সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

অধ্যয়নের জন্য পরামর্শ

আমাদের বোধগম্যতার রদবদলের বিষয়ে সাম্প্রতিক তথ্যগুলো আমরা কোথায় পেতে পারি?

বর্তমানে আমরা এক রোমাঞ্চকর সময়ে বাস করছি। যিহোবা ধীরে ধীরে আমাদের আগের চেয়ে আরও বেশি তাঁর বাক্যের বিষয়ে বোধগম্যতা প্রকাশ করছেন। (দানি. ১২:৪) কিন্তু, বাইবেলের শিক্ষাগুলো সম্বন্ধে আমাদের বোধগম্যতায় কিছু রদবদল হয়। এই বিষয়ে সাম্প্রতিক তথ্য সম্বন্ধে জানা আমাদের জন্য কঠিন বলে মনে হতে পারে। তাই, আমরা কোথায় সাম্প্রতিক তথ্যগুলো পেতে পারি?

• যে-বিষয়গুলো সম্বন্ধে আমাদের বোধগম্যতায় রদবদল হয়েছে, সেগুলোর মধ্যে কিছু বিষয় আমরা যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা-তে পাব। এই বিষয়গুলোর সূচিপত্র দেখার জন্য “যিহোবার সাক্ষিরা” বিষয়ের নীচে দেওয়া উপশিরোনাম “দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস”-এ দেওয়া “আমাদের বিভিন্ন বিশ্বাসের উপর আরও বোধগম্যতা” অংশে যান। কিংবা আপনি চাইলে ওয়াচটাওয়ার লাইব্রেরি অথবা ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি-র সার্চ বাক্সে “আমাদের বিভিন্ন বিশ্বাসের উপর আরও বোধগম্যতা” টাইপ করতে পারেন।

ব্যক্তিগত অধ্যয়নে সাম্প্রতিক কোনো তথ্য রদবদলের বিষয়ে গবেষণা করলে কেমন হয়? আপনি জানতে পারেন যে, সেই বিষয় সম্বন্ধে আমাদের কোন বোধগম্যতা রয়েছে এবং কেন আমাদের বোধগম্যতায় রদবদল করা হয়েছে।