সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Comstock Images/Stockbyte via Getty Images

জেগে থাকুন!

আপনি কোন নেতাকে বাছাই করবেন?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

আপনি কোন নেতাকে বাছাই করবেন?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 বর্তমানে লোকেরা কোন নেতাকে বাছাই করবে, তা নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।

 এই সম্বন্ধে বাইবেল কী বলে?

মানব নেতারা সীমাবদ্ধ

 বাইবেল এমন এক সীমাবদ্ধতার বিষয়ে বলে যা সমস্ত মানব নেতাদের রয়েছে।

  •   “তোমরা নির্ভর করিও না রাজন্যগণে, বা মনুষ্য-সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে; সেই দিনেই তাহার সঙ্কল্প সকল নষ্ট হয়।”—গীতসংহিতা ১৪৬:৩, ৪.

 এমনকি সবচেয়ে যোগ্য নেতাও মারা যান। এরচেয়েও বড় বিষয় হল, তারা কখনোই এটা নিশ্চিতভাবে বলতে পারেন না যে, তাদের করা ভালো কাজগুলো তাদের পরে যে নেতারা আসবেন তারাও করে যাবেন।—উপদেশক ২:১৮, ১৯.

 এমনকি বাইবেল এটাও বলে যে, মানুষকে কখনো তাদের নিজেদের উপর কর্তৃত্ব করার জন্য সৃষ্টি করা হয়নি।

  •   “মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।”—যিরমিয় ১০:২৩.

 এমন কেউ কি আছেন যিনি আজ উত্তম নেতৃত্ব দিতে পারেন?

ঈশ্বর অনুমোদিত একজন নেতা

 বাইবেল বলে যে ঈশ্বর এমন একজন নেতাকে নিযুক্ত করেছেন যিনি সবচেয়ে যোগ্য ও বিশ্বস্ত। তিনি হলেন যিশু খ্রিস্ট। (গীতসংহিতা ২:৬) যিশু ঈশ্বরের রাজ্যের রাজা, যে সরকার স্বর্গ থেকে শাসন করে।—মথি ৬:১০.

 আপনি কি যিশুকে নেতা হিসেবে বাছাই করবেন? কেন এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বাইবেল তা আমাদের জানায়।

  •   “পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন।”—গীতসংহিতা ২:১২.

 এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বাইবেলের ভবিষ্যদ্‌বাণী জানায় যে ১৯১৪ সালে যিশু তাঁর রাজত্ব শুরু করেছেন আর খুব শীঘ্রই ঈশ্বরের রাজ্য মানব সরকারগুলোকে সরিয়ে দেবে।—দানিয়েল ২:৪৪.

 কীভাবে আপনি যিশুর নেতৃত্বকে সমর্থন করতে পারেন সেই বিষয়ে আরও জানার জন্য “এখনই ঈশ্বরের রাজ্যকে সমর্থন করুন!” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।