সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৭

গান ৫১ ঈশ্বরকে করি উৎসর্গ

নাসরীয়দের কাছ থেকে শিখুন

নাসরীয়দের কাছ থেকে শিখুন

“তাহার পৃথক্‌স্থিতির সমস্ত কাল সে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।”গণনা. ৬:৮.

আমরা কী শিখব?

কীভাবে আমরা নাসরীয়দের কাছ থেকে যিহোবার সেবা করার জন্য বিভিন্ন ত্যাগস্বীকার করা এবং সাহসের সঙ্গে কাজ করা শিখতে পারি?

১. প্রাচীন কাল থেকে যিহোবার উপাসকদের মধ্যে কোন বিষয়টা স্পষ্টভাবে দেখা গিয়েছে?

 আপনি কি যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে মূল্যবান হিসেবে দেখেন? নিশ্চয়ই দেখেন, এতে কোনো সন্দেহ নেই। প্রাচীন কালে অনেক লোক আপনার মতোই মনে করত। (গীত. ১০৪:৩৩, ৩৪) তারা যিহোবার উপাসনা করার জন্য বিভিন্ন ত্যাগস্বীকার করেছিল। প্রাচীন ইজরায়েলে এমন কিছু ব্যক্তি ছিল, যাদের নাসরীয় বলা হত। তারা কারা ছিল আর তাদের কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. (ক) কাদের নাসরীয় বলা হত? (গণনাপুস্তক ৬:১, ২) (খ) কিছু ইজরায়েলীয় কেন নাসরীয় হওয়ার জন্য শপথ নিত?

“নাসরীয়” শব্দটা ইব্রীয় ভাষা থেকে এসেছে, যেটার মানে হল “বাছাই করে রাখা,” “আলাদা করে রাখা” কিংবা কোনো বিশেষ সেবার জন্য “উৎসর্গ করে রাখা।” এই শব্দ থেকে ইজরায়েলীয়দের উদ্যোগ স্পষ্টভাবে বোঝা যেত, যারা এক বিশেষ উপায়ে যিহোবার সেবা করার জন্য বিভিন্ন ত্যাগস্বীকার করত। মোশির ব্যবস্থা অনুযায়ী একজন পুরুষ কিংবা মহিলা কিছুসময় ধরে নাসরীয় হিসেবে জীবনযাপন করার জন্য যিহোবার কাছে এক বিশেষ শপথ নিতে পারতেন। a (পড়ুন, গণনাপুস্তক ৬:১, ২.) এই বিশেষ শপথের কারণে একজন নাসরীয় এমন নির্দেশনাগুলো মেনে চলতেন, যেগুলো অন্য ইজরায়েলীয়দের মেনে চলার প্রয়োজন ছিল না। একজন ইজরায়েলীয় কেন নাসরীয় হওয়ার জন্য শপথ নিতেন? কারণ তিনি যিহোবাকে খুব ভালোবাসতেন এবং যিহোবা তার জন্য যা-কিছু করেছেন, সেগুলোর প্রতি তিনি মন থেকে কৃতজ্ঞতা দেখাতে চাইতেন।—দ্বিতীয়. ৬:৫; ১৬:১৭.

৩. ঈশ্বরের লোকেরা বর্তমানেও কীভাবে নাসরীয়দের মতো উদ্যোগ দেখিয়ে থাকে?

