সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৩৪

“আস্বাদন” করে দেখুন, যিহোবা মঙ্গলময়!

“আস্বাদন” করে দেখুন, যিহোবা মঙ্গলময়!

“আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়; ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন।”—গীত. ৩৪:৮.

গান ১৯ পরমদেশ সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা

সারাংশ *

১-২. যিহোবা যে মঙ্গলময়, তা জানার জন্য আমাদের কী করতে হবে? (গীতসংহিতা ৩৪:৮)

কল্পনা করুন, আপনাকে এমন কোনো খাবার খেতে দেওয়া হয়েছে, যেটা আপনি আগে কখনো খাননি। হতে পারে, সেটা দেখে এবং গন্ধ শুঁকে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে, এই খাবার খেতে কেমন হবে। কিংবা আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করবেন, এটা কীভাবে তৈরি করা হয়েছে এবং এর স্বাদ কেমন। কিন্তু, আপনি এই খাবার পছন্দ করবেন কি করবেন না, সেটা তখনই বুঝতে পারবেন, যখন আপনি নিজে সেই খাবার চেখে দেখবেন।

একইভাবে, আমরা বাইবেল ও আমাদের প্রকাশনা পড়ে যিহোবার মঙ্গলভাবের বিষয়ে কিছুটা হলেও জানতে পারি। আমরা অন্যদের অভিজ্ঞতা থেকেও জানতে পারি যে, যিহোবা কতটা মঙ্গলময়। কিন্তু, যিহোবার মঙ্গলভাবের বিষয়ে ভালোভাবে জানার জন্য আমাদের তাঁকে “আস্বাদন” করে দেখতে হবে। (পড়ুন, গীতসংহিতা ৩৪:৮.) কীভাবে? ধরুন, আপনি অগ্রগামী হিসেবে সেবা করতে চান। যিশু প্রতিজ্ঞা করেছিলেন, আমরা যখন ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থানে রাখব, তখন যিহোবা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জুগিয়ে দেবেন। (মথি ৬:৩৩) পূর্ণসময়ের সেবা করার জন্য যিশুর এই প্রতিজ্ঞার উপর আমাদের নির্ভর করতে হবে। আর আমাদের জীবনকে সাদাসিধে করতে হবে, আমাদের খরচ কমাতে হবে, আমাদের চাকরি পরিবর্তন করতে হবে এবং ঈশ্বরের সেবায় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। আমরা যখন তা করব, তখন আমরা নিজেরাই দেখতে পাব, যিহোবা আমাদের প্রয়োজনীয় সমস্ত বিষয়ের যত্ন নিচ্ছেন। এভাবে, আমরা “আস্বাদন” করে দেখতে পাব, যিহোবা কতটা মঙ্গলময়!

৩. গীতসংহিতা ১৬:১, ২ পদ অনুযায়ী যিহোবা বিশেষ করে কাদের প্রতি তাঁর মঙ্গলভাব প্রকাশ করে থাকেন?

যিহোবা “সকলের পক্ষে মঙ্গলময়।” আর সেই লোকদের পক্ষেও, যারা তাঁকে জানে না। (গীত. ১৪৫:৯; মথি ৫:৪৫) কিন্তু, তিনি বিশেষ করে সেই লোকদের আশীর্বাদ দিয়ে থাকেন, যারা তাঁকে ভালোবাসে এবং মনপ্রাণ দিয়ে তাঁর সেবা করে। (পড়ুন, গীতসংহিতা ১৬:১, ২.) আসুন দেখি, যিহোবা কোন কোন উপায়ে আমাদের প্রতি তাঁর মঙ্গলভাব প্রকাশ করেছেন।

৪. কেউ যখন যিহোবা সম্বন্ধে জানতে শুরু করে, তখন যিহোবা কোন কোন উপায়ে তার প্রতি মঙ্গলভাব প্রকাশ করেন?

