প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) অক্টোবর ২০১৪

এই সংখ্যায় ২০১৪ সালের ডিসেম্বর মাসের ১ থেকে ২৮ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিল—তাইওয়ানে

যেখানে রাজ্যের প্রকাশকদের অনেক বেশি প্রয়োজন, সেখানে সেবা করার জন্য ১০০-রও বেশি যিহোবার সাক্ষি বর্তমানে এখানে এসেছে। তাদের অভিজ্ঞতা উপভোগ করুন এবং সফল হওয়ার জন্য তাদের দেওয়া পরামর্শ জানুন।

রাজ্যের প্রতি অটল বিশ্বাস বজায় রাখুন

যিহোবার রাজ্য যে তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবে, সেই বিষয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য যিহোবা ধারাবাহিকভাবে ছয়টা চুক্তি ব্যবহার করেছেন। এই চুক্তিগুলো আমাদের বিশ্বাসকে কীভাবে শক্তিশালী করে?

তোমরা “যাজকদের এক রাজ্য” হবে

ছয়টা চুক্তির মধ্যে শেষ তিনটে চুক্তি আমাদেরকে ঈশ্বরের রাজ্যের ওপর নির্ভর করতে এবং অন্যদের কাছে এই রাজ্যের সুসমাচার জানাতে অনুপ্রাণিত করে।

জীবনকাহিনি

রাজ্যের সেবায় আমার জীবনের বিভিন্ন মাইলফলক

মিলড্রেড ওলসন ৭৫ বছরেরও বেশি সময় ধরে যিহোবাকে সেবা করে যাচ্ছেন আর এই সময়ের মধ্যে প্রায় ২৯ বছর তিনি এল সালভাদরে মিশনারি হিসেবে কাজ করেছেন। কোন বিষয়টার কারণে তিনি এখনও মনে মনে নিজেকে একজন তরুণী বলে মনে করেন?

যিহোবার সহকার্যকারী হওয়ার বিশেষ সুযোগকে মূল্যবান বলে গণ্য করুন!

কোন বিষয়টা যিহোবার উপাসকদেরকে ব্যক্তিগত বিষয়ের পিছনে ছোটা বন্ধ করতে অনুপ্রাণিত করেছে?

‘ঊর্দ্ধস্থ বিষয়ে মনোযোগ দাও’

যে-ব্যক্তিদের পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার আশা রয়েছে, তাদের কেন ঊর্ধ্বস্থ বিষয়ের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখতে হবে? কীভাবে তারা সেটা করতে পারে?