কিন্তু যখন “খ্রিস্টের আইন” শুরু হয়েছিল, তখন মোশির ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। তাই, এর সঙ্গে সঙ্গে নাসরীয় হওয়ার ব্যবস্থাও বাতিল হয়ে গিয়েছিল। (গালা. ৬:২; রোমীয় ১০:৪) তবে, বর্তমানেও ঈশ্বরের লোকেরা নাসরীয়দের মতো উদ্যোগ দেখিয়ে থাকে। তারা সমস্ত হৃদয়, মন, প্রাণ ও শক্তি দিয়ে যিহোবাকে সেবা করতে চায়। (মার্ক ১২:৩০) এমনটা করার মাধ্যমে তারা তাদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করে এবং আনন্দের সঙ্গে তাঁর সামনে একটা শপথ নেয়। এই শপথ পূরণ করার জন্য তাদের যিহোবার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হয় এবং কিছু ত্যাগস্বীকার করতে হয়। এই প্রবন্ধে আমরা জানতে পারব, নাসরীয়েরা কীভাবে নিজেদের শপথ পূরণ করত এবং তাদের কাছ থেকে আমরা কী শিখতে পারি। bমথি ১৬:২৪.

ত্যাগস্বীকার করার জন্য প্রস্তুত থাকুন

৪. গণনাপুস্তক ৬:৩, ৪ পদ অনুযায়ী নাসরীয়দের কোন বিষয়গুলো থেকে দূরে থাকতে হত?

গণনাপুস্তক ৬:৩, ৪ পদ পড়ুন। নাসরীয়েরা কোনো ধরনের মদ খেতে পারত না আর আঙুর ও কিশমিশের মতো কোনো খাবারও খেতে পারত না। কিন্তু, অন্য ইজরায়েলীয়েরা এইসমস্ত কিছু খেতে পারত এবং এগুলো থেকে আনন্দ লাভ করতে পারত। আর এমনটা করা ভুলও ছিল না। বাইবেলেও লেখা রয়েছে, ‘আংগুর-রস মানুষের মনকে খুশী করে’ কারণ এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা উপহার। (গীত. ১০৪:১৪, ১৫, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) তা সত্ত্বেও, নাসরীয়েরা খুশিমনে এইসমস্ত কিছু থেকে দূরে থাকত। c

আপনি কি নাসরীয়দের মতো কিছু ত্যাগস্বীকার করার জন্য প্রস্তুত? (৪-৬ অনুচ্ছেদ দেখুন)


৫. ভাই মাদিয়ান এবং বোন মারসেলা কী ত্যাগস্বীকার করার সিদ্ধান্ত নিয়েছিলেন আর কেন?

নাসরীয়দের মতো আমরাও আরও বেশি করে যিহোবার সেবা করার জন্য কিছু ত্যাগস্বীকার করে থাকি। ভাই মাদিয়ান এবং তার স্ত্রী মারসেলার উদাহরণের উপর মনোযোগ দিন। তারা খুবই আরামে জীবন কাটাচ্ছিলেন। ভাইয়ের একটা ভালো চাকরি ছিল এবং তাদের একটা সুন্দর বাড়ি ছিল। কিন্তু, তারা আরও বেশি করে যিহোবার সেবা করতে চেয়েছিলেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তারা কিছু রদবদল করবেন। তারা বলেন, “আমরা আমাদের খরচ কমাতে শুরু করি। এরপর, আমরা একটা ছোটো ঘরে গিয়ে থাকতে শুরু করি আর আমাদের চার চাকা গাড়ি বিক্রি করে দিই।” ভাই মাদিয়ান ও বোন মারসেলাকে যে এই ত্যাগস্বীকার করতেই হত, এমন নয়। তারা নিজেদের ইচ্ছায় এটা করেছিলেন, যাতে তারা আরও বেশি করে যিহোবাকে সেবা করতে পারেন। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা অনেক আনন্দিত হয়েছিলেন।

৬. বর্তমানে যিহোবার লোকেরা কেন বিভিন্ন ত্যাগস্বীকার করে থাকে? (ছবিও দেখুন।)