প্রতি বার আমরা যখন বাইবেল থেকে যিহোবা সম্বন্ধে কিছু শিখি আর সেই অনুযায়ী জীবনযাপন করি, তখন তা আমাদের জীবনে ভালো প্রভাব ফেলে। উদাহরণ হিসেবে বলা যায়, যখন একজন ব্যক্তি যিহোবা সম্বন্ধে শেখেন এবং তাঁকে ভালোবাসতে শুরু করেন, তখন যিহোবা ভুল চিন্তাভাবনা এবং মন্দ অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রে তাকে সাহায্য করেন। (কল. ১:২১) পরবর্তী সময়, তিনি যখন নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করেন এবং বাপ্তিস্ম নেন, তখন তিনি আরও আশীর্বাদ লাভ করেন। যিহোবা তাকে এক শুদ্ধ বিবেক দেন আর তার একজন ভালো বন্ধু হয়ে ওঠেন।—১ পিতর ৩:২১.

৫. কোন কোন উপায়ে যিহোবা প্রচার কাজের ক্ষেত্রে আমাদের প্রতি তাঁর মঙ্গলভাব প্রকাশ করে থাকেন?

প্রচার কাজের ক্ষেত্রেও যিহোবা আমাদের প্রতি তাঁর মঙ্গলভাব প্রকাশ করে থাকেন। উদাহরণ স্বরূপ, আমাদের মধ্যে অনেকে লাজুক স্বভাবের। হতে পারে প্রথমে, আমরা সাক্ষি হওয়ার কথা চিন্তা করেই ভয় পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ‘ঘরে ঘরে গিয়ে লোকদের দরজার কড়া নাড়তে হবে আর তাদের এমন এক বার্তা শোনাতে হবে, যেটা তাদের ভালো না-ও লাগতে পারে।’ কিন্তু আজ, আমরা যিহোবার সাহায্যে প্রচার কাজে অংশ নিই আর এতে আমরা আনন্দ লাভ করি। যিহোবা আরও অন্যান্য উপায়ে আমাদের সাহায্য করে থাকেন। যখন কেউ রেগে গিয়ে কথা বলে, তখন যিহোবা আমাদের শান্ত থাকার জন্য সাহায্য করেন। যখন কেউ আমাদের বার্তা সম্বন্ধে আরও জানতে চায়, তখন যিহোবা আমাদের সেইসময় সঠিক শাস্ত্রপদ মনে করিয়ে দেন। আর আমরা যখন এমন এলাকায় প্রচার করি, যেখানে বেশিরভাগ লোক আমাদের কথা শুনতে চায় না, তখন যিহোবা আমাদের শক্তি দেন, যাতে আমরা প্রচার কাজ চালিয়ে যেতে পারি।—যির. ২০:৭-৯.

৬. যিহোবা আর কোন উপায়ে আমাদের প্রতি তাঁর মঙ্গলভাব প্রকাশ করে থাকেন?

আরেকটা উপায়ে যিহোবা আমাদের প্রতি তাঁর মঙ্গলভাব প্রকাশ করে থাকেন। সেটা হল, তিনি আমাদের শেখান যে, কীভাবে আমরা প্রচার কাজ করতে পারি। (যোহন ৬:৪৫) সপ্তাহের মাঝের সভায় আমাদের শেখানো হয়, প্রচারে লোকদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে আর সেই পরামর্শগুলো কাজে লাগানোর জন্য উৎসাহিত করা হয়। একেবারে শুরুতে, আমাদের হয়তো সেই পরামর্শগুলো কাজে লাগাতে ভয় লাগে। কিন্তু, আমরা যখন সেগুলো কাজে লাগাই, তখন লোকেরা ভালো করে আমাদের কথা শোনে। সভা ও সম্মেলনগুলোতে আমাদের উৎসাহিত করা হয়ে থাকে, আমরা যেন প্রচার কাজে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করি। এমনটা করা আমাদের পক্ষে কঠিন বলে মনে হতে পারে। কিন্তু, আমরা যখন তা করি, তখন যিহোবা আমাদের আশীর্বাদ দেন। আমাদের পরিস্থিতি যা-ই হোক না কেন, আমরা যখন যিহোবার উপর নির্ভর করি আর তাঁর সেবায় আলাদা কিছু করি, তখন তিনি আমাদের আশীর্বাদ দেন। আসুন আমরা দেখি, যিহোবা আমাদের কোন কোন আশীর্বাদ দেন। আমরা এও দেখব, তাঁর সেবায় আরও বেশি করার জন্য আমাদের কোন পদক্ষেপগুলো নিতে হবে।

