সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

FPG/The Image Bank via Getty Images

জেগে থাকুন!

রাজনীতিবিদ্‌রা আরমাগিদোনের বিষয়ে সতর্ক করছেন—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

রাজনীতিবিদ্‌রা আরমাগিদোনের বিষয়ে সতর্ক করছেন—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 ২০২২ সালের অক্টোবর ১০, তারিখে রাশিয়ার মিসাইল ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত করে প্রতিশোধ নেয়, কারণ এর দুদিন আগে এক মারাত্মক বিস্ফোরণ ঘটিয়ে ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী একটা গুরুত্বপূর্ণ ব্রীজের সাংঘাতিকভাবে ক্ষতি করা হয়। রাজনীতিবিদ্‌দের কয়েকজন বলেছিলেন যে, শীঘ্রই আরমাগিদোন আসতে চলেছে আর এই ঘটনাটা তার কিছুদিন পরেই ঘটেছিল।

  •   “[যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ.] কেনেডি এবং কিউবার মিসাইল সঙ্কটের পর থেকে আমরা এখনো পর্যন্ত আরমাগিদোনের এতটা কাছাকাছি চলে আসিনি। ... আমার মনে হয়, আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব অথচ আরমাগিদোন হবে না এটা কোনো মতেই সম্ভব নয়।”—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অক্টোবর ৬, ২০২২.

  •   “এটাই যে আরমাগিদোন সেই বিষয়ে আমিও একমত, আর এটা সারা পৃথিবীর জন্য একটা হুমকি।”—ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডেমির জেলেনেস্কি, ২০২২ সালের ৮ অক্টোবরে এই কথা বলেছিলেন,যখন বিবিসি নিউজ তাকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিণতি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল।

 পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে কি তা আরমাগিদোনের দিকে পরিচালিত করবে? এই সম্বন্ধে বাইবেল কী বলে?

পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে কি আরমাগিদোন শুরু হবে?

 না। বাইবেলে মাত্র একবার, প্রকাশিত বাক্য ১৬:১৬ পদে “আরমাগিদোন” শব্দটা পাওয়া যায়। সেখানে এই শব্দটা দুই দেশের মধ্যে ঘটা কোনো যুদ্ধকে নয় বরং ঈশ্বর এবং “পুরো পৃথিবীর রাজাদের” মধ্যে হওয়া এক যুদ্ধকে ইঙ্গিত করে। (প্রকাশিত বাক্য ১৬:১৪) ঈশ্বর মানব শাসনকে শেষ করার জন্য আরমাগিদোনের যুদ্ধকে ব্যবহার করবেন।

 পৃথিবীর জন্য আরমাগিদোনের অর্থ কী হবে সেই বিষয়ে আরও জানার জন্য আরমাগিদোনের যুদ্ধ কী? শিরোনামের প্রবন্ধটা দেখুন।

পৃথিবী আর এর বসবাসকারীরা কী পারমাণবিক যুদ্ধে ধ্বংস হয়ে যাবে?

 না। যদিও মানব শাসকরা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কিন্তু ঈশ্বর পৃথিবীকে ধ্বংস হতে দেবেন না। বাইবেল বলে:

 এটা ঠিক যে, বাইবেলের ভবিষ্যদ্‌বাণী এবং বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে তা ইঙ্গিত করে যে, খুব শীঘ্রই মানব ইতিহাসে এক বড় পরিবর্তন হতে চলেছে। (মথি ২৪:৩-৭; ২ তীমথিয় ৩:১-৫) বিনামূল্যে আমাদের ইন্টারেক্টিভ বাইবেল কোর্সের মাধ্যমে ভবিষ্যতের বিষয়ে বাইবেল কী বলে তা জানুন।