সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সমস্ত কিছুই একটা হাসির কারণে সম্ভব হয়েছে!

সমস্ত কিছুই একটা হাসির কারণে সম্ভব হয়েছে!

ফিলিপিনসের বাগিও শহরে একটা বাণিজ্যিক এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় দু-জন যুবতী জনসাধারণ্যে সাক্ষ্যদানের একটা ট্রলি দেখতে পান। কিন্তু, তারা সেটার কাছে যান না। হেলেন নামে একজন বোন, যিনি ট্রলির পাশে দাঁড়িয়ে ছিলেন, তাদের দিকে তাকিয়ে মিষ্টিভাবে হাসেন। এই দুই যুবতী পাশ দিয়ে চলে যান কিন্তু হেলেনের মিষ্টি হাসি তাদের মনে ছাপ ফেলে।

পরে, এই দুই যুবতী বাসে চড়ে বাড়ি যাওয়ার সময় দেখতে পান, এক জায়গায় বড়ো বড়ো অক্ষরে jw.org লেখা রয়েছে। তাদের মনে পড়ে যায়, তারা সেই সাক্ষ্যদানের ট্রলিতেও এই একই লেখা দেখেছিলেন। সেটা একটা কিংডম হল ছিল আর তারা দু-জনেই বাস থেকে নেমে কিংডম হলের গেটে দেওয়া বিভিন্ন মণ্ডলীর সভার সময় দেখে নেন।

এই দুই যুবতী পরবর্তী একটা সভায় যোগ দেন। আপনি কি জানেন, কিংডম হলে ঢোকার সময় তারা কাকে দেখতে পান? বোন হেলেনকে! তারা তখনই চিনতে পারেন যে, বোন হেলেনই তাদের দিকে তাকিয়ে মিষ্টিভাবে হেসেছিলেন। বোন হেলেন বলেন, “তারা যখন আমার কাছে আসেন, আমি একটু ঘাবড়ে যাই। মনে করি, আমি হয়তো কোনো ভুল করেছি।” কিন্তু, ওই দুই যুবতী তার কাছে ব্যাখ্যা করে বলেন যে, কী ঘটেছে।

সভায় যোগ দিয়ে এবং সবার সঙ্গে মেলামেশা করে ওই দুই যুবতীর খুব ভালো লাগে; তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। সভার পর তারা যখন অন্যদের হল পরিষ্কার করতে দেখেন, তখন তারাও সেই কাজে সাহায্য করতে চান। এই দুই যুবতীর মধ্যে একজন আর সেই দেশে থাকেন না, কিন্তু অন্যজন সভায় যোগ দিতে এবং বাইবেল অধ্যয়ন করতেও শুরু করেছেন—এই সমস্ত কিছুই একটা হাসির কারণে সম্ভব হয়েছে!