যিহোবা সেই ব্যক্তিদের আশীর্বাদ দেন, যারা তাঁর উপর নির্ভর করে

৭. আমরা যখন যিহোবার সেবায় আরও বেশি করার জন্য প্রচেষ্টা করি, তখন আমরা কোন কোন আশীর্বাদ লাভ করি?

যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়। স্যামুয়েল * নামে একজন প্রাচীন ও তার স্ত্রীর উদাহরণ বিবেচনা করুন, যারা কলম্বিয়ায় সেবা করছেন। তারা দু-জনেই নিজেদের মণ্ডলীতে অগ্রগামী হিসেবে সেবা করছিলেন। কিন্তু, তারা এমন কোনো মণ্ডলীতে গিয়ে সেবা করতে চেয়েছিলেন, যেখানে প্রকাশকদের বেশি প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের অনেক ত্যাগস্বীকার করতে হয়েছিল। ভাই স্যামুয়েল বলেন: “আমরা মথি ৬:৩৩ পদে দেওয়া পরামর্শ কাজে লাগাই এবং অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করে দিই। কিন্তু, আমাদের জন্য বাড়ি ছেড়ে আসা সবচেয়ে কঠিন ছিল। আমরা আমাদের পছন্দ মতো এই বাড়ি তৈরি করেছিলাম ও সুন্দর করে সাজিয়েছিলাম। আর এরজন্য আমরা যে-ঋণ নিয়েছিলাম, তা শোধও করেছিলাম।” নতুন জায়গায় গিয়ে তাদের টাকাপয়সার চিন্তা দূর হয়ে যায় কারণ তারা খুব কম খরচেই তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারতেন। স্যামুয়েল বলেন: “যিহোবা আমাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন। এখন আমরা যিহোবার প্রেম আরও ভালোভাবে অনুভব করতে পারছি।” আপনিও কি তাদের মতো কোনো নতুন পদ্ধতি ব্যবহার করে যিহোবার সেবা করতে পারেন? আপনি যদি তা করেন, তা হলে যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও গভীর হবে এবং তিনি আপনার যত্ন নেবেন।—গীত. ১৮:২৫.

৮. ভাই ইভান ও বোন ভিক্টোরিয়া কোন কোন আশীর্বাদ লাভ করেন?

আমরা আনন্দ লাভ করি। ভাই ইভান ও বোন ভিক্টোরিয়ার উদাহরণ লক্ষ করুন। তারা কিরগিজস্তানে অগ্রগামী হিসেবে সেবা করছেন। তারা তাদের জীবন সাদাসিধে রাখেন, যাতে তারা সংগঠনের কাছ থেকে পাওয়া অন্যান্য কাজে সাহায্য করতে পারেন। যেমন, নির্মাণ প্রকল্প। ভাই ইভান বলেন: “আমাদের যে-কাজই দেওয়া হত, সেটা মনপ্রাণ দিয়ে করতাম। সন্ধ্যা বেলায় আমরা একেবারে ক্লান্ত হয়ে যেতাম। কিন্তু তারপরও, আনন্দিত ছিলাম কারণ আমরা জানতাম যে, আমরা নিজেদের শক্তি রাজ্যের কাজে ব্যয় করেছি। আমরা এই বিষয়েও আনন্দিত যে, সেই সময়ে অনেক ভাই-বোনের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় আর অনেক মধুর স্মৃতি তৈরি হয়।”—মার্ক ১০:২৯, ৩০.

