প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০১৪

এই সংখ্যায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের ২ থেকে মার্চ মাসের ১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

তিনি ‘পথ জানিতেন’

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠীর একজন সদস্য গায় এইচ. পিয়ার্স ২০১৪ সালের ১৮ মার্চ মঙ্গলবার মারা যান।

যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন

ইস্রায়েলীয়দেরকে দেওয়া ঈশ্বরের একটা আদেশ থেকে আমরা দান করার বিষয়ে এক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি।

‘শুনুন ও বুঝুন’

সরিষাদানা, তাড়ি, বণিক এবং গুপ্তধনের বিষয়ে যিশু দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। এগুলোর অর্থ কী?

আপনি কি “বুঝিতে পারেন”?

নিদ্রা যায় এমন বীজবাপকের বিষয়ে, টানা জালের বিষয়ে এবং অপব্যয়ী পুত্রের বিষয়ে যিশু যে-দৃষ্টান্ত তুলে ধরেছিলেন, সেগুলোর অর্থ কী?

আপনার কি মনে আছে?

আত্মপরীক্ষার জন্য দেওয়া এই ১২টা প্রশ্ন, ২০১৪ সালের প্রহরীদুর্গ পত্রিকার জুন থেকে ডিসেম্বর সংখ্যাগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ থেকে আপনার কী মনে আছে, তা স্মরণ করে দেখার জন্য আপনাকে সাহায্য করতে পারে।

আপনার কি সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত?

কিছু সিদ্ধান্ত আছে, যেগুলো চূড়ান্ত হতে হবে কিন্তু সব সিদ্ধান্ত এমন নয়। কীভাবে আপনি এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারেন?

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

যিরমিয় যখন বলেছিলেন, রাহেল আপন সন্তানদের জন্য রোদন করছেন, তখন তিনি কী বুঝিয়েছিলেন?

একত্রে এই পুরোনো জগতের শেষকে মোকাবিলা করা

বাইবেলের চারটে উদাহরণ একতার মূল্য সম্বন্ধে এবং কেন ভবিষ্যতে এই একতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা তুলে ধরে।

তুমি যা-কিছু পেয়েছ, সেগুলোর প্রতি কি তোমার উপলব্ধি রয়েছে?

কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকারকে মূল্যবান বলে গণ্য করি?

২০১৪ সালের প্রহরীদুর্গ পত্রিকার বিষয়সূচি

২০১৪ সালে জনসাধারণের সংস্করণে ও অধ্যয়ন সংস্করণে প্রকাশিত প্রবন্ধের একটা বিষয়ভিত্তিক তালিকা।