বর্তমানে, যিহোবার লোকেরা খুশিমনে বিভিন্ন ত্যাগস্বীকার করে থাকে, যাতে তারা আরও বেশি করে তাঁর সেবা করতে পারে। (১ করি. ৯:৩-৬) এইসমস্ত ত্যাগস্বীকার করার জন্য যিহোবা আমাদের জোর করেন না আর ভাই-বোনেরা যে-সমস্ত ত্যাগস্বীকার করে, সেগুলো ভুলও নয়। উদাহরণ স্বরূপ, কিছু লোক নিজেদের পছন্দের চাকরি ছেড়ে দিয়েছে কিংবা নিজেদের স্বপ্নের বাড়ি বানায়নি আর বিভিন্ন পশুপাখিও পোষেনি। আবার অনেকে কিছুসময় পর্যন্ত বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে আর বাচ্চা না নেওয়ার কথাও ভেবেছে। আবার অনেকে সিদ্ধান্ত নিয়েছে, তারা এমন একটা জায়গায় গিয়ে সেবা করবে, যেখানে বেশি প্রয়োজন আর এই কারণে তাদের পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। তারা খুশিমনে এই সমস্ত ত্যাগস্বীকার করে থাকে কারণ তারা মনপ্রাণ দিয়ে যিহোবাকে সেবা করতে চায়। বিশ্বাস করুন, যিহোবার সেবা করার জন্য আপনি ছোটো বা বড়ো যেকোনো ত্যাগস্বীকারই করুন না কেন, যিহোবা সেটাকে অনেক মূল্য দেন।—ইব্রীয় ৬:১০.

অন্যদের চেয়ে নিজেকে আলাদা দেখানোর জন্য প্রস্তুত থাকুন

৭. কেন একজন নাসরীয়ের পক্ষে নিজের শপথ রাখা সহজ ছিল না? (গণনাপুস্তক ৬:৫) (ছবিও দেখুন।)

গণনাপুস্তক ৬:৫ পদ পড়ুন। নাসরীয়দের শপথে চুল কাটার নিয়ম ছিল না। এভাবে তারা দেখাত, তারা পুরোপুরিভাবে যিহোবার অধীনে রয়েছে। তারা যদি দীর্ঘসময়ের জন্য শপথ নিত, তা হলে তাদের চুল অনেক লম্বা হয়ে যেত আর অন্যেরাও সেটা দেখতে পেত। যে-লোকেরা নাসরীয়দের সম্মান করত, তারা তাদের সমর্থন করত। কিন্তু, কিছু লোক নাসরীয়দের পছন্দ করত না, তাই তারা তাদের সমর্থন করত না। ভাববাদী আমোষের দিনে এমনই কিছু ঘটেছিল। যে-ইজরায়েলীয়েরা যিহোবার সেবা করা ছেড়ে দিয়েছিল, তারা ‘নাসরীয়দের দ্রাক্ষারস পান করাত,’ যাতে তারা তাদের শপথ রাখতে না পারে। (আমোষ ২:১২) এইসমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করা নাসরীয়দের পক্ষে সহজ ছিল না। তাদের সাহসের সঙ্গে কাজ করতে হত, যাতে তারা অন্যদের চেয়ে নিজেদের আলাদা দেখাতে পারে এবং নিজেদের শপথ রাখতে পারে।

যে-নাসরীয়েরা তাদের শপথ পূরণ করতে চেয়েছিল, তারা নিজেদের অন্যদের থেকে আলাদা রেখেছিল। (৭ অনুচ্ছেদ দেখুন)


৮. বেনজামিনের অভিজ্ঞতা থেকে কোন বিষয়টা আপনার ভালো লেগেছে?

