প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) আগস্ট ২০১৩

এই সংখ্যা আলোচনা করে যে, কীভাবে যিহোবার কাজে পবিত্র এবং কার্যকরী থাকা যায়, কীভাবে আমাদের নিজেদের সমস্যার জন্য ঈশ্বরকে দোষ দেওয়া এড়ানো যায় এবং কীভাবে নিরুৎসাহিতার সঙ্গে লড়াই করা যায়

আপনারা পবিত্রীকৃত হয়েছেন

চারটে বিষয় পরীক্ষা করুন, যেগুলো আমাদেরকে ঈশ্বরের সেবায় অনুগত থাকতে এবং কার্যকরী হতে সাহায্য করতে পারে।

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

মণ্ডলীর সভাগুলোর সময় খ্রিস্টান বাবা-মায়ের কি একজন সমাজচ্যুত সন্তানের সঙ্গে বসা উপযুক্ত?

জীবনকাহিনি

যিহোবা ‘দিন দিন আমার ভার বহন করেন’

গুরুতর স্বাস্থ্যগত সমস্যা থাকা সত্ত্বেও, কী নামিবিয়ার একজন বোনকে ২০ বছরেরও বেশি সময় ধরে আনন্দের সঙ্গে একজন অগ্রগামী হিসেবে সেবা করতে সাহায্য করেছে?

কখনো “সদাপ্রভুর উপরে রুষ্ট” হবেন না

কেউ কেউ তাদের হৃদয়কে ঈশ্বরের প্রতি তিক্তবিরক্ত হতে দিয়েছে। তারা নিজেদের সমস্যার জন্য তাঁকে দোষ দেয়। কীভাবে আমরা এই ফাঁদ এড়াতে পারি?

বাবা-মায়েরা—আপনাদের সন্তানদেরকে শিশুকাল থেকে প্রশিক্ষণ দিন

সন্তানকে কত আগে থেকে প্রশিক্ষণ দিতে শুরু করা উচিত? এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত কী?

পরস্পরের প্রতি বিবেচনা দেখান ও পরস্পরকে উৎসাহিত করুন

সমস্যার সময়ও বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করে চলার জন্য কীভাবে আমরা পরস্পরকে উৎসাহিত করতে পারি?

আপনাদের কেমন লোক হওয়া উচিত, তা বিবেচনা করুন

শয়তান চায় না যে, আমরা ঈশ্বরের অনুমোদন লাভ করি। কীভাবে আমরা যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্বকে সুরক্ষা করতে পারি?

ইলীশায় অগ্নিময় রথ দেখেছিলেন—আপনিও কি দেখেন?

ইলীশায় যিহোবার ওপর দৃঢ় বিশ্বাস এবং পূর্ণ নির্ভরতা গড়ে তুলেছিলেন। তার উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি?

আমাদের আর্কাইভ থেকে

রাজা অত্যন্ত আনন্দিত হন!

সোয়াজিল্যান্ডের একজন রাজা কীভাবে বাইবেলের সত্য শেখার বিষয়ে উপলব্ধি দেখিয়েছিলেন, সেই সম্বন্ধে পড়ুন।