সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

এমন অমূল্য রত্নগুলো খুঁজুন, যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন

এমন অমূল্য রত্নগুলো খুঁজুন, যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন

আমরা যখন বাইবেলের কোনো বিবরণ পড়ি, তখন সেই বিষয়ে গবেষণা করে আমরা অমূল্য রত্ন খুঁজে পেতে পারি। তবে, কীভাবে আমরা বাইবেল থেকে আরও বেশি উপকার পেতে পারি?

গভীরে গিয়ে দেখুন। জানার চেষ্টা করুন যে, আপনি যা পড়েছেন, সেটা কে লিখেছেন, কার জন্য লিখেছেন এবং কখন লিখেছেন। এটাও জানার চেষ্টা করুন, সেইসময় পরিস্থিতি কেমন ছিল, সেটার আগে কী হয়েছিল আর পরে কী হয়েছিল।

আপনি কী শিখতে পারেন, তা চিন্তা করুন। আপনি এইরকম কিছু প্রশ্ন নিয়ে চিন্তা করতে পারেন: ‘এই ঘটনায় যারা ছিল, তারা কেমন অনুভব করেছিল? তারা কোন কোন গুণ দেখিয়েছিল? কেন আমাকে তাদের মতো হওয়া উচিত অথবা কেন আমাকে তাদের মতো হওয়া উচিত নয়?’

যা শিখেছেন, তা কাজে লাগান। আপনি যা শিখেছেন, সেই অনুযায়ী প্রচার করুন কিংবা অন্যদের সঙ্গে আচরণ করুন। যিশুও বলেছিলেন: “তোমরা এই বিষয়গুলো জানতে পেরেছ, কিন্তু তোমরা যদি সেগুলো পালন কর, তা হলে তোমরা সুখী হবে।”—যোহন ১৩:১৭.

  • পরামর্শ: আপনি হয়তো দেখেছেন, সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-এ ‘ঈশ্বরের বাক্যের গুপ্তধনে’ বাইবেলের একটা বিবরণ নিয়ে আলোচনা করা হয়। সেখানে নিজেকে জিজ্ঞেস করার জন্য কিছু প্রশ্ন অথবা চিন্তা করার জন্য কিছু বিষয় এবং ছবি দেওয়া থাকে। এগুলো থেকে আমরা বুঝতে পারি, সেই বিবরণ থেকে আমরা কী শিখতে পারি। তাই, আপনি বাইবেলের কোনো বিবরণ পড়ার সময়ে নিজেকে এইরকমই কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং এমনই কিছু বিষয় নিয়ে চিন্তা করতে পারেন।