৯. (ক) কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও একজন বোন কী করেছেন? (খ) তিনি কোন কোন আশীর্বাদ লাভ করেছেন?

আমরা তখনও আনন্দ লাভ করি, যখন কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা যিহোবার সেবা করে চলি। মিরা নামে একজন বয়স্ক বোনের উদাহরণ লক্ষ করুন, যিনি একজন বিধবা। তিনি পশ্চিম আফ্রিকায় বসবাস করেন। তিনি একজন ডাক্তার ছিলেন, কিন্তু রিটায়ার হওয়ার পর তিনি অগ্রগামীর সেবা শুরু করেন। মিরার বাতের ব্যথা রয়েছে। হাঁটাচলা করতে তার খুব অসুবিধা হয় আর এই কারণে, তিনি ঘরে ঘরে প্রচার করার সময়ে মাত্র এক ঘণ্টা ব্যয় করতে পারেন। তবে, তিনি ট্রলি ব্যবহার করার মাধ্যমে বেশি সময় ধরে প্রচার করতে পারেন। বোনের কাছে অনেক পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়ন রয়েছে, যেগুলোর মধ্যে কয়েক জনের সঙ্গে তিনি ফোনের মাধ্যমে কথা বলে থাকেন। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও, বোন মিরা কেন যিহোবার সেবা করছেন? তিনি বলেন: “আমি যিহোবা ও যিশু খ্রিস্টকে অনেক ভালোবাসি। আমি বার বার যিহোবার কাছে প্রার্থনা করি, যাতে তিনি অগ্রগামীর সেবা চালিয়ে যাওয়ার জন্য আমাকে শক্তি দেন।”—মথি ২২:৩৬, ৩৭.

১০. যারা যিহোবার সেবায় আরও বেশি করে, তারা কী লাভ করে? (১ পিতর ৫:১০)

১০যিহোবা আমাদের আলাদা আলাদা কাজের জন্য প্রশিক্ষণ দেন। কেনি নামে একজন অগ্রগামী ভাইয়ের উদাহরণ লক্ষ করুন, যিনি মরিশাসে থাকেন। তিনি যখন সত্য শেখেন, তখন তিনি ইউনিভার্সিটির পড়াশোনা বন্ধ করে দেন। কিছু সময় পর, তিনি অগ্রগামী হিসেবে সেবা করতে শুরু করেন। তিনি বলেন, “আমি ভাববাদী যিশাইয়ের মতো হওয়ার চেষ্টা করি, যিনি বলেছিলেন: ‘এই আমি, আমাকে পাঠাও।’” (যিশা. ৬:৮) ভাই কেনি অনেক বার নির্মাণ প্রকল্পে অংশ নেন। এ ছাড়া, তিনি নিজের মাতৃভাষায় বাইবেলভিত্তিক প্রকাশনা অনুবাদ করার ক্ষেত্রে সাহায্য করেন। তিনি বলেন: “আমাকে যখন কোনো কাজ দেওয়া হয়, তখন আমাকে এই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় যে, কীভাবে তা করতে হবে।” কিন্তু, কেনি শুধু কাজ করতেই শেখেননি। তিনি অন্যান্য বিষয়ও শেখেন। তিনি বলেন: “আমি এও শিখি, আমার পক্ষে কোন কাজটা করা কঠিন আর যিহোবার একজন উত্তম উপাসক হওয়ার জন্য আমাকে কোন কোন গুণ গড়ে তুলতে হবে।” (পড়ুন, ১ পিতর ৫:১০.) আপনিও কি ভাই কেনির মতো যিহোবার কাছ থেকে প্রশিক্ষণ লাভ করতে চান? যদি চান, তা হলে নিজের পরিস্থিতি পরীক্ষা করে দেখুন আর যিহোবার সেবায় আরও বেশি করার জন্য প্রচেষ্টা করুন।