কখনো কখনো নিজেদের আলাদা দেখানো সহজ হয় না। আমরা লাজুক স্বভাবের হতে পারি কিংবা অন্যদের ভয় পেতে পারি, কিন্তু যিহোবার সাহায্যে আমরা সাহসের সঙ্গে কাজ করতে পারি। নরওয়েতে থাকা আমাদের একজন ছোটো ভাই বেনজামিনের উদাহরণের উপর মনোযোগ দিন। তার বয়স ১০ বছর। একবার তার স্কুলে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল। আসলে, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে-যুদ্ধ চলছে, সেখানে ইউক্রেনকে সমর্থন করার জন্য এই প্রোগ্রাম রাখা হয়েছিল। প্রত্যেক ছেলে-মেয়েকে বলা হয়েছিল, তারা যেন ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে এবং একটা গান গায়। যেহেতু বেনজামিন বুদ্ধিমান ছিল, তাই সে দূরে দাঁড়িয়ে ছিল, যাতে এই প্রোগ্রামে অংশ নিতে না হয়। কিন্তু, একজন শিক্ষক তাকে দেখে নিয়েছিলেন এবং তাকে ডেকে বলেছিলেন, “বেনজামিন, তাড়াতাড়ি এখানে এসো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি।” বেনজামিন সাহস করে তার শিক্ষকের কাছে গিয়েছিল এবং তাকে বলেছিল, “আমি কারো পক্ষ নিই না এবং রাজনীতির সঙ্গে জড়িত কোনো প্রোগ্রামে অংশ নিই না। আর অনেক যিহোবার সাক্ষি যুদ্ধে অংশ নেয় না বলে জেলে রয়েছে।” শিক্ষক তার কথা মেনে নিয়েছিলেন এবং তাকে প্রোগ্রামে অংশ নিতে জোর করেননি। কিন্তু তার ক্লাসের ছেলে-মেয়েরা তাকে জিজ্ঞেস করেছিল, কেন সে প্রোগ্রামে অংশ নিচ্ছে না। বেনজামিন অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে সাহসের সঙ্গে তাদের প্রশ্নের উত্তর দিয়েছিল। পরে বেনজামিন তার বাবা-মাকে বলেছিল যে, যিহোবাই তাকে তার বিশ্বাস সম্বন্ধে অন্যদের বলতে সাহায্য করেছিলেন।

৯. কীভাবে আমরা যিহোবার হৃদয়কে আনন্দিত করতে পারি?

আমরা যিহোবার ইচ্ছা অনুযায়ী চলতে চাই। এই কারণে জগতের লোকদের চেয়ে আমাদের আলাদা দেখায়। তাই অনেকসময়, লোকদের এটা বলার জন্য আমাদের সাহসের প্রয়োজন হয় যে, আমরা একজন যিহোবার সাক্ষি, সেটা স্কুলে হোক কিংবা কাজের জায়গায়। এ ছাড়া, জগতের লোকদের চিন্তাভাবনা এবং তাদের জীবনধারা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই, বাইবেলের নীতি অনুযায়ী চলা এবং লোকদের সুসমাচার জানানো আমাদের পক্ষে কঠিন হতে পারে। (২ তীম. ১:৮; ৩:১৩) কিন্তু আমাদের মনে রাখা উচিত, আমরা যখন সাহসের সঙ্গে যিহোবার সেবা করি এবং জগতের লোকদের চেয়ে নিজেদের আলাদা দেখাই, তখন আমরা তাঁর হৃদয়কে আনন্দিত করি।—হিতো. ২৭:১১; মালাখি ৩:১৮.

যিহোবাকে নিজের জীবনে প্রথম স্থান দিন

১০. গণনাপুস্তক ৬:৬, ৭ পদে দেওয়া নির্দেশনা মেনে চলা একজন নাসরীয়ের পক্ষে কখন কঠিন হত?

