সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

যাকোব ৫:১১ পদে লেখা রয়েছে: “যিহোবা অত্যন্ত স্নেহময় ও করুণাময়।” এর অর্থ কী?

আমাদের ভুলগুলো ক্ষমা করার মাধ্যমে যিহোবা আমাদের প্রতি করুণা দেখান। শুধু তা-ই নয়, যাকোব ৫:১১ পদ আমাদের আশ্বস্ত করে, আমরা যখন সংকটের মধ্যে থাকি, তখন তিনি তাঁর করুণার কারণে আমাদের সাহায্য করেন। আমাদের তাঁকে অনুকরণ করা উচিত।—প্রহরীদুর্গ ২১.০১, পৃষ্ঠা ২০-২১.

কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন?

যিহোবা এই ব্যবস্থা করেছেন কারণ তিনি তাঁর পরিবারকে ভালোবাসেন। তিনি চান যেন তাঁর পরিবারে শান্তি থাকে এবং সব কিছু সুশৃঙ্খলভাবে হয়। এই ব্যবস্থার ফলে পরিবারের সদস্যেরা জানে যে, কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং কে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য নেতৃত্ব নেবে।—প্রহরীদুর্গ ২১.০২, পৃষ্ঠা ৩.

কেন খ্রিস্টানদের সতর্কতার সঙ্গে ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করা উচিত?

কোনো ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করার সময় একজন ব্যক্তিকে খেয়াল রাখতে হবে যে, তিনি কাদের সঙ্গে বন্ধুত্ব করছেন। তিনি যদি কোনো বড়ো ম্যাসেজিং গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তাকে এই বিষয়ে আরও খেয়াল রাখতে হবে। (১ তীম. ৫:১৩) তাকে এই বিষয়েও খেয়াল রাখতে হবে যেন তিনি এমন কথা না ছড়ান, যেটার আদৌও কোনো সত্যতার প্রমাণ নেই। তিনি যেন মুনাফা লাভ করার জন্য ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে অন্য ভাই-বোনদের সঙ্গে মেলামেশা না করেন।—প্রহরীদুর্গ ২১.০৩, পৃষ্ঠা ৩১.

কেন যিহোবা যিশুকে এতটা কষ্ট ভোগ করে মারা যেতে দিয়েছিলেন?

প্রথমত, যিশুকে একটা দণ্ডে ঝোলাতে হত, যাতে যিহুদিরা এক অভিশাপ থেকে মুক্ত হতে পারে। (গালা. ৩:১০, ১৩) দ্বিতীয়ত, যিহোবা যিশুকে প্রশিক্ষণ দিচ্ছিলেন কারণ তিনি ভবিষ্যতে আমাদের মহাযাজক হবেন। তৃতীয়ত, যিশু কষ্ট ভোগ করার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, মানুষ চরম পরীক্ষার মধ্যেও যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে পারে। (ইয়োব ১:৯-১১)—প্রহরীদুর্গ ২১.০৪, পৃষ্ঠা ১৬-১৭.

যে-লোকদের ঘরে পাওয়া যায় না, তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা কী করতে পারি?

আমরা অন্য কোনো সময়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করতে পারি, আলাদা আলাদা জায়গায় গিয়ে প্রচার করতে পারি এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি। যেমন, আমরা চিঠি লিখতে পারি।—প্রহরীদুর্গ ২১.০৫, পৃষ্ঠা ১৫-১৬.

প্রেরিত পৌল আসলে কী বোঝাতে চেয়েছিলেন, যখন তিনি বলেছিলেন: “কারণ আইনের দ্বারা আমি আইনের কাছে মারা গিয়েছি?” (গালা. ২:১৯)

মোশির ব্যবস্থা লোকদের এই বিষয়টা উপলব্ধি করতে সাহায্য করেছিল যে, তারা অসিদ্ধ ও পাপী এবং ইজরায়েলীয়দের খ্রিস্টের দিকে পরিচালিত করেছিল। (গালা. ৩:১৯, ২৪) এই ব্যবস্থার কারণে পৌল খ্রিস্টকে গ্রহণ করেছিলেন। এভাবে তিনি “আইনের কাছে মারা” গিয়েছিলেন অর্থাৎ তিনি ব্যবস্থার অধীনে ছিলেন না।—প্রহরীদুর্গ ২১.০৬, পৃষ্ঠা ৩১.

কেন যিহোবা হলেন ধৈর্য ধরার ক্ষেত্রে সবচেয়ে উত্তম উদাহরণ?

যিহোবা অনেক বিষয় সহ্য করছেন। যেমন, তাঁর নামের উপর আসা নিন্দা, তাঁর শাসন করার অধিকারের বিরোধিতা, তাঁর কিছু সন্তানের করা বিদ্রোহ, শয়তানের আনা মিথ্যা অভিযোগ, তাঁর প্রিয় উপাসকদের কষ্টভোগ, তাঁর বন্ধুদের মৃত্যুতে হারানোর কষ্ট, দুষ্ট লোকদের অত্যাচার, মানবজাতির জঘন্য অনৈতিক কাজ এবং পৃথিবীর ধ্বংস।—প্রহরীদুর্গ ২১.০৭, পৃষ্ঠা ৯-১২.

কেন যোষেফ ধৈর্য ধরার ক্ষেত্রে এক উত্তম উদাহরণ?

তার ভাইয়েরা তার প্রতি খুবই খারাপ আচরণ করেছিল। এর ফলে, তার উপর মিথ্যা অভিযোগ নিয়ে আসা হয়েছিল এবং তাকে মিশরে অনেক বছর ধরে বন্দি হিসেবে থাকতে হয়েছিল।—প্রহরীদুর্গ ২১.০৮, পৃষ্ঠা ১১-১২.

হগয় ২:৬-৯, ২০-২২ পদে কোন ধরনের কম্পনের কথা বলা হয়েছে?

ঈশ্বরের রাজ্যের সুসমাচারের বার্তা শুনে অনেক জাতি রেগে আছে, কিন্তু সৎহৃদয়ের লোকেরা সত্য উপাসনার প্রতি আকৃষ্ট হচ্ছে। খুব শীঘ্র, সমস্ত জাতিকে শেষ বারের মতো কাঁপিয়ে তোলা হবে অর্থাৎ তাদের চিরকালের জন্য ধ্বংস করে দেওয়া হবে।—প্রহরীদুর্গ ২১.০৯, পৃষ্ঠা ১৫-১৯.

কেন আমাদের প্রচার কাজে রত থাকা উচিত?

যিহোবা আমাদের পরিশ্রম ও নিষ্ঠার উপর মনোযোগ দেন এবং খুশি হন। আমরা যদি প্রচার কাজে রত থাকি, তা হলে আমরা অনন্তজীবন লাভ করব।—প্রহরীদুর্গ ২১.১০, পৃষ্ঠা ২৫-২৬.

কীভাবে লেবীয় পুস্তক ১৯ অধ্যায় আমাদের এই পরামর্শ কাজে লাগাতে সাহায্য করতে পারে: “তোমাদের সমস্ত আচরণে পবিত্র হও”? (১ পিতর ১:১৫)

এই কথা সম্ভবত লেবীয় পুস্তক ১৯:২ পদ থেকে নেওয়া হয়েছে। ১৯ অধ্যায়ে এমন অনেক বিষয় বলা হয়েছে, যেগুলো পালন করলে আমরা ১ পিতর ১:১৫ পদের পরামর্শ প্রতিদিন কাজে লাগাতে পারব।—প্রহরীদুর্গ ২১.১২, পৃষ্ঠা ৩-৪.