এক দম্পতি এমন এলাকায় প্রচার করছেন, যেখানে বেশি প্রকাশকের প্রয়োজন রয়েছে; একজন যুবতী বোন কিংডম হল নির্মাণ প্রকল্পে সাহায্য করছেন; এক বয়স্ক দম্পতি ফোনের মাধ্যমে সাক্ষ্যদান করছেন। তারা সবাই যিহোবার সেবায় যা-কিছু করছে, তাতে তারা অনেক আনন্দ লাভ করছে (১১ অনুচ্ছেদ দেখুন)

১১. দক্ষিণ কোরিয়ার বোনেরা কী করতে শেখে আর এর ফলাফল কী হয়? (প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)

১১ যে-সাক্ষিরা দীর্ঘসময় ধরে সত্যে রয়েছে, তাদেরও প্রচার করার নতুন নতুন পদ্ধতি শিখতে হবে। কোভিড-১৯ অতিমারির সময় দক্ষিণ কোরিয়ায় কী ঘটেছিল, তা লক্ষ করুন। সেখানকার একটা মণ্ডলীর প্রাচীন বলেন: “আমাদের কিছু ভাই-বোন স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রচার কাজে বেশি অংশ নিতে পারত না। কিন্তু, এখন তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রচার কাজে ভালোভাবে অংশ নিতে পারছে। তিন জন বোন, যাদের বয়স ৮০ বছরেরও বেশি, তারা কম্পিউটার চালাতে শিখেছেন। এখন তারা প্রায় প্রতিদিন প্রচার করেন।” (গীত. ৯২:১৪, ১৫) আপনিও কি যিহোবার সেবায় আরও বেশি করতে এবং তাঁর মঙ্গলভাব আস্বাদন করে দেখতে চান? আসুন দেখি, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কী করতে হবে।

যিহোবার সেবায় আরও বেশি করার জন্য আমাদের কী করতে হবে?

১২. যিহোবা কোন প্রতিজ্ঞা করেন?

১২যিহোবার উপর নির্ভর করুন। তিনি প্রতিজ্ঞা করেন, আমরা যখন তাঁর উপর নির্ভর করব আর মনপ্রাণ দিয়ে তাঁর সেবা করব, তখন তিনি আমাদের প্রচুর আশীর্বাদ দেবেন। (মালাখি ৩:১০) কলম্বিয়ায় বসবাসকারী ফেবিয়োলা নামে একজন বোনের প্রতি এমনই কিছু ঘটেছিল। তিনি বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। বাপ্তিস্ম নেওয়ার পর, বোন অগ্রগামী হিসেবে সেবা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি। কারণ তাকেই সংসার চালাতে হত। রিটায়ার হওয়ার পর, বোন যিহোবাকে বলেন যে, তিনি অগ্রগামীর সেবা শুরু করতে চান। বোন বলেন: “সাধারণত পেনশনের টাকা পেতে অনেক সময় লাগত, কিন্তু আমার ক্ষেত্রে বেশি সময় লাগেনি। আমি এক মাস পর থেকেই পেনশনের টাকা পেতে শুরু করি। এটা আমার জন্য কোনো আশ্চর্য কাজের চেয়ে কম ছিল না।” দু-মাস পর, বোন অগ্রগামীর সেবা শুরু করে দেন। এখন তার বয়স ৭০ বছরেরও বেশি আর প্রায় ২০ বছর ধরে তিনি অগ্রগামীর সেবা করছেন। এই সেবা চালিয়ে যাওয়ার সময় তিনি অনেক লোককে বাইবেল অধ্যয়ন করান, যাদের মধ্যে আট জন বাপ্তিস্ম নেয়। বোন বলেন: “প্রায়ই আমার শরীর ভালো থাকে না, কিন্তু আমি প্রতিদিন অগ্রগামীর সেবা চালিয়ে যাওয়ার জন্য যিহোবার কাছে প্রার্থনা করি।”

কীভাবে অব্রাহাম ও সারা, যাকোব ও সেইসঙ্গে যাজকেরা দেখিয়েছিলেন যে, তারা যিহোবার উপর নির্ভর করেন? (১৩ অনুচ্ছেদ দেখুন)

১৩-১৪. যিহোবার উপর নির্ভর করার বিষয়ে আপনি কাদের কাছ থেকে শিখতে পারেন?

