প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০১৭

এই সংখ্যায় ২০১৮ সালের জানুয়ারি মাসের ২৯ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

“আমি জানি, . . . সে উঠিবে”

কীভাবে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে, ভবিষ্যতে পুনরুত্থান হবে?

“আমি ঈশ্বরে . . . প্রত্যাশা করিতেছি”

কেন পুনরুত্থান হল খ্রিস্টানদের বিশ্বাসের একটা মূল শিক্ষা?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি ক-টা বাইবেলভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারেন।

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

প্রাচীন ইস্রায়েলে, মশীহের বংশধারা কি প্রথমজাত সন্তানের অধিকারের সঙ্গে যুক্ত ছিল?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

বিবাহিত খ্রিস্টানরা কি আইইউডি (ইনট্রাইউটেরাইন ডিভাইস) স্থাপন করাকে জন্ম নিয়ন্ত্রণের এমন এক পদ্ধতি হিসেবে বিবেচনা করতে পারে, যা শাস্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ?

বাবা-মায়েরা​—⁠আপনাদের সন্তানদের “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” হতে সাহায্য করুন

অনেক বাবা-মা সেইসময় উদ্‌বিগ্ন হয়ে ওঠেন, যখন তাদের ছেলে অথবা মেয়ে যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করতে ও বাপ্তিস্ম নিতে চায়। কীভাবে তারা তাদের সন্তানকে সাহায্য করতে পারেন যেন তারা সফলভাবে পরিত্রাণের জন্য বৃদ্ধি পেতে পারে?

অল্পবয়সিরা​—⁠“আপন আপন পরিত্রাণ সম্পন্ন কর”

বাপ্তিস্ম হল এক গুরুগম্ভীর পদক্ষেপ কিন্তু অল্পবয়সিদের এটাকে ভয় পাওয়া অথবা এড়ানো উচিত নয়।

জীবনকাহিনি

আমি খ্রিস্টকে অনুসরণ করার জন্য বিভিন্ন বিষয় ত্যাগ করেছি

ভাই ফেলিক্স ফাহারডো যখন খ্রিস্টের একজন শিষ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। এখন ৭০ বছরেরও বেশি সময় পর, তিনি বলেন যে, খ্রিস্ট তাকে যেখানে যেখানে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, তিনি ঠিক সেখানে সেখানে যাওয়ার মাধ্যমে খ্রিস্টকে অনুসরণ করেছেন আর এই বিষয়ে তার কোনো আপশোস নেই।

২০১৭ সালের জন্য প্রহরীদুর্গ পত্রিকার বিষয়সূচি

এই তালিকা আপনাকে ২০১৭ সালের প্রহরীদুর্গ পত্রিকায় ছাপানো বিভিন্ন প্রবন্ধ খুঁজে পেতে সাহায্য করবে।