাকেন। সেই পরিস্থিতিগুলোতে যিহোবা চান যেন একজন বোন মাথা আবৃত রাখেন। * (১ করি. ১১:৪-৭) যিহোবা নারীদের নীচু করার জন্য এমনটা চান না বরং তিনি এভাবে মস্তকপদের প্রতি নারীদের সম্মান দেখানোর সুযোগ করে দেন। এই বিষয়গুলো মাথায় রেখে আসুন আমরা এই প্রশ্নটার উত্তর নিয়ে বিবেচনা করি: পরিবারের মস্তক ও প্রাচীনদের কতটা কর্তৃত্ব রয়েছে?

পরিবারের মস্তক ও প্রাচীনদের ভূমিকা

১০. কেন একজন প্রাচীন হয়তো মণ্ডলীর জন্য কখনো কখনো বিভিন্ন নিয়ম তৈরি করতে চান?

১০ প্রাচীনেরা খ্রিস্টকে ভালোবাসেন আর যিহোবা ও যিশু তাদের অধীনে যে-মেষদের দিয়েছেন, তাদেরও তারা ভালোবাসেন। (যোহন ২১:১৫-১৭) একজন প্রাচীন যেহেতু মণ্ডলীর জন্য চিন্তা করেন, তাই তিনি হয়তো ভাবতে পারেন, তিনি মণ্ডলীতে একজন বাবার মতো। পরিবারের একজন মস্তক তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়ম তৈরি করে থাকেন। তাই, একজন প্রাচীন হয়তো এভাবে যুক্তি করতে পারেন, ঈশ্বরের মেষদের সুরক্ষিত রাখার জন্য তিনিও কিছু নিয়ম তৈরি করতে পারেন। আর কোনো কোনো ভাই ও বোন চান যেন প্রাচীনেরা তাদের হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেন আর এভাবে তারা প্রাচীনদের তাদের মস্তক হিসেবে কাজ করার জন্য উৎসাহিত করেন।। কিন্তু, মণ্ডলীর প্রাচীনদের এবং পরিবারের মস্তকদের কি একইরকম কর্তৃত্ব রয়েছে?

প্রাচীনেরা মণ্ডলীর ভাই-বোনদের যিহোবার নিকটবর্তী হওয়ার এবং নিরাপদ বোধ করার জন্য সাহায্য করেন। মণ্ডলীকে নৈতিকভাবে শুচি রাখার দায়িত্ব যিহোবা প্রাচীনদের দিয়েছেন (১১-১২ অনুচ্ছেদ দেখুন)

১১. পরিবারের মস্তক ও প্রাচীনদের ভূমিকার মধ্যে কোন কোন মিল রয়েছে?

১১ প্রেরিত পৌল ইঙ্গিত দিয়েছিলেন যে, পরিবারের একজন মস্তক এবং একজন প্রাচীনের ভূমিকার মধ্যে কিছু মিল রয়েছে। (১ তীম. ৩:৪, ৫) উদাহরণ স্বরূপ, যিহোবা চান যেন পরিবারের সদস্যেরা পরিবারের মস্তকের বাধ্য হয়। (কল. ৩:২০) আর তিনি চান যেন মণ্ডলীর ভাই-বোনেরা প্রাচীনদের বাধ্য হয়। যিহোবা চান যেন পরিবারের মস্তকেরা এবং প্রাচীনেরা তাদের যত্নের অধীনে থাকা ব্যক্তিদের যিহোবাকে ভালোবাসার ব্যাপারে শিক্ষা দেন। তাদের এই বিষয়েও খেয়াল রাখতে হবে যে, তাদের কর্তৃত্বের অধীনে থাকা ব্যক্তিরা যেন নিরাপদ বোধ করে। আর পরিবারের উত্তম মস্তকদের মতো প্রাচীনদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে, তাদের যত্নের অধীনে থাকা ব্যক্তিরা যেন প্রয়োজনের সময়ে সাহায্য লাভ করে। (যাকোব ২:১৫-১৭) এ ছাড়া, যিহোবা চান যেন তারা তাঁর আইনের বাধ্য হওয়ার জন্য অন্যদের সাহায্য করেন। আর তিনি তাদের সাবধান করে দিয়েছেন যেন তারা বাইবেলে “যা লেখা রয়েছে, সেটার বাইরে” না যান।—১ করি. ৪:৬.