১০ গণনাপুস্তক ৬:৬, ৭ পদ পড়ুন। একজন নাসরীয় কোনো মৃত দেহের কাছে যেতে পারত না। কেউ কেউ মনে করতে পারে, এটা কোনো বড়ো বিষয় নয়। কিন্তু একটু চিন্তা করুন, যখন একজন নাসরীয়ের কোনো প্রিয়জন মারা যেত, তখন এই নির্দেশনা মেনে চলা তার জন্য কতটা কঠিন হত। এ ছাড়া, সেইসময় একটা রীতি ছিল: যদি কেউ মারা যেত, তা হলে সেই মৃত দেহের পাশে কাউকে থাকতে হত। (যোহন ১৯:৩৯, ৪০; প্রেরিত ৯:৩৬-৪০) কিন্তু, নাসরীয়েরা নিজেদের শপথের কারণে এই রীতি পালন করতে পারত না। এই দুঃখের সময়েও তারা নিজেদের শপথ ভেঙে ফেলত না। এভাবে, তারা যিহোবার প্রতি বিশ্বস্ত থাকত। যিহোবা তাঁর এই বিশ্বস্ত সেবকদের নিশ্চয়ই শক্তি ও সাহস জোগাতেন, যাতে তারা এই কঠিন সময়ে নিজেদের সামলাতে পারে।

১১. পরিবারের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ে একজন খ্রিস্টানের কোন বিষয়টা মনে রাখা উচিত? (ছবিও দেখুন।)

১১ খ্রিস্টান হিসেবে আমরা যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করে যে-শপথ নিয়েছি, সেটাকে আমরা কখনো হালকাভাবে নিই না। আমাদের পরিবারের ক্ষেত্রেও যখন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন আমরা আমাদের শপথকে সবসময় মনে রাখি। আমরা আমাদের পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলো জোগানোর জন্য সবসময় কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু, আমরা কখনো তাদের ইচ্ছাকে যিহোবার ইচ্ছার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখি না। (মথি ১০:৩৫-৩৭; ১ তীম. ৫:৮) এই কারণে তারা আমাদের উপর রেগে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও, আমরা যিহোবাকে খুশি করার জন্য প্রচেষ্টা করে চলি।

আপনি কি কঠিন পরিস্থিতির মধ্যেও যিহোবার ইচ্ছাকে প্রথম স্থানে রাখতে চান? (১১ অনুচ্ছেদ দেখুন) d


১২. ভাই আলেক্সান্ড্রু যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি কী করেছিলেন এবং কী করেননি?

১২ ভাই আলেক্সান্ড্রু এবং তার স্ত্রী ডরিনার উদাহরণের উপর মনোযোগ দিন। তারা এক বছর ধরে বাইবেল অধ্যয়ন করেছিলেন। এরপর, ডরিনা বাইবেল অধ্যয়ন করা বন্ধ করে দিয়েছিলেন এবং চেয়েছিলেন, তার স্বামীও যেন অধ্যয়ন করা বন্ধ করে দেন। কিন্তু, ভাই তাকে প্রেমের সঙ্গে বুঝিয়েছিলেন যে, তিনি বাইবেল অধ্যয়ন করা বন্ধ করবেন না। এই বিষয়টা ডরিনার একদম ভালো লাগেনি। তিনি অনেক চেষ্টা করেছিলেন, যাতে ভাই অধ্যয়ন করা ছেড়ে দেন। ভাই আলেক্সান্ড্রু বলেন, তিনি বোঝার চেষ্টা করেছিলেন, কেন তার স্ত্রী এইরকম আচরণ করছেন। ডরিনা কখনো কখনো ভাইকে উলটোপালটা কথা শোনাতেন এবং তার সঙ্গে খুব খারাপভাবে কথা বলতেন। এইসমস্ত কিছু সহ্য করা ভাইয়ের পক্ষে সহজ ছিল না। অনেকসময় তার মনে হত, তারও অধ্যয়ন করা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু, তিনি হাল ছেড়ে দেননি বরং যিহোবাকে তার জীবনে প্রথম স্থান দিয়েছিলেন। এর পাশাপাশি, তিনি তার স্ত্রীর সঙ্গে প্রেম ও সম্মান দেখিয়ে আচরণ করেছিলেন। ভাইয়ের ভালো আচরণের কারণে ডরিনা আবারও বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন এবং একজন যিহোবার সাক্ষি হয়েছিলেন।—jw.org ওয়েবসাইটে আলেক্সান্ড্রু এবং ডরিনা ভিকার: প্রেম ধৈর্য ধরে এবং দয়া দেখায় ভিডিওটা দেখুন।

১৩. আমরা আমাদের পরিবারের প্রতি এবং যিহোবার প্রতি আমাদের প্রেম কীভাবে দেখাতে পারি?