১৩যারা যিহোবার উপর নির্ভর করেছিল, তাদের কাছ থেকে শিখুন। বাইবেলে এমন অনেক ব্যক্তির বিষয় উল্লেখ রয়েছে, যারা যিহোবার সেবা করার জন্য কঠোর পরিশ্রম করেছিল। অনেক সময়, সেই উপাসকদের প্রথমে পদক্ষেপ নিতে হয়েছিল আর পরে যিহোবা তাদের আশীর্বাদ দিয়েছিলেন। উদাহরণ স্বরূপ, অব্রাহাম প্রথমে নিজের বাড়ি ত্যাগ করেছিলেন আর পরে যিহোবা তাকে আশীর্বাদ দিয়েছিলেন। (ইব্রীয় ১১:৮) যাকোব প্রথমে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন আর পরে যিহোবা তাকে আশীর্বাদ দিয়েছিলেন। (আদি. ৩২:২৪-৩০) যাজকেরা প্রথমে জর্ডন নদীতে পা রেখেছিলেন আর তখনই নদীর স্রোত থেমে গিয়েছিল। এরপর, ইজরায়েল জাতি সেই নদী পার হতে পেরেছিল এবং প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে পেরেছিল।—যিহো. ৩:১৪-১৬.

১৪ আপনি এমন ভাই-বোনদের কাছ থেকেও শিখতে পারেন, যারা যিহোবার উপর নির্ভর করে তাঁর সেবায় আরও বেশি করছে। ভাই পেটন ও তার স্ত্রী ডায়ানার উদাহরণ লক্ষ করুন। তারা এমন ভাই-বোনদের অভিজ্ঞতা সম্বন্ধে পড়েছিলেন, যারা অন্য জায়গায় গিয়ে সেবা করেছিল। তাদের মধ্যে কিছু ব্যক্তির অভিজ্ঞতা “তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন” ধারাবাহিক প্রবন্ধগুলোতে তুলে ধরা হয়েছে। * পেটন বলেন: “আমরা যখন সেই অভিজ্ঞতাগুলো পড়তাম, তখন আমাদের মনে হত, আমরা যেন কাউকে সুস্বাদু খাবার খেতে দেখছি। আমরা যতবেশি সেগুলো দেখতাম, ততবেশি আমাদের মন ভরে উঠত। আমাদের ইচ্ছে হত, আমরাও যেন যিহোবাকে আস্বাদন করে দেখি যে, তিনি কতটা মঙ্গলময়।” কিছু সময় পর, পেটন ও ডায়ানা এমন জায়গায় গিয়ে সেবা করতে শুরু করেন, যেখানে বেশি প্রকাশকের প্রয়োজন ছিল। আপনি কি এই ধারাবাহিক প্রবন্ধগুলো পড়েছেন? কিংবা আপনি কি jw.org ওয়েবসাইটে বিচ্ছিন্ন এলাকায় সাক্ষ্যদান—অস্ট্রেলিয়া এবং যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করা শিরোনামের ভিডিও দেখেছেন? এমনটা করলে, আপনি যিহোবার সেবায় আরও বেশি করার জন্য চিন্তা করতে পারবেন।

১৫. কাদের সঙ্গে আমাদের সময় কাটানো উচিত?