পরিবারের মস্তকদের যিহোবা তাদের পরিবারে নেতৃত্ব নেওয়ার অধিকার দিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে একজন প্রেমময় মস্তক তার স্ত্রীর সঙ্গে আলোচনা করবেন (১৩ অনুচ্ছেদ দেখুন)

১২-১৩. হিতোপদেশ ৬:২০ পদ অনুযায়ী পরিবারের মস্তক এবং প্রাচীনদের ভূমিকার মধ্যে কোন কোন পার্থক্য রয়েছে?

১২ তবে, একজন প্রাচীন এবং পরিবারের একজন মস্তকের ভূমিকার মধ্যে অনেক পার্থক্যও রয়েছে। উদাহরণ স্বরূপ, যিহোবা প্রাচীনদের বিচার করার আর সেইসঙ্গে অনুতাপহীন পাপীদের মণ্ডলী থেকে বের করার দায়িত্ব দিয়েছেন।—১ করি. ৫:১১-১৩.

১৩ অন্যদিকে, যিহোবা পরিবারের মস্তকদের এমন কিছু দায়িত্ব দিয়েছেন, যেগুলো তিনি প্রাচীনদের দেননি। উদাহরণ স্বরূপ, তিনি পরিবারের মস্তকদের নিজেদের পরিবারের জন্য নিয়ম তৈরি করার এবং তা কার্যকর করার দায়িত্ব দিয়েছেন। (পড়ুন, হিতোপদেশ ৬:২০.) যেমন, সন্তানেরা রাতের বেলায় কখন বাড়ি ফিরে আসবে, সেই বিষয়ে নিয়ম তৈরি করার অধিকার পরিবারের একজন মস্তকের রয়েছে। আর সন্তানেরা যদি সেই নিয়ম লঙ্ঘন করে, তা হলে তাদের শাসন করার অধিকারও তার রয়েছে। (ইফি. ৬:১) অবশ্য, একজন প্রেমময় মস্তক পরিবারের জন্য নিয়ম তৈরি করার আগে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেন কারণ তারা “একাঙ্গ।” *মথি ১৯:৬.

মণ্ডলীর মস্তক হিসেবে খ্রিস্টকে সম্মান করুন

যিশু যিহোবার মস্তকপদের অধীনে খ্রিস্টীয় মণ্ডলীকে নির্দেশনা দেন (১৪ অনুচ্ছেদ দেখুন)

১৪. (ক) মার্ক ১০:৪৫ পদ অনুযায়ী কেন যিহোবা উপযুক্তভাবেই যিশুকে মণ্ডলীর মস্তক হিসেবে নিযুক্ত করেছেন? (খ) পরিচালকগোষ্ঠীর ভূমিকা কী? (“ পরিচালকগোষ্ঠীর ভূমিকা” শিরোনামের বাক্সটা দেখুন।)

১৪ মুক্তির মূল্যের মাধ্যমে যিহোবা মণ্ডলীর প্রত্যেকের এবং সমস্ত মানবজাতির জীবন ক্রয় করেছেন। (পড়ুন, মার্ক ১০:৪৫; প্রেরিত ২০:২৮; ১ করি. ১৫:২১, ২২) যিশু খ্রিস্ট মুক্তির মূল্য হিসেবে তাঁর জীবন দান করেছেন। তাই, যিহোবা উপযুক্তভাবেই যিশুকে মণ্ডলীর মস্তক হিসেবে নিযুক্ত করেছেন। এই কারণে সমস্ত লোক, সমস্ত পরিবার এবং পুরো মণ্ডলী কী করবে, সেই বিষয়ে নিয়ম তৈরি করার অধিকার যিশুর রয়েছে। আর তারা সেই নিয়মগুলো পালন করে কি না, তা দেখার অধিকারও যিশুর রয়েছে। (গালা. ৬:২) কিন্তু, যিশু নিয়ম তৈরি করার চেয়ে আরও বেশি কিছু করেন। তিনি আমাদের প্রত্যেকের যত্ন নেন এবং আমাদের প্রত্যেককে ভালোবাসেন।—ইফি. ৫:২৯.

১৫-১৬. বোন মার্লি এবং ভাই বেঞ্জামিনের মন্তব্য থেকে আপনি কী শিখেছেন?

