পাঠকদের কাছ থেকে প্রশ্ন
কেন খ্রিস্টানদের সতর্কতার সঙ্গে ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করা উচিত?
কিছু খ্রিস্টান নিজের পরিবারের সদস্য আর সেইসঙ্গে ভাই-বোনদের খোঁজখবর নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো অ্যাপ ব্যবহার করে থাকে। এই ব্যাপারে একজন পরিপক্ব খ্রিস্টানের বাইবেলে দেওয়া এই পরামর্শকে অবশ্যই পালন করতে হবে: “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়; কিন্তু অবোধেরা অগ্রে যাইয়া দণ্ড পায়।”—হিতো. ২৭:১২.
যিহোবা আমাদের বিপদ থেকে রক্ষা করতে চান। তাই, তিনি আমাদের পরামর্শ দিয়েছেন, আমরা যেন এমন লোকদের সঙ্গে মেলামেশা না করি, যারা সমাজচ্যুত, লোকদের মিথ্যা শিক্ষা দ্বারা ভ্রান্ত করতে এবং মণ্ডলীকে বিভক্ত করতে চায়। (রোমীয় ১৬:১৭; ১ করি. ৫:১১; ২ যোহন ১০, ১১) মণ্ডলীর কিছু ব্যক্তি অথবা মণ্ডলীর সঙ্গে মেলামেশা করে এমন কিছু ব্যক্তির আচার-ব্যবহার হয়তো সঠিক নাও হতে পারে। (২ তীম. ২:২০, ২১) তাই, অন্যদের সঙ্গে বন্ধুত্ব করার সময় আমাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে এটা জানা কঠিন হতে পারে যে, কার সঙ্গে বন্ধুত্ব করা ঠিক হবে আর কার সঙ্গে ঠিক হবে না।
আমরা যদি কোনো বড়ো ম্যাসেজিং গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাই, তা হলে আমাদের ভালোভাবে চিন্তা করতে হবে যে, সেই গ্রুপে কোন ধরনের ব্যক্তিরা থাকতে পারে আর তাদের সঙ্গে মেলামেশা করা ঠিক হবে কি না। কিছু ভাই-বোন এইরকম গ্রুপে থাকার ফলে সমস্যায় জড়িয়ে পড়েছে। যদি একটা গ্রুপে এক-শো বা হাজার জন থাকে, তা হলে প্রত্যেক ব্যক্তি সম্বন্ধে জানা সম্ভব নয় যে, তিনি কে অথবা তিনি আধ্যাত্মিকভাবে শক্তিশালী আছেন কি না। গীতসংহিতা ২৬:৪ পদ জানায়, “আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।” আমরা যদি এই ধরনের ব্যক্তিদের থেকে নিজেদের রক্ষা করতে চাই, তা হলে আমাদের শুধুমাত্র সেই ব্যক্তিদেরই ম্যাসেজ পাঠানো উচিত, যাদের আমরা ব্যক্তিগতভাবে জানি।
গ্রুপ ছোটো হলেও আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, ম্যাসেজ পড়ার বা সেটার উত্তর দেওয়ার পিছনে আমরা কতটা সময় ব্যয় করি আর গ্রুপের লোকেরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। প্রতিটা ম্যাসেজের উত্তর দেওয়া বা সেটার পিছনে অতিরিক্ত সময় ব্যয় করা ঠিক হবে না। পৌল যেমনটা বলেছিলেন, কোনো কোনো ব্যক্তির ‘অন্যদের সম্বন্ধে গুজব ছড়ানোর এবং অন্যদের ব্যাপারে নাক গলানোর’ অভ্যাস থাকে। (১ তীম. ৫:১৩) কোনো অ্যাপ থেকে ম্যাসেজ পাঠানোর সময়ও লোকেরা এমনটা করে থাকে।
একজন পরিপক্ব খ্রিস্টান কোনো ভাই অথবা বোনের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে বেড়াবেন না আর এমনকী গোপন তথ্যও ছড়াবেন না। (গীত. ১৫:৩; হিতো. ২০:১৯) যদি কেউ এই ধরনের ম্যাসেজ পাঠায়, তা হলে তিনি সেটা পড়বেন না। এ ছাড়া, তিনি এমন খবরের বিষয় মনোযোগ দেবেন না, যেগুলো অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে কিংবা যেগুলো আদৌও কোনো সত্যতার প্রমাণ নেই। (ইফি. ৪:২৫) সত্যি বলতে কী, jw.org ওয়েবসাইট আর প্রতি মাসে JW ব্রডকাস্টিং থেকে আমরা যে-তথ্য লাভ করি, সেগুলো আমাদের জন্য যথেষ্ট। এগুলোতে দেওয়া তথ্য সঠিক হয় আর বাইবেল থেকে যে-সমস্ত তথ্য তুলে ধরা হয়, সেগুলো নির্ভরযোগ্য।
কিছু ভাই-বোন ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে অন্য ভাই-বোনদের সঙ্গে ব্যাবসা সংক্রান্ত কাজ করে থাকে। তারা জিনিসপত্র কেনা-বেচা করে, অন্য ভাই-বোনদের চাকরির ব্যবস্থা করে দেয় আর নিজের জিনিসপত্র বিক্রি করার জন্য সেটার বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু, উপাসনার সময় আমরা যেন ভাই-বোনদের সঙ্গে ব্যাবসা সংক্রান্ত কাজ না করি। ভাই-বোনদের সঙ্গে মেলামেশা করার অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে মুনাফা লাভ করা ঠিক হবে না। আমাদের পরামর্শ দেওয়া হয়েছে, আমরা যেন “টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে” না তুলি।—ইব্রীয় ১৩:৫.
আমরা কি কোনো ম্যাসেজিং অ্যাপে গ্রুপ তৈরি করে, ভাই-বোনদের কাছে থেকে টাকাপয়সা সঞ্চয় করতে পারি, যাতে প্রাকৃতিক দুর্যোগের স্বীকার হয়েছে এমন ভাই-বোনদের সেটা পাঠাতে পারি? আমরা হয়তো তাদের সাহায্য করার জন্য এমনটা করি কারণ আমরা ভাই-বোনদের ভালোবাসি। (যাকোব ২:১৫, ১৬) কিন্তু, আমাদের মনে রাখতে হবে যে, দুদর্শার সময়গুলোতে শাখা অফিস ও মণ্ডলী দান সংগ্রহ করার কিছু ব্যবস্থা করে থাকে। আর আমরাও যদি বড়ো বড়ো গ্রুপ তৈরি করে টাকাপয়সা সঞ্চয় করি, তা হলে শাখা অফিস ও মণ্ডলীর ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। (১ তীম. ৫:৩, ৪, ৯, ১০, ১৬) আমাদের এমন কোনো কাজ করা উচিত নয়, যেটা দেখে মনে হতে পারে যে, ঈশ্বরের লোকদের দেখাশোনা করার বিশেষ দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে।
আমরা চাই যেন আমাদের প্রতিটা কাজে ঈশ্বরের গৌরব হয়। (১ করি. ১০:৩১) তাই, ম্যাসেজিং অ্যাপ বা অন্য কোনো টেকনোলজি ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, এটা থেকে কোন কোন বিপদ আসতে পারে আর আমরা এটা থেকে কীভাবে সাবধান থাকতে পারি।