১৩ যিহোবা পরিবার সৃষ্টি করেছেন এবং তিনি চান যেন পরিবারের প্রত্যেকে আনন্দে থাকে। (ইফি. ৩:১৪, ১৫) আমরা যদি আনন্দে থাকতে চাই, তা হলে যিহোবা যেভাবে চান, আমাদের সেভাবে কাজ করতে হবে। তিনি জানেন, আমরা আমাদের পরিবারের যত্ন নিতে চাই, তাদের প্রতি সম্মান দেখাতে চাই আর এর পাশাপাশি আমরা তাঁরও সেবা করতে চাই। এই কারণে আমাদের হয়তো কিছু ত্যাগস্বীকার করতে হয়। বিশ্বাস করুন, আপনি যে-ত্যাগস্বীকারগুলো করেন, যিহোবা সেগুলোকে অনেক মূল্য দেন।—রোমীয় ১২:১০.

নাসরীয়দের মতো উদ্যোগ বজায় রাখার জন্য একে অন্যকে উৎসাহিত করুন

১৪. আমরা বিশেষভাবে কাদের আমাদের কথার মাধ্যমে উৎসাহিত করতে পারি?

১৪ যারা যিহোবার উপাসনা করতে চায়, তারা খুশিমনে বিভিন্ন ত্যাগস্বীকার করে কারণ তারা যিহোবাকে ভালোবাসে। কিন্তু, এমনটা করা সবসময় সহজ হয় না। আমরা আমাদের উদ্যোগ বজায় রাখার জন্য কী করতে পারি? আমরা ভাই-বোনদের আমাদের কথার মাধ্যমে উৎসাহিত করতে পারি। (ইয়োব ১৬:৫) আপনি কি মণ্ডলীতে এমন ভাই-বোনদের জানেন, যারা আরও বেশি করে যিহোবার সেবা করার জন্য নিজেদের জীবনকে সাদাসিধে করার চেষ্টা করছে? অথবা আপনি কি এমন অল্পবয়সিদের চেনেন, যারা কঠিন পরিস্থিতিতে সাহসের সঙ্গে কাজ করে এবং স্কুলে অন্যদের চেয়ে নিজেদের আলাদা দেখায়? অথবা এমন কিছু বাইবেল ছাত্র কিংবা ভাই-বোন কি রয়েছে, যারা পরিবারের কাছ থেকে বিরোধিতা আসা সত্ত্বেও যিহোবার মান অনুযায়ী চলার জন্য প্রচেষ্টা করে চলছে? সত্যিই, এই প্রিয় ভাই-বোনেরা সাহসের সঙ্গে কাজ করে এবং তারা বিভিন্ন ত্যাগস্বীকার করে থাকে। তাই আসুন, আমরা সুযোগ করে নিই, যাতে সবসময় এই ভাই-বোনদের উৎসাহিত করে চলি এবং তাদের আশ্বাস দিই, তারা যে-উদ্যোগ দেখাচ্ছে, আমরা সেটাকে অনেক মূল্য দিই।—ফিলী. ৪, ৫,.

১৫. কিছু ভাই-বোন পূর্ণসময়ের সেবকদের কীভাবে সাহায্য করে?