১৫এমন ব্যক্তিদের সঙ্গে সময় কাটান, যারা আপনাকে উৎসাহিত করতে পারবে। অনুচ্ছেদ ১-এ দেওয়া সেই উদাহরণটা মনে করে দেখুন। আমরা যদি এমন ব্যক্তিদের সঙ্গে সময় কাটাই, যারা সেই খাবার খেতে পছন্দ করে, তা হলে আমাদেরও সেই খাবার খেতে ইচ্ছে করবে। একইভাবে, আমরা যদি এমন ব্যক্তিদের সঙ্গে সময় কাটাই, যারা যিহোবার সেবাকে নিজেদের জীবনে প্রথম স্থানে রাখে, তা হলে আমাদের ইচ্ছে হবে, আমরাও যেন তাঁর সেবায় আরও বেশি করি। কেন্ট ও ভেরোনিকার প্রতি এমনই কিছু ঘটে। কেন্ট বলেন: “আমাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যেরা যিহোবার সেবায় আরও বেশি করার জন্য আমাদের উৎসাহিত করে। তাদের সঙ্গে সময় কাটানোর ফলে আমরা নতুন কিছু করার জন্য সাহস পাই।” বর্তমানে, কেন্ট ও ভেরোনিকা সার্বিয়ায় বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করছেন।

১৬. কেন আমাদের ত্যাগস্বীকার করতে হবে? (লূক ১২:১৬-২১)

১৬যিহোবার জন্য ত্যাগস্বীকার করুন। এর অর্থ এই নয় যে, যিহোবাকে খুশি করার জন্য আমাদের সমস্ত কিছু ত্যাগ করতে হবে। (উপ. ৫:১৯, ২০) কিন্তু, আমরা যদি ত্যাগ করার ভয়েই যিহোবার সেবায় বেশি না করি, তা হলে আমরা সেই ব্যক্তির মতো হব, যার সম্বন্ধে যিশু তাঁর দৃষ্টান্তে উল্লেখ করেছিলেন। সেই ব্যক্তি নিজের জন্য ভালো ভালো জিনিস সঞ্চয় করে রেখেছিল, কিন্তু সে ঈশ্বরকে ভুলে গিয়েছিল। (পড়ুন, লূক ১২:১৬-২১.) ফ্রান্সে বসবাসকারী ক্রিস্টিয়ান নামে একজন ভাইয়ের উদাহরণ লক্ষ করুন। তিনি বলেন: “আমি যিহোবা ও আমার পরিবারকে বেশি সময় দিতাম না।” কিন্তু পরে, তিনি ও তার স্ত্রী অগ্রগামী হিসেবে সেবা করার সিদ্ধান্ত নেন। এই লক্ষ্য অর্জন করার জন্য তারা দু-জনেই তাদের চাকরি ছেড়ে দেন। সংসার চালানোর জন্য তারা পরিষ্কারের কাজ করতে শুরু করেন এবং কম টাকাপয়সায় জীবনযাপন করতে শেখেন। তারা কি এত কিছু ত্যাগস্বীকার করার পরও আনন্দে রয়েছেন? ক্রিস্টিয়ান বলেন: “আমরা অনেক আনন্দে রয়েছি। এখন আমরা প্রচারে বেশি সময় ব্যয় করতে পারি আর আমাদের কাছে অনেক পুনর্সাক্ষাৎ রয়েছে। আমাদের বাইবেল ছাত্রেরা যিহোবা সম্বন্ধে শিখছে এবং এটা দেখে আমাদের খুব ভালো লাগে।”

১৭. একজন বোন নতুন পদ্ধতিতে প্রচার করার জন্য কী করেন?

