সরাসরি বিষয়বস্তুতে যান

কে আমার বন্ধু হতে পারে?

কে আমার বন্ধু হতে পারে?

এই কার্যকলাপ ব্যবহার করে আপনাদের সন্তানদের সাহায্য করুন, যাতে তারা মণ্ডলীর মধ্যে বন্ধু খুঁজে পেতে পারে।

বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের সঙ্গে হিতোপদেশ ১৩:২০ পদ পড়ুন এবং আলোচনা করুন।

কার্যকলাপ ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন।

আমরা হয়তো লাজুক স্বভাবের। কিন্তু, আমরা যদি ভালো বন্ধু পেতে চাই, তা হলে আমাদের এগিয়ে গিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে হবে। নীচে লিস্টে দেওয়া মণ্ডলীর কারো সঙ্গে কথা বলতে আপনার সন্তানকে সাহায্য করুন। ভাই-বোনদের কার্ডগুলো দেখাও এবং সেগুলোতে দেওয়া যেকোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলো। তুমি যখন কারো সম্বন্ধে নতুন কিছু জানবে, তখন তোমরা দু-জন অনেক ভালো বন্ধু হতে পারবে!

আপনি হয়তো এটাও দেখতে চাইবেন

ধারাবাহিক প্রবন্ধ

যিহোবার বন্ধুদের কাছ থেকে শেখো—খেলার ছলে শেখো

যিহোবার বন্ধুদের কাছ থেকে শেখো সিরিজের বিভিন্ন দৃশ্য আবার তৈরি করার আর সেইসঙ্গে আপনার সন্তানের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করার জন্য এই অ্যাক্টিভিটি ব্যবহার করুন।

বাইবেলের শিক্ষা

ভিডিও এবং সন্তানদের কার্যকলাপ

বাইবেলভিত্তিক ভিডিও এবং খেলার ছলে বিভিন্ন অ্যাক্টিভিটি ব্যবহার করে সন্তানদের আধ্যাত্মিক বিষয়গুলোর গুরুত্ব বুঝতে সাহায্য করুন।