১৫ বোনদের যত্ন নেওয়ার জন্য যিশু পুরুষদের নিযুক্ত করেছেন। তাই, বোনেরা যখন এই পুরুষদের মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে, তখন তারা খ্রিস্টের প্রতি সম্মান দেখায়। যুক্তরাষ্ট্রে বসবাসরত মার্লি নামে একজন বোনের সঙ্গে অনেক বোন একমত হবে। বোন মার্লি বলেন: “একজন স্ত্রী হিসেবে এবং মণ্ডলীতে একজন বোন হিসেবে আমার যে-ভূমিকা রয়েছে, সেটাকে আমি মূল্যবান বলে মনে করি। যিহোবা মস্তকপদের যে-ব্যবস্থা করেছেন, সেটার প্রতি সঠিক মনোভাব বজায় রাখার জন্য আমাকে সবসময় প্রচেষ্টা করতে হয়। কিন্তু, আমার স্বামী এবং মণ্ডলীর ভাইয়েরা এই সঠিক মনোভাব বজায় রাখার জন্য আমাকে সাহায্য করেছে কারণ তারা আমাকে সম্মান করে এবং আমার কাজের প্রতি উপলব্ধি প্রকাশ করে।”

১৬ আর ভাইয়েরা যখন বোনদের সম্মান করে, তখন তারা দেখায় যে, তারা মস্তকপদের ব্যবস্থা সম্বন্ধে বুঝতে পারে। ইংল্যান্ডে বসবাসরত বেঞ্জামিন নামে একজন ভাই বলেন: “বোনেরা মণ্ডলীতে যে-মন্তব্যগুলো করে থাকে, সেগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি। এ ছাড়া, কীভাবে অধ্যয়ন করতে হয় এবং আরও কার্যকরী উপায়ে প্রচার করা যায়, সেই বিষয়ে তারা অনেক ভালো ভালো পরামর্শ তুলে ধরে। আমি তাদের কাজকে অনেক মূল্যবান বলে মনে করি।”

১৭. কেন আমাদের মস্তকপদের নীতির প্রতি সম্মান দেখানো উচিত?

১৭ মণ্ডলীর সমস্ত পুরুষ, নারী, পরিবারের মস্তক ও প্রাচীনেরা যখন মস্তকপদের নীতি সম্বন্ধে বুঝতে পারে এবং এই নীতির প্রতি সম্মান দেখায়, তখন মণ্ডলীতে শান্তি থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর মাধ্যমে আমরা আমাদের প্রেমময় স্বর্গস্থ পিতা যিহোবার গৌরব নিয়ে আসি।—গীত. ১৫০:৬.

গান সংখ্যা ৪৩ জেগে থাকো, নিশ্চল হও, বলবান হও

^ অনু. 5 মণ্ডলীতে বোনদের ভূমিকা কী? প্রত্যেক ভাই কি প্রত্যেক বোনের মস্তক? প্রাচীন এবং পরিবারের মস্তকদের কি একইরকম কর্তৃত্ব রয়েছে? এই প্রবন্ধে এই প্রশ্নগুলো নিয়ে বিবেচনা করা হবে। বাইবেল এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করে।

^ অনু. 5 ২০২০ সালের সেপ্টেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকায় প্রকাশিত “খ্রিস্টান নারীদের সমর্থন করুন” শিরোনামের প্রবন্ধের ৬ অনুচ্ছেদ দেখুন।

^ অনু. 9 কখন একজন বোনের মাথা আবৃত করা উচিত?” শিরোনামের বাক্সটা দেখুন।

^ অনু. 13 একটা পরিবার কোন মণ্ডলীতে সেবা করবে, এই বিষয়ে কার সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই সম্বন্ধে জানার জন্য ২০২০ সালের আগস্ট মাসের প্রহরীদুর্গ পত্রিকায় প্রকাশিত “যিহোবার মণ্ডলীতে অন্যদের ভূমিকার প্রতি সম্মান দেখান” শিরোনামের প্রবন্ধের ১৭-১৯ অনুচ্ছেদ দেখুন।

^ অনু. 59 এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বইয়ের পরিশিষ্টে দেওয়া “মস্তক আচ্ছাদন—কখন এবং কেন?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

^ অনু. 64 পরিচালকগোষ্ঠীর ভূমিকা সম্বন্ধে বিস্তারিত আলোচনার জন্য ২০১৩ সালের ১৫ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২০-২৫ পৃষ্ঠা দেখুন।