সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সব জায়গার লোকই ঘৃণার শিকার হয়

সব জায়গার লোকই ঘৃণার শিকার হয়

সারা পৃথিবীতে ঘৃণা অতিমারির মতো ছেয়ে গিয়েছে!

খবরে ও সোশ্যাল মিডিয়ায় দিন দিন আরও বেশি করে এই বিষয়টা উঠে আসছে যে, কীভাবে লোকেরা কথার মাধ্যমে, চিঠির মাধ্যমে, অনলাইনে ও এমনকী বিভিন্ন অপরাধে জড়িত হয়ে নিজেদের ঘৃণা প্রকাশ করে থাকে। এ ছাড়া, চিন্তা করে দেখুন যে, কীভাবে অসংখ্য লোক অন্যদের প্রতি ভেদাভেদ করে, তাদের নিয়ে ঠাট্টাতামাশা করে, অপমান করে, হুমকি দেয় ও এমনকী জিনিসপত্র ভাঙচুর করে। হ্যাঁ, ঘৃণা সব জায়গায় ছেয়ে আছে।

এই পত্রিকা জানায়, কীভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়। এটা অসম্ভব নয়। এটা বাস্তব কারণ দীর্ঘ সময় ধরে সারা পৃথিবীতে অনেক লোক ইতিমধ্যেই তা করে আসছে।