সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ২ ২০১৭ | চার জন অশ্বারোহী—এবং আপনার জীবনে তাদের প্রভাব

আপনি কী মনে করেন?

বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে বর্ণিত চার জন অশ্বারোহীর দৃশ্যটা সবার কাছে খুবই পরিচিত। কেউ কেউ এটা পড়ে আতঙ্কিত হয় আবার অনেকে কৌতূহলী হয়ে ওঠে। এই ভবিষ্যদ্‌বাণী সম্বন্ধে বাইবেল যা জানায়, তা লক্ষ করুন:

“ধন্য, যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, ও যাহারা শ্রবণ করে।”প্রকাশিত বাক্য ১:৩.

প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যায় ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে চার জন অশ্বারোহীর যাত্রা আমাদের জন্য ভালো খবর হিসেবে প্রমাণিত হতে পারে।

 

প্রচ্ছদবিষয়

চার জন অশ্বারোহী এবং আপনি

চারটি অশ্ব—শুক্লবর্ণ, লোহিতবর্ণ, কৃষ্ণবর্ণ ও পাণ্ডুবর্ণ। প্রকাশিত বাক্য বইয়ে এদের একটার পর একটা ছুটে আসার দৃশ্য সবার কাছে খুবই পরিচিত।

প্রচ্ছদবিষয়

চার জন অশ্বারোহী তারা কারা?

কীভাবে এই দর্শনের অর্থ উদ্‌ঘাটন করা যায়, তা জানুন।

আরেকটা প্রমাণ

আপনি হয়তো তত্তনয়ের বিষয়ে জানতে না কিন্তু তিনি যে অস্তিত্বে ছিলেন, তা প্রত্নতত্ত্ব জোরালোভাবে প্রমাণ দেয়।

বাইবেল জীবনকে পরিবর্তন করে

বেসবল খেলাকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবাসতাম!

স্যামুয়েল হ্যামিলটন পেশাদার খেলায় মত্ত থাকতেন কিন্তু বাইবেল অধ্যয়ন তার জীবনকে পরিবর্তিত করে।

তাদের বিশ্বাস অনুকরণ করুন

“তুমি দেখিতে সুন্দরী”

মিশরে ফরৌণের কয়েক জন অধ্যক্ষ সারার অসাধারণ সৌন্দর্য লক্ষ করেছিলেন। এরপর কী ঘটেছিল, তা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।

বাইবেল কী বলে?

ঈশ্বর কি পক্ষপাতিত্ব করেন? তিনি কি কিছু মানুষকে আশীর্বাদ করেন এবং অন্যদের অভিশাপ দেন?