প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) নভেম্বর ২০১৬

এই সংখ্যায় ২০১৬ সালের ডিসেম্বর মাসের ২৬ থেকে ২০১৭ সালের জানুয়ারি মাসের ২৯ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

একটা শব্দ যা হৃদয় ছুঁয়ে গিয়েছিল!

যিশু এমন কোন শব্দ ব্যবহার করেছিলেন, যা সম্বোধনের এক ভদ্র উপায়ের চেয়ে আরও বেশি অর্থ বহন করেছিল?

“প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও”

কেন উৎসাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ? যিহোবা, যিশু ও পৌল যেভাবে অন্যদের উৎসাহিত করেছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি?

ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল রেখে আমরা সুসংগঠিত

যিহোবা হলেন অতুলনীয় সংগঠক। আমাদের কি এটা আশা করা উচিত নয়, তাঁর উপাসকরাও সুসংগঠিত হবে?

আপনি কি যিহোবার বাক্যের প্রতি গভীর সম্মান দেখান?

ঈশ্বরের লোকেরা যখন তাঁর বাক্যে প্রাপ্ত পরামর্শ প্রয়োগ করার প্রচেষ্টা করে এবং অনুগতভাবে তাঁর সংগঠনকে সমর্থন করে, তখন তারা চমৎকার ফল লাভ করে।

“এই কার্য্য অতি মহৎ”

এই কাজে সমর্থন করার বিশেষ সুযোগ আপনার রয়েছে!

তাদের অন্ধকার থেকে আহ্বান করা হয়েছিল

দ্বিতীয় শতাব্দীতে ঈশ্বরের লোকেরা কোন অর্থে অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল? কখন ও কীভাবে তারা আশার আলো দেখতে শুরু করেছিল?

তারা মিথ্যা ধর্ম থেকে স্বাধীন হয়েছিল

কখন ঈশ্বরের লোকেরা বাবিলের বন্দিত্ব থেকে নিজেদের পুরোপুরিভাবে মুক্ত করেছিল?

“ব্রিটেনের রাজ্য প্রকাশকরা​—⁠জেগে উঠুন!!”

দশ বছরে ব্রিটেনে রাজ্য প্রকাশকদের সংখ্যায় কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি! অবশেষে কোন কারণে সেই পরিস্থিতি পালটে গিয়েছিল?