১৭নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে প্রচার করার চেষ্টা করুন। (প্রেরিত ১৭:১৬, ১৭; ২০:২০, ২১) যুক্তরাষ্ট্রে বসবাসকারী শার্লি নামে একজন অগ্রগামী বোনের উদাহরণ লক্ষ করুন। কোভিড-১৯ অতিমারির সময় তাকে সাক্ষ্য দেওয়ার পদ্ধতি পরিবর্তন করতে হয়েছিল। প্রথম প্রথম, ফোনের মাধ্যমে সাক্ষ্য দিতে তার খুব ভয় লাগত। কিন্তু, সীমা অধ্যক্ষের পরিদর্শনের সময় তিনি ফোনের মাধ্যমে সাক্ষ্য দিতে শেখেন। এরপর থেকে তিনি ফোনের মাধ্যমে আরও বেশি করে সাক্ষ্য দিতে শুরু করেন। বোন বলেন: “এখন আমার এভাবে সাক্ষ্য দিতে খুব ভালো লাগে। ফোনের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার ফলে আমরা আগের চেয়ে আরও বেশি লোকের সঙ্গে কথা বলতে পারছি।”

১৮. আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমরা কী করতে পারি?

১৮উপায় নিয়ে চিন্তা করুন আর পদক্ষেপ নিন। আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমরা প্রার্থনা করে বুদ্ধি চাই এবং তা মোকাবিলা করার উপায় নিয়ে চিন্তা করি। (হিতো. ৩:২১) বোন সোনিয়া একজন অগ্রগামী। তিনি ইউরোপে রোমানি ভাষার একটা গ্রুপে সেবা করছেন। তিনি বলেন: “আমি আমার লক্ষ্যগুলো একটা কাগজে লিখে রাখি। তারপর, সেই কাগজটা এমন জায়গায় রাখি, যাতে আমি তা সহজেই দেখতে পাই। আমার টেবিলের উপরে একটা ছবি রয়েছে আর এই ছবিতে দুটো রাস্তা রয়েছে। যখনই আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখনই আমি সেই ছবি দেখি আর চিন্তা করি, কোন সিদ্ধান্ত নিলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব।” সোনিয়া সঠিক চিন্তা বজায় রাখার জন্যও প্রচেষ্টা করেন। যখন তিনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, তখন তিনি সেটাকে তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধা হতে দেন না। এর পরিবর্তে, কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তিনি সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেন।

১৯. এই প্রবন্ধ থেকে আপনি কী শিখেছেন?

১৯ যিহোবা আমাদের অনেক আশীর্বাদ দেন। আমাদের তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এবং তাঁর গৌরব করা উচিত। (ইব্রীয় ১৩:১৫) আমাদের তাঁর সেবা করার জন্য নতুন নতুন পদ্ধতি খোঁজা উচিত। তা হলে, তিনি আমাদের আরও আশীর্বাদ দেবেন। তাই আসুন, আমরা প্রতিদিন “আস্বাদন” করে দেখি, “সদাপ্রভু মঙ্গলময়।” যদি আমরা তা করি, তা হলে আমরাও যিশুর মতো বলতে পারব: “আমার খাবার হল, যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর ইচ্ছা পালন করা এবং তাঁর কাজ সম্পন্ন করা।”—যোহন ৪:৩৪.

গান ১ যিহোবার গুণাবলি

^ অনু. 5 যিহোবা হলেন মঙ্গলভাবের উৎস। তিনি সমস্ত লোককে উত্তম বিষয়গুলো প্রদান করে থাকেন, এমনকী দুষ্ট ব্যক্তিদেরও। কিন্তু, বিশেষ করে তিনি তাঁর নিজের লোকদের প্রতি মঙ্গলভাব প্রকাশ করে থাকেন। এই প্রবন্ধে আমরা আলোচনা করব, যিহোবা তাঁর উপাসকদের কোন কোন উত্তম বিষয় প্রদান করে থাকেন। এ ছাড়া, আমরা এও জানব, যারা যিহোবার সেবায় আরও বেশি করার জন্য প্রচেষ্টা করে থাকে, তাদের যিহোবা কোন কোন আশীর্বাদ দিয়ে থাকেন।

^ অনু. 7 কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

^ অনু. 14তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন” শিরোনামের এই ধারাবাহিক প্রবন্ধগুলো আগে প্রহরীদুর্গ পত্রিকায় প্রকাশিত হত। এখন এগুলো jw.org ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।