প্রহরীদুর্গ এপ্রিল ২০১৩
প্রচ্ছদবিষয়
মোশি কে ছিলেন?
এই বিশ্বস্ত ব্যক্তিকে খ্রিস্টান, যিহুদি, মুসলিম ও অন্যান্য লোক সকলেই যথেষ্ট সম্মান করে থাকে। আপনি তার সম্বন্ধে কী জানেন?
প্রচ্ছদবিষয়
মোশি—একজন বিশ্বাসী ব্যক্তি
মোশির দৃঢ়বিশ্বাস ছিল কারণ তিনি তার জীবনকে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর ওপর কেন্দ্রীভূত রেখেছিলেন। কীভাবে আপনি একই ধরনের বিশ্বাস গড়ে তুলতে পারেন?
প্রচ্ছদবিষয়
মোশি—একজন নম্র ব্যক্তি
অনেকে নম্রতা গুণটাকে এক দুর্বলতা হিসেবে দেখে থাকে। ঈশ্বর এই গুণকে কীভাবে দেখে থাকেন? মোশি কীভাবে নম্রতা দেখিয়েছিলেন?
প্রচ্ছদবিষয়
মোশি—একজন প্রেমময় ব্যক্তি
মোশি ঈশ্বরের প্রতি এবং সহইস্রায়েলীয়দের প্রতি প্রেম দেখিয়েছিলেন। তার উদাহরণ থেকে কী শেখা যেতে পারে?
DRAW CLOSE TO GOD
‘ঈশ্বর জীবিতদের ঈশ্বর’
পুনরুত্থানের মাধ্যমে মৃত্যুকে দূর করে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের রয়েছে। এই প্রতিজ্ঞা কতটা নিশ্চিত?
আপনাদের সন্তানদের শিক্ষা দিন
পিতর এবং অননিয় মিথ্যা বলেছিল—আমরা কী শিক্ষা লাভ করতে পারি?
দেখুন যে, কেন একজন ব্যক্তি ক্ষমা পেয়েছিলেন কিন্তু অন্যজন ক্ষমা পাননি।
পারিবারিক সুখের চাবিকাঠি
আপনার সন্তান যখন শারীরিক অথবা মানসিক প্রতিবন্ধী
আপনি যে-তিনটে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন সেগুলো ও সেইসঙ্গে বাইবেলে প্রাপ্ত প্রজ্ঞা কীভাবে সাহায্য করতে পারে, তা বিবেচনা করে দেখুন।
জীবনকাহিনি
“আমি দেখলাম ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না।”
অলিভিয়ে বিশেষ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন কারণ তিনি বধির ছিলেন। যিহোবা কীভাবে তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন, তা পড়ে দেখুন।
বাইবেলের প্রশ্নের উত্তর
ঈশ্বর যদি সবকিছুই সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি কি দিয়াবলকেও সৃষ্টি করেছেন? বাইবেল কী বলে, তা পরীক্ষা করে দেখুন।
অনলাইনে তুলে ধরা আরও বিষয়বস্তু
যিহোবার সাক্ষিরা বাইবেল অধ্যয়ন কোর্সের যে-প্রস্তাব দেয়, সেটা কী?
বিনা মূল্যে যিহোবার সাক্ষিরা বাইবেল অধ্যয়নের যে-প্রস্তাব দেয়, সেখানে আপনি বাইবেলের যেকোনো অনুবাদ ব্যবহার করতে পারেন। আপনি নির্দ্বিধায় আপনার পুরো পরিবারকে অথবা কোনো বন্ধুকে অধ্যয়নে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।