প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) নভেম্বর ২০১৫

এই সংখ্যায় ২০১৫ সালের ডিসেম্বর মাসের ২৮ তারিখ থেকে ২০১৬ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—প্রথম ভাগ

শিক্ষা দেওয়ার সময় যিশু যে-তিনটে গুণাবলি প্রয়োগ করেছিলেন, সেই গুণাবলি সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আরও কার্যকরী হতে সাহায্য করতে পারে।

যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—দ্বিতীয় ভাগ

কিশোরবয়সি সন্তানরা যাতে তাদের বয়ঃসন্ধিকালকে আধ্যাত্মিক উন্নতির এক সময় হিসেবে দেখতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সাহায্য করতে পারেন?

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

প্রাচীন যিরীহো নগর যে পরাজিত হওয়ার আগে দীর্ঘসময় অবরুদ্ধ থাকেনি, সেটার কী প্রমাণ রয়েছে?

যিহোবার উদারতার প্রতি উপলব্ধি দেখান

বাইবেল আমাদের সময়, সম্পদ ও শক্তি দান করার ক্ষেত্রে উপযুক্ত এবং অনুপযুক্ত মনোভাব শনাক্ত করতে সাহায্য করে।

যিহোবা হলেন প্রমময় ঈশ্বর

কীভাবে যিহোবা মানবজাতির প্রতি তাঁর প্রম দেখিয়েছেন?

আপনি কি ‘আপনার প্রতিবাসীকে আপনার মত প্রম করেন’?

আপনি আপনার বিবাহিত জীবনে, মণ্ডলীতে এবং প্রচার কাজে যিশুর আজ্ঞা প্রয়োগ করতে পারেন।

রাজ্য শাসনের অধীনে এক-শো বছর!

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার জন্য কোন তিনটে উপায়ে আমাদের সজ্জিত করা হয়েছে?

আমাদের আর্কাইভ থেকে

‘সূর্যের নীচে কোনো কিছুই যেন তোমাদের বাধা না দেয়!’

১৯৩০-এর দশকের ফ্রান্সের পূর্ণসময়ের পরিচারকরা উদ্যোগ ও ধৈর্যের এক উত্তরাধিকার রেখে গিয়েছে।