১৫ আমরা বিশেষ করে পূর্ণসময়ের সেবকদের আমাদের সময় এবং টাকাপয়সা দিয়ে সাহায্য করতে পারি। (হিতো. ১৯:১৭; ইব্রীয় ১৩:১৬) শ্রীলঙ্কায় থাকা আমাদের একজন বয়স্ক বোন এমনটাই করেছিলেন। তিনি লক্ষ করেছিলেন, টাকাপয়সার অভাব থাকার কারণে দু-জন অল্পবয়সি অগ্রগামী বোনের পক্ষে তাদের সেবা চালিয়ে যাওয়া কঠিন হচ্ছিল। তিনি মন থেকে তাদের সাহায্য করতে চেয়েছিলেন। তাই যখন তার পেনশন বেড়েছিল, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি প্রতি মাসে তাদের কিছু টাকা দেবেন, যাতে তারা তাদের ফোনের ব্যালেন্স ভরাতে পারে। সেই বয়স্ক বোন কতই-না উদ্যোগ দেখিয়েছিলেন!

১৬. নাসরীয়দের ব্যবস্থা থেকে আমরা কী শিখতে পারি?

১৬ অতীতে যে-লোকেরা নিজেদের ইচ্ছায় নাসরীয় হওয়ার জন্য শপথ নিত, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা এই ব্যবস্থা থেকে যিহোবার বিষয়েও অনেক কিছু জানতে পারি। যিহোবা জানেন, আমরা মনপ্রাণ দিয়ে তাঁকে খুশি করতে চাই। তিনি এও জানেন, নিজেদের জীবন উৎসর্গ করার সময়ে আমরা যে-শপথ নিয়েছিলাম, সেটা পূরণ করার জন্য আমরা যেকোনো ত্যাগস্বীকার করতে প্রস্তুত। যিহোবা আমাদের তাঁকে ভালোবাসার এক বিশেষ সুযোগ দিয়েছেন। (হিতো. ২৩:১৫, ১৬; মার্ক ১০:২৮-৩০; ১ যোহন ৪:১৯) নাসরীয়দের ব্যবস্থা থেকে আমরা এই বিষয়টাও বুঝতে পারি, যিহোবাকে সেবা করার জন্য আমরা যে-সমস্ত ত্যাগস্বীকার করেছি, সেগুলো তিনি লক্ষ করেন এবং সেগুলোকে অনেক মূল্য দেন। তাই আসুন, আমরা সবসময় মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করে চলি!

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কীভাবে নাসরীয়েরা ত্যাগস্বীকার করার জন্য প্রস্তুত ছিল এবং সাহসের সঙ্গে কাজ করেছিল?

  • নাসরীয়দের মতো উদ্যোগ বজায় রাখার জন্য কীভাবে আমরা একে অন্যকে উৎসাহিত করতে পারি?

  • নাসরীয়দের ব্যবস্থা থেকে আমরা যিহোবা সম্বন্ধে কী শিখতে পারি?

গান ৩৪ বিশ্বস্ততার পথে চলি

a যিহোবা কিছু ব্যক্তিকে নাসরীয় হওয়ার জন্য বাছাই করেছিলেন। কিন্তু, বেশিরভাগ ইজরায়েলীয় নিজেদের ইচ্ছায় কিছুসময়ের জন্য নাসরীয় হওয়ার শপথ নিয়েছিল।—“ যিহোবা নাসরীয়দের বাছাই করেছিলেন” বক্স দেখুন।

b আমাদের কিছু প্রকাশনায় নাসরীয়দের পূর্ণসময়ের সেবকদের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু, এই প্রবন্ধে আমরা দেখব, কীভাবে যিহোবার সমস্ত উৎসর্গীকৃত সেবক নাসরীয়দের মতো উদ্যোগ দেখাতে পারে।

c সাধারণত, নাসরীয়দের হয়তো তাদের শপথ পূরণ করার জন্য আলাদাভাবে কোনো বিশেষ কাজ করার প্রয়োজন ছিল না।

d ছবি সম্বন্ধে বর্ণনা: একজন নাসরীয় ছাদ থেকে তার প্রিয়জনের মৃত্যুর শবযাত্রা দেখছেন। তিনি যেহেতু শপথ করেছেন, তাই তিনি সেটার কাছে যাননি।